28/08/2023
মানুষ বইয়ের মতো হলে ভালো হতো। প্রিয় বই সম্পূর্ণ পড়ার পরই আমাদের প্রিয় হয়। কিন্তু মানুষের ক্ষেত্রে খুব কাছে গিয়েও আমরা মানুষ পড়তে পারি না। মানুষ বইয়ের মতো উন্মুক্ত না। নিজের কিছু পৃষ্ঠা লুকিয়ে রাখার ক্ষমতা থাকে মানুষের। অথচ আমরা সম্পূর্ণ পড়েছি ভেবেই প্রিয় বইয়ের মতো মানুষটাকেও প্রিয় ভেবে ফেলি। পরে লুক্কায়িত পৃষ্ঠা সামনে এলে তা আর নিতে পারি না।” এজন্য মানুষ বাদ দিয়ে বই কাছে টেনে নিতে হয়।
লেখকঃ সাদমান সাইদ চৌধুরী।