গেদুর বাবা

গেদুর বাবা Follow my page plz ..

আমার প্রোফাইলে আসার জন্য ধন্যবাদ 🙏
সবাই সাপোর্ট করে পাশে থাকবেন ❤️❤️
সবাইকে অনেক অনেক অনেক ভালোবাসা❤️🥀

একজন পুরুষ  কখনো স্বেচ্ছায় তার প্রিয় মানুষটাকে ছেড়ে আসে না!এর পিছনের সহস্র চেষ্টা আরভয়াবহ গল্পসবার অজানাই থেকে যায়।সরে আ...
24/10/2025

একজন পুরুষ কখনো স্বেচ্ছায়
তার প্রিয় মানুষটাকে ছেড়ে আসে না!
এর পিছনের সহস্র চেষ্টা আর
ভয়াবহ গল্প
সবার অজানাই থেকে যায়।
সরে আসা তার ইচ্ছে নয়
বরং বেঁচে থাকার জন্য বাধ্যতা।
কারন, পুরুষ নিজের সবটা হারিয়েও
কখনোই অন্যের মন পায় না!

21/10/2025

বন্ধুর হৃদয়টা আর হৃদয় নেই সমুদ্র হয়ে গেছে 😂

ভুলে ভালোবেসেছিলাম এক বেশ্যাকে আমি,চোখে দেখেছিলাম ভালোবাসা, মিথ্যে ছিল জানি।হয়তো তার হাসিতে ছিল কষ্টের পর্দা,আমি ভেবেছিল...
21/10/2025

ভুলে ভালোবেসেছিলাম এক বেশ্যাকে আমি,
চোখে দেখেছিলাম ভালোবাসা, মিথ্যে ছিল জানি।
হয়তো তার হাসিতে ছিল কষ্টের পর্দা,
আমি ভেবেছিলাম, সেও মানুষ — আমায় বুঝবে ধরে।

রাতের আঁধারে শুনেছিলাম তার ভাঙা স্বর,
ভালোবাসা নয়, ছিল জীবনের চাওয়া-দেওয়ার পর।
তবু কেন জানি, মন তাকে ভুলতে পারিনি,
বুকের ভেতর আজও বাজে সেই স্মৃতি — নীরব, একাকী।

ভুল ছিল আমার, তবু ভালোবাসা ছিল সত্য,
সে তো বিক্রি করেছিল দেহ, আমি দিয়েছিলাম হৃদয় অমৃত।
আজ বুঝি — কিছু ভালোবাসা পাপ নয়, কিন্তু ভুল,
তবু সে ভুলেই বেঁচে আছি আমি, অন্ধকারে ফুল।

21/10/2025

মা বাবার পরে ছেলে মেয়ের মায়ার শিকলে বন্দী!
নিজের সাথে আপোষ করে মায়ায় গড়েছি সন্ধি।

শুধুমাত্র যন্ত্রণা থেকে বাঁচার জন্য।
20/10/2025

শুধুমাত্র যন্ত্রণা থেকে বাঁচার জন্য।

আজ যে স্ত্রী মোবাইলে বেশি সময় দেয়, কাল সে সংসারের ভাঙন নিয়েই কাঁদবেআজকাল ঘরে দু’জন মানুষ থাকলেও, তাদের মাঝে দেয়াল হয়ে দা...
18/10/2025

আজ যে স্ত্রী মোবাইলে বেশি সময় দেয়, কাল সে সংসারের ভাঙন নিয়েই কাঁদবে

আজকাল ঘরে দু’জন মানুষ থাকলেও, তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছে একটা ছোট্ট যন্ত্র—মোবাইল।
স্বামী সারাদিনের ক্লান্তি নিয়ে ঘরে ফেরে, একটা হাসি, দুটো মিষ্টি কথা চায়।
কিন্তু স্ত্রী তখন ডুবে থাকে ফেসবুকের ছবিতে, ইনস্টাগ্রামের রিলসে বা অন্যের সাজানো সুখের গল্পে।

👉 যে সময়টা স্বামী-স্ত্রীর একান্ত সময় হওয়ার কথা,
👉 যে মুহূর্তে সম্পর্ক গভীর হওয়ার কথা,
👉 যে সময়ে দুজনের মাঝে ভালোবাসার সেতু গড়ার কথা—
সেই সময়টা হারিয়ে যায় মোবাইলের নীল আলোয়।

আজ যে স্ত্রী স্বামীকে অবহেলা করে স্ক্রিনে ডুবে আছে, সে হয়তো টেরই পাচ্ছে না, তার সংসারের ভিত ধীরে ধীরে নড়বড়ে হয়ে যাচ্ছে।
স্বামী যখন একাকিত্বে ভুগতে থাকে, তখন বাইরের প্রশংসা, বাইরের মায়া, বাইরের হাসি—সবকিছুই তার কাছে আশ্রয় হয়ে ওঠে।
এভাবেই শুরু হয় দূরত্ব, আর দূরত্ব থেকেই জন্ম নেয় ভাঙন।

🔹 মোবাইলের নেশা হয়তো সাময়িক আনন্দ দেয়,
কিন্তু স্বামীর হৃদয়ের আঘাত একদিন সংসারের মৃত্যু ডেকে আনে।
🔹 আজ আপনি যত বেশি সময় স্ক্রিনে দিচ্ছেন,
কাল হয়তো সেই স্ক্রিনেই দেখবেন নিজের ভাঙা সংসারের গল্প।

মনে রাখবেন—
👉 সংসার টিকে থাকে ভালোবাসায়, লাইকে নয়।
👉 সম্পর্ক বাঁচে আদরে, কমেন্টে নয়।

আজই সিদ্ধান্ত নিন—
আপনি কি স্বামীর চোখে চোখ রেখে বাঁচবেন, নাকি স্ক্রিনের আলোয় সংসার অন্ধকার করবেন?

#দাম্পত্যজীবন #অবহেলা #মোবাইলআসক্তি #পরকীয়া

নিজের দিকে তাকালে আ'ফসোস ই লাগে! আমার তো এইভাবে শে'ষ হয়ে যাওয়ার কোনো কথা ই ছিলো না!🖤
18/10/2025

নিজের দিকে তাকালে আ'ফসোস ই লাগে! আমার তো এইভাবে শে'ষ হয়ে যাওয়ার কোনো কথা ই ছিলো না!🖤

16/10/2025
15/10/2025

স্ত্রীর অবহেলা কোন পুরুষ কে মারে না কিন্তু ভেতর থেকে শেষ করে ফেলে।😔🥻😢

বাবার পরে স্বামীএকমাত্র ব্যক্তি যে ৫০০ টাকার শার্ট পড়ে, স্ত্রী কে ৫০০০ টাকারশাড়ি কিনে দেওয়ার ক্ষমতা রাখে।
15/10/2025

বাবার পরে স্বামী

একমাত্র ব্যক্তি যে ৫০০ টাকার শার্ট পড়ে, স্ত্রী কে ৫০০০ টাকার

শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা রাখে।

_পৃথিবীতে সব কিছুর মা'ফ হোক,কিন্তু কখনো প্র'তা'র'ণা'র মা'ফ না হোক!💔😅
09/10/2025

_পৃথিবীতে সব কিছুর মা'ফ হোক,কিন্তু কখনো প্র'তা'র'ণা'র মা'ফ না হোক!💔😅

Address

Dhaka

Telephone

+8801845982666

Website

Alerts

Be the first to know and let us send you an email when গেদুর বাবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গেদুর বাবা:

Share

Category