Md. Azharul Ialam

Md. Azharul Ialam To the pure all things are pure

15/08/2025

❣️💕 কাক হচ্ছে পৃথিবীর একমাত্র পাখি যে ঈগলের পিঠের উপর উঠে, ঘাড়ে ঠোকর মেরে, তাকে বিরক্ত করার দুঃসাহস দেখায়। মজার বিষয় হচ্ছে, ঈগল কিন্তু কাকের সাথে যুদ্ধ করে তার সময় ও শক্তির অপচয় করে না।

ঈগল যেটা করে সেটা হচ্ছে, সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অধিক উচ্চতায় অক্সিজেনের স্বল্পতা এবং ঈগলের প্রচন্ড গতির কারণে কাক দুর্বল হয়ে হাঁসফাঁস করতে করতে একসময় ঈগলের পিঠ থেকে খসে নিচে পড়ে যায়।

আপনার জীবনের চলার পথেও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সহকর্মী রূপী কিছু কাক চরিত্রের অধিকারী সমালোচক আপনাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করবে। ওদের সাথে লড়তে গিয়ে নিজের মূল্যবান সময় ও শক্তির অপচয় না করে আপনি শুধু তাদেরকে আপনার উচ্চতায় নিয়ে যান; দেখবেন তারা পালাবে। কারণ ওই উচ্চতায় তারা কখনোই টিকবে না – ওখানে পৌঁছানোর যোগ্যতাই তারা রাখে না!❣️💕💞

13/08/2025

জীবনে প্রকৃত অর্থে সফল হতে হলে দু’টো জিনিসের দরকার, একটি হলো নিজের প্রতি প্রচুর আত্মবিশ্বাস, আর দ্বিতীয়টি হলো জেদ।

13/08/2025
12/08/2025

এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে
– অ্যালবার্ট আইনস্টাইন

15/04/2025

অত্যাচারীরা মানুষকে অত্যাচারের মাধ্যমে নিজেদের প্রতিনিয়ত আরো বেশি শক্তিশালী করে তোলে।
– হিটলার

14/04/2025

সেই লেবেলের লজ্জা ছাড়া হাসি!! "ফ্যাসিস্টের ছবিটা আমার শাশুড়ীর মতো লেগেছে", বৈশাখী আয়োজনে উচ্ছ্বসিত দর্শনার্থী।

14/04/2025

মানুষের সম্মান তার মানবতাবোদের মাঝেই লুকিয়ে থাকে যা সঠিক সময়ে বেরিয়ে আসে।
— রবার্ট গ্রসিস্টি

13/04/2025

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যার।

13/04/2025

সঠিক পরিকল্পনা বা জ্ঞান ছাড়া ক্ষমতা হলো নষ্ট হয়ে যাওয়া শক্তির মতো।
-কামিলাহ উইলাসি

13/04/2025

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Address

Dhaka

Telephone

+8801611245725

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Azharul Ialam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Azharul Ialam:

Share

Category