Shopz BD

Shopz BD Welcome to Our Page, your ultimate destination for trending videos, viral reels, and captivating content!

Stay updated. "

দেশীয় চলচ্চিত্রের বর্তমান থেকে সূচনা অব্দি ৬৯ বছর। এই ৬৯ বছরে শত শত নায়ক চলচ্চিত্রকে আলোকিত করেছেন। নিচে ‘হায়েস্ট গ্র...
07/07/2025

দেশীয় চলচ্চিত্রের বর্তমান থেকে সূচনা অব্দি ৬৯ বছর। এই ৬৯ বছরে শত শত নায়ক চলচ্চিত্রকে আলোকিত করেছেন। নিচে ‘হায়েস্ট গ্রোসার অব দ্য ইয়ার’ অনুযায়ী শীর্ষ তিন নায়কের অবস্থান তুলে ধরলাম।

শাকিব খানঃ— ঢাকাই সিনেমার জীবন্ত কিংবদন্তি। বিগত (২০০৬ সাল-বর্তমান) প্রায় দুই দশক সময় ধরে তিনিই ঢাকাই সিনেমায় একক রাজত্ব করেই চলেছেন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাও তিনি। ‘হায়েস্ট গ্রোসার অব দ্য ইয়ার’ সিনেমায় নায়কদের মধ্যে ১ম অবস্থানে আছেন শাকিব। যা ‘হায়েস্ট গ্রোসার অব দ্য ইয়ার’ সিনেমার সংখ্যা ১৬টি।

‘হায়েস্ট গ্রোসার অব দ্য ইয়ার’ সিনেমার তালিকা।
২০০৬ - চাচ্চু (শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল)
২০০৭ - আমার প্রাণের স্বামী (শাকিব খান, শাবনূর)
২০০৮ - প্রিয়া আমার প্রিয়া (শাকিব খান, সাহারা)
২০১০ - নাম্বার ওয়ান শাকিব খান (শাকিব খান, অপু)
২০১১ - টাইগার নাম্বার ওয়ান (শাকিব খান, সাহারা)
২০১২ - খোদার পরে মা (শাকিব খান, সাহারা)
২০১৩ - পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (শাকিব খান, জয়া আহসান)
২০১৪ - হিরো: দ্য সুপারষ্টার (শাকিব খান, অপু বিশ্বাস, ববি)
২০১৫ - লাভ ম্যারেজ (শাকিব খান, অপু বিশ্বাস)
২০১৬ - শিকারি (শাকিব খান, শ্রাবন্তী)
২০১৭ - নবাব (শাকিব খান, শুভশ্রী)
২০১৯ - পাসওয়ার্ড (শাকিব খান, বুবলী)
২০২০ - বীর (শাকিব খান, বুবলী)
২০২৩ - প্রিয়তমা (শাকিব খান, ইধিকা পাল)
২০২৪ - তুফান (শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা)
২০২৫ - বরবাদ‌ (শাকিব, ইধিকা পাল)

রাজ্জাকঃ— ষাটের দশক থেকে আঁশির দশকের তুমুল জনপ্রিয় এবং শীর্ষ নায়ক ছিলেন তিনি। যিনি কিনা নায়ক ‘রাজ’ উপাধি পেয়েছিলেন। ‘হায়েস্ট গ্রোসার অব দ্য ইয়ার’ সিনেমায় নায়কদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। নায়ক রাজ্জাকের ক্যারিয়ারে ‘হায়েস্ট গ্রোসার অব দ্য ইয়ার’ সিনেমার সংখ্যা ১২টি।

‘হায়েস্ট গ্রোসার অব দ্য ইয়ার’ সিনেমার তালিকা।
১৯৬৬ - বেহুলা (রাজ্জাক, সূচন্দা, সুমিতা দেবী)
১৯৬৯ - ময়নামতি (রাজ্জাক, কবরী)
১৯৭০ - মধুমিলন (রাজ্জাক, শাবানা)
১৯৭২ - অবুঝ মন (রাজ্জাক, শাবানা)
১৯৭৩ - রংবাজ (রাজ্জাক, কবরী, জসিম)
১৯৭৪ - আলোর মিছিল (রাজ্জাক, ববিতা)
১৯৭৯ - মাটির ঘর (রাজ্জাক, শাবানা)
১৯৮০ - ছুটির ঘন্টা (রাজ্জাক, শাবানা)
১৯৮১ - অংশীদার (রাজ্জাক, শাবানা)
১৯৮৩ - নাজমা (রাজ্জাক, শাবানা, জসিম)
১৯৮৭ - সন্ধি (রাজ্জাক, শবনম, জাফর ইকবাল)
১৯৮৮ - স্বাক্ষর (রাজ্জাক, শাবানা)

মান্নাঃ— বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক। ৫টি ‘হায়েস্ট গ্রোসার অব দ্য ইয়ার’ সিনেমা নিয়ে নায়কদের মধ্যে অবস্থান তৃতীয় অবস্থানে আছেন।

‘হায়েস্ট গ্রোসার অব দ্য ইয়ার’ সিনেমার তালিকা।
১৯৯৮ - শান্ত কেন মাস্তান (মান্না, শাহনাজ)
১৯৯৯ - খবর আছে (মান্না, মৌসুমী)
২০০০ - গুন্ডা নাম্বার ওয়ান (মান্না, শাহনাজ)
২০০১ - সুলতান (মান্না, পূর্ণিমা)
২০০২ - স্বামী স্ত্রীর যুদ্ধ (মান্না, শাবনূর, পূর্ণিমা)

🪨 সৌদি আরবের তায়মা মরুভূমিতে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর প্রাকৃতিক নিদর্শন—Al Naslaa Rock। ⁣⁣দেখলে মনে হবে, যেন কেউ আধুন...
03/07/2025

🪨 সৌদি আরবের তায়মা মরুভূমিতে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর প্রাকৃতিক নিদর্শন—Al Naslaa Rock। ⁣

দেখলে মনে হবে, যেন কেউ আধুনিক লেজার কাটা যন্ত্র দিয়ে পাথরটিকে নিখুঁতভাবে মাঝখান থেকে কেটে দুই টুকরো করে রেখেছে। অথচ অবাক করা ব্যাপার হলো—এই পাথরটি ৪ হাজার বছরেরও বেশি পুরোনো, এবং তখন তো এমন কোনো প্রযুক্তি ছিল না! ⁣

গবেষকেরা আজও নিশ্চিতভাবে বলতে পারেননি কীভাবে এই পাথরটি এত সোজা ও মসৃণভাবে কাটা হলো। কোনো প্রাকৃতিক ঘটনা? নাকি হারিয়ে যাওয়া কোনো প্রাচীন প্রযুক্তি?⁣

এ যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক নিখুঁত রহস্যচিত্র, যা আজও মানুষকে চমকে দেয়, অবাক করে।⁣

এই পাথরের গায়ে আছে প্রাচীন মানুষের খোদাই করা চিত্রও—যা প্রমাণ করে, এটি শুধু প্রকৃতির খেলা নয়, ইতিহাসের সাক্ষীও।⁣

সত্যিই ইতিহাসের অনেক রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে যা প্রতিনিয়ত আমাদের ভাবায়।

এবার ইস্তাম্বুলের সামুদ্রে রুনা খান
01/07/2025

এবার ইস্তাম্বুলের সামুদ্রে রুনা খান



🕰 রোলেক্স: সময় নয়, এক অনুপ্রেরণার নাম!ঘড়ির কাঁটার আড়ালে লুকিয়ে আছে এক অনাথ শিশুর স্বপ্ন—হান্স উইল্সডর্ফ, যে ছোটবেলায় মা-...
01/07/2025

🕰 রোলেক্স: সময় নয়, এক অনুপ্রেরণার নাম!

ঘড়ির কাঁটার আড়ালে লুকিয়ে আছে এক অনাথ শিশুর স্বপ্ন—
হান্স উইল্সডর্ফ, যে ছোটবেলায় মা-বাবা হারিয়ে ঠিক করেছিলেন,
একদিন এমন ঘড়ি বানাবেন যেটা শুধু সময় দেখাবে না— সফলতার প্রতীক হবে! 💪✨

১৯২৬-এ তৈরি করলেন বিশ্বের প্রথম জলরোধী ঘড়ি—Oyster।
আর এভারেস্ট জয়ে সঙ্গী হলো Rolex Explorer! 🏔️

রোলেক্স শুধু প্রিমিয়াম ব্র্যান্ড নয়—
👉 এটি পরিচালিত হয় একটি চ্যারিটি ফাউন্ডেশন দিয়ে
👉 লাভের বড় অংশই যায় শিক্ষা, দান আর গবেষণায়।

একটি রোলেক্স তৈরি হয় ১ বছর ধরে— নিখুঁত হাতে, ভালোবাসা দিয়ে। ❤️

📌 তাই রোলেক্স শুধু ঘড়ি নয়,
এটি এক জীবন্ত প্রমাণ— সময়, সততা আর স্বপ্নই আসল সম্পদ।

মানুষের বদদুআ খুব ভ*য়ংকর। বদদুআ কোনো ঘোষণা ছাড়াই কাজ করে ফেলে। কারো মনে কষ্ট দিলে, কারো অধিকার me*রে দিলে, তার চোখের জল ...
25/06/2025

মানুষের বদদুআ খুব ভ*য়ংকর। বদদুআ কোনো ঘোষণা ছাড়াই কাজ করে ফেলে। কারো মনে কষ্ট দিলে, কারো অধিকার me*রে দিলে, তার চোখের জল সরাসরি আল্লাহর কাছে বিচার দেয়। আর এই বিচার তাকে একদিন শক্তভাবে পাকড়াও করবে।

জীবন চলার পথে মানুষের দুআর প্রয়োজন, তেমনি বদদুআ থেকে বেঁচে থাকা আরও বেশি প্রয়োজন। কেউ যদি আপনার জন্য দুআ না করে, হয়তো খুব একটা ক্ষতি হবে না; কিন্তু কেউ যদি বদদুআ করে বসে, কত বড় ক্ষতির সামনে আপনি—ভেবে দেখেছেন?

বদদুআ আসে কাদের থেকে?

গরিব আত্মীয়ের চোখের জল থেকে। নিঃস্ব বন্ধুর হতাশা থেকে। অধীনস্ত কারো দীর্ঘশ্বাস থেকে। স্ত্রীর মুখ লুকানো কান্না থেকে। সন্তানের অবহেলার অভিমান থেকে। কর্মচারীর মুখ লুকানো কষ্ট থেকে। এমনকি, পথচারীর হঠাৎ অপমানিত প্রতিক্রিয়া থেকেও বদদুআ আসতে পারে।

তাই আমরা এমন কিছু করব না, যা থেকে বদদুআ আসতে পারে।

কোমল হন, নরম কথা বলুন। অন্যায় করবেন না। ক্ষমা চাইতে শিখুন। অহংকার থেকে বেঁচে থাকুন। প্রতিটি সম্পর্ক সতর্কতার সাথে গড়ে তুলুন।

লেখা: মাহমুদ বিন নূর

24/06/2025

Looks great!!

08/04/2025

নিজের হাতে স্বপ্ন গড়া! কেউ একজন একদম নিজের চেষ্টায় তৈরি করছে একটি সম্পূর্ণ গাড়ি। মনের জেদ আর মেধায় তৈরি হচ্ছে এক অসাধারণ উদ্ভাবন। দেখে নিন, কীভাবে ধাপে ধাপে এগোচ্ছে এই স্বপ্নযাত্রা। 🚗✨

#গাড়ি_নিজে_বানানো #বাংলারপ্রযুক্তি

04/04/2025

Viral song of Borbaad movie






29/03/2025
23/11/2023

আমি কখনো ওনাকে দেখি নাই, তবে চরিত্রের কথা শুনে প্রেমে পড়েছি, - মুহাম্মদ (স:)❤️❤️🇧🇩

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shopz BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share