Viral News Tanjina

Viral News Tanjina আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ ❤️
(13)

09/07/2025

অতিবৃষ্টির কারণে আগামীকাল কুমিল্লা বোর্ডের HSC এবং সারা দেশের মাদ্রাসার আলিম ও কারিগরি বোর্ডের পরিক্ষা স্থগিত।

09/07/2025

Waiting........ 😋😋

09/07/2025

ছোট বেলা ভাবতাম, পরকীয়া মানে অন্যকে উপকার করা😅

09/07/2025

এটা কার বান্ধবী হতে পারে মেনশন দিয়ে দৌড় দেন 🤣🤣
゚viralシ ゚

ফেসবুক থেকে প্রেম শুরু আমার।দামি ক্যামেরায় তোলা, এডিট করা রূপের জেল্লা দেখে মুগ্ধ হয়েছিল ছেলেটা!আমি বারবার বলেছিলাম,আমি...
09/07/2025

ফেসবুক থেকে প্রেম শুরু আমার।
দামি ক্যামেরায় তোলা, এডিট করা রূপের জেল্লা দেখে মুগ্ধ হয়েছিল ছেলেটা!
আমি বারবার বলেছিলাম,আমি বাস্তবে রূপবতী নই। তবুও ছেলেটি বলেছিল,আমি তোমার রূপকে না তোমায় ভালোবাসি!
একদিন আমার রুপের যাচাই করতে ভিডিও কল করে, আমিও ভালবাসে এই জেনে নিঃসন্দেহে কল টা তুলি। কিন্তু দ্বিতীয় বার ওই নম্বরটা থেকে আর কল আসেনি।
আমি চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু আমায় ব্লক করে দেয়!
এরপরেও যে রূপ দেখে ভালোবাসা হয়না এই কথাটার কতটা সত্যতা আছে?
তোমার মতন প্রেমিক'রাই হয়তো আমাদের বুঝিয়ে দেয়,রুপ দিয়ে পুরুষ মানুষ কাবু করা সহজ,গুন দিয়ে নয়!
যতোই নিজের সৌন্দর্য নিয়ে খুশি থাকতে চাইনা কেন, মানুষ যখন আমার সামনে সুন্দরী মেয়েদের বেশি গুরুত্ব দেয়,বিশ্বাস করো অল্প হিংসে হয়! তখন মনে হয় যে এই সমাজে হয়ত সবথেকে রূপের চর্চা টাই বেশি হয়, যার যত বেশি রূপ আছে তার গুরুত্ব তত বেশি!
জামাকাপড় কিনতে গেলে কোনো রং পছন্দ হলে, দোকানদার টাও প্রকাশ্যে বলে এই রং ফর্সাদের মানায় তুমি বরং অন্যকিছু দেখো!
শাড়ির ফাঁকে, ব্লাউজের ফাঁকে কালো পিঠ বা কোমর দেখে অনেকেই বলে ঢেকে রাখ ভালো লাগেনা!
আবার ফর্সা মেয়েদের পেট,পিঠ দেখে তারাই বলে "ক্রাশ খেয়েছি"!
চাকরির আগে সারারাত ঘুম আসতো না,বহু পরিশ্রমের পর চাকরিটা হলো তবু চোখের নিচের কালো দাগটা ঘুচলো না!
এক আসড়ে আমার পাশে থাকা ফর্সা সুন্দরী বেকার মেয়েটা,চেনা পরিচিত চাকরিজীবী বন্ধুগুলোর ক্রাশ হলো! তবু আমার দিকে কেউ ঘুরে তাকায়নি সেদিন। যোগ্যতা সেদিনও সৌন্দর্য্যের কাছে হেরে গেছিলো।
হয় হয় কষ্ট হয়,সে আপনারা বুঝবেন না!
আপনারা সৌন্দর্য শুধুই রং'এর ভিত্তিতেই করেন, মনের সুন্দর সাতটা রং কে আপনারা এড়িয়ে গেছেন, এড়িয়ে যাচ্ছেন আজও!
আসলে রুপবতী হতে যে শরীরের সব রং'ই যথেষ্ট!

পুনশ্চ: "রূপের কোনো রং হয়না,
রং দিয়ে কেউ রূপবতী হয়না"!☘️

লেখা: সঙ্গীতা বাইন
ছবি: আমার 💖

ইতোমধ্যে কুমিল্লা জেলার দক্ষিণ অংশের এলাকাগুলো এবং ফেনী জেলার বেশিরভাগ এলাকায় পানি জমতে শুরু করেছে। এই পানি বাড়বে কারণ আ...
09/07/2025

ইতোমধ্যে কুমিল্লা জেলার দক্ষিণ অংশের এলাকাগুলো এবং ফেনী জেলার বেশিরভাগ এলাকায় পানি জমতে শুরু করেছে।

এই পানি বাড়বে কারণ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকবে।

অন্যদিকে ত্রিপুরায় গোমতীর পানি উদয়পুর এবং অমরপুর পয়েন্টে প্রায় বিপদসীমায় পৌঁছে গেছে এবং যেহেতু সেখানেও একইভাবে বৃষ্টি হচ্ছে, পানি বাড়ছে।

এই পানি কুমিল্লা এবং ফেনী জেলার উপর দিয়েই যাবে।

তাই যেসব এলাকায় গতবার পানি উঠেছিল সেসব জায়গার সবাই নিরাপদ স্থানে চলে যাওয়া উচিত কিংবা সবাই আগাম সতর্কতা অবলম্বন করা উচিৎ।

পাশাপাশি বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং প্রয়োজনীয় ঔষধ পত্র সংগ্রহ করে রাখা উচিত।

[ ভারতের ত্রিপুরায় ইতিমধ্যেই রেড এলার্ট জারি করেছে। ]

আল্লাহ সবাইকে রক্ষা করুন।

কপি পোস্ট

চরম সত্যি কথা 😆
08/07/2025

চরম সত্যি কথা 😆

একজন পুরুষ যখন সারাদিনের ধকল সামলে ঘরে ফেরে, তার মনে শুধু একটাই ইচ্ছা কাজ করে একটুখানি শান্তি।রাস্তা, অফিস, এবং মানুষের ...
08/07/2025

একজন পুরুষ যখন সারাদিনের ধকল সামলে ঘরে ফেরে, তার মনে শুধু একটাই ইচ্ছা কাজ করে একটুখানি শান্তি।
রাস্তা, অফিস, এবং মানুষের নানা রকম চাপ সব মিলিয়ে তার মন ক্লান্ত। তার পর, ঘরটিই একমাত্র স্থান যা তাকে শান্তি এবং প্রশান্তি দিতে পারে। সেখানে তার বিশ্রাম, সহানুভূতি এবং পরিবারের স্নেহের প্রয়োজন।

একটা মেয়ে সারাদিন ঘরের কাজ করে, সন্তান সামলায়, রান্না-বান্না করে তার শরীর-মন সবই নিংড়ে দেয় পরিবারের জন্য। এই শ্রমের মূল্য কেউ না বুঝলেও, একসময় যখন একজন স্ত্রী এই বাস্তবতা বুঝতে পারে তাহলে তার সংসার হতে পারে আরও সুখী।

যখন স্বামী বাড়িতে ফিরে আসে, প্রথম এক ঘণ্টা তাকে দিন
এটা শুধুই তার জন্য হওয়া উচিত, কোনো অভিযোগ নয়, কোনো তাগাদা নয়, শুধু ভালোবাসা আর আন্তরিকতা। তাকে গ্লাস পানি বা শরবত দিন, আর জিজ্ঞেস করুন, “কেমন কাটল দিনটা?” তার ক্লান্ত মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করুন। এই সময়ে তাকে বলা উচিত নয় প্লেট ভেঙে গেছে, বাজার শেষ, বা আজ কেন ফোন দিলেন না!

ধরা যাক, আপনার সন্তান কাঁদছে, আপনি নিজেও ক্লান্ত, কিন্তু সেই প্রথম এক ঘণ্টায় শুধুমাত্র তার অনুভূতিকে মূল্য দিন। তার জন্য হয়ে উঠুন শান্তির ঠিকানা। আপনার ভালোবাসা, যত্ন, এবং সম্মান তাকে মনে করিয়ে দিক যে, সে তার নিজের ঘরে ফিরেছে।

পুরুষরা অনেক সময় আবেগপ্রবণ হলেও সেটা প্রকাশ করতে জানে না। আপনি যদি তার মন বুঝে নিতে পারেন, তাহলে একসময় সে নিজেই আপনাকে সব বলবে কী হয়েছিল অফিসে, কেন ফোন দেয়নি, বা কেন মন খারাপ ছিল। সে তার মনের কথা আপনাকে বিশ্বাস করে বলবে, তখন আপনি চাইলেও হয়তো তার উপর রাগ করতে পারবেন না।

বলা হয়, সংসার নারীর কাছে নির্ভর করে। পুরুষ টাকা এনে দেয়, কিন্তু ভালোবাসার বাতাসে ভরিয়ে দিতে পারে একজন নারীই। আপনি যদি ইগো সরিয়ে রেখে, তাকে জায়গা দেন তাহলে হয়তো রাতের খাবার শেষে সে বলবে, “আজ চা আমি বানিয়ে দিই তোমাকে।” এই ছোট্ট ভালোবাসাময় মুহূর্তের জন্যই তো জীবন, এই ভালোবাসার ছায়াটুকুর জন্যই তো এত আয়োজন।

এক ঘণ্টার এই নিরব, ভালোবাসাময় প্রস্তুতির জন্য আপনি কিছু হারাবেন না।
বরং, পুরো দিনের বাকি সময়টা আপনারই হয়ে উঠবে। আবদার, হাসি, এমনকি যদি ঝগড়াও হয় তাও ভালোবাসার কাঠামোতেই হবে।

সব দাম্পত্যেই চাপ থাকে, ক্লান্তি থাকে, কিন্তু সেটা দূর হতে পারে একজন স্ত্রীর ছোট্ট কিন্তু শক্তিশালী চেষ্টায়। ভালোবাসার ঘর গড়ে তোলা কঠিন নয়, প্রয়োজন শুধু একে অপরকে বোঝার মানসিকতা।

ভালো থাকুক সব দম্পতি। ভালোবাসা থাকুক সবার সংসারে।

দাম্পত্য সম্পর্কের মধ্যে স্বাস্থ্যকর যোগাযোগের গুরুত্ব:

যতটুকু সম্ভব, সম্পর্কের মধ্যে স্বাস্থ্যকর যোগাযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ। কথোপকথন, অনুভূতিকে সম্মান জানানো, এবং একে অপরকে সঙ্গ দেয়াটা সম্পর্কের প্রতি একধরনের ভালোবাসার প্রতীক।

একে অপরের জন্য সময় বের করা:

আজকালকার ব্যস্ত জীবনে, একসাথে সময় কাটানো অনেক দম্পতির জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তবে মনে রাখবেন, সম্পর্ক শক্তিশালী করতে সপ্তাহে বা দিনে কিছু নির্দিষ্ট সময় একসাথে কাটানো খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট মুহূর্তগুলোতেই প্রেম ও বোঝাপড়ার গতি বাড়ানো সম্ভব।

দাম্পত্য সম্পর্কের শান্তি বজায় রাখার অভ্যাস:

শ্রদ্ধা ও সম্মান: একে অপরকে শ্রদ্ধা ও সম্মান জানানো সম্পর্কের ভিত্তি তৈরি করে।

আপস করার মানসিকতা: সবসময় একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করুন এবং কোনো বিরোধ হলে আপস করার প্রস্তুতি নিন।

আন্তরিক সমর্থন: একে অপরকে নিজের জীবনের সব ক্ষেত্রে সমর্থন দিন, বিশেষ করে কঠিন সময়ে।

এই ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্ককে আরও দৃঢ় ও সুন্দর করে তোলে।

কপি পোস্ট

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
08/07/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

08/07/2025

তিশা ছেলে বাচ্চা চায় না কেন? তবে এবার আহাদ ছেলে বাচ্চা চায় তিশার কাছে এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু আবার!!! #মানবিকতা_মানবতা #অসহায়ের_পক্ষেআমরা #পাবনা_রেড_ক্রিসেন্ট ゚viralシ ゚

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Viral News Tanjina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Viral News Tanjina:

Share