Hujaifa islam Sakib

Hujaifa islam Sakib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hujaifa islam Sakib, Digital creator, Fulbaria.

সফল ব্যবসায়ী 😉
19/07/2025

সফল ব্যবসায়ী 😉

19/07/2025
19/07/2025

ভিডিও/ অডিও কলে বক্তব‍্য দেওয়ার এই এক সুবিধা:-

গরম নাই, ঠেলাঠেলি নাই, অজ্ঞান হবার ঝামেলাও নাই।
🙂

ড্রোন ফুটেজ! পাখির চোখে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে কা...
19/07/2025

ড্রোন ফুটেজ!

পাখির চোখে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ।

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে কাকরাইল, শাহবাগ, ফার্মেগেট, পল্টন, কারওয়ান বাজার ও বায়তুল মোকাররমে লোকে লোকারন্য

19/07/2025

এখন থেকে এসএসসি-এইচএসসির খাতা অন্য কাউকে দিয়ে দেখালে দুই বছরের জেল

সব রাজাকার একসাথে, তাদের কেমনে সহ্য হচ্ছে ভাই।
19/07/2025

সব রাজাকার একসাথে, তাদের কেমনে সহ্য হচ্ছে ভাই।

আজ মুক্ত বাতাসে প্রায় ১৬ বছর পর জামায়াত ইসলামী সমাবেশ করার সুযোগ পাচ্ছে♥️
19/07/2025

আজ মুক্ত বাতাসে প্রায় ১৬ বছর পর জামায়াত ইসলামী সমাবেশ করার সুযোগ পাচ্ছে♥️

19/07/2025

ভুল করা খারাপ নয়, খারাপ হলো সেই ভুল থেকে কিছু না শেখা, শিক্ষা না নেওয়া।

তোমরা যাদের শূন্য করে দিতে চেয়েছিলে চেয়ে দেখো তারা আজ পরিপূর্ণ 🖤🇧🇩
19/07/2025

তোমরা যাদের শূন্য করে দিতে চেয়েছিলে চেয়ে দেখো তারা আজ পরিপূর্ণ 🖤🇧🇩

জাকারিয়া আল হোসাইন নামে একজন লিখেছেন— “দায়িত্বশীল কাকে বলে! সবাইকে সিট বুঝিয়ে দিয়ে নিজে বাসের ফ্লোরে বস্তা বিছিয়ে শুয়ে ম...
19/07/2025

জাকারিয়া আল হোসাইন নামে একজন লিখেছেন—

“দায়িত্বশীল কাকে বলে! সবাইকে সিট বুঝিয়ে দিয়ে নিজে বাসের ফ্লোরে বস্তা বিছিয়ে শুয়ে মাথায় পানির বোতল ঠেশ দিয়ে জাতীয় সমাবেশে যাচ্ছেন সুদূর সাতক্ষীরা থেকে একজন দায়িত্বশীল।

কি আদর্শ আর ভ্রাতৃত্ব তাদের। যত দেখছি মুগ্ধ হচ্ছি। অথচ তিনি পুরো গাড়িতে যতজন ডেলিগেট আছেন সবার দায়িত্বশীল। পারলে ভালো একটি সিটে বসে সুন্দর করে যাইতে পারতেন। কেউ কিছু বলতো না।

এ জামায়াত রুখতে পারে! সাধ্য কার।”

মাত্র ২.৫৭ সিজিপিএ, তবু ইরাসমাস মুন্ডুসে!বিশ্ববিদ্যালয় জীবনে CGPA ২.৫৭—এই সংখ্যাটা অনেকের কাছেই চূড়ান্ত পরাজয়ের মতো মনে ...
19/07/2025

মাত্র ২.৫৭ সিজিপিএ, তবু ইরাসমাস মুন্ডুসে!

বিশ্ববিদ্যালয় জীবনে CGPA ২.৫৭—এই সংখ্যাটা অনেকের কাছেই চূড়ান্ত পরাজয়ের মতো মনে হতে পারে। কিন্তু Md. Saad Hossain প্রমাণ করেছে, সংখ্যাগুলো কখনোই কারও স্বপ্ন বা সক্ষমতার পুরো গল্প বলতে পারে না।

২০২৪ সালে সাদ Erasmus Mundus Joint Master Degree প্রোগ্রামে সুযোগ পেয়েছে—এটা ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে সম্মানজনক ও প্রতিযোগিতামূলক ফুল-ফান্ডেড স্কলারশিপগুলোর একটি। এখন সে গবেষণার জন্য অবস্থান করছে জার্মানির Max Planck Institute for Chemical Ecology-তে।

অনেকেই যেখানে কম সিজিপিএ দেখে স্বপ্ন দেখাই ছেড়ে দেয়, সাদ সেখানে আরও বেশি পরিশ্রম করেছে। দিনের পর দিন নিজেকে গুছিয়েছে, শিখেছে, ভুল থেকে শিখে আবার চেষ্টা করেছে। ধৈর্য, আত্মবিশ্বাস আর শেখার প্রতি গভীর নিষ্ঠা ছিল তার সবচেয়ে বড় শক্তি।

সাদের গল্পটা শুধু একজন স্কলারশিপ বিজয়ীর নয়—এটা একটা বার্তা: CGPA কখনোই আপনার সীমা হতে পারে না, যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন।

যারা ভাবে “সব শেষ”—তাদের জন্য সাদের পথচলা নতুন করে শুরু করার এক অনুপ্রেরণা।

সংগ্রহ : পাবলিকিয়ান।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Hujaifa islam Sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hujaifa islam Sakib:

Share