30/10/2025
প্যারাডাইম হচ্ছে আমাদের এই দুনিয়াকে দেখার এবং বোঝার জন্য আমাদের নিজস্ব মৌলিক দৃষ্টিভঙ্গি, ফ্রেইমওয়ার্ক অথবা স্ট্যান্ডার্ড। অধিকাংশ পাঠকের জন্য এই প্রবন্ধটা তাদের চিরাচরিত প্যারাডাইম বা দৃষ্টিভঙ্গির সাথে সরাসরি সাংঘর্ষিক হতে পারে। এর কারণ হচ্ছে, মিডিয়ার মাধ্যমে এবং আরো বৃহৎ পরিসরে বলতে গেলে প্রচলিত শিক্ষাব্যবস্থা—যেটার মধ্য দিয়ে দিয়ে তারা বেড়ে উঠেছে, সেটার মাধ্যমে এই মৌলিক দৃষ্টিভঙ্গিটা তাদের মনমগজে খোদাই করে দেওয়া হয়েছে। এই পশ্চিমা প্যারাডাইমের মৌলিক অনেক কিছুই ইসলামী প্যারাডাইমের সাথে মৌলিকভাবে এবং ভয়াবহভাবে সাংঘর্ষিক। কিন্তু অধিকাংশ মুসলিমই সেই দ্বন্দ্বটা দেখতে পারছে না, দেখার প্রয়োজনও তারা মনে করছে না। তার মানে বোঝা যাচ্ছে, মৌলিক বিশ্বাস সবসময় আমাদের চোখে ধরা পড়ে না। সেটা লুকিয়ে থাকে বাস্তব দুনিয়ার ব্যাপারে আমাদের যে চিন্তাপদ্ধতি, তার মধ্যে। এই মৌলিক বিশ্বাস বা প্যারাডাইম পরিবর্তন যুক্তিতর্ক এবং গাদা গাদা প্রমাণাদি দিয়েও হয় না অনেক সময়। এর কারণ হচ্ছে, দুনিয়াকে বিচার করার অথবা দেখা ও বোঝার এই মৌলিক বিশ্বাসগুলো একটা আরেকটার সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। যখন আমরা এসব মৌলিক বিশ্বাসের বিরুদ্ধে কোনো একটা প্রমাণ হাজির করি, দেখা যায় তখন তার বিপরীতে ঐ বিশ্বাসের স্বপক্ষে আরো হাজারটা যুক্তি এবং প্রমাণ মস্তিষ্কে হাজির হয়ে যাচ্ছে। কখনো কখনো অবশ্য যুক্তিপ্রমাণ কাজে দেয়। যাইহোক, এই পরিবর্তনের জন্য একটা বিপ্লব দরকার। কারণ, আমরা খুব সহজেই মানুষের মৌলিক বিশ্বাসকে পরিবর্তন করতে পারবো না। এতোদিন ধরে তারা যা যা বিশ্বাস করে এসেছে, সেগুলো কিছুদিনের প্রচেষ্টাতেই পাল্টে ফেলা সম্ভব নয় আসলে। এই বিশ্বাসগুলোকে আমাদের নতুন করে সাজিয়ে নিয়ে আসতে হবে এবং ধীরে ধীরে সেগুলোকে তাদের দুনিয়াকে দেখার যে ছাঁচ, তার পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে।
প্যারাডাইম শিফট
বই : ওয়ার্ল্ডভিউ
Intifada Books
ফাউন্টেন পাবলিকেশন্সের পলিটিক্যাল বইয়ের উইং