25/09/2023
মেয়েটা অনেক সুন্দরী বড় লোক পরিবারের মেয়ে,,,,,,দুলা ভাই বললো তোর কী মেয়ে
পছন্দ হয়েছে। ছেলেটি বললো হা মেয়েটি আমার পছন্দ হয়েছে,,
বিয়ের আয়োজন টা হয়ে গেলো,
শেষে বিয়ে টাও হয়ে গেলো।
ছেলেটি বাসর ঘরে প্রবেশ করলো,,,দেখলো তার সুন্দরী বউটা বসে আছে,
সে অনেক খুশি এরকম একটা বউ পেয়ে,
মেয়েটার সাথে ছেলেটি কথা বলতে চাইলো।
তার আগেই মেয়েটি বললো,,,,তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি কী রাখতে পারবে,
ছেলেটি বললো, হ্যা বলুন কি বলবেন,,,,আমি কথা রাখার চেষ্টা করবো।
মেয়েটি বললো আমি তোমার স্ত্রী তাই আমার কথা তোমাকে মেনে চলতে হবে,
ছেলেটি বললো বলুন না কী বলবেন।
মেয়েটি বলছে তোমার পরণে পান্জাবী পরা,, এরকম কাপড় তুমি পরতে পারবে না।
আর তোমার মুখে দাড়ি এসব কাটতে হবে।
এসব দাড়ি কিছুই রাখা যাবেনা,
আরে তুমি তো এখন যুবক, এখনো তো বুড়ো হও নি,,, তাই তোমাকে বলছি এরকম কাপড়ে তোমাকে আন স্মার্ট লাগে,
আর প্যান্ট শার্ট পরলে তোমাকে দারুণ দেখাবে বুঝলে,
ছেলেটি চোখের পানি ছেড়ে বলছে,,, তুমি কী আমাকে বিয়ের আগে দেখেছো,
মেয়েটি বললো হ্যা, তোমাকে আমি বিয়ের আগে দেখেছি,,,,,, ছেলেটি বললো তাহলে তুমি আমাকে কেনো বিয়ে করলে।
মেয়েটি বললো তোমাকে সোজা করার জন্য বিয়ে করেছি বুঝলে,
আর বাবা জোর করেছে।
ছেলেটি বাসর ঘর থেকে বের হয়ে চলে গেলেন,,, আর ঢুকলেন না বাসর ঘরে।
নতুন বউ বাসর ঘরে রেখে বের হয়ে আসা,, অনেক কষ্ট তবুও বের হলেন।
তার স্ত্রীর সাথে আর রাত্রী যাপন করেন নি।
পরের দিন সকালে ছেলেটি বলছে তোমার প্রস্তাবে আমি রাজি নই,,,,, আমি দাড়ি কাটতে পারবো না,
পরণে কাপড় পাল্টাতে পারবো না।
মেয়েটি বললো,,,, এই হুজুর ভ্যাসে যদি থাকেন তাহলে আপনার সংসার আমি করবোনা,
আমি বড় লোক পরিবারের মেয়ে আমার বান্ধবিরা যদি তোমাকে এরকম অবস্থায় দেখে আমার লজ্জা হবে,,, তাই এসব ছাড়তে হবে তোমাকে।
ছেলেটি বললো যে মেয়ে আল্লাহর নবীর সুন্নাতকে অপছন্দ করে সেই মেয়েকে নিয়ে ঘর করা আমার অসম্ভব, তাই আমি তোমাকে তালাক দিয়ে দিলাম
অবশেষে তালাক হয়ে গেলো
ছেলেটি নয় মাস পর আরেক টি মেয়েকে বিয়ে করলেন ক্লাস নাইন পর্যন্ত পড়াশুনা করেছে গরীব পরিবারের মেয়ে,
তাদের বিয়ের বয়স চার বছর হয়ে গেলো,,,, একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে তাদের।
দু জনে তারা এখন খুব সুখে আছে
একটা কথা সত্য গরীবের মেয়েরা এবং কালো মেয়েরা স্বামী ভক্ত হয় বেশি,
নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে স্বামী কে,,, এরকম অনেক মেয়ে এখনো আছে।
এরা স্বামীর কথা মেনে চলে স্বামীকে খুশি করার জন্য সব সময় প্রস্তুত থাকে,
আর কিছু বড় লোকের মেয়েরা বাপের টাকার গরমে স্বামীর কথাও মানতে চায় না ফরজ পর্দা তো করেই না
বিশ্বাস করেন যে যতো বড় টাকা ওয়ালা,, যে যতো বড় শিক্ষিত,,,, যে যতো বড় নেতা,,,, তার
তার বৌ বেটিরা ততোই নেংটা,,
এরা টাকার গরমে। ক্ষমতার গরমে,,,, পরিবেশ টাকে এমন করে ফেলেছে,,,,, যে নায়ুযুবিল্লাহ ছাড়া,
আলহামদুলিল্লাহ বলার পরিবেশ আজকে আমাদের দেশে নাই,
কথা বলেন ঠিক কিনা
©
যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের গ্রূপে জয়েন হয়ে নিন আমাদের গ্রুপ টা পাবলিক করা আমাদের গ্রূপের গল্প গল্প মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে জয়েন হন