08/09/2023
যান্ত্রিক এ শহরে সবই চলমান কেউ থেমে নেই চলছে সময় এর নিয়মে যানবাহন কত কোলাহল কত ভিড় আহা আর কেউ একজন এই কোলাহলের আড়ালে ভীষণ একাকীত্বায় জীবনের স্বাদ তা'ই নিতে ভূলে গেছে
কিন্তুু এ শহরে কেউ থেমে নেই আবার কেউ থেমে আছে আধার কালো চার দেয়ালে নিবিড় অন্ধকার আহা হাহাকার শুধু'ই বোবা কান্না অঝর ঝড় বৃষ্টি বিষাদের জীবনে স্বাধের মলিন বালিশ ও বোবা নিরবে ভিজে যায় জীবন প্রকাশ করার মতো কিছু'ই নেই জীবন থেকে সব শিখতে হবে জীবন কইতে নয় সইতে যা সব মানব পাড়ে না যারা পাড়ে তারা'ই মহৎ
সুন্দর এ জীবন সবার উপভোগ করতে পারে না কেউ কারো মায়ায় আটকায় সমাপ্তিতে হৃদয় ভঙ্গন সুখী মানব আচমকায় দিশেহারা সর্ব হারা
কেউ একটু ভালোবাসা চায় আবার বিনিময়ে এক আকাশ অবহেলা পায় কেউ অপেক্ষায় কেউ অন্য কারো তৃপ্তি মাখায় আবার কেউ তাহারে তামাকে পোড়ায় কী অদ্ভুত তাই না
কেউ বা দিন গুনে কেউ বা এক দিন কোটি বছর পার করে কারো বিষাদের জীবন কারো বা রঙ্গ তামাশার জীবন সত্যি ই জীবন সুন্দর যারা সাজাতে পারে ফুল ও সুন্দর কিন্তুু সুন্দরর্য শেষে নিঃশ প্রান বিলীন সবার জীবনী ও স্বাদের নয় তীক্ত যন্ত্রণায় মানুষ বেঁচে থেকে ও মৃত
মানব মানব হাড়ায় পথিক পথ হাড়ায় দেহ জীবন হাড়ায় বাদশা রাজত্ব হারায় কেউ বা নিজে কেই হারিয়ে পেলে
যে নিজেরে হারাই তাহারে কী কেউ খুঁজে পায় কেউ বা পাইলে ও মরা মানুষ মূল্য নাই
মানুষ মরে গেলে সবাই শোকাহত কিছু দিনের কিংবা ক্ষনিকের কেউ বা দাফন করার অপেক্ষায় এই তো জীবনের শেষ বিদায়
মৃত মানুষ পিরে না তাহার আত্মা পিরে কাউকে বিরক্ত করে না নিঃশঙ্গ কেউ মৃত মানুষ এর খোঁজ নেয় না নিয়ে বা কী লাভ মৃত মানুষ বলে কথা মৃত মানুষকে মনে করা যায় খোঁজ নেয়া দায়
এভাবে কত মানব মৃত খোঁজ মেলে নে মৃত বলে কেউ খোঁজ রাখে না মৃত মানেই মৃত একদম বিলীন 😷
সত্যি'ই মরা মানুষ খোঁজ নিয়ে তাদের লাভ হয় না তাই তারা খোঁজ না যাদের প্রিয়জন ছিলাম আজ সময়ের ব্যবধানে অপ্রয়োজন ফেলনা
আফসোস কী পেয়ে গেলে নাকী পেয়ে হারালে?
সব দুঃখ রা ও ক্লান্ত হয় হালকা হয় যখন হৃদয় শিক্ত হয় কঠোর হয় তখন দুঃখ রা রবে স্মৃতি হয়ে মনের কোনে জীবনের স্মরণীয় উপন্যাসে |
যারা কাঁদে তারা ও মানুষের মুখ কোন এক সময় হাসি ফুটাতো সময়ের কী নির্মম পরিহাস তারাই এখন অড়ালে অঝরে কাঁধে আহা কবিতা তোমাকে নিয়ে যত কাব্য বাক্য লিখা তুমি'ই হাড়িয়ে গেলে
লেখক ও হারিয়ে যাবে জীবনের শেষ বেলায় যখন লেখার সার্মথ্য থাকবে না তখন চাইলে ও কবিতা কে নিয়ে কবিতা লিখা হবে না
কবিতার প্রতিটা শব্দ বাক্য কাব্য কবি তাহার কবিতা কে নিয়ে উৎর্সগ করে লিখা
লেখকঃ ফয়সাল খাঁন