
14/06/2025
আমার জীবনের প্রথম হিরো, প্রথম শিক্ষক, প্রথম আশ্রয় – আমার বাবা।
ছোটবেলায় যখন হাঁটতে শিখিনি, তখন বাবার হাত ধরেই চলা শুরু।
আজও যখন জীবনের পথে চলতে কষ্ট হয়, মনে হয় বাবা পাশে আছে বলেই সাহস পাই।
আপনার ভালোবাসা, পরিশ্রম, আর নিঃশব্দ আত্মত্যাগের কোনও তুলনা নেই।
আমার জীবনের প্রতিটি সফলতার পেছনে আপনার আশীর্বাদ আর দোয়া জড়িয়ে আছে।
বাবা, আপনি আমার গর্ব।
ভালোবাসি আপনাকে সবসময়...
আজ শুধু একটা দিন না, প্রতিটা দিনই আপনার জন্য কৃতজ্ঞতায় ভরা।
Happy Father's Day, Abba 🩵