18/07/2025
"প্রেম এবং সংসার—দু'টিকেই ছেড়ে দেওয়া যায়। কিন্তু ভুল মানুষের কবলে পড়লে প্রেম যতটা সহজে ছাড়তে পারা যায়, সংসার ততটা সহজে ছাড়ে না। কত শত ভুল মানুষকে কাঁধে নিয়ে জীবনের শেষ মাথায় পৌঁছাতে হয়—তার হিসাব নেই। শুধু বাবা-মায়ের অসম্মান, সন্তানের ভবিষ্যৎ কিংবা সমাজের কটূক্তির ভয়েই কত সম্পর্ক ভুল মানুষের সঙ্গে দিনের পর দিন টিকে থাকে, তার ইয়ত্তা নেই। বিশ্বাস বারবার ভাঙলেও সম্পর্ক বয়ে নিতে হয়। অথচ সেই ভুল মানুষটি হয়তো বোঝেই না—সে অপছন্দের কোন স্তরে আছে।"*.........
*"শুধু দেহ আর খাদ্য পেলে কেউ প্রিয় মানুষ হয়ে ওঠে না। বাধ্য হয়েও অনেক অপছন্দের জিনিস গিলতে হয়, অরুচিকর সম্পর্কেও মানিয়ে নিতে হয়—হাসিমুখে দুঃখ লুকাতে হয়। যে মানুষ মনের চাওয়া বোঝে না, সে কখনোই প্রিয় হতে পারে না। সে কেবল প্রয়োজনের মানুষ হয়ে থাকে। যার সঙ্গে দিনরাত কাটে, যদি সে হয় স্বার্থপর, তবে সেই জীবন কতটা বিভীষিকাময়—তা কেবল ভুক্তভোগী জানে।"*,,,,,,,,,,,,,,,
*"দাম্পত্যের চুক্তিতে জীবন কেটেও মনের খোঁজ যদি না মেলে, দরদের জায়গায় যদি অপমান থাকে, তবে সে সহাবস্থান শুধুই এক নিঃসঙ্গতা। খারাপ দিন মনে করিয়ে দেওয়া, দুঃখে পাশে না থাকা, চাওয়ার সময়ে অনুপস্থিত থাকা—এসবই সম্পর্কে বিষ ঢালে। এমন মানুষের থেকে দূরে থাকাই কল্যাণকর।"*..........
*"সংসারে থেকেও মানুষ একা হয় অবহেলায়। যখন মন খুলে কিছু বলা যায় না, যখন বিশ্বাস বারবার সংকটে পড়ে, তখন অনুভূতি নিস্তেজ হয়ে যায়। মন একাকীত্বে অভ্যস্ত হয়, আনন্দ আর শখ গুটিয়ে নেয়, হতাশার জলে ডুবে যায় আত্মবিশ্বাস। তখন জীবনের চেয়ে ভারী হয়ে ওঠে সম্পর্ক। অপাত্রে ভালোবাসার আকাঙ্ক্ষা তখন বিভ্রম হয়ে দাঁড়ায়। তখন মানুষ দাঁড়ায় দু'টি পথের সামনে—হয় নিজেকে শেষ করে দেয়, নয়তো জীবনের কাছে আত্মসমর্পণ করে সমস্ত আশা-আকাঙ্ক্ষা।"*,,,,,,,,,,,,,,,
*"তবে যারা দুঃসময়কে পেছনে ফেলে উঠে দাঁড়াতে পারে, সমাজ তাদের সাহসী বলে। যদিও এই সমাজ ব্যতিক্রমকে সহজে মেনে নিতে পারে না। জীবনে সঠিক মানুষ পাওয়াটাই সবচেয়ে বড় পাওয়া। ভুল মানুষের প্রলোভনে ক্ষতবিক্ষত হওয়া যায়, নিজের ভেতরের বিশ্বাস হারিয়ে ফেলা যায়, আর একবার হারালে তা ফিরে পাওয়া কঠিন।"*........
*"তাই আশার ছলনে ভুলে যাওয়া যাবে না। জীবনের এই একবারের সুযোগে কষ্টের ভেতরেও কিছুটা সুখ খুঁজে নিতে হবে। আত্মতৃপ্তির সমস্ত উপকরণ নিজের মধ্যেই তৈরি করতে হবে।"*.........
*"আবেগ অস্বীকার করা যায় না। কিন্তু প্রলোভনের চাতুর্য বোঝা শিখতে হবে। প্রয়োজন আর প্রিয়জনের পার্থক্যটা যত তাড়াতাড়ি বোঝা যায়, জীবন ততটাই সহজ হয়। যে নৌকায় উঠবে, তার বৈঠা ও মাঝির বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিতে হবে। যে বিপদে ছাড়বে না, মাঝপথে ডোবাবে না—তার হাতই শক্ত করে ধরা দরকার।"*...........
*"সুখের দিনে নয়, দুঃখের দিনে যে পাশে থাকে—সে-ই প্রকৃত সঙ্গী। অসুস্থ সমাজের কোনো মন্তব্য যেন আমাদের ভুল গন্তব্যে না নিয়ে যায়। একটু সুখের আশায় জীবন জ্বলে উঠুক। হাতের স্পর্শের চেয়েও মন মনের দেখা পাক—এই হোক কামনা।"*...........
*"জীবনকে ভেঙে গড়ে, বুকের কষ্ট পাথর করে, তবেই তো সুখের ইমারত দাঁড় করাতে হয়।"*..........