
19/09/2025
কক্সবাজারের টেকনাফে র্যাব ১৫ প্রশিক্ষিত কুকুরের সহায়তায় একটি বসতঘর থেকে ১ লাখ ৭০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে। অভিযানে একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন ছোট হাবিবপাড়ার মো. একরামের স্ত্রী শামীনারা বেগম (৪৬), ছেলে মো. আবদুর রহিম (৩০) এবং পুত্রবধূ ইসমত আরা (২৪)। অভিযানের সময় আরও একজন মো. হাসান (২৪) পালিয়ে গেছে।
র্যাব জানায়, পাচারের উদ্দেশ্যে ঘরটিতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত করা হয়েছিল। প্রথমে শুধু কয়েক হাজার বড়ি উদ্ধার হলেও, কুকুরের সহায়তায় ঘরের বিভিন্ন জায়গা থেকে সম্পূর্ণ চালানটি পাওয়া যায়।
র্যাবের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক বলেন, “কুকুর দুটি ছাড়া এত বড় চালান উদ্ধার করা সম্ভব হতো না।” গ্রেপ্তার আসামিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
#কক্সবাজার #টেকনাফ #র্যাব #ইয়াবা #মাদকদমন #নিউজ | 𝐌 𝐄 𝐓𝐕 𝐍𝐄𝐖𝐒 | 𝐌 𝐄 𝐓𝐕
#𝐦𝐞𝐭𝐯 #𝐧𝐞𝐰𝐬 #𝐍𝐞𝐰𝐬𝐔𝐩𝐝𝐚𝐭𝐞 #𝐫𝐞𝐞𝐥𝐬𝐟𝐛 #𝐫𝐞𝐞𝐥𝐬𝐟𝐲𝐩シ #𝐟𝐛𝐫𝐞𝐞𝐥𝐬 #𝐟𝐛𝐫𝐞𝐞𝐥𝐬𝐯𝐢𝐝𝐞𝐨 #𝐬𝐡𝐨𝐫𝐭