21/07/2025
🚫🚫 একবার চিন্তা করেন তো যে,
আপনার ১০-১২ বছরের বাচ্চার শরীরের চামড়া পুড়ে গেছে আজকে।
শরীরের চামড়ার সাথে লেগে আছে কাপড়।
অথচ সেই বাচ্চাগুলোকে কখনো চুলার আগুনের আচ লাগতে দেননি।
আর সেই বাচ্চা চিৎকার দিচ্ছে, ও মা, ও বাবা, ও আল্লাহ বলে।
বুকের ভেতরটা কিভাবে চৌচির হয়ে যাচ্ছে 😓😓😞
এক একটা ভিডিও দেখছি আর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে।
এই নিষ্পাপ বাচ্চা গুলোর কি দোষ ছিলো.....
হে সৃষ্টিকর্তা, অনেক বাবা মা এখনো তাদের সন্তানদের খুঁজে পাচ্ছে না। তাদের মনকে শান্ত করো, ধৈর্য দাও, শক্তি দাও, 🙏🙏