07/09/2025
গার্মেন্টস এর মালিকের থেকে যখন গার্মেন্টসের দালালদের ক্ষমতার জোর বেশি হয়।
গার্মেন্টস শ্রমিকদের অভিযোগের সংক্ষিপ্ত বর্ণনা:
একজন ভুক্তভোগী শ্রমিক একটি কারখানাতে 17 বছর যাবত চাকরি করেন,,
শ্রমিকের স্ত্রী গর্ভবতী হওয়ায় শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয়,,
ভুক্তভোগী গার্মেন্টস শ্রমিক তার স্ত্রীকে নিয়ে হসপিটালে যায় সেখানে বিভিন্ন পরীক্ষা ও ভর্তি করতে বলে,,
এই সমস্ত জটিলতার কারণে ভুক্তভোগী স্বামী দুইদিন ফ্যাক্টরিতে যেতে পারেনি,,
দুজনের মধ্যে তার পরিবারের অন্যান্য লোকজনকে নিয়ে এসে তার স্ত্রীর সঙ্গে রেখে তিনি দুইদিন পরে ফ্যাক্টরিতে যায়,,
ফ্যাক্টরিতে যাওয়ার পরে তাকে লাইনে কাজ না দিয়ে এডমিনে দিয়ে আসে তার লাইনের দায়িত্বে থাকা তার বস,,
এডমিন থেকে তাকে বলা হয় আপনার বস আপনাকে রাখতে চাচ্ছে না আপনি রিজাইন করে চলে যান,,
শ্রমিক অনেক আকুতি মিনতি করার পরেও তার কোন কথা না শুনে তাকে রিজাইন করতে বলে।।
একপ্রকার শ্রমিক কৌশলে কোম্পানিকে বলে আমি আগামী কালকে এসে রিজাইন করব
বলে অফিস থেকে বেরিয়ে আসেন।।
তারপর আমাদের অনলাইন পেজ থেকে শ্রমিকদের অভিযোগ কেন্দ্রের মোবাইল নাম্বার কালেকশন করে আমাদেরকে ফোন দিয়ে তার সমস্ত ঘটনা খুলে বলে,
এবং তার চাকরি ফেরত, অন্যথায় আইনগত পাওনাদি পাওয়ার জন্য আমাদের কাছে একটি অভিযোগ দায়ের করেন,,
শ্রমিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কারখানার ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি চিঠি প্রেরণ করি,,
এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করি,,,
কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে কোন কিছু জানতেন না,, তিনি আমাদের কাছে একটু সময় চান ঘটনার তদন্ত করার জন্য,,,
একদিন পরে কারখানার কর্তৃপক্ষ ঘটনা শুনে আমাদেরকে বলেন ওই শ্রমিককে পাঠিয়ে দেওয়ার জন্য এবং তিনি তার জায়গায় ডিউটি করবে তাকে আর কেউ চাকরি ছাড়ার জন্য বাধ্য করবেন না,,,
তার কথা আশ্বস্ত হয়ে শ্রমিক এখন সুন্দরভাবে ডিউটি করছে,,
ঘটনাটা বলার একটি কারণ অনেক সময় মালিকের থেকে মালিকের দালালরা/ অনেক বেশি ক্ষমতাবান হয়ে থাকে,,
প্রিয় শ্রমিক ভাই ওবোনারা আপনারা কোন দালালদের কথায় কখনো ঘাবড়ে যাবেন না কঠিন কোনো সিদ্ধান্ত নিবেন না, সমস্যা আছে,,
সমস্যার সমাধানও আছে,,
তাই আপনারা গার্মেন্টস সেক্টরে কখনো কোন প্রবলেমে পড়লে তাৎক্ষণিক আমাদেরকে জানাবেন আমরা সর্বদাই চেষ্টা করব শিল্প শ্রমিক ও দেশের সম্পদ রক্ষা করে একটি সমস্যা সমাধানের জন্য।।
প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে সরাসরি যোগাযোগের জন্য মোবাইল নাম্বার: ০১৯১১০২১০২৫
#ফলোয়ার্স