কৃষাণীর ঘর krishanir ghor

কৃষাণীর ঘর krishanir ghor দেশী, তাজা আর টাটকা পণ্য মানেই কৃষাণীর ঘর ।

ভেজালের ভীড়ে বিশুদ্ধ পণ্যের নিশ্চয়তা।
---------------------------------------------
উপরের কথাটি কেবলমাত্র একটি নীতিবাক্য নয়, ক্রেতা সাধারনের কাছে আমাদের এক পবিত্র প্রতিশ্রুতি। ক্রেতার আস্থা আমাদের আমানত। চারিদিকে ছড়িয়ে পড়া ভেজালের সয়লাবে আজ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যও আক্রান্ত, যার অসহায় বলি এদেশের আপামর জনগণ। আমরা, ব্যবসায়ীরা যদি আল্লাহর ভয়ে শুধুমাত্র খাদ্য উপকরণের সাথে ইনসাফ করতে পারতাম, তাহলে

হয়তো ঘরে ঘরে মরণব্যাধি ক্যানসার, স্ট্রোক, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি রোগের বিস্তার রোধ করা সম্ভব হতো। আমাদের লড়াই তাই এই ভেজাল, এই বেইনসাফীর বিরুদ্ধে, বিশুদ্ধতার পক্ষে, ইনসাফের স্বার্থে। এ লড়াই প্রাকৃতিক ও খাঁটি পণ্য মানুষের কাছে পৌঁছে দেবার।

কৃষাণীর ঘর চালুর প্রথম দিন থেকে আপনাদের কাছে সাশ্রয়ী মূল্যে ও সঠিক পরিমাণে খাঁটি পণ্য পৌঁছে দিচ্ছে। আপনি যেমন আপনার সন্তান ও পরিবারকে ভেজাল মিশ্রিত খাবার খাওয়াতে চান না, তেমনি আমরাও চাই না, আমাদের সন্তান ও পরিবার ভেজালে অভ্যস্ত হোক। তাই, কৃষাণীর ঘর- এর প্রতিটি পণ্যের প্রথম ক্রেতা আমাদের নিজেদের পরিবার।

কৃষাণীর ঘর-এর কোন পণ্য ক্রয়ের পর কিংবা ব্যবহারের সময় কোন প্রকার ত্রুটি পরিলক্ষিত হওয়ার সাথে সাথে আমাদেরকে জানান। ত্রুটিপূর্ণ পণ্য অবশ্যই ফেরত/ক্ষতিপূরণযোগ্য।

সেই কর্মপরিকল্পনায় আমরা ১০০% খাটি সকল কৃষি পণ্য এবং গ্রামের ঐতিহ্যবাহী খাবার গুলো নিয়ে কাজ করছি। আপনারাই আমাদের অনুপ্রেরণা ।

✨ কৃষাণীর ঘর মানেই খাঁটি পণ্যের সমাহার ✨ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল –যেমন ঝাঁজ, তেমনই আসল স্বাদ ও গুণে ভরপুর।🍃 প্রাকৃতিক ...
24/08/2025

✨ কৃষাণীর ঘর মানেই খাঁটি পণ্যের সমাহার ✨
ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল –
যেমন ঝাঁজ, তেমনই আসল স্বাদ ও গুণে ভরপুর।

🍃 প্রাকৃতিক যত্নে ভরসার নাম 👉 কৃষাণীর ঘর 🍃

আপনাদের জন্য কত কষ্ট  করে বাদাম রেডি করা হয় দেখুনছেলার ঝামেলা নেই শুধু মুঠ ভরে নিবেন আর খাবেন।মজা ও পুষ্টি দু টোই পাবেন
24/08/2025

আপনাদের জন্য কত কষ্ট করে বাদাম রেডি করা হয় দেখুন
ছেলার ঝামেলা নেই শুধু মুঠ ভরে নিবেন আর খাবেন।
মজা ও পুষ্টি দু টোই পাবেন

✨ ঘি-এর উপকারিতা ✨🥄 শরীরকে শক্তি যোগায়🥄 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়🥄 হাড় ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে🥄 ত্বককে আর্দ্...
24/08/2025

✨ ঘি-এর উপকারিতা ✨
🥄 শরীরকে শক্তি যোগায়
🥄 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
🥄 হাড় ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে
🥄 ত্বককে আর্দ্র ও উজ্জ্বল রাখে
🥄 হজম প্রক্রিয়াকে ভালো রাখে
🥄 কোষ্ঠকাঠিন্য দূর করে

🌿 ভিটামিন A, E, D, K ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাঁটি সরের ঘি, যা আপনার সার্বিক সুস্থতার জন্য অপরিহার্য।

🔥 স্পেশাল অফার 🔥
👉 ১ কেজি সরের ঘি নিলে পাচ্ছেন ১০০৳ ডিসকাউন্ট 😱

📩 ঝটপট অর্ডার করতে এখনই যোগাযোগ করুন 👉 কৃষাণীর ঘর (Krishanir Ghor)

#খাটিঘি #সরেরঘি #কৃষাণীরঘর #সুস্থজীবন #পুষ্টি #হেলদিফুড #ডিসকাউন্টঅফার #অর্গানিকফুড #ঘরোয়স্বাদ

23/08/2025

হা হা হা

বাপের বাড়ি টু শ্বশুড়  বাড়ি এটাই অনেক বড় ঘোরাঘুড়ি।
23/08/2025

বাপের বাড়ি টু শ্বশুড় বাড়ি এটাই অনেক বড় ঘোরাঘুড়ি।

✨ এনার্জি বল ✨নামে যেমন, কাজে তেমন!পুষ্টিতে ভরপুর আর খেতেও ভীষণ টেস্টি 😋সুস্থতার সাথে স্বাদের মেলবন্ধন – প্রতিদিনের নাস্...
23/08/2025

✨ এনার্জি বল ✨
নামে যেমন, কাজে তেমন!
পুষ্টিতে ভরপুর আর খেতেও ভীষণ টেস্টি 😋

সুস্থতার সাথে স্বাদের মেলবন্ধন – প্রতিদিনের নাস্তা বা যেকোনো সময়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট।

🍯 খাঁটি ও হেলদি এনার্জি বল পাবেন শুধু
👉 কৃষাণীর ঘর পেইজে

23/08/2025

পেটের চেয়ে মন্দ কোন পাত্র মানুষ ভরাট করে না। পিঠের দাঁড়া সোজা রাখার মত কয়েক লোকমা খানাই আদম সন্তানের জন্য যথেষ্ট। আরো বেশী যদি প্রয়োজন হয় তবে পেটের এক তৃতীয়াংশ খানার জন্য, এক তৃতীয়াংশ পানির জন্য আরেক তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে।

জামে আত-তিরমিযী, হাদীস ২৩৮০

✨ সাবুদানা – স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার ✨সাবুদানা শুধু একটি মজার ডেজার্টের উপকরণ নয়, এটি ভরপুর পুষ্টিগুণে সমৃদ্ধ।🔹 এতে...
23/08/2025

✨ সাবুদানা – স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার ✨

সাবুদানা শুধু একটি মজার ডেজার্টের উপকরণ নয়, এটি ভরপুর পুষ্টিগুণে সমৃদ্ধ।
🔹 এতে থাকে শর্করা যা শরীরে দ্রুত এনার্জি যোগায়
🔹 গ্লুটেন–ফ্রি হওয়ায় এটি সহজপাচ্য
🔹 উপোসের সময় কিংবা অসুস্থতার পর দুর্বলতা কাটাতে কার্যকর
🔹 শিশু থেকে শুরু করে বড় সবাই নির্ভয়ে খেতে পারে

👉 আসল ও খাঁটি সাবুদানা পাবেন আমাদের পেইজে –
কৃষাণীর ঘরে 🌿

🍴 Friday Special Recipe 🍴ফ্রাইডে তে পরিবারের জন্য বানিয়ে ফেলুন ঝটপট একটি মজার রেসিপি 👉ঘি পরোটা রেসিপি🔸 ময়দা বা আটা দিয়ে ...
22/08/2025

🍴 Friday Special Recipe 🍴

ফ্রাইডে তে পরিবারের জন্য বানিয়ে ফেলুন ঝটপট একটি মজার রেসিপি 👉

ঘি পরোটা রেসিপি
🔸 ময়দা বা আটা দিয়ে ডো বানিয়ে নিন।
🔸 তাতে দিন সামান্য লবণ ও একটু চিনি।
🔸 বেলে নিন পরোটা এবং সেঁকার সময় ব্রাশ করে লাগান কৃষাণীর ঘরের খাঁটি সরের ঘি।
🔸 হয়ে গেলো নরম–মজাদার ঘি পরোটা, যা সকালের নাস্তা বা দুপুরের সাথে দারুণ যাবে।

✨ প্রিয়জনকে চমকে দিন খাঁটি ঘির স্বাদে।

👉 খাঁটি সরের ঘি পাবেন শুধু কৃষাণীর ঘর পেইজে।

হ্যাশট্যাগ:
#কৃষাণীরঘর #খাঁটিঘি

✨ জুম্মার বিশেষ অফার ✨জুম্মার দিন আর কৃষাণীর ঘর পেইজে অফার থাকবে না, তা কি হয়! 🛍️এখন থেকে কৃষাণীর ঘর থেকে কেনাকাটা করলে ...
22/08/2025

✨ জুম্মার বিশেষ অফার ✨

জুম্মার দিন আর কৃষাণীর ঘর পেইজে অফার থাকবে না, তা কি হয়! 🛍️
এখন থেকে কৃষাণীর ঘর থেকে কেনাকাটা করলে সেই প্রোডাক্টের রিভিউ দিয়ে ইনবক্সে স্ক্রিনশট পাঠালেই পাবেন পরবর্তী কেনাকাটায় ৫% ডিসকাউন্ট 🎁

✅ খাঁটি প্রোডাক্ট
✅ ন্যাচারাল কেয়ার
✅ সাশ্রয়ী দাম

👉 তাড়াতাড়ি অর্ডার করুন এবং অফারটি উপভোগ করুন।

#কৃষাণীরঘর #বিশুদ্ধতারপ্রতিশ্রুতি #জুম্মারঅফার #ডিসকাউন্টঅফার #হেলথিলাইফ #ন্যাচারালকেয়ার

দেখেই লোভ লাগছে না বলুন?কৃষাণীর ঘরের মজার তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার।এক বার খাবেন তো মুখে জাষ্ট লেগে থাকবে।ইন শা আল্লাহ...
21/08/2025

দেখেই লোভ লাগছে না বলুন?
কৃষাণীর ঘরের মজার তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার।
এক বার খাবেন তো মুখে জাষ্ট লেগে থাকবে।
ইন শা আল্লাহ।

✨ সুস্থ জীবনযাপন ও পুষ্টিগুণ ধরে রাখতে চাইলে বাদাম ও সিডস এর কোনো বিকল্প নেই।হার্টের রোগ প্রতিরোধ থেকে শুরু করে বাড়তি ফ্...
21/08/2025

✨ সুস্থ জীবনযাপন ও পুষ্টিগুণ ধরে রাখতে চাইলে বাদাম ও সিডস এর কোনো বিকল্প নেই।
হার্টের রোগ প্রতিরোধ থেকে শুরু করে বাড়তি ফ্যাট কমানো—সবকিছুর সমাধান লুকিয়ে আছে এই ন্যাচারাল সুপারফুডগুলোতে।

🍀 কৃষাণীর ঘর পেইজে পাবেন:

দেশি চিনা বাদাম

কাজু বাদাম

কাঠবাদাম (আলমন্ড)

আখরোট

সাদা ও কালো তিল

কালোজিরা

কুমড়ার বিজ

এবং আরও নানা রকম ড্রাই ফ্রুটস ও সিডস

🌿 এগুলো শুধু শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে না, বরং ত্বক ও চুলে আনে প্রাকৃতিক জৌলুস ও প্রাণবন্ততা।

👉 তাহলে দেরি কেনো?
এখনই অর্ডার করুন আপনার পছন্দের বাদাম ও সিডস কৃষাণীর ঘর পেইজে।

#বাদাম #সিডস #হেলদিফুড #ড্রাইফ্রুটস #পুষ্টি #সুস্থজীবন #ন্যাচারালফুড #কৃষাণীরঘর

Address

8/6, Joint Quarter, Aziz Mohollah
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when কৃষাণীর ঘর krishanir ghor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কৃষাণীর ঘর krishanir ghor:

Share

কৃষাণীর ঘরের গল্প

আসসালামু আলাইকুম। #কৃষাণীরঘর এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে শহরের মানুষ গ্রামের সকল ঐতিহ্যাবাহী নির্ভেজাল খাবার পাবেন। মূলত, আমরা ভেজালের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছি। যাতে করে ভেজালমুক্ত একটি বাংলাদেশ গড়া যায়। সেই কর্মপরিকল্পনায় আমরা ১০০% খাটি সকল কৃষি পণ্য এবং গ্রামের ঐতিহ্যবাহী খাবার গুলো নিয়ে কাজ করছি। আপনারাই আমাদের অনুপ্রেরণা ।

১। খই। ২। নাড়ু। ৩। বোটা ছাড়া শুকনা মরিচের গুড়া। ৪। হলুদের গুড়া। ৫। ধনিয়ার গুড়া। ৬। জিরা গুড়া। ৭। দেশী কালোজিরা। ৮। মানিকগঞ্জের তেরশ্রীর বিখ্যাত সন্দেশ। ৯। মানিকগঞ্জের বিখ্যাত ঘি। ১০। বাদাম। ১১। আখের গুড় ১২। খাটি সরিষার তেল। ১৩। মাসকলাই ডাল।