Spiffy Echo - অনবদ্য প্রতিধ্বনি

Spiffy Echo - অনবদ্য প্রতিধ্বনি যে শব্দগুচ্ছ মস্তিষ্কের অন্তস্থলে প্রতিধ্বনি তোলে,
তারই আমন্ত্রনে

গোধূলিসন্ধি • কৌশিক মজুমদারএই মেয়েরা অদ্ভুত জাত ভাই! ভালোবাসার জন্য প্রাণ দিতেও পারে, আবার নিতেও পিছপা হয় না।
29/09/2025

গোধূলিসন্ধি • কৌশিক মজুমদার

এই মেয়েরা অদ্ভুত জাত ভাই! ভালোবাসার জন্য প্রাণ দিতেও পারে, আবার নিতেও পিছপা হয় না।

এটা প্রেমের গান || পুলক অনিল দ্বিধাদ্বন্দ্ব আর শংকা যত হায়পেরিয়ে সব এক তুমুল সন্ধ্যায়আমি তোমার কাছে যাবো,আমি তোমার কা...
29/09/2025

এটা প্রেমের গান || পুলক অনিল

দ্বিধাদ্বন্দ্ব আর শংকা যত হায়
পেরিয়ে সব এক তুমুল সন্ধ্যায়
আমি তোমার কাছে যাবো,
আমি তোমার কাছেই যাবো।

মনে হয় একদিন || জীবনানন্দ দাশআবার কাহার সাথে ভালোবাসা হবে তার— তা আমি জানি না;
26/09/2025

মনে হয় একদিন || জীবনানন্দ দাশ

আবার কাহার সাথে ভালোবাসা হবে তার— তা আমি জানি না;

হায় চিল || জীবনানন্দ দাশপৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চ’লে গেছে রূপ নিয়ে দূরে;
18/09/2025

হায় চিল || জীবনানন্দ দাশ

পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চ’লে গেছে রূপ নিয়ে দূরে;

গোলাপের নাম ♪ মেঘদলতুমি আঁকছো রঙিন ব্যথার সবুজ অবাক যাদুকর।গোলাপ তোমার নাম রেখেছি আমার জন্মান্তর।
16/09/2025

গোলাপের নাম ♪ মেঘদল

তুমি আঁকছো রঙিন ব্যথার সবুজ অবাক যাদুকর।
গোলাপ তোমার নাম রেখেছি আমার জন্মান্তর।

বিবেচনা || শামসুর রাহমানযেদিন মরব আমি, সেদিন কি বার হবে, বলা মুশকিল।শুক্রবার? বুধবার? শনিবার? নাকি রবিবার?যেবারই হোক,সেদ...
14/09/2025

বিবেচনা || শামসুর রাহমান

যেদিন মরব আমি, সেদিন কি বার হবে, বলা মুশকিল।
শুক্রবার? বুধবার? শনিবার? নাকি রবিবার?

যেবারই হোক,
সেদিন বর্ষায় যেন না ভেজে শহর, যেন ঘিনঘিনে কাদা না জমে গলির মোড়ে।

সেদিন ভাসলে পথঘাট,
পুণ্যবান শবানুগামীরা বড় বিরক্ত হবেন।

উত্তর || শামসুর রাহমানমানুষ আমি, আমার চোখে চোখ রেখেযদি বলো, ‘তুমি একান্ত আমার’, কী করে থাকবো নির্বাক?তারায় তারায় রটিয়...
02/09/2025

উত্তর || শামসুর রাহমান

মানুষ আমি, আমার চোখে চোখ রেখে
যদি বলো, ‘তুমি একান্ত আমার’, কী করে থাকবো নির্বাক?
তারায় তারায় রটিয়ে দেবো, ‘আমি তোমার, তুমি আমার’।

ঘুমোবার আগে || বিনয় মজুমদারশুধু চাঁদ দেখবার জন্য আমি বিছানায় উঠে বসি, চাঁদ আছে বলেই ঘুমোতে বিলম্ব হয়।
15/08/2025

ঘুমোবার আগে || বিনয় মজুমদার

শুধু চাঁদ দেখবার জন্য আমি বিছানায় উঠে বসি, চাঁদ আছে বলেই ঘুমোতে বিলম্ব হয়।

তবু আসো না তুমি ♪ বিসর্গ কল্লোলতবু হায় দিন যায়, চলে যায় রজনীআমি ফুরিয়ে গেছি, তবু আসোনি তুমি।
05/08/2025

তবু আসো না তুমি ♪ বিসর্গ কল্লোল

তবু হায় দিন যায়, চলে যায় রজনী
আমি ফুরিয়ে গেছি, তবু আসোনি তুমি।

Pyaasa (1957) dir. Guru Dattদুঃখকে আমি ভয় কেন পাবো? যখন দুঃখই আমার জীবনযাপন—
03/08/2025

Pyaasa (1957) dir. Guru Datt

দুঃখকে আমি ভয় কেন পাবো? যখন দুঃখই আমার জীবনযাপন—

দ্য ক্যাসেল • ফ্রান্ৎস কাফকা তুমি সবটাই ভুল বোঝো, এমনকি আমার নীরবতাকেও।
02/08/2025

দ্য ক্যাসেল • ফ্রান্ৎস কাফকা

তুমি সবটাই ভুল বোঝো, এমনকি আমার নীরবতাকেও।

ভেবেছিলাম ঈশ্বরকে বলি। তারপর মনে হলো ঈশ্বর বহুকাল আমার কথা রাখেন না।
30/07/2025

ভেবেছিলাম ঈশ্বরকে বলি। তারপর মনে হলো ঈশ্বর বহুকাল আমার কথা রাখেন না।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Spiffy Echo - অনবদ্য প্রতিধ্বনি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category