NFSC - ECB Chattar BookZone

NFSC - ECB Chattar BookZone 'নট ফর সেল ক্লাব' অনুমোদিত এই বুকজোনটিতে ক্লাব কর্তৃক পরিবেশিত বা প্রকাশিত বই সমূহ পাওয়া যায়।

06/02/2024

Size Does Matter!

3.65 Billion Years in a Book..!!
1000 Pages in A5 size..!!
All in 4 Colour..!!

Coming with a BLUST>>>!!!
and
WE ARE NFSC..!!!

06/02/2024

আমাদের ধনুক জন্ম!

অনেক দূরে যাবার জন্য, বড় অপেক্ষা আর পেছনের দিকে বেঁকে সয়ে যেতে হয়; কারণ…

ধনুক যতটা বাঁকে,
তির যায় তত সামনে!

‘কাহলিল জিবরান’ বলেছেন:

“জীবন পেছনের দিকে যায় না, গতকালের জন্যে বসেও থাকে না। তোমরা হচ্ছ ধনুক, আর তোমাদের সন্তানেরা হচ্ছে ছুটে যাওয়া তির। ধনুর্বিদ অনন্তের পথে চিহ্নের দিকে তাকিয়ে থাকেন; যেন তার তির ছোটে দ্রুত আর দূরে।

তুমি ধনুক, তুমি বাঁকো, ধনুর্বিদের হাতে তোমার বেঁকে যাওয়া যেন আনন্দের জন্য হয়।”

====
বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ‘কালেক্টর’স এডিশন’ প্রকাশনা আসিতেছে! একাউন্ট নাম্বার সেভ করে রাখুন!

13/08/2023
09/08/2023

হবে কি?

NFSC কালেক্টর’স এডিশন: মদিনায় মুহাম্মদ (সা.)
[বছরভিত্তিক ম্যাপ ও গাইডবুক সংস্করণ]

ক: ৬০০+৬০০=১২০০ পৃষ্ঠার দুই খণ্ডের নির্মাণ!
খ: মদিনাকালীন সময়ের বছরভিত্তিক গাইডবুক!
গ: প্রতিটি যুদ্ধ ও ঘটনার গ্রাফিক্যাল ডাটা-শিট!
ঘ: নবী-জীবন সময়কালের ৫০+ থ্রিডি মডেল!
ঙ: সাথে থাকবে ১০ বছরের টাইমলাইন চার্ট!

এমন একটি নির্মাণ,
যা পৃথিবীর মানুষ একসাথে কোনোদিন দেখেনি!

ক্লাবের সাথে থাকুন;
ক্লাব অতীতে বর্তমানে ভবিষ্যতে যা যা করেছে করছে এবং করবে; একতায় সব ঐতিহাসিক হবে!

08/08/2023

১০-এ দশ!
****

১০ তারিখ,
রাত ১০টায়!

04/08/2023

NFSC GILGAMESH
(18+ CROSS EDITION)

Gilgamesh, the legendary King-hero of the city of Uruk, is depicted fighting Gugalanna, the Bull of Heaven, in a terracotta votive relief dating from the reign of Naram-sin period (2250–1900 BC) in Akkad, Mesopotamia.

The artwork is currently housed at the Royal Museums of Art and History in Brussels.

04/08/2023

MAM
(ধীর লয়ে দহন)

25/07/2023

NFSC লিলিথ..
(অর্ধেক তাঁর নারী)

‘নট ফর সেল ক্লাব’ তার প্রতিষ্ঠাকালীন অঙ্গীকার ভুলে যেতে চায় না! ক্লাব চায় বাংলাদেশের ৪৯৩টি থানায় গড়ে উঠুক ‘৮ থেকে ১৩ বছর’ বয়সীদের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেধা বিকাশ কার্যক্রমের পাঠশালা!

বিগত ১৫ বছরে ক্লাব সমগ্র পৃথিবী খুঁজে খুঁজে ১২টি মেধাবিকাশ কার্যক্রমের কোর্স-কারিকুলাম, লাইসেন্স, ট্রেনিং, বই-পত্র এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে! এই ১২টি কার্যক্রম থেকে ক্লাব ৪/৫টি কার্যক্রমকে একত্র করে ২ বছর মেয়াদী একটি অনন্য পাঠ-পরিক্রমা সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করবে!

ক্লাবের সাথে সংযুক্ত সকল লিলিথ সদস্যগণ তার বাসভবনে ‘১০ বাই ১০ ফুট’-এর একটি রুম বরাদ্দ রাখার শর্তে, ‘NFSC পাঠশালা’ কার্যক্রম পরিচালনা করতে পারবেন!

আমরা কোর্সগুলোর রি-ব্র্যান্ডিং কাজ শুরু করেছি; দ্রুত ক্লাবের ভর্তূকি খরচে ১০টি পাঠশালা চালুর কার্যক্রম শুরু করা সম্ভব হবে!

কোনো-কালে একা
হবে-না কিছুই,
সমাজে যা দরকারী;

যেটা টিকে রবে
প্রেমে অনুভবে,
অর্ধেক তাঁর নারী!

বিঃদ্রঃ
এই কার্যক্রম শুরুর প্রক্রিয়াও ‘৩১ ডিসেম্বর’ দায়িত্বে আবদ্ধ!

25/07/2023

দশে ১০…!!

ক্লাবের পরিচালক ১৯৯৮ সাল থেকে DCA (Diploma in Computer Application) ডিপ্লোমাধারী: এবং ১৯৯৮ থেকেই তিনি কম্পিউটারে লেখেন ও ডিলিট করেন!

মজার বিষয় হচ্ছে ১৯৯৮ সাল থেকে তার জীবনে আসা ও যাওয়া প্রতিটি মিথ মুদ্রার হিসাব সংরক্ষিত! সঞ্চয়ী নন বলে সংরক্ষিত অর্থ বলে কিছু নেই, তবে হিসাব আছে পাই-টু-পাই!

৩১ মার্চ ২০২৩ থেকে তিনি ক্লাবের জন্য আবারও সময় দিচ্ছেন এবং সকল সংযোগ ও যোগাযোগ নিজের উপার্জিত অর্থ থেকে খরচ করছেন; ক্লাব ফান্ড বা বই প্রজেক্ট থেকে তিনি কোনো অর্থ গ্রহণ করছেন না এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত করবেন না!

আপনাদের জানা উচিত তিনি আজ এই পোস্ট পর্যন্ত তার পকেট থেকে কত টাকা খরচ করেছেন!

মার্চ: ৩৭০০/- টাকা!
এপ্রিল: ১৭৬০/- টাকা!
মে: ৬২৫০/- টাকা!
জুন: ২৬৫২০/- টাকা!
জুলাই (চলমান): ৪৮৮০/- টাকা!

এছাড়া তিনি তার সময় ও পেশাজনিত ক্ষতির কোনো অর্থমূল্য ধরেন না বা ধরবেনও না!

প্রশ্ন আসতে পারে; এখনই এই হিসাব কেনো?

উত্তর:
আপনি ক্লাবের শেয়ার বুঝে নেবার আগে সবটা জেনে-বুঝে নিতে হবে; কারণ ‘হেইয়ো’ দেয়া আর প্রতিষ্ঠানের অংশ হয়ে কাজ করা কখনই এক বিষয় বিবেচিত হবে না!

বাকিটা আলোচনা হবে
১০ আগষ্ট রাত ১০টার, “দশে-১০” লাইভে!

Address

ECB Chattar, Dhaka Cantonment, Dhaka
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - ECB Chattar BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NFSC - ECB Chattar BookZone:

Share