Bengal Press বেঙ্গল প্রেস

Bengal Press বেঙ্গল প্রেস Where Truth Speaks
(4)

ধন্যবাদ!! দৈনিক কুষ্টিয়ার খবর 💝
31/07/2025

ধন্যবাদ!!
দৈনিক কুষ্টিয়ার খবর 💝

ধন্যবাদ!! শিক্ষা তথ্য 💝
31/07/2025

ধন্যবাদ!!
শিক্ষা তথ্য 💝

নিজস্ব প্রতিবেদকঃ– দিনভর থেমে থেমে বৃষ্টি ঝরছিল, উৎকন্ঠা আর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল একঝাঁক তরুন মেধাবী আর .....

ধন্যবাদ !! Dainik Runner 💝
30/07/2025

ধন্যবাদ !!
Dainik Runner 💝

ধন্যবাদ!! দৈনিক আন্দোলনের বাজার→Daily Andoloner Bazar
30/07/2025

ধন্যবাদ!!
দৈনিক আন্দোলনের বাজার→Daily Andoloner Bazar

ধন্যবাদ!! দৈনিক জয়যাত্রা 💝
30/07/2025

ধন্যবাদ!!
দৈনিক জয়যাত্রা 💝

কুষ্টিয়ায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে তিন গণমাধ্যম ও Green People Bangladesh  কার্যালয়ের উদ্বোধন করলেন কুষ্টিয়া প্রেস...
29/07/2025

কুষ্টিয়ায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে তিন গণমাধ্যম ও Green People Bangladesh কার্যালয়ের উদ্বোধন করলেন কুষ্টিয়া প্রেসক্লাব সভাপতি জনাব আল মামুন সাগর।।

চলন্ত অ্যাম্বুলেন্সেই গণধ*র্ষ*ণে*র শিকার অচেতন নারী.....
27/07/2025

চলন্ত অ্যাম্বুলেন্সেই গণধ*র্ষ*ণে*র শিকার অচেতন নারী.....

দেড় মাস দাম্পত্য জীবনের পর জানা গেল ওই নববধূ পুরুষ  !! দেড় মাস দাম্পত্য জীবনের পর জানা গেল নববধূ পুরুষ! মাহমুদুল হাসান শ...
26/07/2025

দেড় মাস দাম্পত্য জীবনের পর জানা গেল ওই নববধূ পুরুষ !!

দেড় মাস দাম্পত্য জীবনের পর জানা গেল নববধূ পুরুষ! মাহমুদুল হাসান শান্ত রাজবাড়ীর গোয়ালন্দের
ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মো. বাদল খানের ছেলে। সে যাকে বিয়ে করেছিলেন, সেই নববধূ সামিয়া আসলে একজন পুরুষ। গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় এ তথ্য প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কথিত সামিয়ার প্রকৃত নাম মো. শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ফেসবুকে ‘সামিয়া’ নামে একটি নারীর ছদ্মবেশে পরিচিতি গড়ে তোলেন শাহিনুর। পরবর্তীতে গত ৭ জুন তিনি শান্তর বাড়িতে চলে আসেন। পরিবারের সম্মতিতে, স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলভি ডেকে শান্ত ও সামিয়ার বিয়ে সম্পন্ন হয়।

এরপর থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারের সঙ্গে ছিলেন সামিয়া। দেড় মাসেও কেউ বুঝতে পারেননি যে তিনি আসলে একজন পুরুষ। তবে সম্প্রতি তার কিছু আচরণ দেখে পরিবার ও শান্তর মনে সন্দেহ তৈরি হয়। শুক্রবার বিকেলে নিশ্চিত হওয়া যায় যে, সামিয়া প্রকৃতপক্ষে পুরুষ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হৈচৈ শুরু হয় এবং ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শান্ত সাংবাদিকদের জানান, “ফেসবুকের মাধ্যমে সামিয়ার সঙ্গে আমার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সে হঠাৎ আমাদের বাড়িতে চলে আসে। পরিবারের সিদ্ধান্তে বিয়ে দেওয়া হয়। সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিননামা রেজিস্ট্রি করা হয়নি। বিয়ের পর থেকেই তার আচরণ রহস্যজনক ছিল। কাছে যেতে চাইলে বলত, ‘আমি অসুস্থ, ডাক্তার নিষেধ করেছে।’”

শান্তর মা মোছা. সোহাগী বেগম বলেন, “একজন পুরুষ মানুষ আমাদের পরিবারে বউ হয়ে ছিল, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। অভিনয় করে আমাদের মন জয় করে নিয়েছিল।”

ঘটনা প্রকাশ পাওয়ার পর শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে শাহিনুর রহমান ওরফে সামিয়া ফোনে বলেন, “শান্তর সঙ্গে যা করেছি, সেটা আমার অন্যায়। আমার হরমোনজনিত সমস্যা আছে। তাই নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে।

বিখ্যাত সেফুদা আর নেই !! কিছুক্ষণ আগে অস্ট্রিয়ার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।মাইল...
24/07/2025

বিখ্যাত সেফুদা আর নেই !!

কিছুক্ষণ আগে অস্ট্রিয়ার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মাইলস্টোনের লাইভের পরপরই তিনি বুকে ব্যথা অনুভব করেন (যা তিনি লাইভে বার বার বলতেছিলেন)
তাৎক্ষণিক উনাকে হাসপাতালে ভর্তি করা হয় -
কিন্তু ভাগ্য আর সঙ্গ দেয়নি।
মাত্র ২ দিন পর চিরবিদায় নিলেন আমাদের সবার প্রিয় সেফুদা।

আল্লাহ তার সকল গুনাহ মাফ করুক দিক আর উনাকে জান্নাত দান করুন! 😔🤲

22/07/2025

পুলিশের সহায়তায় অবশেষে মুক্ত হয় শিক্ষা সচিব

21/07/2025

আপনারা যত বেশী আসবেন, সংক্রমণ ঝুঁকি তত বেশী বাড়বে।বাচ্চাদেরকে ভালবাসার কারনেই দয়া করে একান্ত প্রয়োজন ছাড়া আসবেন না।আজ রক্তের কোন প্রয়োজন নেই।ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না।১ম ২৪ ঘন্টায় আমরা রক্ত দেই না।কাল সকাল ৮ টার পর আসুন রক্ত দিতে।ভীড় কম করে আমাদের সাহায্য করুন।

এয়ার ফোর্সের বিধ্বস্ত প্লেনের পাইলট তৌকির এখনও মা*রা যায় নাই। অনেকক্ষণ পর তার খোঁজ পাওয়া গেছে। এখন মারাত্মক  আহত অবস্থায়...
21/07/2025

এয়ার ফোর্সের বিধ্বস্ত প্লেনের পাইলট তৌকির এখনও মা*রা যায় নাই। অনেকক্ষণ পর তার খোঁজ পাওয়া গেছে। এখন মারাত্মক আহত অবস্থায় CMH এ নেওয়া হয়েছে। সামনে কী হবে বলা যায় না, তবে এখন পর্যন্ত বেঁচে আছে।

Address

Anoshi Vobon, Muktijoddha Sarani Road, Azompur, Sector 10, Uttora South
Khustia
1230

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Press বেঙ্গল প্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengal Press বেঙ্গল প্রেস:

Share