24/06/2024
আপনার বয়স ত্রিশ মানেই আপনার অন্তত একটা মন ভাঙার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা একসময় আপনাকে কষ্ট দিয়েছে,সেই মানুষটা অথবা সেই মানুষগুলো অনেক ভাল আছে। আর আপনার তখন মনে হবে দিজ ইজ নট ফেয়ার। কিন্তু আপনাকে সেটা ও মেনে নিতে হবে। কারন আপনি ম্যাচিউরড।
কিন্তু তারপরে ও তো কথা থেকে যায়! মাঝেরাতে ঘুম ভাঙলে কাউকে প্রশ্ন করতে ইচ্ছে হয়, আমাদের একসাথে দেখা স্বপ্নগুলোর তবে কী হলো? কোথায় হারালো?