শ্রমিকদের অভিযোগ কেন্দ্র

শ্রমিকদের অভিযোগ কেন্দ্র Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শ্রমিকদের অভিযোগ কেন্দ্র, Digital creator, Dhaka.
(1)

গার্মেন্টস শ্রমিক এক হও,,
বকেয়া বেতন,,
সার্ভিস বেনিফিট,,
মাতৃত্বকালীন বেনিফিট,,
অর্জিত ছুটির টাকা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন ০১৯১৪২০১৫৯৭ ✍️
whatsapp বা ইমোতে যোগাযোগ করুন।

আলহামদুলিল্লাহ ✅একই কারখানার দুইজন গার্মেন্টস শ্রমিক দীর্ঘ দুই মাস আগে আমাদের কাছে  অভিযোগ করেছিলেন,,, শ্রমিকের কারখানায...
16/09/2025

আলহামদুলিল্লাহ ✅
একই কারখানার দুইজন গার্মেন্টস শ্রমিক দীর্ঘ দুই মাস আগে আমাদের কাছে অভিযোগ করেছিলেন,,,

শ্রমিকের কারখানায় আমরা আইনগত পাওনাদি চেয়ে নোটিশ দিয়ে/যোগাযোগ করি।

কারখানা থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়,
বর্তমান কারখানার ফান্ড ক্রাইসিসের কারণে টাকাটা প্রদান করতে একটু দেরি হবে।
এবং যত দ্রুত সম্ভব কারখানা কর্তৃপক্ষ টাকাটা পরিশোধের চেষ্টা করবেন।
অবশেষে দুই মাস পরে শ্রমিকের আইনগত সকল পাওনাদি কারখানা কর্তৃক পরিষদ করা হইল।

শ্রমিকতার আইনগত চূড়ান্ত সকল পাওনাদি হাতে পেয়ে অনেক খুশি, আলহামদুলিল্লাহ।

একজন ভুক্তভোগী শ্রমিকের পাশে থেকে তাদের জন্য কিছু করতে পারাটা অত্যন্ত আনন্দের,,

প্রিয় দেশবাসী সকলে আমাদের জন্য দোয়া করবেন।।
আমরা যেন এভাবেই অধিকার বঞ্চিত শ্রমিকদের পাশে থেকে তাদের অধিকার আদায় করে যেতে পারি।।

আইনগত যেকোনো পরামর্শ বা সহযোগিতার জন্য যোগাযোগ করুন।
মোবাইল নং-01911021025
হোয়াটসঅ্যাপ, ইমো।


#ফলোয়ার্স


#গার্মেন্টস
#শ্রমিক
#ভাইরালシ





শ্রমিকদের অভিযোগ কেন্দ্র

14/09/2025

আজ ১৪/৯/২০২৫ ইং তারিখ হইতে
২১/০৯/২০২৫ ইং তারিখ পর্যন্ত নাসা গ্রুপ আশুলিয়া জোনের সকল পোশাক করখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।।

আরো একটি গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো।সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে শ্রমিক দের অধিকার, কারখানার নিরা...
13/09/2025

আরো একটি গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো।
সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে শ্রমিক দের অধিকার, কারখানার নিরাপত্তা, দিয়ে দ্রুত খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।
এখান থেকে আমি সকল মালিকদের উদ্দেশ্যে একটি কথাই বলব আপনারা নিজ নিজ কারখানায় শ্রমিকদের শ্রমিক আইন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করুন তাহলে অযুক্তিক কোনো আন্দোলন কখনোই হবে না আমরা আশাবাদী।

12/09/2025

গার্মেন্টস, টেক্সটাইল, ডাইং সহ
সারা বাংলাদেশের সকল শ্রমিকদের শ্রমের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ, ইনশাআল্লাহ।
শ্রমিকদের অধিকারের দাবি নিয়ে প্রিয় নেতা জাতীয় প্রেসক্লাবের সামনে বক্তব্য দেয়ার সময়কালের মুহূর্তে,, শ্রম কখনো সস্তা নয়,
শ্রমিক জয়া পাত্র নয়,,

যেখানেই শ্রমিকের উপর নির্যাতন সেখানেই প্রতিবাদ প্রতিরোধ নিয়ে আমরা থাকবো ইনশাল্লাহ,,

যেখানেই শ্রমিকের অধিকার বঞ্চিত সেখানেই শ্রমিকের অধিকার আদায়ের আমরা থাকবো, ইনশাআল্লাহ।

শ্রমিকদের শ্রম আইন জেনে অধিকারের দাবি তুলে অধিকার আদায় করার লক্ষ্যে আমাদের এই পেজটি নিয়ে আমরা সামনে কাজ করে যাচ্ছি।

শ্রমিকরা যদি আইন জানে খুব সহজেই তাদের অধিকার তারা নিজেরা ঐক্যবদ্ধভাবে আদায় করে নিতে পারে এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য।

আইনগত পরামর্শ আইনগত সহায়তার জন্য যে কোন সময় আমাদেরকে ফোন করুন,,
অথবা মেসেজ করুন whatsapp ইমো সরাসরি
যোগাযোগ, ০১৯১১০২১০২৫ ।

#ফলোয়ার্স




#গার্মেন্টস
#শ্রমিক

একজন ভুক্তভোগী শ্রমিক কোথায় গেলে সঠিক বিচার ও পাওনা আদায় করতে পারে।।উত্তরঃ দরকষাকষি প্রতিনিধি কমিটির কাছে একজন শ্রমিক ...
09/09/2025

একজন ভুক্তভোগী শ্রমিক কোথায় গেলে সঠিক বিচার ও পাওনা আদায় করতে পারে।।
উত্তরঃ দরকষাকষি প্রতিনিধি কমিটির কাছে একজন শ্রমিক ন্যায়বিচার ও আইনগত অধিকার পাবেন।

দরকষাকষি কমিটি কি,,
উত্তরঃ শ্রমিক দ্বারা গঠিত রেজিস্টার্ড ইউনিয়নকে দরকষাকষি প্রতিনিধি বলা হয়।

কিভাবে এই দর কষাকষি কমিটি গঠন করে।
উত্তরঃ এখন পর্যন্ত বাংলাদেশ শ্রম আইনে উল্লেখ্য আছে কারখানার মোট শ্রমিকের ২০% শ্রমিক একত্রিত হয়ে সরকারের কাছে দরকষাকষি কমিটির অনুমোদন চেয়ে আবেদন করতে হয়।।

একজন শ্রমিক কি এই প্রক্রিয়ায় সবকিছু করতে পারবেন।।
উত্তরঃহ্যা,,তবে আইনে শ্রমিককে অগ্রাধিকার দিলেও শক্তিশালীভাবে দাঁড়াতে এবং চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ইউনিয়ন রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজন একটি শক্তিশালী ট্রেড ইউনিয়ন সংগঠন।

আমরা কি শ্রমিকের পাশে থেকে এই কাজটি করতে সহায়তা করব।।
উত্তরঃ অবশ্যই করবো,, যত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তা আমরা করতে প্রস্তুত,, যত বাধা আসবে তা আমরা মোকাবেলা করতে প্রস্তুত,, শ্রমিকের অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা কোন আপোষ করি না,, বাংলাদেশ শ্রম আইনে যাহা কিছুই আছে তা বাস্তবায়নে সর্বোচ্চ পদক্ষেপ আমরা গ্রহণ করি। চাইলেই যে কোন প্রতিষ্ঠান এর শ্রমিক আমাদের মধ্য দিয়ে একটি দরকোষাকষি প্রতিনিধি কমিটি গঠন/রেজিস্ট্রেশন করতে পারবেন।

ট্রেড ইউনিয়ন গঠন ও আইনগত যেকোনো বিষয়ে পরামর্শ ও সহযোগিতা পেতে আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।
জরুরি প্রয়োজনে
যোগাযোগ whatsapp ইমো
মোবাইল নং- ০১৯১১০২১০২৫

#ফলোয়ার্স
#সার্ভিস #ছুটির #মাতৃকালীন #অভিযোগ

বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটসরকারি রেজিস্ট্রেশন নাম্বার বা,জা,ফে,-২৮১/মানিকগঞ্জ,,, থানা ও জেলা কমিটি। ২/ধামরাই,,, থানা ক...
08/09/2025

বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট
সরকারি রেজিস্ট্রেশন নাম্বার
বা,জা,ফে,-২৮

১/মানিকগঞ্জ,,, থানা ও জেলা কমিটি।
২/ধামরাই,,, থানা কমিটি।
৩/সাভার,,, উপজেলা কমিটি।
৪/আশুলিয়া,,, থানা কমিটি।
৫/নারায়ণগঞ্জ,,, জেলা ও থানা কমিটি।
৬/গাজীপুর,,, জেলা ও থানা কমিটি।
৭/ময়মনসিংহ,,, জেলা ও থানা কমিটি।
৮/ ভালুকা,,, থানা কমিটি।
৯/ টাঙ্গাইল,,, জেলা ও থানা কমিটি।

গার্মেন্টস শিল্পাঞ্চল এলাকায় থানা ও জেলা কমিটি গঠন করা হবে,,
উক্ত কমিটি শ্রমিকদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।
যারা যারা শ্রমিক প্রতিনিধিত্ব করতে ইচ্ছুক,
অতি দ্রুত যোগাযোগ করুন

মোবাইল নং- ০১৯১১০২১০২৫

গার্মেন্টস শ্রমিক অনেক পরিশ্রম-কষ্ট করে টাকা ইনকাম করে, তাদের টাকা কিছু কিছু অসাধু গার্মেন্টস মালিক/ও তাদের দালালরা আত্ম...
08/09/2025

গার্মেন্টস শ্রমিক অনেক পরিশ্রম-কষ্ট করে টাকা ইনকাম করে,
তাদের টাকা কিছু কিছু অসাধু গার্মেন্টস মালিক/ও তাদের দালালরা আত্মসাৎ করার জন্য বিভিন্ন ভাবে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেন।

সেই অসাধুম মালিকদের কে বলবো সাবধান হয়ে যান,একজন শ্রমিকের রক্তে ঘামা এক টাকাও যদি পাওনা থাকে অবিলম্বে তা পরিশোধ করুন,,

শ্রমিক দয়ার পাত্র নয়,
শ্রম কখনো সস্তা নয়,,

সারা মাস বাকিতে শ্রম দিয়ে মাস শেষে বেতনের টাকা নিয়ে,
ঘর ভাড়া দেয়া
দোকান বাকি দেয়া
সমিতির টাকা দেয়া
সন্তানের লেখাপড়া খরচ দিয়া
বাবা-মায়ের খরচ দেয়া
একটি সংসার চালানোর একমাত্র সৈনিক গার্মেন্টস শ্রমিক,,
এই শ্রমিকদের সঙ্গে কেউ অন্যায় আচরণ খারাপ ব্যবহার অহেতুক কারণে মিথ্যা অপবাদ দিয়ে চাকরিচুক্ত করবেন না।

যারা এই শ্রমিকদেরকে কষ্ট দিবে আল্লাহর গজব তাদের উপরে অনিবার্য নেমে আসবে।।

ভুক্তভোগী যেকোনো গার্মেন্টস শ্রমিকদের আইনগত পরামর্শ ও সহযোগিতার জন্য সরাসরি যোগাযোগ করুন-০১৯১১০২১০২৫



#ফলোয়ার্স

গার্মেন্টস এর মালিকের থেকে যখন গার্মেন্টসের দালালদের ক্ষমতার জোর বেশি হয়। গার্মেন্টস শ্রমিকদের অভিযোগের সংক্ষিপ্ত বর্ণন...
07/09/2025

গার্মেন্টস এর মালিকের থেকে যখন গার্মেন্টসের দালালদের ক্ষমতার জোর বেশি হয়।

গার্মেন্টস শ্রমিকদের অভিযোগের সংক্ষিপ্ত বর্ণনা:
একজন ভুক্তভোগী শ্রমিক একটি কারখানাতে 17 বছর যাবত চাকরি করেন,,

শ্রমিকের স্ত্রী গর্ভবতী হওয়ায় শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয়,,
ভুক্তভোগী গার্মেন্টস শ্রমিক তার স্ত্রীকে নিয়ে হসপিটালে যায় সেখানে বিভিন্ন পরীক্ষা ও ভর্তি করতে বলে,,
এই সমস্ত জটিলতার কারণে ভুক্তভোগী স্বামী দুইদিন ফ্যাক্টরিতে যেতে পারেনি,,

দুজনের মধ্যে তার পরিবারের অন্যান্য লোকজনকে নিয়ে এসে তার স্ত্রীর সঙ্গে রেখে তিনি দুইদিন পরে ফ্যাক্টরিতে যায়,,

ফ্যাক্টরিতে যাওয়ার পরে তাকে লাইনে কাজ না দিয়ে এডমিনে দিয়ে আসে তার লাইনের দায়িত্বে থাকা তার বস,,

এডমিন থেকে তাকে বলা হয় আপনার বস আপনাকে রাখতে চাচ্ছে না আপনি রিজাইন করে চলে যান,,

শ্রমিক অনেক আকুতি মিনতি করার পরেও তার কোন কথা না শুনে তাকে রিজাইন করতে বলে।।

একপ্রকার শ্রমিক কৌশলে কোম্পানিকে বলে আমি আগামী কালকে এসে রিজাইন করব
বলে অফিস থেকে বেরিয়ে আসেন।।

তারপর আমাদের অনলাইন পেজ থেকে শ্রমিকদের অভিযোগ কেন্দ্রের মোবাইল নাম্বার কালেকশন করে আমাদেরকে ফোন দিয়ে তার সমস্ত ঘটনা খুলে বলে,
এবং তার চাকরি ফেরত, অন্যথায় আইনগত পাওনাদি পাওয়ার জন্য আমাদের কাছে একটি অভিযোগ দায়ের করেন,,

শ্রমিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কারখানার ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি চিঠি প্রেরণ করি,,
এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করি,,,
কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে কোন কিছু জানতেন না,, তিনি আমাদের কাছে একটু সময় চান ঘটনার তদন্ত করার জন্য,,,
একদিন পরে কারখানার কর্তৃপক্ষ ঘটনা শুনে আমাদেরকে বলেন ওই শ্রমিককে পাঠিয়ে দেওয়ার জন্য এবং তিনি তার জায়গায় ডিউটি করবে তাকে আর কেউ চাকরি ছাড়ার জন্য বাধ্য করবেন না,,,

তার কথা আশ্বস্ত হয়ে শ্রমিক এখন সুন্দরভাবে ডিউটি করছে,,

ঘটনাটা বলার একটি কারণ অনেক সময় মালিকের থেকে মালিকের দালালরা/ অনেক বেশি ক্ষমতাবান হয়ে থাকে,,

প্রিয় শ্রমিক ভাই ওবোনারা আপনারা কোন দালালদের কথায় কখনো ঘাবড়ে যাবেন না কঠিন কোনো সিদ্ধান্ত নিবেন না, সমস্যা আছে,,
সমস্যার সমাধানও আছে,,
তাই আপনারা গার্মেন্টস সেক্টরে কখনো কোন প্রবলেমে পড়লে তাৎক্ষণিক আমাদেরকে জানাবেন আমরা সর্বদাই চেষ্টা করব শিল্প শ্রমিক ও দেশের সম্পদ রক্ষা করে একটি সমস্যা সমাধানের জন্য।।

প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে সরাসরি যোগাযোগের জন্য মোবাইল নাম্বার: ০১৯১১০২১০২৫

#ফলোয়ার্স

শ্রমিক আমাদের কাছে অভিযোগ করার পরে আমরা কোম্পানির সাথে যোগাযোগ করি কোম্পানি শ্রমিকদের আইন অনুযায়ী পাওনা নিয়ে তালবাহানা...
06/09/2025

শ্রমিক আমাদের কাছে অভিযোগ করার পরে আমরা কোম্পানির সাথে যোগাযোগ করি কোম্পানি শ্রমিকদের আইন অনুযায়ী পাওনা নিয়ে তালবাহানা করতে থাকে।
এক প্রকার বাধ্য হয়ে আমরা বাংলাদেশ শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে, অভিযোগ করি শ্রমিকের পাওনা পরিষদের জন্য,, অনেক কষ্টের পর শ্রমিকের পাওনা শ্রমিকের হাতে বুঝিয়ে দিতে পেরে আজকে আমি আনন্দিত,, উপমহা পরিদর্শক সহ ইন্সপেক্টর আনোয়ার ভাই কে অসংখ্য ধন্যবাদ।

প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা আপনারা নিরাশ হবেন না অবশ্যই আপনারা আইনগত সর্বোচ্চ সহযোগিতা পাবেন,,
আইনগত পরামর্শ ও সহযোগিতার জন্য সরাসরি whatsapp imo যোগাযোগ করুন,,০১৯১১০২১০২৫

মিলাদুন্নবী উপলক্ষে গার্মেন্টস ছুটি ঘোষণা করেছে নাকি করবে, শ্রমিকদের প্রশ্নের উত্তর:আশা করি গার্মেন্টস সেক্টরের সকল শ্রম...
04/09/2025

মিলাদুন্নবী উপলক্ষে গার্মেন্টস ছুটি ঘোষণা করেছে নাকি করবে, শ্রমিকদের প্রশ্নের উত্তর:

আশা করি গার্মেন্টস সেক্টরের সকল শ্রমিকরা সহজেই বুঝতে পারবেন।
এখন পর্যন্ত BGMEA-র পক্ষ থেকে কোনো আলাদা ছুটির ঘোষণা পাওয়া যায়নি। তবে, সাধারণভাবে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকে,
আর BGMEA সাধারণত সেই সময় কারখানাগুলোর জন্য আলাদা কোনো নির্দেশনা দেয় না।
যদি আরও বিস্তারিত জানতে চান,
আমাদের ফলো করুন,, আমাদের সাথেই থাকুন সকল ধরনের আপডেট আমরা আপনাদের জানার স্বার্থে দিয়ে থাকি,,,
শ্রমিকদের অভিযোগ কেন্দ্র
সব সময় শ্রমিকদের বিপদের বন্ধু হিসেবে পাশে থাকে,, বাংলাদেশ শ্রম আইন জানতে,, শ্রমিকদের অধিকার জানতে,,ফোন করুন- 01911021025

ময়মনসিংহ ভালুকা থেকে একজন অসহায় বোন দীর্ঘ ছয় বছর চাকরি করেছে অথচ তাকে গর্ভবতী কালীন ভাতা না দিয়ে কোম্পানি ছুটি দিয়ে...
03/09/2025

ময়মনসিংহ ভালুকা থেকে একজন অসহায় বোন দীর্ঘ ছয় বছর চাকরি করেছে অথচ তাকে গর্ভবতী কালীন ভাতা না দিয়ে কোম্পানি ছুটি দিয়েছে,,
শ্রমিক বোন আমাদের শ্রমিকদের অভিযোগ কেন্দ্র পেইজের মধ্য দিয়ে আমাদের কাছে একটি অভিযোগ দায়ের করেন,,
শ্রমিকের অভিযোগের ভিত্তিতে আমরা কারখানার উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করি,,আলহামদুলিল্লাহ ওই শ্রমিকের সকল পাওনা মালিক পরিশোধ করার আশ্বাস দিয়েছে,,
এবং ছুটিতে যাওয়ার আগে মাতৃত্বকালীন ভাতার অর্ধেক দেয়ার কথা থাকলেও তখন পরিশোধ করা হয়নি।
আজ সেই নারী শ্রমিকের মাতৃত্বকালীন ভাতা ৫০% পরিশোধ করেছে,,
বাকি অর্ধেক ছুটি শেষ করে জয়েন করলে এক সপ্তাহের মধ্যে পরিশোধ করবেন,,,
দিনশেষে একজন শ্রমিকের অভিযোগ শুনে আমরা অনেক ক্লান্ত হই,
যখন অভিযোগকারী শ্রমিকের হাতে তার আইনগত পাওনা আদায় করতে পারি তখন আমাদের অনেক আনন্দ লাগে।

বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের আইনগত পরামর্শ ও সহযোগিতা জন্য আমাদের সাথেই থাকুন,, যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন, 01911021025
whatsapp ইমুতে মেসেঞ্জারে নক দিন।।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রমিকদের অভিযোগ কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share