Spiffy Echo - অনবদ্য প্রতিধ্বনি

Spiffy Echo - অনবদ্য প্রতিধ্বনি যে শব্দগুচ্ছ মস্তিষ্কের অন্তস্থলে প্রতিধ্বনি তোলে,
তারই আমন্ত্রনে

তবু আসো না তুমি ♪ বিসর্গ কল্লোলতবু হায় দিন যায়, চলে যায় রজনীআমি ফুরিয়ে গেছি, তবু আসোনি তুমি।
05/08/2025

তবু আসো না তুমি ♪ বিসর্গ কল্লোল

তবু হায় দিন যায়, চলে যায় রজনী
আমি ফুরিয়ে গেছি, তবু আসোনি তুমি।

Pyaasa (1957) dir. Guru Dattদুঃখকে আমি ভয় কেন পাবো? যখন দুঃখই আমার জীবনযাপন—
03/08/2025

Pyaasa (1957) dir. Guru Datt

দুঃখকে আমি ভয় কেন পাবো? যখন দুঃখই আমার জীবনযাপন—

দ্য ক্যাসেল • ফ্রান্ৎস কাফকা তুমি সবটাই ভুল বোঝো, এমনকি আমার নীরবতাকেও।
02/08/2025

দ্য ক্যাসেল • ফ্রান্ৎস কাফকা

তুমি সবটাই ভুল বোঝো, এমনকি আমার নীরবতাকেও।

ভেবেছিলাম ঈশ্বরকে বলি। তারপর মনে হলো ঈশ্বর বহুকাল আমার কথা রাখেন না।
30/07/2025

ভেবেছিলাম ঈশ্বরকে বলি। তারপর মনে হলো ঈশ্বর বহুকাল আমার কথা রাখেন না।

২২ ফেব্রুয়ারি ১৯৬২ || বিনয় মজুমদারআমি যাবো দেশান্তরে যেখানে ফুলের মুক্তি আছে ।
27/07/2025

২২ ফেব্রুয়ারি ১৯৬২ || বিনয় মজুমদার

আমি যাবো দেশান্তরে যেখানে ফুলের মুক্তি আছে ।

সুবোধ || শিব্বির রহমানসুবোধ, তুই কোন মর্গে আছিস?
21/07/2025

সুবোধ || শিব্বির রহমান

সুবোধ, তুই কোন মর্গে আছিস?

রাজপথের কথা • রবীন্দ্রনাথ ঠাকুরকিন্তু আমার কি আর একদণ্ড শোক করিবার অবসর আছে। শোক কাহার জন্য করিব। এমন কত আসে, কত যায়।
18/07/2025

রাজপথের কথা • রবীন্দ্রনাথ ঠাকুর

কিন্তু আমার কি আর একদণ্ড শোক করিবার অবসর আছে। শোক কাহার জন্য করিব। এমন কত আসে, কত যায়।

একেই বুঝি মানুষ বলে || সৈয়দ শামসুল হকনষ্ট জলে পা ধুয়েছো এখন উপায় কি?আচ্ছাদিত বুকের বোঁটা চুমোয় কেটেছি।
16/07/2025

একেই বুঝি মানুষ বলে || সৈয়দ শামসুল হক

নষ্ট জলে পা ধুয়েছো এখন উপায় কি?
আচ্ছাদিত বুকের বোঁটা চুমোয় কেটেছি।

11/07/2025
ভুল || রুদ্রঞ্জীবতুমি হেসে ফেললেই ভুল হয়ে যায় আমার,আমার ভুল হয়ে গেলেই তুমি হেসে ফেলো।
08/07/2025

ভুল || রুদ্রঞ্জীব

তুমি হেসে ফেললেই ভুল হয়ে যায় আমার,
আমার ভুল হয়ে গেলেই তুমি হেসে ফেলো।

তোমার প্রিয় ঋতু বর্ষা তাই ♪ নীলাঞ্জন
05/07/2025

তোমার প্রিয় ঋতু বর্ষা তাই ♪ নীলাঞ্জন

ওড়না || হেলাল হাফিজতোমার বুকের ওড়না আমার প্রেমের জায়নামাজ।
03/07/2025

ওড়না || হেলাল হাফিজ

তোমার বুকের ওড়না আমার প্রেমের জায়নামাজ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Spiffy Echo - অনবদ্য প্রতিধ্বনি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category