Fountain Publications

Fountain Publications দীপ্ত জ্ঞানের প্রপাত...
(1)

05/09/2025

সাজবে স্টল,
নামবে বইপ্রেমীদের ঢল!
ফাউন্টেন থেকে স্বাগতম 💐

📢 বইপ্রেমীদের জন্য সুখবর!ঢাকা আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫-এ আমাদের স্টল নম্বর ১২৩-১২৪।🌟 নতুন বই, অফার, আর কিছু চমক থা...
04/09/2025

📢 বইপ্রেমীদের জন্য সুখবর!
ঢাকা আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫-এ আমাদের স্টল নম্বর ১২৩-১২৪।

🌟 নতুন বই, অফার, আর কিছু চমক থাকছে আপনাদের জন্য!
🕌 সদলবলে আমন্ত্রণ রইল — দেখা হবে মেলায়, ইনশাআল্লাহ।

কোনো রাজ্য বা সংঘবদ্ধ দল কর্তৃক তাদের অনুগত নয়—এমন কোনো ভূখণ্ড বা সেই ভূখণ্ডের বাসিন্দাদের ওপর, অথবা একই সঙ্গে ভূখণ্ড ও...
04/09/2025

কোনো রাজ্য বা সংঘবদ্ধ দল কর্তৃক তাদের অনুগত নয়—এমন কোনো ভূখণ্ড বা সেই ভূখণ্ডের বাসিন্দাদের ওপর, অথবা একই সঙ্গে ভূখণ্ড ও ভূখণ্ডের বাসিন্দাদের ওপর আধিপত্য বিস্তার করা এবং তাদের ওপর নিজেদের কর্তৃত্ব চাপিয়ে দেওয়াই হলো উপনিবেশবাদ। এই প্রক্রিয়ায় ইউরোপীয় শক্তিগুলো এশিয়া ও আফ্রিকা মহাদেশে নিজেদের ঔপনিবেশিক সাম্রাজ্য গড়ে তোলে।
কিন্তু কেন ইউরোপীয় দেশগুলো এশিয়া ও আফ্রিকার মতো সুদূর অঞ্চলে উপনিবেশ স্থাপনে আগ্রহী হয়েছিল? কীভাবে তারা স্থানীয় প্রতিরোধ সত্ত্বেও শত শত বছর ধরে তাদের আধিপত্য বজায় রেখেছিল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—পরাধীনতার নাগপাশ ছিন্ন করে এশিয়া ও আফ্রিকার দেশগুলো কীভাবে ঔপনিবেশিক শাসনের কবল থেকে নিজেদের মুক্ত করেছিল?
এই বইটিতে ইতিহাসের পাতা থেকে সেই ঘটনাবহুল দিনগুলোর আখ্যান তুলে ধরা হয়েছে। 'এশিয়া ও আফ্রিকায় ইউরোপের উপনিবেশ' বইটি আপনাকে নিয়ে যাবে সেই সব সাম্রাজ্যবাদী শক্তির উত্থান ও পতনের ইতিহাসে, যেখানে একদিকে ছিল শোষণ ও বঞ্চনার চিত্র, আর অন্যদিকে ছিল প্রতিরোধ ও স্বাধীনতার জন্য অবিরাম সংগ্রাম।
প্রকাশিতব্য বই : এশিয়া ও আফ্রিকায় ইউরোপের উপনিবেশ
Intifada Books
ফাউন্টেন পাবলিকেশন্সের পলিটিক্যাল বইয়ের উইং।

03/09/2025

ইন্তিফাদা বুকসের পথচলার এক বছর—শুভেচ্ছা বার্তা দিলেন গল্পকার ও লেখক আহমাদ সাব্বির ভাই।
ইন্তিফাদা বুকস
ফাউন্টেন পাবলিকেশন্সের পলিটিক্যাল বইয়ের উইং।

03/09/2025
বায়তুল মোকাররম ইসলামি বইমেলা ২০২৫-এ আমাদের অঙ্গপ্রতিষ্ঠান  Sujud Publishing ও Intifada Books নিয়ে এসেছে আপনাদের জন্য চমৎ...
02/09/2025

বায়তুল মোকাররম ইসলামি বইমেলা ২০২৫-এ আমাদের অঙ্গপ্রতিষ্ঠান Sujud Publishing ও Intifada Books নিয়ে এসেছে আপনাদের জন্য চমৎকার সব বই!

📖 তালিকা এক নজরে দেখে নিন—আপনার পছন্দের বইটি মিস করবেন না!

#ইসলামিবইমেলা২০২৫ #ইসলামিকবই

01/09/2025

ইন্তিফাদা বুকসের পথচলার এক বছর—শুভেচ্ছা বার্তা দিলেন লেখক ও সম্পাদক ওয়াহিদুর রহমান ভাই।
ইন্তিফাদা বুকস
ফাউন্টেন পাবলিকেশন্সের পলিটিক্যাল বইয়ের উইং।

🔴 ইন্তিফাদা বুকস-এর বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অফার!আমাদের পলিটিক্যাল বইয়ের উইং "ইন্তিফাদা বুকস"-এর বর্ষপূর্তি উপলক্ষে চলছ...
01/09/2025

🔴 ইন্তিফাদা বুকস-এর বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অফার!

আমাদের পলিটিক্যাল বইয়ের উইং "ইন্তিফাদা বুকস"-এর বর্ষপূর্তি উপলক্ষে চলছে বিশেষ ছাড়! এখনই সংগ্রহ করুন পছন্দের বই — সরাসরি ৩৫% ডিসকাউন্টে!

📚 অর্ডার করতে দেরি না করে এখনই ভিজিট করুন https://intifadabooks.com/
উপহার : ৫০০+ টাকার বই কিনলেই ফ্রি নোটবুক!
অফার চলবে ০৭ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত।

📚 বইপ্রেমীদের জন্য সুসংবাদ!বায়তুল মোকাররমে ইসলামী বইমেলা ২০২৫ এর পর্দা উঠবে ১৩ই সেপ্টেম্বরে। মসজিদ প্রাঙ্গনের পূর্ব গেইট...
31/08/2025

📚 বইপ্রেমীদের জন্য সুসংবাদ!

বায়তুল মোকাররমে ইসলামী বইমেলা ২০২৫ এর পর্দা উঠবে ১৩ই সেপ্টেম্বরে। মসজিদ প্রাঙ্গনের পূর্ব গেইটে মাসব্যাপী চলবে পাঠকদের পদচারণা। এবারের মেলাতে দেশ সেরা প্রকাশনীগুলোর পাশাপাশি পাকিস্তান, লেবানন ও মিশরের বিখ্যাত পাঁচটি লাইব্রেরিও অংশ নিচ্ছে।

🌟 ফাউন্টেন পাবলিকেশন্স থাকছে আগের মতোই আপনাদের পাশে—নতুন বই, নতুন চিন্তা ও নিবিড় ভালোবাসা নিয়ে।

📖 প্রিয় পাঠক, আপনি এবং আপনার প্রিয়জনেরা সদলবলে আমন্ত্রিত।

আড়াইহাজার-হুজুর রহ. ছিলেন আমাদের স্বপ্নপুরুষ, হৃদয়ের স্পন্দন। আদর্শ-পিতা। দরদি অভিভাবক। স্নেহশীল শিক্ষক। বাবা-মায়ের সোহা...
31/08/2025

আড়াইহাজার-হুজুর রহ. ছিলেন আমাদের স্বপ্নপুরুষ, হৃদয়ের স্পন্দন। আদর্শ-পিতা। দরদি অভিভাবক। স্নেহশীল শিক্ষক। বাবা-মায়ের সোহাগ-শাসনের ফলিত রূপ তাঁর সাহচর্যে পাওয়া যেত। তাঁর প্রতিটি আচার-উচ্চারণ আমাদের হৃদয়-গহিনে প্রবল ছাপ রাখত।
বই : অনন্ত আলোর ফোয়ারা

বিশ্বের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। প্রধান শক্তিধর রাষ্ট্র ও টেক বিলিয়নেয়াররা ব্যাপক হারে ভূগর...
30/08/2025

বিশ্বের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। প্রধান শক্তিধর রাষ্ট্র ও টেক বিলিয়নেয়াররা ব্যাপক হারে ভূগর্ভস্থ বাঙ্কার ও আশ্রয়কেন্দ্র নির্মাণ করছেন। এটি নিছক সতর্কতামূলক উদ্যোগ নয়, বরং এক সম্ভাব্য বৈশ্বিক মহাবিপর্যয়ের জন্য তাদের গুরুতর প্রস্তুতির ইঙ্গিত।
রাষ্ট্রীয় উদ্যোগ
— তুরস্ক সবচেয়ে বিস্তৃত উদ্যোগ নিয়েছে। ২০২৫ সালের জুন মাসে রাষ্ট্রপতি এরদোয়ানের অনুমোদনে দেশটির ৮১টি প্রদেশে আধুনিক বোমা-প্রতিরোধী আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প শুরু হয়েছে। এটি TOKI (হাউজিং ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন)-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। আঙ্কারাসহ বিভিন্ন শহরে ইতিমধ্যে নির্মাণকাজ চলছে।
— জার্মানি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পুরোনো বাঙ্কার পুনঃব্যবহার ও নতুন পারমাণবিক আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে। এমনকি ভূগর্ভস্থ পার্কিং লট ও মেট্রো স্টেশনকে জরুরি আশ্রয়কেন্দ্রে রূপান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
— চীন ‘বেইজিং মিলিটারি সিটি’ নামে এক বিশাল ভূগর্ভস্থ দুর্গ নির্মাণ করছে, যা কথিতভাবে পেন্টাগনের চেয়েও দশগুণ বড়। এতে পারমাণবিক-প্রতিরোধী বাঙ্কার রয়েছে, যা যুদ্ধকালীন কমান্ড সেন্টার হিসেবে ব্যবহারযোগ্য। (তথ্য যাচাইযোগ্য নয়)
— রাশিয়া ও যুক্তরাষ্ট্র শীতল যুদ্ধকালীন পুরাতন বাঙ্কারগুলো আধুনিকীকরণ করছে। উভয় দেশই তাদের ভূগর্ভস্থ সামরিক ও রাজনৈতিক কমান্ড সেন্টার সম্প্রসারণ করেছে।
টেক বিলিয়নেয়ারদের গোপন প্রস্তুতি
— মেটা প্রধান মার্ক জাকারবার্গ হাওয়াইয়ের কাউয়াই দ্বীপে ৫,০০০ বর্গফুটের একটি ভূগর্ভস্থ বাঙ্কার নির্মাণ করছেন। এটি তার ১,৪০০ একরের বিলাসবহুল কমপাউন্ডের নিচে অবস্থিত এবং দুটি পৃথক টানেলের মাধ্যমে প্রবেশযোগ্য। এস্টেটটির আয়তন প্রায় ৫৫ লাখ বর্গমিটার, যা দুই মিটার উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এবং বিপুল নিরাপত্তা বাহিনী দ্বারা পাহারাকৃত।
— টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক টেক্সাসে একটি দুর্গসদৃশ কমপাউন্ড নির্মাণ করছেন, যার খরচ প্রায় ২৪৯ কোটি টাকা সমমূল্যের। রিপোর্ট অনুযায়ী এটি পারমাণবিক যুদ্ধের ভয় থেকে নির্মিত হচ্ছে।
— OpenAI প্রধান স্যাম অল্টম্যানের একটি গোপন ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র রয়েছে বলে বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছে।
— জেফ বেজোস-এরও একাধিক দুর্গসদৃশ এস্টেট আছে, যেগুলোর কিছু ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র-সদৃশভাবে নকশা করা হয়েছে বলে দাবি করা হয়।
— অন্তত ১৫ জন বিলিয়নেয়ার এবং তিনটি শীর্ষ টেক কোম্পানি বর্তমানে “ফাইভ-স্টার ভূগর্ভস্থ বাঙ্কার” নির্মাণ করছে। এসব বাঙ্কারে বোমা-প্রতিরোধী ব্যবস্থা ছাড়াও সুইমিং পুল, জিম, টেনিস কোর্টসহ বিলাসবহুল সুবিধা থাকবে।
বাঙ্কার নির্মাণ এখন একটি বহুমিলিয়ন ডলারের শিল্পে পরিণত হয়েছে। একটি সাধারণ পারিবারিক বাঙ্কারের দাম ৫০,০০০ ডলার থেকে শুরু হলেও বিলিয়নেয়ারদের বিলাসবহুল “ভূগর্ভস্থ প্রাসাদ”-এর খরচ কয়েকশ মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছায়।
আধুনিক বাঙ্কারগুলো কেবল মৌলিক নিরাপত্তা নয়, বরং এর সঙ্গে যুক্ত থাকে- পারমাণবিক, রাসায়নিক ও জৈবিক দূষণ থেকে সুরক্ষা, দীর্ঘমেয়াদি টিকে থাকার সক্ষমতা, হাসপাতাল ও অস্ত্রোপচার সুবিধা, স্যাটেলাইট যোগাযোগ ও এনক্রিপ্টেড নেটওয়ার্কসহ ফ্যারাডে খাঁচা প্রযুক্তি দ্বারা সাইবার সুরক্ষা।
বিলিয়নেয়ারদের প্রিয় গন্তব্য নিউজিল্যান্ড। কারণ, দেশটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল। একইভাবে সুইজারল্যান্ড ঐতিহ্যগত নিরপেক্ষতার পাশাপাশি পর্বতময় ভূপ্রকৃতির কারণে নিরাপদ বলে বিবেচিত। এমনকি অনেক বিলিয়নেয়ার দূরবর্তী দ্বীপ ক্রয় করে সেখানে মধ্যযুগীয় সামন্ত রাজ্যসদৃশ আশ্রয় তৈরি করছেন বলেও গুজব রয়েছে।
এই প্রস্তুতি জনমানসে এক ধরনের আতঙ্ক তৈরি করছে। যখন বিশ্বশক্তি ও বিলিয়নেয়াররা নিজেদের রক্ষায় এত ব্যস্ত, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, কোনো মহাবিপর্যয় কী আসন্ন?
মনোবিজ্ঞানীরা এই প্রবণতাকে ‘প্রিপার মেন্টালিটি’ ও ‘সারভাইভাল অ্যাংজাইটি’ হিসেবে দেখেন। সামরিক বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ঠাণ্ডা যুদ্ধের সময়কার চেয়েও জটিল। আর ধর্মীয় ব্যাখ্যায়, একে অনেক বিশেষজ্ঞ ‘শেষ যুগের লক্ষণ’ বলছেন।
২০২৫ সালে এসে মানবসভ্যতা এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তুরস্কের ৮১টি প্রদেশের আশ্রয়কেন্দ্র থেকে শুরু করে ইলন মাস্ক ও জাকারবার্গের বিলিয়ন ডলারের বাঙ্কার, সবই একই ভয়ের প্রতিচ্ছবি। সেই ভয় হলো, মানুষ তার নিজের সৃষ্ট শক্তি দিয়ে নিজেকেই ধ্বংস করে ফেলতে পারে। ওয়াল্লাহু আ’লাম।
নোট: উপরোক্ত প্রতিবেদনের অনেক তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম, সরকারি ঘোষণা ও বিভিন্ন ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে। তবে কিছু তথ্য এখনও যাচাইযোগ্য নয়।

— সাঈদ মুহাম্মাদ আবরার

ইন্তিফাদার বর্ষপূর্তি অফারে আপনি কোন বইগুলো কিনলেন?কমেন্টে শেয়ার করুন আপনার তালিকা! ⬇️📚 #ইন্তিফাদা  #বর্ষপূর্তি_অফার
30/08/2025

ইন্তিফাদার বর্ষপূর্তি অফারে আপনি কোন বইগুলো কিনলেন?
কমেন্টে শেয়ার করুন আপনার তালিকা! ⬇️📚

#ইন্তিফাদা #বর্ষপূর্তি_অফার

Address

Banglabazaar Dhaka
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801768864428

Alerts

Be the first to know and let us send you an email when Fountain Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fountain Publications:

Share

Category