20/09/2025
#হিসনুল_মুসলিম
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁরই প্রশংসা করি, তাঁর নিকটেই সাহায্য চাই, আর তাঁর কাছেই ক্ষমা চাই। আমরা আমাদের হৃদয়ের দুষ্ট প্রবৃত্তিসমূহ এবং আমাদের মন্দ আচরণ থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ যাকে সৎপথে চালান, তাকে পথভ্রষ্ট করার কেউ নেই, আর যাকে বিপথগামী করেন তাকে সৎপথে আনার কেউ নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনাে ইলাহ নেই, তাঁর কোনাে শরীক নেই। আমি আরাে সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আকাছে তাঁর বান্দা ও রাসূল। আল্লাহ তাঁর প্রতি এবং তাঁর বংশধর, তাঁর সাহাবীগণ ও কিয়ামত পর্যন্ত যতাে লােক এ সৎপথের অনুসরণ করবে তাদের সকলের প্রতি অগণিত দরূদ ও সালাম বর্ষণ করুন। তারপর, এ-বইটি আমার এ_
الذكر والدعاء والعلاج بالرقى من الكتاب والسنة
নামক কিতাব থেকে সংক্ষেপিত। এতে আমি শুধুমাত্র যিক্ রের অংশটি সংক্ষেপ করেছি; যাতে ভ্রমণপথে তা বহন করা সহজ হয়।
বই: হিসনুল মুসলিম
লেখক : ড. সাঈদ ইবন আলী ইবন ওয়াহফ আল - ক্বাহত্বানী
প্রকাশনী : দারুস সালাম বাংলাদেশ
বিষয় : দুআ ও যিকির
প্রচ্ছদ মূল্য: ২৭৫৳
৩০% ছাড়ে: ১৯২৳
👉 অর্ডার করতে আপনার নাম, পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার ইনবক্সে মেসেজ করুন।
যেকোনো প্রয়োজনে কল করুনঃ 📞 01829 865083 (Whats App)