
25/10/2022
আগামী কাল ২৫শে অক্টোবার ৭ই কার্তিক রোজ মঙ্গলবার দুপুর ২.২৯মিনিট থেকে সন্ধ্যা ৭.০২ মিনিট পর্যান্ত। ৫ঘন্টা ৩১মিনিটে বিশাল সূর্য্য গ্রহন। এসময় গর্ববতী মায়েরা খুব সাবধানে থাকবেন। এসময় দা,বটি,ছুরি, দিয়ে কোন কিছু কাটতে যাবেনা। সূর্য্য গ্রহনের আলো গায়ে লাগতে দিবেন না। বেশিক্ষুন শুইয়ে থাকবেন না। সূর্য্য গ্রহন চলাকালীন কোন রকম খাওয়া দাওয়া করবেন না।
এই সূর্য্য গ্রহন বাংলাদেশ ও ভারত বর্ষে।