FreelancerMorjena

FreelancerMorjena Outfit Lifestyle এ পাবেন ছেলে এবং মেয়েদের আকর্ষণীয় এবং আরামদায়ক কাপড়। We always try to provide new clothing collection for our loyal customers.

Our products are comfortable to wear and easy to buy.

✨ আজ আমাদের জীবনের এক বিশেষ দিন…এক যুগের পথচলা — একসাথে, হৃদয়ে হৃদয় রেখে। 💑💍১২ বছর আগে আজকের এই দিনে আমরা জীবনের এক নতুন...
28/07/2025

✨ আজ আমাদের জীবনের এক বিশেষ দিন…
এক যুগের পথচলা — একসাথে, হৃদয়ে হৃদয় রেখে। 💑💍

১২ বছর আগে আজকের এই দিনে আমরা জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছিলাম,
হয়েছিলাম একে অপরের চিরদিনের সঙ্গী।

এই দীর্ঘ পথচলায় ছিল—
কখনো হাসি, কখনো অশ্রু,
কখনো ঝগড়া, কখনো জড়িয়ে ধরা,
আর ছিল এক গভীর ভালোবাসার বন্ধন —
যা সময়ের সাথে আরও দৃঢ় হয়েছে।

তুমি শুধু আমার জীবনসঙ্গী নও,
তুমি আমার আশ্রয়, আমার সাহস, আমার প্রেরণা।
তোমার সঙ্গে কাটানো প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।

আজ ১ যুগ পেরিয়ে…
আরও ১০, ২০, ৩০… অসংখ্য যুগ একসাথে কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখি।
ভালোবাসা থাকুক চিরকাল,
পাশে থাকো তুমি… আমৃত্যু। ❤️

শুভ বিবাহবার্ষিকী আমাদের!👩‍❤️‍👨

ুগের_ভালোবাসা ের_বন্ধন

22/07/2025

সবাই শেয়ার দেন।

মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না-

১। সাইবা জাহান (ক্লাস ফোর, আইডি- ২২৭৬)
২। সাজিদ আহমেদ সানি (এইচএসসি ক্যান্ডিডেট)
৩। মাহতাব রহমান (ক্লাস সেভেন, আইডি- ১০১৪)
৪। নুসরাত জাহান আনিকা (ক্লাস থ্রি, মারা গেছে বাবুটা)
৫। এরিকসন (জাতীয় বার্ন ইন্সটিটিউটে আছে)
৬। নাজিহা (ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছে)
৭। মোনতাহা তোয়া কর্নো (ক্লাস থ্রি, আইডি- ২০৩১)
৮। আফিয়া উম্মে মরিয়ম (ক্লাস থ্রি, বিভাগ- আকাশ)
৯। সোহান হাসান নিহাদ (খোঁজ পাওয়া গেছে, সুস্থ আছে)
১০। মুহতাসিম হক ফুয়াদ (ক্লাস এইট, সুস্থ আছে পাওয়া গেছে)
১১। আসমাউল হুসনা জায়রা (ক্লাস থ্রি, সুস্থ তবে অভিভাবক খোঁজা হচ্ছে)
১২। সাদ সালাহউদ্দিন (ক্লাস থ্রি)
১৩। লামিয়া আক্তার সোনিয়া (পোড়া রোগীর পকেট থেকে আইডি কার্ড পাওয়া গেছে)
১৪। রাফসি আক্তার রাফি (ক্লাস ফোর, আইডি- ২৩৫৭ ওর বাবা-মা'কে খুঁজছি)
১৫। সায়মা আক্তার (ক্লাস থ্রি, বিভাগ- ক্লাউড, সিএমএইচে মারা গেছে)
১৬। এমডি জিহাদ (কলেজ শিক্ষার্থী, সুস্থ আছে পাওয়া গেছে)
১৭। মেহনাজ আফরিন হুমাইরা (ক্লাস টু, আইডি-১৮২৫ বাবুটা মারা গেছে)
১৮। রাইসা (ক্লাস থ্রি, বার্ন ইনস্টিটিউটে পাওয়া গেছে)

(এই পোস্টটি আপডেট হতে থাকবে)

বার্ণ ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ
– এ সর্বশেষ দগ্ধ রোগীদের ভর্তির তালিকা-

তালিকাভুক্ত দগ্ধরা হলেন:
1. শামীম ইউসুফ (১৪)
2. কাব্য (বয়স অনির্দিষ্ট)
3. আবিদূর রহমান (১০)
4. রুফিয়া বড়ুয়া (১০)
5. সায়েম ইউসুফ (১৪)
6. তানভির (বয়স অনির্দিষ্ট)
7. মুনতাহা (১০)
8. নাফি (৯)
9. মেহেনুর (১২)
10. আয়ান (১৪)
11. জায়মা (১৩)
12. লোরিন (৩০)
13. রোহান (১৪)
14. আবিদ (৯)
15. আশরাফ (৩৭)
16. ইউশা (১১)
17. পায়েল (১২)
18. আলবেরা (১০)
19. তাসমিয়া (১৫)
20. মাহিয়া (বয়স অনির্দিষ্ট)
21. সায়েবা (৯)
22. ফয়েজ (১৪)
23. মাসুমা (৩৮)
24. মাহাতাব (১৪)
25. শামীম (১৪)
26. জাকির (৫৫)
27. নিলয় (বয়স অনির্দিষ্ট)
28 . সায়রা (১০)
29. নাফিজ (বয়স অনির্দিষ্ট)
30. তৌফিক (১৩)
31. নিশি (২৮)
32. নুসরাত (১২)
33. আরিয়ান (১৩)
34. বাপ্পি (১০)
35. জুনায়েদ (১২)
36. তাসনুবা মাহবিন (১১)
37. ফারজানা ইয়াসমিন রিনা (৪৫)
38. মাকিন (১৫)
39. শ্রেয়া (৯)
40. ইরিকশন (১৩)
41. রাইসা (১১)

এই ৪২ জন রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। যাদের সন্তান নিখোঁজ, অনুগ্রহ করে নাম দেখে মিলিয়ে নিন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

বিঃদ্রঃ- বিস্তারিত জানতে ও সহযোগিতার জন্য বার্ণ ইনস্টিটিউটে যোগাযোগ করুন।

(সংগ্রহীত)


21/07/2025
আলহামদুলিল্লাহ।
16/07/2025

আলহামদুলিল্লাহ।

14/07/2025

কোন টা সত্যি বুঝতে পারছি না।

12/07/2025

বাচ্চার সাথে কিভাবে কথা বলছেন সে বিষয়ে খেয়াল রাখুন!

জুস, পানি ফালাচ্ছে? কোন ব্যাপার না!
প্লেট ভেঙে ফেলছে? আরেকটা কিনতে পারবেন !
এলোমেলো ঘর ?গোছাতে পারবেন ।

কিন্তু আপনার আচরণ !থেকে যাবে
আপনি সন্তানকে কি অনুভব করাচ্ছেন !সেটাও থেকে যাবে

আপনি কি চান আপনার সন্তান বড় হয়ে মনে রাখুক, ছোটখাটো কিছু ঘটলে তাকে কতটা ভয়ে থাকতে হতো ।

শান্ত থাকুন 🤍
ছোটখাটো বিষয়ে বাচ্চার উপর সবসময় চি'ৎকার- চেঁ'চামেচি এবং চাপ প্রদর্শন করবেন না।

শান্ত থাকার মাধ্যমে আপনি ব্যর্থ হচ্ছেন না ।
বরং আপনি জিতে যাচ্ছেন ।
আপনি এমন কিছু করতে যাচ্ছেন যা আপনাকে ভবিষ্যতে শান্তি দিবে ‌।

আর সেটা ভাঙা কাঁচ, অগোছালো ঘরের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

07/07/2025

২০১৯ সালের এক সকালে, নরওয়ের উত্তরের একটি শান্ত উপকূলে হঠাৎ দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। পানির মধ্যে ভেসে বেড়াচ্ছে একটি সাদা রঙের বেলুগা তিমি। সে এতটাই সাহসী যে মানুষের নৌকার একেবারে কাছাকাছি চলে আসছে, এমনকি মাথা তুলে যেন কিছু একটা বলতে চাইছে! দেখতে মিষ্টি, আচরণেও বন্ধুত্বপূর্ণ। কিন্তু তার গলায় বাঁধা ছিল একটা কালো রঙের বেল্ট—আর সেখানেই লুকিয়ে ছিল গোটা রহস্য।

বেল্টটির গায়ে লেখা—“Equipment St. Petersburg”।

নাম শুনেই চমকে উঠল সবাই। রাশিয়ার সেই বিখ্যাত শহরের নাম কেন একটি তিমির শরীরে বাঁধা হ্যারনেসে লেখা থাকবে?

লোকজন ভেবেছিল এটা হয়তো সার্কাস থেকে পালানো কোনো প্রাণী। কিন্তু সামুদ্রিক গবেষকরা যখন তিমিটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন, তখন স্পষ্ট হয়ে গেল—এই তিমিটি কোনো বন্য প্রাণী নয়, বরং মানুষ দ্বারা প্রশিক্ষিত। তার হাবভাব, মানুষের প্রতি বিশ্বাস, এমনকি মানুষের নির্দেশে কাজ করার প্রবণতা ছিল একেবারে সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত প্রাণীর মতো।

এই খবর মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় তাকে ডাকা হতে লাগল “Hvaldimir”—একদিকে নরওয়েজিয়ান ভাষায় 'হভাল' মানে তিমি, আর অন্যদিকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামের ছায়া।

তিমিটি শুধু সাঁতার কাটছে না, সে মানুষকে অনুসরণ করছে, মোবাইল পড়ে গেলে ফিরিয়ে দিচ্ছে, এমনকি ডুবুরিদের পাশে এসে দাঁড়াচ্ছে। কেউ কেউ তাকে ডাকছে ‘সমুদ্রের বন্ধু’, আবার কেউ বলছে—‘রাশিয়ার গুপ্তচর’।

মূল রহস্যটা হল, এই তিমিটিকে আসলে কোথা থেকে পাঠানো হয়েছে? রাশিয়ার নৌবাহিনী বহু বছর ধরেই সামুদ্রিক প্রাণী যেমন তিমি, ডলফিন ও সীল ব্যবহার করে সাবমেরিন পর্যবেক্ষণ, বোমা শনাক্তকরণ এবং শত্রু জাহাজের গতিবিধি নজরদারির জন্য। আমেরিকাও একই কাজ করে। তবে তফাৎ হলো—এই তিমিটিকে ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছিল কিনা, তা কেউ জানে না।

বর্তমানে হভালদিমির নরওয়ের লোকদের চোখের মণি। সে যেন পুরো দেশের সেলিব্রেটি তিমি। উপকূলে ভিড় জমায় লোকজন, শুধু তাকে এক ঝলক দেখার জন্য। কেউ তার জন্য খাবার আনে, কেউ ভিডিও করে সোশ্যালে দেয়।

তবে বিজ্ঞানীরা বলছেন, বিষয়টা এত সরল নয়। হভালদিমির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হওয়া উচিত। সে একা, তার বন্য পরিবেশে টিকে থাকার অভ্যাস নেই, আর অন্য বেলুগাদের সাথে মিশে যেতে পারছে না। তার নিরাপত্তা, খাবার সংগ্রহ, বা স্বাভাবিক জীবন—সবই প্রশ্নের মুখে।

এটা কি নিছক একটি কৌতূহল!

কপি পোস্ট

Address

"FreelancerMorjena" Rampura
Dhaka
1219

Opening Hours

Monday 08:00 - 03:00
Tuesday 08:00 - 03:00
Wednesday 08:00 - 03:00
Thursday 08:00 - 03:00
Friday 08:00 - 03:00
Saturday 08:00 - 03:00
Sunday 10:00 - 03:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when FreelancerMorjena posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FreelancerMorjena:

Share