সন্দীপন প্রকাশন

সন্দীপন প্রকাশন ছড়িয়ে যাক জ্ঞানের আলো

ভেতরের নিউজ হচ্ছে, শরিআবিরোধী ও تলেবাن নীতির পরিপন্থী হওয়ায় মোট ৬৮০টি বই নিষেধ করেছে প্রশাসন। তার মধ্যে নারীদের লেখা ১৪০...
19/09/2025

ভেতরের নিউজ হচ্ছে, শরিআবিরোধী ও تলেবাن নীতির পরিপন্থী হওয়ায় মোট ৬৮০টি বই নিষেধ করেছে প্রশাসন। তার মধ্যে নারীদের লেখা ১৪০টির মতো বই আছে।

কিন্তু শিরোনামে দেখেন প্রোপাগান্ডা কত প্রকার ও কি কি!
আসলেই কোনটা প্রোপাগান্ডা কোনটা নয় তা কিভাবে বুঝবেন? বুঝতে হলে পড়তে হবে সাজিদ হাসান রচিত 'প্রোপাগান্ডা' বইটি।

19/09/2025

আল্লাহর কাছে সবচেয়ে দামি সময় যৌবনকাল। আমাদের দেশে যৌবনকাল যেমন আঠারোর পর থেকে শুরু হয়—বিষয়টা এমন না। দয়া করে এমনটা ভাববেন না। তাহলে কোনো বোন যদি নয় বছরে প্রাপ্তবয়স্কা হয়ে যায়, তাহলে তার সবচেয়ে দামি সময় শুরু হয়ে গেছে। আর ছেলেদের সাধারণত বারো বছরের পর থেকে শুরু হয়ে যায়। এই সময়টা আল্লাহর কাছে সবচেয়ে দামি।
‘জান্নাতি জীবন’ বই থেকে

18/09/2025

Ripon Video'র ইসলামিক লাইট ভার্সন হলে Ammarul Hoque ভাই যেভাবে 'হাইয়া আলাল আরাবিইয়া'র রিভিউ দিতেন।

ডেমরা হাজী সফর আলী জামে মসজিদে সীরাতের মাসকে সামনে রেখে সীরাত কুইজের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ। সর্বত্র সীরাতের চর...
18/09/2025

ডেমরা হাজী সফর আলী জামে মসজিদে সীরাতের মাসকে সামনে রেখে সীরাত কুইজের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ। সর্বত্র সীরাতের চর্চা ছড়িয়ে দিতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদেরকে জাযাকুমুল্লাহ খাইর।

সন্দীপন প্রকাশিত 'সীরাতে খাতামুল আম্বিয়া' বইটিকে কুইজের সিলেবাস হিসেবে সিলেক্ট করায় আয়োজক কমিটিকে জানাই অনেক অনেক মোবারকবাদ।

ইরাকে আ/মে/রি/কা হামলা করার সময়- মার্কিন প্রতিরক্ষা দপ্তর রুল জারি করেছিল, প্রতিটি সাংবাদিককে অবশ্যই মার্কিন সৈন্যদের সা...
18/09/2025

ইরাকে আ/মে/রি/কা হামলা করার সময়- মার্কিন প্রতিরক্ষা দপ্তর রুল জারি করেছিল, প্রতিটি সাংবাদিককে অবশ্যই মার্কিন সৈন্যদের সাথে অবস্থান করে সংবাদ সংগ্রহ করতে হবে (Kelley, 2003)।
এর মাধ্যমে তারা এমনভাবে যুদ্ধের দৃশ্য ফুটিয়ে তুলেছিল যেন দর্শকরা মনে করতে বাধ্য হয়—ইরাকিরা মার্কিন সৈন্যদের সাদরে গ্রহণ করে নিয়েছে। অত্যাধুনিক অস্ত্রের সাহায্যে অতি দ্রুতই তারা ইরাক জয় করবে। অথচ পরিস্থিতি ছিল সম্পূর্ণ বিপরীত (Donvan, 2006)।
বই: প্রোপাগান্ডা
লেখক: সাজিদ হাসান

18/09/2025

ইহুদি-খ্রিষ্টান-নাস্তিক প্রভৃতি গোষ্ঠি- যারা প্রাচ্যের বিভিন্ন ভাষা, যথা : আরবি, ফারসি, ইবরানি, সুরিয়ানি ইত্যাদি শেখেন এবং তাদের অনেকে বিশেষভাবে আরবি ভাষা শেখা ও এই ভাষার নানা জ্ঞানবিজ্ঞান জানার প্রতি অধিক ব্রতী হন। যাতে করে এই অধ্যয়ন ইসলাম ধর্মকে আঘাত করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।’
কথাগুলো উল্লেখ আছে ‘প্রাচ্যবাদের ইতিকথা’ বইয়ে

17/09/2025

বিয়ে মানে এক স্বপ্নের দুনিয়া। অন্তত অবিবাহিতদের কাছে তো বটেই। সেই স্বপ্নের সিঁড়ি থেকে নেমে এসে বাস্তবের মাটির হিসাবটা মিলিয়ে দিতেই এই বইয়ে আয়োজন করেছেন লেখক জাকারিয়া মাসুদ। বিয়ে ও নারী-পুরুষের মনস্তত্বটা এই বইয়ে তুলে ধরেছেন তিনি। যেন বাস্তবতার সাথে পরিচয় ঘটলে হোঁচট খেতে না হয়। বিবাহিতদের জন্যও এই বইয়ে আছে সংসারজীবন ভারসাম্যপূর্ণ করার চমৎকার সূত্র।

17/09/2025

শব্দ করে গণনা করছিলাম,
নব্বই
নব্বই
নব্বই
নব্বই


একানব্বই
একানব্বই
একানব্বই


একশ ঊনসত্তর
একশ ঊনসত্তর
একশ সত্তর
একশ সত্তর
বুঝলেন? বাইতুল মোকাররমে চলমান বইমেলায় সন্দীপন আর ATFAAL এর স্টল নম্বর মুখস্ত করালাম। মনে থাকবে তো? (michka hasir emoji)

প্রিয় পাঠক, আপনাদের অপেক্ষায় সন্দীপন আঙ্গিনা।আসুন বই দেখুন, বই কিনুন। আর হ্যাঁ, সন্দীপন স্টল নম্বর: ৯০-৯১
17/09/2025

প্রিয় পাঠক, আপনাদের অপেক্ষায় সন্দীপন আঙ্গিনা।

আসুন বই দেখুন, বই কিনুন।
আর হ্যাঁ, সন্দীপন স্টল নম্বর: ৯০-৯১

17/09/2025

বদরের যুদ্ধে আল্লাহ-প্রদত্ত বিজয়ে মুসলিমরা যখন আনন্দে উৎফুল্ল, ঠিক সেইদিনই তাঁদের কাছে আরেকটা অসাধারণ খবর পৌঁছল। পারসিয়ানদের হারিয়ে দিয়ে রোমানরাও বিজয়ী হয়েছে।
সাত বছর আগে অবতীর্ণ হওয়া কুরআনের বাণী যে সত্য হবেই হবে—এটা তো জানা কথাই। এই বাণী যে একমাত্র সেই আল্লাহর কাছ থেকেই এসেছে, যিনি সকল ক্ষমতা আর কর্তৃত্বের নিরঙ্কুশ অধিকারী। যিনি অতীত, বর্তমান আর ভবিষ্যতের সব জানেন।
আমাদের ইবাদত (দাসত্ব) পাওয়ার জন্যে শুধু তিনিই যে একমাত্র যোগ্য সত্তা!
‘সর্বশেষ অপার্থিব’ বই থেকে,

Address

38/3, Shop#215, Computer Complex (1st Floor), P. K. Roy Road, Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when সন্দীপন প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সন্দীপন প্রকাশন:

Share

Category