11/03/2023
বাংলাদেশের জন্য বিরাট সুখবর। মাটি খুড়লেই মূল্যবান ধাতু কয়লা বের হওয়া নিয়ে এলাকায় প্রচুর চাঞ্চলকর অবস্হার সৃষ্টি হয়েছে।
টিএনপি ডেক্সঃ
মূল্যবান ধাতু কয়লা নিয়ে আর নয় দুশ্চিন্তা। দেশে কয়লার ঘাটতির প্রয়োজন হবেনা যদি খুব ভালোভাবে বিশেষজ্ঞ টিম দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে তদারকি করা হয়। পার্বত্য অঞ্চলের জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে স্হানীয় যন্ত্রপাতি দা,খন্তা, কোদাল দিয়ে মাটি খুড়লেই বের হচ্ছে মূল্যবান কয়লা।
সূত্র জানায়,বিগত ছয় মাস যাবত এভাবে মাটি খুঁড়ে কয়লা বের করে টুকরা টুকরা করে, রোদে শুকিয়ে ঘরের রান্না- বান্নার কাজে ও বিভিন্ন চায়ের দোকানে ব্যবহার করা হচ্ছে। এছাড়া মাটি খুড়লে কয়লা বের হওয়া নিয়ে এলাকায় প্রচুর চাঞ্চলকর অবস্হার সৃষ্টি হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে এই কয়লা বাংলাদেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় সময় টিভি চ্যানেলে প্রচারিতো এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
খবরের সূত্র থেকে জানা যায়, স্থানীয়রা গত ৬ মাস যাবত এই কয়লা ব্যবহার করে তাদের জ্বালানির কাছে ব্যবহার করছে । ধারণা করা হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে উন্নত মানের মূল্যবান কয়লা পাওয়া যাবে।
যা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ধাতু হিসেবে কাজে লাগিয়ে বাংলাদেশের জনগণের জন্য বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই কয়লা ব্যবহার করা যেতে পারে। এই নিয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা। বিশেষজ্ঞ টিম পরীক্ষা নিরীক্ষা করে, এখানে কতটুকু কয়লার পরিমাণ মজুদ রয়েছে বা আজও এখানে কয়লার কোন খনি রয়েছে কিনা, কতটুকু পরিমান কয়লা মজুদ থাকতে পারে এই সম্পর্কে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন স্হানীয় জনপ্রতিনিধি ও সাধারন জনগন । যেখানে পাহাড়ের সামান্য গর্ত খুড়লেই ছোট ছোট পাথরের টুকরার মত কয়লা বের হচ্ছে, আর এই কয়লা চুলার মধ্যে দিয়ে সামান্য আগুনের তাপে রাখলে ব ফু দিলে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে, এই আগুনের তাপমাত্রা সাধারণ আগুনের তাপমাত্রা চেয়ে কয়েক গুণ বেশি। সময় টিভির সাক্ষাৎকার থেকে জানাযায়, স্থানীয়রা এনিয়ে বেশ উৎফুল্ল এবং তারা অনুমান করছে এই পাহাড়ের তলদেশে বা পাহাড়ের মধ্যে আরো অনেক ধরনের গুরুত্বপূর্ণ ধাতু ও কয়লা পাওয়া যাবে। যদি এমন কিছু হয় তাহলে, যেমনটা বাংলাদেশের জন্য লাভবান হবে, ঠিক তেমনি ওই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে অনস্বী ভূমিকা পালন করবে বলে আশাবাদী সহানীয়রা, এছাড়া স্থানীয়দের ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে। এই নিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বাস প্রদান করেছেন।
সূত্র সময় টিভি, বাংলাদেশ ও টিএসপি ডেক্স।
Music by ComaStudio from Pixabay
Voice: Aman Nur
News & Video: Somoy Tv
#কয়লা #খনি