AZIM HASAN

AZIM HASAN সর্বদা ভালোর পথে

This is the official page for AZIM HASAN
(30)

18/07/2025

সকাল মানেই নতুন সম্ভাবনা,
নতুন স্বপ্নের আলো।

17/07/2025

দুঃখ শেষ হয় না,
অথচ বয়স ঠিকই শেষ হয়ে যাচ্ছে।

দুঃসময় আসে শেখাতে, কার শক্তি কত গভীরে লুকানো। হেরে না গিয়ে ধৈর্যে থাকুন, আলো ঠিকই পথ দেখাবে সামনে।
13/07/2025

দুঃসময় আসে শেখাতে, কার শক্তি কত গভীরে
লুকানো।
হেরে না গিয়ে ধৈর্যে থাকুন, আলো ঠিকই পথ
দেখাবে সামনে।

11/07/2025

জুম্মা হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন।

এই দিনে রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা খুলে দেওয়া হয়। 😀
আল্লাহর নৈকট্য অর্জনের জন্য জুম্মার দিন বেশি বেশি দোয়া, কুরআন তিলাওয়াত ও দরুদ পড়া
উচিত। ✅
রাসুল (সা.) বলেছেন, “জুম্মার দিনে এমন একটি মুহূর্ত আছে, যখন বান্দা যা চায়, আল্লাহ তা কবুল
করেন। 🤲
তাই জুম্মাকে হেলাফেলা না করে, পবিত্রতা ও মনোযোগের সঙ্গে নামাজ আদায় করা উচিত👏

🌹🌹সবাইকে জুম্মা মোবারক 🌹🌹

যারা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো তাদের জানাই অনেক অনেক অভিনন্দন।যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি অন্তর ...
10/07/2025

যারা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো তাদের জানাই অনেক অনেক অভিনন্দন।

যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি অন্তর থেকে গভীর ভালোবাসা। কোনো ভাবেই নিরাশ হওয়া যাবে না। একটু চেষ্টা করলেই পরের বার ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সবশেষে পরিবারের সকলেকে বলতে চাই তাদের উৎসাহ দিন।

10/07/2025

প্রচুর বৃষ্টি হচ্ছে।
এই বছরে তো ইতিহাস গড়ে ফেললো।
আপনাদের এলাকার অবস্থা কি?

আস সালামু আলাইকুম সুপ্রভাত বাংলাদেশ 🇧🇩
09/07/2025

আস সালামু আলাইকুম
সুপ্রভাত বাংলাদেশ 🇧🇩

08/07/2025

রাতের নীরবতা মনে জাগায় হাজারো অনুভব, আকাশ জুড়ে তারা যেন স্বপ্লের পথপ্ৰদৰ্শক। ঘুমের আড়ালে লুকিয়ে থাকে নতুন ভোরের প্ৰতীক্ষা।

জীবনের চলার পথে কিছু কিছু মুহূর্তে নীরব থাকাই বুদ্ধিমানের কাজ।
07/07/2025

জীবনের চলার পথে কিছু কিছু মুহূর্তে নীরব থাকাই বুদ্ধিমানের কাজ।

অন্যের সফলতা দেখলে হিংসা নয়, নিজেকে তৈরির প্ৰেরণা খুঁজুন।কারণ সূর্য একা উদয় হলেও আলো সবাই পায়।
06/07/2025

অন্যের সফলতা দেখলে হিংসা নয়,
নিজেকে তৈরির প্ৰেরণা খুঁজুন।
কারণ সূর্য একা উদয় হলেও আলো সবাই পায়।

06/07/2025

দুঃসময়ে অপমান গায়ে মাখতে নেই,
শুধু মনে রাখতে হয়।

জীবনের শেষে একটি গন্তব্য - কবর, যেখানে থাকবে না নাম, খ্যাতি কিংবা অহংকার। থাকবে শুধু আমল, আর রবের দয়া, এই চিরস্থায়ী সত...
05/07/2025

জীবনের শেষে একটি গন্তব্য - কবর, যেখানে থাকবে না নাম, খ্যাতি কিংবা অহংকার। থাকবে শুধু আমল, আর রবের দয়া, এই চিরস্থায়ী সত্য ভুলে যেও না কখনো।

Address

Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when AZIM HASAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category