Tom & Zini

Tom & Zini Got married, so what..!!

Eid Mubarak from us 💫
04/04/2025

Eid Mubarak from us 💫

Hello Everyone, আমার মেহেদী Done, Alhamdulillah. 💜সবাই মেহেদী লাগিয়েছেন তো?? ঈদ মোবারক 🥰
10/04/2024

Hello Everyone,

আমার মেহেদী Done, Alhamdulillah. 💜
সবাই মেহেদী লাগিয়েছেন তো??

ঈদ মোবারক 🥰

19/02/2024

একটি লেভেন্ডার বা পার্পেল কালারের ড্রেস কিনতে চায়।
Suggest me some name of page

মিরপুর মানেই খাওয়া দাওয়া ! Rice 'N Slice 📍লোকেশন - মিরপুর-১২, কেএফসি বিল্ডিং এর লিফটের ৬।
18/02/2024

মিরপুর মানেই খাওয়া দাওয়া !
Rice 'N Slice

📍লোকেশন - মিরপুর-১২, কেএফসি বিল্ডিং এর লিফটের ৬।

একনজরে পুরান_ঢাকার বিখ্যাত খাবার এর নাম ও দোকানের তালিকা।"পুরান ঢাকার" বিখ্যাত খাবার এর  নাম শুনলে জিভে জল আসবেই। কত পদে...
31/01/2024

একনজরে পুরান_ঢাকার বিখ্যাত খাবার এর নাম ও দোকানের তালিকা।

"পুরান ঢাকার" বিখ্যাত খাবার এর নাম শুনলে জিভে জল আসবেই। কত পদের যে সুস্বাদু খাবার, কত যে বাহারি নাম! সেই স্বাদ নিতে নানা জায়গা থেকে ভোজনপ্রেমীরা ভিড় জমান পুরান ঢাকার খাবারের হোটেলগুলোতে। এই সুনাম অবশ্য অল্পদিনের নয়। দীর্ঘ ৪০০ বছরের অধিক সময় ধরে ঐতিহ্যবাহী পুরান ঢাকা মানেই সেরা আর বিখ্যাত খাবারের সমারোহ। ছোট -বড় সবার কাছে অত্যন্ত মুখরোচক এসব খবার। সকালের নাস্তা হোক বা দুপুরের লাঞ্চ , বিকালের নাস্তা অথবা রাতের ডিনার সবকিছুতেই এসব খাবারের জুড়ি মেলা ভাড়। সেইসব বিখ্যাত আর মুখরোচক খাবারের হোটেলগুলোর ঠিকানাগুলো একসাথে আপনাদের জন্য তুলে ধরা হলো।

১. হোটেল আল-রাজ্জাক এর কাচ্চি, গ্লাসি, মোরগ পোলাও।
২. লালবাগ রয়্যাল এর কাচ্চি, জাফরান-বাদামের শরবত, চিকেন টিক্কা আর সেরা লাবান, কাশ্মীরী নান।
৩. নবাবপুর রোডে হোটেল স্টার এর খাসির লেগ রোস্ট , চিংড়ি ,ফালুদা।
৪. নবাবপুর আরজু হোটেল এর মোরগ পোলাও, নাশতা আর কাচ্চি।
৫. নারিন্দার ঝুনু বিরিয়ানি পুরান ঢাকার বিখ্যাত খাবার
৬. পুরান ঢাকার নাজিরা বাজারের হাজীর বিরিয়ানি।
৭. নাজিমুদ্দিন রোডের হোটেল নিরবের অনেক ধরনের ভর্তা।
৮. নাজিরা বাজারের হাজি বিরিয়ানি এর উল্টা দিকের হানিফের বিরিয়ানি।
৯. বংশালের শমসের আলীর ভূনা খিচুড়ি, কাটারী পোলাও।
১০. নাজিরা বাজার মোড়ে বিসমিল্লার বটি কাবাব আর গুরদার।
১১. বেচারাম দেউরীতে অবস্থিত নান্না বিরিয়ানি এর মোরগ-পোলাও।
১২. ঠাঁটারীবাজার স্টার এর কাচ্চি বিরিয়ানি, লেগ রোস্ট আর ফালুদা।
১৩. ঠাঁটারী বাজারের গ্রিন সুইটস এর আমিত্তি, জিলাপি।
১৪.পুরান ঢাকার রায় সাহেব বাজারের গলিতে মাখন মিয়ার পোলাও।
১৫. সুত্রাপুর বাজারের রহিম মিয়ার খাসির বিরিয়ানি।
১৬.পুরান ঢাকার গেন্ডারিয়ার রহমানিয়া এর কাবাব।
১৭. কলতাবাজারের নাসির হোটেলের বিখ্যাত গরুর মাংস আর পরাটা ।
১৮. ভিক্টোরিয়া পার্কের সুলতান ভাইয়ের চা ।
১৯. দয়াগঞ্জের সিটি বিরিয়ানি ও কাচ্চি ।
২০.পুরান ঢাকার নারিন্দার সফর বিরিয়ানি ।
২১. আরমানিটোলা তারা মসজিদের পাশে জুম্মন মামার চটপটি ।
২২. সিদ্দিক বাজারের মাজাহার সুইটস ।
২৩. সূত্রাপুর ডালপট্টির বুদ্ধুর পুরি পুরান ঢাকার বিখ্যাত খাবার।
২৪. আবুল হাসনাত রোড এর কলকাতা কাচ্চি ঘর ।
২৫. রায় সাহেব বাজারের বিউটি লাচ্ছি আর চকবাজারের নুরানী শরবত।
২৬.পুরান ঢাকার গেন্ডারিয়ার সোনা মিয়ার দই।
২৭. লালবাগ মোড় এর মীরা মিয়ার চিকেন ফ্রাই আর গরুর শিক।
২৮. লালবাগ চৌরাস্তার খেতাপুরি।
২৯. গেন্ডারিয়ার আল্লার দান বিরিয়ানি আর রহমান এর কাবাব
৩০. নাজিরা বাজারের ডালরুটি ।
৩১. গেন্ডারিয়া ভাটিখানার হাসেম বাঙ্গালির ডালপুরি ।
৩২. রায়সাহেব বাজারের আল ইসলামের মোরগ পোলাও, চিকেন টিক্কা।
৩৩. বাংলাবাজারের বিখ্যাত কাফে কর্নার এর কাকলেট ও চপ।
৩৪. বাংলাবাজারের বিখ্যাত চৌরঙ্গী হোটেলের পরাটা, ডাল ।
৩৫. রায়সাহেব বাজারে কাফে ইউসুফের নান ও চিকেন টিক্কা ।
৩৬. নবাব পুরের মরণ চাঁদ মিষ্টির দোকানের ভাজি-পরোটা, মিষ্টি ও টক দই ।
৩৭. লক্ষীবাজার এর মাসহুর সুইটমিট এর লুচি, ভাজি আর ডাল।
৩৮. লালবাগের পাক-পাঞ্জাতন এর মজার তেহারি ।
৩৯. দয়াগঞ্জ এর ঢাকা কাবাব ।
৪০.পুরান ঢাকার ওয়াইজ ঘাটের নানা রেঁস্তোরা ।
৪১. শাখারী বাজারের অমূল্য সুইটস এর পরোটা-ভাজি ।
৪২. তাতিবাজারের কাশ্মীর এর কাচ্চি।
৪৩. নারিন্দায় সৌরভ এর মাঠা আর ছানা ।
৪৪. আবুল হাসনাত রোডের কলকাতা কাচ্চি ঘর।
৪৫. আবুল হাসনাত রোডের দয়াল সুইটস এর মিষ্টি।
৪৬. নারিন্দায় অবস্থিত রাসেল হোটেলের নাশতা ।
৪৭. ঠাটারী বাজারের বটতলার কাবাব ।
৪৮. টিপু সুলতান রোডে অবস্থিত হোটেল খান এর টাকি মাছের পুরি।
৪৯. লক্ষীবাজার পাতলাখান লেনের লুচি-ভাজি ।
৫০. বেচারাম দেউড়িতে হাজী ইমাম এর বিরিয়ানি ।
৫১. লালবাগের ভাটের মসজিদের কাবাব বন
৫২. হোসনী দালান রোডে রাতের বেলার পরটা আর কলিজা ভাজি
৫৩. চানখারপুলের মামুন হোটেলে’র স্পেশাল কাচ্চি
৫৪. রায় সাহেব বাজারের গলিতে মাখন মিয়ার বিরিয়ানি।
৫৫. মারুফ বিরিয়ানি হাজারিবাগ বাজার।
৫৬. গেন্ডারির কিছুক্ষণ রেস্তোরাঁ মোগলাই পরোটা, কাটলেট, কর্ন স্যুপ।
৫৭. গেন্ডারিয়ার বুদ্ধর বিরিয়ানি।
৫৮. ঐতিহ্যবাহী মানিক চানের পোলাও দিগু বাবু লেন মিটফোর্ড রোড।
৫৯. সোনামিয়া মিষ্টান্ন ভান্ডারের দই গেন্ডারিয়া।
৬০. দিল্লির সুইটমিট এর সন্দেশ, পরোটা ও টকভাজি টিপু সুলতান রোড।
৬১. নারিন্দা মহান চাঁদের লুচি,হালুয়া, সবজির লাবরা, কাঁচা ছানা।
৬২. ঠাটারী বাজার এর গ্রীন সুইটের পরোটা আলুর ঘাটি।

কোনো কিছু বাদ পড়ে গেলে আপনি সেটা কমেন্ট করে জানাতে পারেন।
ধন্যবাদ।

১.যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে।.. রবী...
21/01/2024

১.যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে।.. রবীন্দ্রনাথ ঠাকুর।

২.বউয়েরা ঘরের লক্ষী। এদেরকে যত বেশি ভালোবাসা দেয়া হয়, তত বেশি সংসার এ শান্তি আসে।..হুমায়ুন আহমেদ।

৩.স্ত্রীকে যথেষ্ঠ পরিমাণ সময় দিন, না হয় যথেষ্ঠ পরিমাণ বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না।..সুনীল গঙ্গোপাধ্যায়।

৪.সেই পুরুষই কাপুরুষ, যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি।..কাজী নজরুল ইসলাম।

৫.প্রতিদিন একবার স্ত্রীকে " আমি তোমাকে ভালোবাসি" বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয় যায়।..সত্যজিৎ রায়।

৬.মন ভালো রাখতে বউকে ফেসবুক, ফোনবুক, নোটবুক সহ সব ধরনের এ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন।..মার্ক জুকারবার্গ।

৭. মেয়েদের মন এ ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি। তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবেনা। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো।.. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৮.একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারেনা। তাই প্রত্যেকটা স্বামীর উচিৎ তার সন্তানের মাকে কোন রকম কষ্ট না দেয়।......জীবনানন্দ দাশ।


Cake review👇বেশকিছুদিন হলো কেক খাওয়ার craving হচ্ছিলো, যদিও আমি মিষ্টি খুব কম লাইক করি। যাই হোক আশে পাশের কেক শপ গুলো তে...
14/01/2024

Cake review👇
বেশকিছুদিন হলো কেক খাওয়ার craving হচ্ছিলো, যদিও আমি মিষ্টি খুব কম লাইক করি। যাই হোক আশে পাশের কেক শপ গুলো তে মোটামোটি খাওয়ার এক্সপেরিয়েন্স আছে। Wanna try something new.😊 So let's introduce the most delicious cake page named Sprinkle Slice. The order item was Premium Lemon Cheese Cake.
Taste Rating : 10/10
I want to try this again.😊🧡

Thank you https://www.facebook.com/afnizs2019?mibextid=ZbWKwL
Good luck and lots of wishes 🧡🧡🧡

In October, the color is the pink symbol of awareness of Breast Cancer✌️✌️আসুন সবাই সচেতন হই, Breast Cancer early detect...
31/10/2023

In October, the color is the pink symbol of awareness of Breast Cancer✌️✌️
আসুন সবাই সচেতন হই, Breast Cancer early detection saves lives.✋
Supporting the Fighters
Admiring the Survivors
Honoring the Taken
And never ever giving up Hope.

Let's pink together to show the awarness of Breast Cancer.✋✋


Hello everyone, আরো একটি বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম 😊 ভাবলাম Wedding Guest Looks শেয়ার করি। যদিও ওয়েদার খুবই ভালো ছিলো, ...
22/10/2023

Hello everyone,

আরো একটি বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম 😊 ভাবলাম Wedding Guest Looks শেয়ার করি। যদিও ওয়েদার খুবই ভালো ছিলো, গরম তেমন ছিলো না।
Whatever very soon some reels and video will be updated...so keep with us 🫰🫰

Place at : New Celebrity Convention Hall

Dress From : Surachna Fabrics
Jewelry From : Tamaz BD
Bag's From : Zestasy
And My limited make up items from : Junayna

If you want you can buy these amazing and trendy products from the pages which are mentioned above👆👆

Hello EveryOne, How are you all? অনেক দিন হলো পেইজে কোনো ভ্লগ/ভিডিও  আপলোড করতে পারছিনা কারন খুব ব্যস্ততায় দিনকাল কাটছে।...
18/08/2023

Hello EveryOne,

How are you all? অনেক দিন হলো পেইজে কোনো ভ্লগ/ভিডিও আপলোড করতে পারছিনা কারন খুব ব্যস্ততায় দিনকাল কাটছে।😁 অনেকদিন পর আজ কলিগের বিয়ে এটেন্ড করলাম, সন্ধাটা ভালোই কেটেছে।🥰

তাই ভাবলাম সুন্দর একটা মূহুর্তের পিকচার শেয়ার করি।🫢

Sharee from : Classy Fashion
Bag from : Zestasy
Ornaments From : Tamaz BD

If you want, you can purchase these fashionable items from the pages 👆👆

12/07/2023

লাল শাড়ী আর একটু ঘুরাঘুরি

18/05/2023

Mirpur Hope Market | মিরপুর হোপ মার্কেট


Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tom & Zini posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category