Akbor Meskat

Akbor Meskat As-salamu Alaykum Welcome to passionate sports person. Thanks for Join with us Social Media Update

আজকের এল ক্ল্যাসিকো নিয়ে কার্লোস আলকারাজের প্রেডিকশন একদম মিলে গেলো "আমার মনে হয় রিয়াল ২-১ গোলে জিতবে, কিলিয়ান আর জুড গো...
26/10/2025

আজকের এল ক্ল্যাসিকো নিয়ে কার্লোস আলকারাজের প্রেডিকশন একদম মিলে গেলো "আমার মনে হয় রিয়াল ২-১ গোলে জিতবে, কিলিয়ান আর জুড গোল করবে"

এম্বাপের পেনাল্টি মিসে গোল ব্যবধান বড় হয়নি, বার্নাবুতে এল ক্ল্যাসিকো জিতে গেলো জাবি আলোনসোর শিষ্যরা। ১১১ মিনিটে ক্ল্যসিক...
26/10/2025

এম্বাপের পেনাল্টি মিসে গোল ব্যবধান বড় হয়নি, বার্নাবুতে এল ক্ল্যাসিকো জিতে গেলো জাবি আলোনসোর শিষ্যরা। ১১১ মিনিটে ক্ল্যসিকোতে ২-১ গোলে জিতে লা লীগার শীর্ষ স্থান শক্তিশালী করলো রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তে রেড কার্ড হজম করলো পেদ্রি :p

চ্যালেঞ্জলীগের প্রথম ম্যাচে ওমানের ক্লাবে আল সিডের বিপক্ষে হার দিয়ে শুরু করলো বসুন্ধরা কিংস। রিমনের মতো প্লেয়ার কিংসের শ...
25/10/2025

চ্যালেঞ্জলীগের প্রথম ম্যাচে ওমানের ক্লাবে আল সিডের বিপক্ষে হার দিয়ে শুরু করলো বসুন্ধরা কিংস। রিমনের মতো প্লেয়ার কিংসের শুরুর একাদশে সুযোগ পায় এটা পুরোই হাইস্যকর। রিমনের ভুলের কারন প্রথম গোল হজম করে কিংস আগুয়েস্তা ও রাকিবের গোলে লিড নিয়ে শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচ হারে।

বাজে ডিফেন্স ও গোল কিপার শ্রাবন প্রত্যাশা মতো পারর্ফম করতে পারেনি। এতো ফরেন প্লেযার নিয়েও এভাবে ম্যাচ হারতে হবে এটা অকল্পনীয়।

বাবা ক্রিকেটার হালিম শাহ জাতীয় দলে খেলতে পারেনি, ছেলের ৭ বছর বয়সে কানাডা চলে যান, কানাডায় ক্রিকেটের প্রচলন ছিল না তেমন। ...
25/10/2025

বাবা ক্রিকেটার হালিম শাহ জাতীয় দলে খেলতে পারেনি, ছেলের ৭ বছর বয়সে কানাডা চলে যান, কানাডায় ক্রিকেটের প্রচলন ছিল না তেমন। ছেলে কাজেমও ফুটবলের প্রতি আকৃষ্ট হয়ে যান, কানাডার বিশ্ববিদ্যালয়ের দলের খেলার সুযোগ পান সেই থেকে ফুটবলের যাত্রা শুরু।

সাইফ স্পোটিং ক্লাবে ট্রায়াল দেন প্রথম পাসপোর্ট জটিলতার কারনে খেলা হয়নি তখন বাংলাদেশ পুলিশ এফসিতে যোগ দেন ২০২১ সালে। সেখান থেকে প্রথমবার হাভিয়েরের অধীনে জাতীয় দলে ডাক পান মিডফিল্ডার কাজেম। জাতীয় দলের প্রথমবার ডাক পাওয়ায় বেশি উচ্চশিত ছিলেন বাবা হালিম শাহ।

লেবাননের বিপক্ষে জাতীয় দলে অভিষেক ম্যাচে খেলেন ১৩ মিনিট, মূলত লেফট উইংগার ও সেন্ট্রাল মিড ফিল্ডার হলেও হাভিয়ের তাকে রাইট উইং পজেশনে খেলান কয়েক ম্যাচে। সব শেষ হংকং ম্যাচে স্কোয়াডে রাখেননি হাভিয়ের। বর্তমানে পুলিশ এফসি ছেড়ে যোগ দিয়েছেন আবাহনী লিমিটেডে।

শুভ জন্মদিন বাংলাদেশের মোস্ট আন্ডাররেটেড মিডফিল্ডার Quazem Shah

ফ্রেন্ডলি ম্যাচে থাইল্যান্ড নারী দলে কাছে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারলো বাংলাদেশ নারী ফুটবল দল। নারী এশিয়ানকাপের আগে রেংকি...
24/10/2025

ফ্রেন্ডলি ম্যাচে থাইল্যান্ড নারী দলে কাছে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারলো বাংলাদেশ নারী ফুটবল দল। নারী এশিয়ানকাপের আগে রেংকিংয়ে এগিয়ে থাকা এমন দলের সাথে আরও কিছু প্রস্তুতি ম্যাচ খেলা দরকার।

24/10/2025

ফেডারেশন কাপে আবাহনীর হয়ে ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেছে দিয়াবাতে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে আবাহনী।
Abahani Limited

উইন্ডিজ ১০০ রানের আগে অল আউট হয়ে যাইবো...........
23/10/2025

উইন্ডিজ ১০০ রানের আগে অল আউট হয়ে যাইবো...........

নিজের রেকর্ড ভা’ঙলেন সৌম্য সরকার, ওপেনিং জুটিতে তামিম-সৌম্যর স্কোর ছিল ১৭০-০ রান পাকিস্তানের বিপক্ষে। আজ মিরপুরে উইন্ডিজ...
23/10/2025

নিজের রেকর্ড ভা’ঙলেন সৌম্য সরকার, ওপেনিং জুটিতে তামিম-সৌম্যর স্কোর ছিল ১৭০-০ রান পাকিস্তানের বিপক্ষে। আজ মিরপুরে উইন্ডিজের বিপক্ষে ১৭৬/০ রান করে তৃতীয় সর্বোচ্চ ওপেনিংয়ে সংগ্রহ করে সাইফ-সৌম্য। ৮০ রান করে আউট হয়েছেন সাইফ হাসান।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছে মোহাম্মদ আশরাফুল। সালাউদ্দিনের অধীনে ব্যাটিং মোটেও ভালো হচ্ছে না ত...
22/10/2025

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছে মোহাম্মদ আশরাফুল। সালাউদ্দিনের অধীনে ব্যাটিং মোটেও ভালো হচ্ছে না তাওহীদ হৃদয়দের।

বিশ্বকাপের আগে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফিরলে আলোচনা চূড়ান্ত হবে।

বাংলাদেশের প্রথম ক্লাব বসুন্ধরা কিংস এএফসি’র ক্লাব পর্যায়ে টানা ৬ষ্ঠ বার অংশগ্রহন করতে যাচ্ছে, যা আগে বাংলাদেশের কোন ক্ল...
22/10/2025

বাংলাদেশের প্রথম ক্লাব বসুন্ধরা কিংস এএফসি’র ক্লাব পর্যায়ে টানা ৬ষ্ঠ বার অংশগ্রহন করতে যাচ্ছে, যা আগে বাংলাদেশের কোন ক্লাব পারেনি। এএফসি চ্যালেঞ্জলীগে অংশগ্রহন করতে কুয়েতে আছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস।

স্বাগতিক দেশ কুয়েত এসসি’র গ্রুপে বসুন্ধরা কিংসের বাকি দুই প্রতিপক্ষ ওমান ক্লাব আল সাবে ও লেবানন ক্লাব আল আনসার। টানা ছয় বার অংশগ্রহন করে একবার গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি বসুন্ধরা কিংস। এই মৌসেুমে ৭ জন বিদেশী খেলাতে পারবে একটি ক্লাব কিংস টিম ফর্টিস এফসি থেকে ৩ জন বিদেশী ফুটবলার নিয়ে কুয়েত গিয়েছে।

অস্কার ব্রুজন, তিতে পারেনি কিংসের সেরা সময়ে এএফসির গ্রুপ পর্ব থেকে উতরাতে মারিও গোমেজ কি পারবেন বসুন্ধরা কিংসকে গ্রুপ বাধা পার করতে?

22/10/2025

হামজা, সমিত, ফাহমেদুল, জায়ানদের নিয়ে এমন ফলাফল দেখতে চায় না ফুটবল ভক্তরা।

২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের প্রস্তুতির প্রথম ধাপ শুরু করলো বাটলার, নিজেদের রেংকিং থেকে এগিয়ে থাকা দ...
21/10/2025

২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের প্রস্তুতির প্রথম ধাপ শুরু করলো বাটলার, নিজেদের রেংকিং থেকে এগিয়ে থাকা দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যাচ্ছে আফঈদারা।

হাভিয়ের ক্যাবরেরা রেংকিংয়ে এগিয়ে থাকা এমন দলের সাথে প্রিতি ম্যাচ খেলবে এটা আদো বাফুফেকে জানাতে পেরেছে?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Akbor Meskat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akbor Meskat:

Share