Fountain Publications

Fountain Publications দীপ্ত জ্ঞানের প্রপাত...
(1)

প্যারাডাইম হচ্ছে আমাদের এই দুনিয়াকে দেখার এবং বোঝার জন্য আমাদের নিজস্ব মৌলিক দৃষ্টিভঙ্গি, ফ্রেইমওয়ার্ক অথবা স্ট্যান্ডার্...
30/10/2025

প্যারাডাইম হচ্ছে আমাদের এই দুনিয়াকে দেখার এবং বোঝার জন্য আমাদের নিজস্ব মৌলিক দৃষ্টিভঙ্গি, ফ্রেইমওয়ার্ক অথবা স্ট্যান্ডার্ড। অধিকাংশ পাঠকের জন্য এই প্রবন্ধটা তাদের চিরাচরিত প্যারাডাইম বা দৃষ্টিভঙ্গির সাথে সরাসরি সাংঘর্ষিক হতে পারে। এর কারণ হচ্ছে, মিডিয়ার মাধ্যমে এবং আরো বৃহৎ পরিসরে বলতে গেলে প্রচলিত শিক্ষাব্যবস্থা—যেটার মধ্য দিয়ে দিয়ে তারা বেড়ে উঠেছে, সেটার মাধ্যমে এই মৌলিক দৃষ্টিভঙ্গিটা তাদের মনমগজে খোদাই করে দেওয়া হয়েছে। এই পশ্চিমা প্যারাডাইমের মৌলিক অনেক কিছুই ইসলামী প্যারাডাইমের সাথে মৌলিকভাবে এবং ভয়াবহভাবে সাংঘর্ষিক। কিন্তু অধিকাংশ মুসলিমই সেই দ্বন্দ্বটা দেখতে পারছে না, দেখার প্রয়োজনও তারা মনে করছে না। তার মানে বোঝা যাচ্ছে, মৌলিক বিশ্বাস সবসময় আমাদের চোখে ধরা পড়ে না। সেটা লুকিয়ে থাকে বাস্তব দুনিয়ার ব্যাপারে আমাদের যে চিন্তাপদ্ধতি, তার মধ্যে। এই মৌলিক বিশ্বাস বা প্যারাডাইম পরিবর্তন যুক্তিতর্ক এবং গাদা গাদা প্রমাণাদি দিয়েও হয় না অনেক সময়। এর কারণ হচ্ছে, দুনিয়াকে বিচার করার অথবা দেখা ও বোঝার এই মৌলিক বিশ্বাসগুলো একটা আরেকটার সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। যখন আমরা এসব মৌলিক বিশ্বাসের বিরুদ্ধে কোনো একটা প্রমাণ হাজির করি, দেখা যায় তখন তার বিপরীতে ঐ বিশ্বাসের স্বপক্ষে আরো হাজারটা যুক্তি এবং প্রমাণ মস্তিষ্কে হাজির হয়ে যাচ্ছে। কখনো কখনো অবশ্য যুক্তিপ্রমাণ কাজে দেয়। যাইহোক, এই পরিবর্তনের জন্য একটা বিপ্লব দরকার। কারণ, আমরা খুব সহজেই মানুষের মৌলিক বিশ্বাসকে পরিবর্তন করতে পারবো না। এতোদিন ধরে তারা যা যা বিশ্বাস করে এসেছে, সেগুলো কিছুদিনের প্রচেষ্টাতেই পাল্টে ফেলা সম্ভব নয় আসলে। এই বিশ্বাসগুলোকে আমাদের নতুন করে সাজিয়ে নিয়ে আসতে হবে এবং ধীরে ধীরে সেগুলোকে তাদের দুনিয়াকে দেখার যে ছাঁচ, তার পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে।
প্যারাডাইম শিফট
বই : ওয়ার্ল্ডভিউ
Intifada Books
ফাউন্টেন পাবলিকেশন্সের পলিটিক্যাল বইয়ের উইং

তাদের নাটকীয় অভিনয় সম্পর্কে সবিস্তারে জানতে চান? পড়ুন, 'ইসরায়েল ও প্রোপাগান্ডার রাজনীতি' বইটি। ছবির কৃতজ্ঞতা : মধ্যপ্রাচ...
30/10/2025

তাদের নাটকীয় অভিনয় সম্পর্কে সবিস্তারে জানতে চান?
পড়ুন, 'ইসরায়েল ও প্রোপাগান্ডার রাজনীতি' বইটি।
ছবির কৃতজ্ঞতা : মধ্যপ্রাচ্য

কোনটিতে বলুন তো?ফাউন্টেন পাবলিকেশন্স দীপ্ত জ্ঞানের প্রপাত...
29/10/2025

কোনটিতে বলুন তো?
ফাউন্টেন পাবলিকেশন্স
দীপ্ত জ্ঞানের প্রপাত...

29/10/2025

চলছে Sujud Publishing -এর কন্টেস্ট, 'বইমেলার গল্প।' আপনি অংশ নিচ্ছেন তো?
(বিস্তারিত কমেন্টে)

29/10/2025

আপনি জানেন কী? Intifada Books -এর কন্টেস্ট যে শুরু হয়ে গেছে!
(বিস্তারিত কমেন্টে)

🔥 ফাউন্টেন পাবলিকেশন্সের চারটি বেস্টসেলিং আগুন বই 🔥📖শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা—একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান শুরু কর...
28/10/2025

🔥 ফাউন্টেন পাবলিকেশন্সের চারটি বেস্টসেলিং আগুন বই 🔥
📖শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা—
একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান শুরু করা বা তাকে উন্নত করার সম্পূর্ণ নির্দেশিকা। এর মধ্যে আছে পরিকল্পনা তৈরি, সিলেবাস প্রণয়ন, নেতৃত্ব ও আর্থিক ব্যবস্থাপনার সহজ উপায়।
​.
📖কেন আমি ইহুদি নই—
দখলদার জালিমদের একজন অধ্যাপকের নিজের পরিচয় ত্যাগ করার পেছনের কারণ ও গবেষণামূলক যাত্রা এই বইয়ে তুলে ধরা হয়েছে।
​.
📖দ্য হলোকাস্ট ইন্ডাস্ট্রি—
হলোকাস্টকে পুঁজি করে কীভাবে কিছু মার্কিন বিলিয়ন ডলারের ব্যবসা দাঁড় করিয়েছে এবং আমেরিকা-দখলদারদের সম্পর্কের পেছনের অপ্রিয় সত্য এই গ্রন্থে উন্মোচন করা হয়েছে।
​.
📖ইসরায়েল ও প্রোপাগান্ডার রাজনীতি—
দখলদার রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধতা দিতে প্রচারিত সব প্রোপাগান্ডা ও মিথকে ঐতিহাসিক তথ্য-প্রমাণের ভিত্তিতে চ্যালেঞ্জ করে লেখা একটি সমালোচনামূলক গ্রন্থ।
আগুন পাঠকদের জন্য মাস্টরিড বই
Top Selling, Unlimited Savings Festival
পছন্দের যত বই, তত বেশি সেভিংস।
যতবার খুশি, ততবার অর্ডার!
— টপ সেলিং ১৫০+ বইয়ে থাকছে অতিরিক্ত ৭% ছাড়!
— ৬৯৯৳ অর্ডারে প্রোমোকোড TOP150 ব্যবহার করলেই ছাড় প্রযোজ্য!
বিশেষ সুবিধা:
— কোনো ডিসকাউন্ট লিমিট নেই! পুরো বিলের ওপরই প্রযোজ্য ৭% ছাড়।
— যতবার খুশি, ততবার অর্ডার করতে পারবেন!
লিংক কমেন্টে।

28/10/2025

সুখবর! আমাদের ইসলামি বইয়ের উইং Sujud Publishing ও পলিটিক্যাল বইয়ের উইং Intifada Books থেকে শীঘ্রই আসছে কন্টেস্টের ঘোষণা। প্রিয় পাঠক আপনি প্রস্তুত তো?

আসছে ৬ নভেম্বরে,বইমেলা হবে টিএসসিতে।আসছেন তো আপনি? আমরা কিন্তু অপেক্ষায় আছি...ফাউন্টেন পাবলিকেশন্স দীপ্ত জ্ঞানের প্রপাত....
28/10/2025

আসছে ৬ নভেম্বরে,
বইমেলা হবে টিএসসিতে।
আসছেন তো আপনি?
আমরা কিন্তু অপেক্ষায় আছি...
ফাউন্টেন পাবলিকেশন্স
দীপ্ত জ্ঞানের প্রপাত...

- দ্যাশটা আফগানিস্তান হইয়া গেল! : তবা তবা! কী কন এডি মিয়া ভাই!- তাইলে হইব না কস?: আরে না ভাই! মাইনষে মোল্লা ওমর কেডা হেই...
27/10/2025

- দ্যাশটা আফগানিস্তান হইয়া গেল!
: তবা তবা! কী কন এডি মিয়া ভাই!
- তাইলে হইব না কস?
: আরে না ভাই! মাইনষে মোল্লা ওমর কেডা হেইডাই তো জানে না!
- আসলেই তো। হে তো তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান আছিল।
: তা আর কইতে! কানে কানে কইয়া যাই, ‘লুকিং ফর দ্য এনিমি’ নামে একগা লাল বই আছে। হেতারে জানতে চাইলে বইটা পড়বেন!
- ভালা কথা কইছত তো! আগে আই হোড়ি লই!
Intifada Books
ফাউন্টেন পাবলিকেশন্সের পলিটিক্যাল বইয়ের উইং।

27/10/2025

ফাউন্টেনের স্টলে আমন্ত্রণ রইল।
তারিখ : ৬-৯ নভেম্বর ২০২৫
স্থান : পায়রা চত্বর, টিএসসি।
আয়োজক : ঢাবি দাওয়াহ সার্কেল।

উপন্যাস পড়তে কার না ভালো লাগে! কাহিনির স্রোতে আমরা ভেসে যাই বহুদূর। উপন্যাস যদি ইতিহাস আশ্রিত হয়, তাহলে তো জমে ক্ষীর! ‘স...
27/10/2025

উপন্যাস পড়তে কার না ভালো লাগে! কাহিনির স্রোতে আমরা ভেসে যাই বহুদূর। উপন্যাস যদি ইতিহাস আশ্রিত হয়, তাহলে তো জমে ক্ষীর! ‘সিরিয়া ধ্বংসের নেপথ্যনায়ক’ তেমনি এক জলজ্যান্ত উপন্যাস। যা আপনাকে নিয়ে যাবে আসাদ পরিবারের ভয়ংকর দুঃশাসনের দিনগুলোতে। যেখানে ক্ষমতার লোভ ও দুর্নীতি কীভাবে একটি জাতিকে ধ্বংসের অতলে ঠেলে দেয়, তা চিত্রিত হয়েছে প্রতিটি অধ্যায়জুড়ে। পাঠক খুঁজে পাবেন স্বৈরশাসকের আচরণের টেমপ্লেট । একই টেমপ্লেট বাংলাদেশের ফ্যাসিস্ট আমলেও আমরা দেখেছি। যেমন–শান্তিপূর্ণ প্রতিবাদকে রাষ্ট্রীয় শক্তি দিয়ে দমন করা, গুম-খুন-অত্যাচারের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করা, ভিন্নমতের মানুষদের ‘সন্ত্রাসী’ বা ‘রাষ্ট্রবিরোধী’ বলে চিহ্নিত করা, প্রকাশ্যে গণহত্যা চালিয়েও সেগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া—এসব কৌশল আমাদের কাছেও অচেনা নয়।
যখন রাষ্ট্র সব কেড়ে নেয়, তখন সাধারণ মানুষই হয়ে ওঠে প্রতিরোধের সবচেয়ে বড় শক্তি। তাইতো এক সিরিয়ান নারী বলেছিলেন, ‘তারা আমাদের কবর দিতে চেয়েছিল। কিন্তু তারা জানত না যে আমরাই বিপ্লবের বীজ।’
মজলুমরা কীভাবে পেয়েছিল মুক্তির সুবাতাস? জানতে চান? পড়ুন, ‘সিরিয়া ধ্বংসের নেপথ্যনায়ক’ বইটি।
Intifada Books
ফাউন্টেন পাবলিকেশন্সের পলিটিক্যাল বইয়ের উইং

স্বর্ণের ভরি কত, জানেন? ভড়কে যাবেন না আবার দাম শুনে কেমন! ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা মাত্র! গত ৬ অক্...
26/10/2025

স্বর্ণের ভরি কত, জানেন? ভড়কে যাবেন না আবার দাম শুনে কেমন! ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা মাত্র! গত ৬ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে প্রথম স্বর্ণের ভরি ২ লাখ টাকা ছাড়িয়েছে। অর্থাৎ বিগত ২০ দিন ধরে গোল্ডের মূল্য একটা জায়গায় স্থিতিশীলভাবে অবস্থান করছে।
অর্থব্যবস্থার সাথেও গোল্ডের একটা সম্পর্ক আছে তা কী আপনি জানেন? ১৮২১ সালেও টাকা ছাপানোর জন্য নির্দিষ্ট পরিমাণ গোল্ডের মজুত থাকতে হতো। যা গোল্ড স্ট্যান্ডার্ড নামে পরিচিত। কিন্তু ১৯৭১ সালে এই পদ্ধতি বাতিল হয়ে যায়। ফলে ১৯৭১ সালের পর থেকে টাকা শুধুই টাকা, এর বিপরীতে কিছুই নেই! জাস্ট এক টুকরো কাগজ!
স্বর্ণের সাথে এই সম্পর্কহীনতাই কেন প্রচলিত অর্থ ও মুদ্রাব্যবস্থার সকল সমস্যার জন্য দায়ী? স্বর্ণ, কাগুজে টাকা, বৈশ্বিক মুদ্রাযুদ্ধ ও এমন কিছু অজানা সত্য সম্পর্কে আমাদের সতর্ক করেছেন জেমস রিকার্ডস তার ‘গোল্ড ইজ মানি’ বইতে।
আপনার সংগ্রহে আছে তো বইটি?
Intifada Books
ফাউন্টেন পাবলিকেশন্সের পলিটিক্যাল বইয়ের উইং।

Address

Banglabazaar Dhaka
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801768864428

Alerts

Be the first to know and let us send you an email when Fountain Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fountain Publications:

Share

Category