Akbor Meskat

Akbor Meskat As-salamu Alaykum Welcome to passionate sports person. Thanks for Join with us Social Media Update

সাগরিকার ডাবল স্টাইক ও মুনকির ১ গোলে স্বাগতিক লাওসাকে ৩-১ গোলে হারিয়ে অনুদ্ধ-২০ নারী এশিয়াকাপের বাছাই পর্বে শুভ সূচনা বা...
06/08/2025

সাগরিকার ডাবল স্টাইক ও মুনকির ১ গোলে স্বাগতিক লাওসাকে ৩-১ গোলে হারিয়ে অনুদ্ধ-২০ নারী এশিয়াকাপের বাছাই পর্বে শুভ সূচনা বাটলারের শিষ্যদের।

AFC U20 Women's Asian Cup Thailand 2026 Qualifiers.মুনকি এটা কি ফিনিশিং দেখালো ভাই, যাস্ট 🔥🔥 লাওস ০-২ বাংলাদেশ
06/08/2025

AFC U20 Women's Asian Cup Thailand 2026 Qualifiers.

মুনকি এটা কি ফিনিশিং দেখালো ভাই, যাস্ট 🔥🔥
লাওস ০-২ বাংলাদেশ

AFC U20 Women's Asian Cup 2026 Qualifiersসাগরিকার গোলে স্বাগতিক লাওসের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ।
06/08/2025

AFC U20 Women's Asian Cup 2026 Qualifiers
সাগরিকার গোলে স্বাগতিক লাওসের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ।

গঞ্জালো গার্সিয়া রিয়াল মাদ্রিদের 9 নাম্বার জার্সি পেয়ে যাচ্ছে চলতি ২০২৫-২৬ মৌসুমে। ক্লাব বিশ্বকাপে পারফর্মে জাবির নজরে ...
06/08/2025

গঞ্জালো গার্সিয়া রিয়াল মাদ্রিদের 9 নাম্বার জার্সি পেয়ে যাচ্ছে চলতি ২০২৫-২৬ মৌসুমে। ক্লাব বিশ্বকাপে পারফর্মে জাবির নজরে ভালো এসেছেন রিয়াল মাদ্রিদ একাডেমীর ফুটবলার। গার্সিয়া যদি নাম্বার ৯ জার্সি পায় এন্ড্রিক কি থাকবে রিয়াল মাদ্রিদে?

সাগরিকা-আফঈদাদের খেলা দেখতে আজ বাংলাদেশী লাওস প্রবাসীরা বাস ভাড়া করে খেলা দেখতে আসবেন স্টেডিয়ামে। স্বাগতিক লাওসের বিপক্ষ...
06/08/2025

সাগরিকা-আফঈদাদের খেলা দেখতে আজ বাংলাদেশী লাওস প্রবাসীরা বাস ভাড়া করে খেলা দেখতে আসবেন স্টেডিয়ামে। স্বাগতিক লাওসের বিপক্ষে অনুদ্ধ-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে প্রথম ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা।

১২ই আগস্ট এএফসি চ্যালেঞ্জ লীগের ম্যাচকে সামনে রেখে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ফাহি...
05/08/2025

১২ই আগস্ট এএফসি চ্যালেঞ্জ লীগের ম্যাচকে সামনে রেখে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ফাহিম কিংসের পক্ষে জোড়া গোল করেছে, আবাহনীর হয়ে একমাত্র গোলটি করছে শেখ মোরসালিন।

সিঙ্গাপুরের বিপক্ষে রাকিব যে রাইটব্যাক খেলেছে, সেটা নাকি হাভিয়ের জানতেন না! তাহলে কোচিং স্টাফের কাজ কী ছিল? প্রশ্ন তুলেছ...
05/08/2025

সিঙ্গাপুরের বিপক্ষে রাকিব যে রাইটব্যাক খেলেছে, সেটা নাকি হাভিয়ের জানতেন না! তাহলে কোচিং স্টাফের কাজ কী ছিল? প্রশ্ন তুলেছেন বাফুফে কর্তা কানন, তাবিথ গংরা কাননের চাকরি রাখবে?

দেশের জন্য নিজের সর্বস্ব দিতে তৈরি থাকে সবাই, ওকস যদি ফিট থাকতো ৩৫ রান অনেক দ্রুত নিয়ে নিত পারতো আজ ওভাল টেস্টে। দৌঁড়াতে...
04/08/2025

দেশের জন্য নিজের সর্বস্ব দিতে তৈরি থাকে সবাই, ওকস যদি ফিট থাকতো ৩৫ রান অনেক দ্রুত নিয়ে নিত পারতো আজ ওভাল টেস্টে। দৌঁড়াতে অনেক সমস্যা হচ্ছিল কিন্তু তবুও থেমে থাকেননি ওকস, শেষ পর্যন্ত ইন্ডিয়ার কাছে হেরে গেলো ৬ রানে।

এশিয়ান কাপ অনুদ্ধ-২৩ বাছাই পর্বের ক্যাম্পের স্কোয়াডে যোগ হয়েছে গোল কিপার মেহেদী হাসান শ্রাবনের নাম। বসুন্ধরা কিংসের এএফস...
04/08/2025

এশিয়ান কাপ অনুদ্ধ-২৩ বাছাই পর্বের ক্যাম্পের স্কোয়াডে যোগ হয়েছে গোল কিপার মেহেদী হাসান শ্রাবনের নাম। বসুন্ধরা কিংসের এএফসি চ্যালেঞ্জ লীগের বাছাই পর্বের ম্যাচের পর ক্যাম্পে যোগ দিবে শ্রাবন।

প্রথমবারের মতো অনুদ্ধ-২০ নারী এশিয়ান কাপে অংশগ্রহন করছে বাংলাদেশের মেয়েরা। পিটার বাটলারের জন্য আর একটি চ্যালেঞ্জ বিদেশেল...
03/08/2025

প্রথমবারের মতো অনুদ্ধ-২০ নারী এশিয়ান কাপে অংশগ্রহন করছে বাংলাদেশের মেয়েরা। পিটার বাটলারের জন্য আর একটি চ্যালেঞ্জ বিদেশেল মাটিতে। ওমেন্স ফুটবল টিম এশিয়ান কাপে খেলা নিশ্চিত করার পর, এবার নারী অনুদ্ধ-২০ দলকে এশিয়ান কাপের কোয়ালিফাই পর্ব শেষ করে মূল পর্বে খেলাতে চায় ইংলিশ মাস্টার মাইন্ড। স্বাগতিক লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে গ্রুপের প্রথম ম্যাচ আফঈদা খন্দকারদের।

সম্প্রতি অনুদ্ধ-২০ নারী দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে দেশের মাটিতে, এই স্পিড ধরে রেখে দল থেকে সেরা পারফর্ম আশা রাখেন কোচ পিটার বাটলার। ২০২৬ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনুদ্ধ-২০ নারী এশিয়ান কাপ। মূল পর্বে জায়গা করে করে নিতে পারবে পিটার বাটলারের শিষ্যরা?

বরিশালের কোচ হওয়ার নিউজের পরে আবার সেঞ্চুরি করলো মোহাম্মদ আশরাফুল পোর্টামাউথের হয়ে ১১৮* রানের অপরাজিত ইনিংস খেলেন সাউর্দ...
03/08/2025

বরিশালের কোচ হওয়ার নিউজের পরে আবার সেঞ্চুরি করলো মোহাম্মদ আশরাফুল পোর্টামাউথের হয়ে ১১৮* রানের অপরাজিত ইনিংস খেলেন সাউর্দান প্রিমিয়ার লীগে।

আবাহনী অনেক বড় টিম, আমি ছোট বেলা থেকে আবাহনীর নাম শুনে এসেছি, আমার বাবাও আবাহনীর বড় ফ্যান।আবাহনীর অনেক বড় ফ্যানবেইজ আছে ...
03/08/2025

আবাহনী অনেক বড় টিম, আমি ছোট বেলা থেকে আবাহনীর নাম শুনে এসেছি, আমার বাবাও আবাহনীর বড় ফ্যান।আবাহনীর অনেক বড় ফ্যানবেইজ আছে বেসিকেলি সে জন্য আমি আবাহনীতে আসছি।

এই জার্সি পরে আমি খেলতে পারবো এটা অনেক গর্বের, সামনে আমাদের এএফসির ম্যাচ আছে আপনারা আমাদের মাঠে এসে সমর্থন দিবেন। আমাদের দল শক্তিশালী হয়েছে হয়তো সামন আরও কিছু প্লেয়ার যুক্ত হবে আমরা আশাবাদি জয়ের ব্যাপারে।

আগামী ১২ জুলাই এএফসি চ্যালেঞ্জ লীগের বাছাই পর্বের ম্যাচ কিরগিস্তান ক্লাব মুরাস ইউনাটেডের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Akbor Meskat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akbor Meskat:

Share