অবাধ কন্ঠ

অবাধ কন্ঠ সত্য ও ন্যায়ের পক্ষে অকুতভয়

জীবনের কোনো না কোনো সময়ে এই অদ্ভুত প্রশ্নটি একবার হলেও সবার মনে আসে। সময় কি সত্যিই দ্রুত ছুটছে, নাকি আমাদের কাছেই তা দ...
05/11/2025

জীবনের কোনো না কোনো সময়ে এই অদ্ভুত প্রশ্নটি একবার হলেও সবার মনে আসে। সময় কি সত্যিই দ্রুত ছুটছে, নাকি আমাদের কাছেই তা দ্রুত মনে হচ্ছে? ছোটবেলায় মনে হতো গ্রীষ্মের ছুটি শেষই হতে চাইছে না। স্কুল খোলার জন্য দিনের পর দিন ধরে চলত লম্বা অপেক্ষা। আর এখন মাস শেষ হচ্ছে, চোখের পলকে যেন বছর চলে যাচ্ছে। কিন্তু কেন এমনটা মনে হয়? কেন মনে হয়, ২০ বছর বয়সে একটি বছর যতটা দীর্ঘ মনে হয়েছিল, ৫০ বছর বয়সে এসে সেই বছর যেন তার অর্ধেক হয়ে গেছে? এটা কি শুধুই আমাদের মনের ভুল, নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ?

বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর জানতে গবেষণা করেছেন। যুক্তরাজ্য কমিউনিকেশনস বায়োলজি জার্নালে গত ৩০ সেপ্টেম্বর একটি গবেষণাপত্র প্রকাশ করে। এ গবেষণার জন্য বিজ্ঞানীরা কেমব্রিজ সেন্টার ফর এজিং অ্যান্ড নিউরোসায়েন্স (ক্যাম–ক্যান) থেকে তথ্য–উপাত্ত নিয়েছেন, যা মস্তিষ্কের বার্ধক্য নিয়ে চলা একটি দীর্ঘমেয়াদি গবেষণা প্রকল্পের অংশ। এ গবেষণায় মোট ৫৭৭ জন অংশগ্রহণ করেছিলেন।

গবেষণায় অংশ নেওয়া সবাইকে জনপ্রিয় পুরোনো টেলিভিশন সিরিজ আলফ্রেড হিচকক পরিচালিত ‘ব্যাং! ইউ আর ডেড’ নামক একটি পর্বের আট মিনিটের একটি অংশ দেখানো হয়। অংশগ্রহণকারীরা যখন ক্লিপটি দেখছিলেন, তখন তাঁদের মস্তিষ্কের ফাংশনাল এমআরআই স্ক্যান রেকর্ড করা হয়। এই স্ক্যানগুলো দেখে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই মানুষের মস্তিষ্কের কাজের ধরনে কেমন পরিবর্তন আসে

ম্যাচ হারছি এশিয়া কাপ থেকে বাদ হয়েছি তো কি হয়েছে  তারপরেও আমরা এশিয়ার দ্বিতীয় সেরা দল 💪এমনটাই বুঝালেন রশিদ খান 😅😅
19/09/2025

ম্যাচ হারছি এশিয়া কাপ থেকে বাদ হয়েছি তো কি হয়েছে তারপরেও আমরা এশিয়ার দ্বিতীয় সেরা দল 💪
এমনটাই বুঝালেন রশিদ খান 😅😅

মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে কেন শোক জানানো হয়নি এমন প্রশ্ন করেন একজন সাংবাদিক, এতে শিক্ষা উপদেষ্টা বলে...
23/07/2025

মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে কেন শোক জানানো হয়নি এমন প্রশ্ন করেন একজন সাংবাদিক, এতে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা মন্ত্রণালয় হলো রাষ্ট্রের একটি অঙ্গ। প্রধান উপদেষ্টা আমাদের সকলের হয়ে, সব মন্ত্রণালয়ের হয়ে শোক জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘গুলি করি, মরে একটা, আহত হয় একটা’ বলা সেই ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনা...
23/07/2025

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘গুলি করি, মরে একটা, আহত হয় একটা’ বলা সেই ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বুধবার (২৩ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে।

23/07/2025
15/05/2025

বোতল নিক্ষেপের ঘটনার পর স্থানীয় সাংবাদিক ও উপস্থিত কর্মকর্তাদের সাথে মাহফুজ আলমের আলাপচারিতা : সব শিবিরের দায় আমি একজন মন্ত্রী

15/05/2025

ফাঁস হলো ভ'য়াবহ চ'ক্রান্ত! কেনো টার্গেট হাসনাত আবদুল্লাহ?

15/05/2025

সাদিক কায়েম-ফরহাদদের জন্য খাল খুরে সেই খালেই পড়লেন বাকের মজুমদার?

ঢাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক।
11/05/2025

ঢাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক।

10/05/2025

এটি ভারতের উধমপুর বিমান ক্ষেত্র।
এটি একটি সামরিক লক্ষ্যবস্তু, বেসামরিক লক্ষ্যবস্তু নয়। পাকিস্তানে বেসামরিক হতাহতের প্রতিশো*ধ হিসেবে পাকিস্তান এই সামরিক স্থাপনাটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।

10/05/2025

সকাল সকাল একটি ভারতীয় ড্রোন (মুড়ির টিন) ভূপাতিত করা গেছে। আর সেই ভাঙা ড্রোন (মুড়ির টিন) নিয়ে উল্লাস করছেন পাকিস্তানিরা।

পাকিস্তানে মিসাইল হা/ম/লা ভারতের, ৬টি পড়ল নিজ দেশেই!
10/05/2025

পাকিস্তানে মিসাইল হা/ম/লা ভারতের, ৬টি পড়ল নিজ দেশেই!

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when অবাধ কন্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share