
25/09/2024
বাতাসে লাশের গন্ধ।বেতুয়া নদীর পাড়ে, (প্রশান্তি পার্কে) জিও ব্যাগের উপরে একটি মেয়ে মানুষের তাজা লাশ। স্রোতের তোরে ভেসে আসে বেতুয়া নদীর তীরে। জিও ব্যাগের উপরে আটকে পড়ে। ভাটার টানে ব্যাগের উপর থেকে আর নামেনি।
হয়তো তার মা বাবা পাগলেরমত খোঁজ করছে। জানেনা আদরের সন্তান লাশ হয়ে তীরে পড়ে আছে।
আজ (২৫ সেপ্টেন্বর) সকালে চরফ্যাশন বেতুয়া নদির তীরে পাওয়া গেছে লাশটি। এখনও পরিচয় মিলেনি।
সবাই শেয়ার করে দেন যাতে হতভাগ্য মেয়েটিকে আত্নীয় স্বজনরা দ্রুত সন্ধান পায়।
কপি