Poem - কবিতা シ︎

Poem - কবিতা シ︎ যদি তুমি কখনো অপমানিত বোধ কর তবে অপরকে সেটা বুঝতে দেবে না। -

এ বসন্ত সবার ভাল কাটুক এই আশায় সবাইকে シ︎ - কবিতা Poem পক্ষ থেকে বসন্তের শুভেচ্ছা_
14/02/2023

এ বসন্ত সবার ভাল কাটুক এই আশায় সবাইকে シ︎ - কবিতা Poem পক্ষ থেকে বসন্তের শুভেচ্ছা_

31/12/2022

কত শত ভুল করে কাটিয়ে দিলাম একটি বছর। নিজের জানা ও অজানা সকল ভুলের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের সবাইকে নতুন বছরে সঠিক পথে চলার তৌফিক দান করুন।

23/12/2022

#নারী_তোমার 💕

১৯৭১ এর বিজয় দিবস থেকে শিক্ষা নাও। নিজের দেশের প্রতি ভালবাসার জন্ম দাও। তাহলে তোমার মধ্যে থাকা দেশাত্মবোধ প্রতিফলিত হবে...
15/12/2022

১৯৭১ এর বিজয় দিবস থেকে শিক্ষা নাও। নিজের দেশের প্রতি ভালবাসার জন্ম দাও। তাহলে তোমার মধ্যে থাকা দেশাত্মবোধ প্রতিফলিত হবে। মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

18/10/2022

#কবিতা

26/09/2022

শোনো, কাজল চোখের মেয়ে
আমার দিবস কাটে, বিবশ হয়ে
তোমার চোখে চেয়ে।

দহনের দিনে, কিছু মেঘ কিনে
যদি ভাসে মধ্য দুপুর
তবু মেয়ে জানে, তার চোখ মানে
কারো বুক পদ্মপুকুর।

এই যে মেয়ে, কজল চোখ
তোমার বুকে আমায় চেয়ে
তীব্র দাবির মিছিল হোক।

তাকাস কেন?
আঁকাস কেন, বুকের ভেতর আকাশ?
কাজল চোখের মেয়ে
তুই তাকালে থমকে থাকে
আমার বুকের বাঁ পাশ।

13/09/2022

ভালবাসাটা আসলেই মনের অজান্তেইই হয়ে যায়, আবার মনের অজান্তেইই কষ্ট পেতে হয়।💔

তোমার মেহেদী রাঙ্গা হাত_____________________তুষার মাহূমুদ মিঠুন_________________তোমার মেহেদী রাঙ্গা হাতটি-রেখে আমার হাতে...
13/09/2022

তোমার মেহেদী রাঙ্গা হাত
_____________________
তুষার মাহূমুদ মিঠুন
_________________

তোমার মেহেদী রাঙ্গা হাতটি-
রেখে আমার হাতে,
কাটিয়ে দেব রাত!
আমি অপলক মুগ্ধ হয়ে দেখি-
তোমার মেহেদী রাঙ্গা হাত!

সেই যে পাশে বসে- হাতটি হাতে রেখে,
গেয়ে ছিলে মধুর সুরে গান!
মৃদু বাতাস দিয়ে ছিল দোলা,
তোমার গানটি- জুরিয়েছিল প্রাণ।

তোমার হাতের মধুর পরশ –
মধুময় করেছে আমার ভুবন,
বদলে নিয়েছে আমায়-
দিয়েছে নতুন এক জীবন।

এখন আমার চোখে স্বপ্ন ভরা,
তোমায় হাতটি ধরে-
দেখবো সোনার আলোয় নতুন প্রাত,
কবিতায় তুমি, আমি আর-
তোমার মেহেদী রাঙ্গা হাত।।

12/09/2022

#বাস্তবতা 💔

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Poem - কবিতা シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poem - কবিতা シ︎:

Share

Category