প্রলয় ২৪' এর

প্রলয় ২৪' এর জীবন সুন্দর হোক

11/07/2025

সাবধান! জুলাই চলছে।

Credit: Faisal Ahammad

11/07/2025

BNP niya Competition lagaise 😑

11/07/2025

দেশের অল্প কিছু 'উদ্ভট' মানুষ মিলে সিদ্ধান্ত নিল— আপনার সন্তান যদি ৩ ঘণ্টার মধ্যে ১০টি প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে তারা তাকে একটি কাগজ (সার্টিফিকেট) দেবে না।

আপনি ওই উদ্ভট লোকেদের কথা মেনে নিলেন। অতঃপর আপনার সন্তান ওই ১০টি প্রশ্নের উত্তর দিতে পারল না। ফলে আপনার সন্তান ওই বিশেষ কাগজ পেল না। এরপর সামান্য একটা কাগজ না পাওয়ার শোকে আপনার সন্তান আ'ত্ম'হ'ত্যা করল!

একটা কাগজের অভাবে আপনার সন্তান মারা গেল, যদিও ওই ১০টা প্রশ্নের বাইরে এমন অসংখ্য প্রশ্ন ছিল, যেগুলোর উত্তর আপনার সন্তানের জানা ছিল।

তবুও আপনারা পরিক্ষা, পাস-ফেল ও কাগজ দ্বারা মেধা পরিমাপের এই বর্বর, আদিম ও অনাধুনিক পদ্ধতিকে মেনে নিচ্ছেন! আপনারা কি বুঝতে পারছেন যে আজ থেকে ৫০০ বছর পর লোকে আপনাদের নির্বোধ আদিম জনগোষ্ঠী বলবে?

লেখা - @শিবলী আহমেদ

09/07/2025

" Lethal Weapons ( 7.62, SMG,LMG-light machine gun) ব্যবহার এর অনুমতি দিয়েছি। যেখানে পাবে সেখানে গুলি করে দিবে "
-শেখ হাসিনা ফাস হওয়া নতুন অডিও রেকর্ড।

১৮ জুলাই দুপুর ৩টার পর এই নির্দেশনা দেয়ার পর সব থানায় মজুত করা 7.62 আ্যমোনেশন Type-56 , Chinese Rifle , SKS ব্যবহার শুরু করে।

ছাত্র জনতা অনেকেই বুঝে উঠেনাই কোন ধরনের অস্ত্র ব্যবহার হচ্ছে।ফলশ্রুতিতে হতাহতের পরিমাণ আরো বেশি হয়।

এই খু নী হাসিনার নির্দেশে ১৮ জুলাই বিকেল থেকে লিথ্যাল অস্ত্র ব্যবহার শুরু হয় এবং ১৯ জুলাই এইসব অস্ত্রের ব্যবহার দশগুণ বেশি হয়

কারফিউ চলাকালীন আরো বেশি অস্ত্র আসে থানাগুলোতে। যাত্রাবাড়ীতে সবথেকে কম হলেও শট গান এর পাশাপাশি অর্ধশত LMG( Light machine gun ) ,এবং স্নাইপার রাইফেল ব্যবহার করেছে।

অডিও : BBC World.

08/07/2025

Hasnat Abdullah Nowadays 🤧

Credit: Faisal Ahammad ❤️

06/07/2025

peak era of our generation ❤️

🤐🤐🤐
15/06/2025

🤐🤐🤐

14/04/2025

Mother of Dragons🗿

২০০ টাকার গামছা ৩০০ টাকার পাঁখা এবং ৫০০ টাকার অন্যান্য জিনিসপত্র! মাত্র কয়েক হাজার টাকা মূল্যের সেটআপ ব্যবহার করে একটি জ...
14/04/2025

২০০ টাকার গামছা ৩০০ টাকার পাঁখা এবং ৫০০ টাকার অন্যান্য জিনিসপত্র! মাত্র কয়েক হাজার টাকা মূল্যের সেটআপ ব্যবহার করে একটি জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এ যেন খাটি বাঙালির আসল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে।

এমন দৃশ্য আগে কখনো দেখেছেন কিনা জানা নেই।
একটা মানুষ বার বার রাজনৈতিক নেতাদের মেসেজ দিচ্ছে, তোমরা দেশপ্রেমিক হও! মিতব্যয়ী হও!
টাকা পাচার ,দুর্নীতি কইরোনা! বেকারত্ব দূর করো ,দেশ ও জাতির জন্য কাজ করো! সবকিছু প্র্যাকটিক্যালি করে যাচ্ছেন! এ যেন গোটা জাতির জন্য মেসেজ!

তবে অসংখ্য ধন্যবাদ! যারা নতুন বাংলাদেশ বিনির্মানে সম্মিলিতভাবে দেশ ও জাতির জন্য কাজ করছে।আপনারা পথ হারালে পথ হারাবে বাংলাদেশ!
পথ হারাবে এদেশের শিক্ষিত তরুণ প্রজম্ম!!!

ঢাকার আকাশে আলোর ঝলকানি 💫✨সংসদ ভবন ঢাকা
12/04/2025

ঢাকার আকাশে আলোর ঝলকানি 💫✨

সংসদ ভবন ঢাকা

20/03/2025

Captain Hasnat, Captain Bangladesh ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রলয় ২৪' এর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রলয় ২৪' এর:

Share