BORO BHAI

BORO BHAI Creativity is inventing, experimenting, growing, taking risks, breaking rules, making mistakes, and having fun.

 # # #২ শতক জায়গার মধ্যে কত সুন্দর বাড়ি**** আপনার কোন মতামত থাকলে কমেন্টস বক্সে জানাতে পারেন!
07/08/2025

# # #২ শতক জায়গার মধ্যে কত সুন্দর বাড়ি**** আপনার কোন মতামত থাকলে কমেন্টস বক্সে জানাতে পারেন!

 # # #উত্তরা ৪ নং সেক্টর ১৪০০ বর্গ ফুটের ৩য় তালাই  একটি রেডি ফ্ল্যাট বিক্রয়।🎗️ বিল্ডিং - জি+৫🎗️ ফ্ল্যাট সাইজ – ১৪০০ বর্গ...
06/08/2025

# # #উত্তরা ৪ নং সেক্টর ১৪০০ বর্গ ফুটের ৩য় তালাই একটি রেডি ফ্ল্যাট বিক্রয়।
🎗️ বিল্ডিং - জি+৫
🎗️ ফ্ল্যাট সাইজ – ১৪০০ বর্গফুট।
🎗️ বেডরুম – ৩টি।
🎗️ বাথরুম – ৩টি।
🎗️ বারান্দা – ৩টি।
🎗️ ড্রয়িং রুম
🎗️ ডাইনিং রুম
🎗️ ফার্নিশড কিচেন
🎗️ সার্ভিস লিফট - ১টি
🎗️ পার্কিং -১ টি
🎗️ জেনারেটর।
🎗️ টোটাল ল্যান্ড- ৬ কাঠা।
মোবা: 01705093821
01888113855
What'sapp Available

https://www.facebook.com/share/1BpkX1SNTo/******

 # # #বর্তমান ইসিবি চত্বরের দৃশ্য এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাজিক, নাকি ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির ফসল!
06/08/2025

# # #বর্তমান ইসিবি চত্বরের দৃশ্য এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাজিক, নাকি ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির ফসল!

 # # #ছোটখাটো রাজপ্রাসাদ। আপনার স্বপ্নের বাড়িটিতেআধুনিক মডেলের ডিজাইনের কাজগুলোকরার জন্য কমেন্টসে যোগাযোগ করুন!  # # বি...
06/08/2025

# # #ছোটখাটো রাজপ্রাসাদ। আপনার স্বপ্নের বাড়িটিতে
আধুনিক মডেলের ডিজাইনের কাজগুলো
করার জন্য কমেন্টসে যোগাযোগ করুন!
# # বিস্তারিত কমেন্টসে***

 # #জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতার রহস্যজনক কক্সবাজার সফর নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা।       #বিস্তা...
06/08/2025

# #জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতার রহস্যজনক কক্সবাজার সফর নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা।



#বিস্তারিত কমেন্টসে****"

 #ফোনালাপ ফাঁসপালাতে গিয়ে বিমানবন্দরে বাধা পান তাপস, ফোন দেন হাসিনাকে**** #বিস্তারিত কমেন্টসে!
05/08/2025

#ফোনালাপ ফাঁস
পালাতে গিয়ে বিমানবন্দরে বাধা পান তাপস, ফোন দেন হাসিনাকে****

#বিস্তারিত কমেন্টসে!

 # #বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এনসিপি’র কয়েকজন নেতা কক্সবাজার গেছেন বলে কয়েকট...
05/08/2025

# #বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এনসিপি’র কয়েকজন নেতা কক্সবাজার গেছেন বলে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যে খবর ছড়িয়েছে, এটি ‘গুজব’ বলে দাবি করেছেন দলটির মূখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী।

তার দাবি, ‘কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে আসছি।’

তিনি বলেন, ‘হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম। বাট এখানে আইসা দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি এর মধ্যেই এই নিউজ দেখতেছি।’

তিনি বলেন, ‘এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন, এ ধরনের কোনো কিছুই না, মিডিয়া প্রোপাগন্ডা।’!!!
#বিস্তারিত কমেন্টসে!

 # # #আজ বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি গ্যাস বেলুন বিস্ফোরণে আটজন ব্যক্তি দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট...
05/08/2025

# # #আজ বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি গ্যাস বেলুন বিস্ফোরণে আটজন ব্যক্তি দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিভাবে এই বিস্ফোরণ ঘটলো, তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

****

 # # #উপদেষ্টা আসিফের বাবার গ্রেফতার চাইলেন ট্রিপল মার্ডারের শিকার পরিবারউপদেষ্টা আসিফের বাবার গ্রেফতার চাইলেন ট্রিপল মা...
04/08/2025

# # #উপদেষ্টা আসিফের বাবার গ্রেফতার চাইলেন ট্রিপল মার্ডারের শিকার পরিবার

উপদেষ্টা আসিফের বাবার গ্রেফতার চাইলেন ট্রিপল মার্ডারের শিকার পরিবার
উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কুমিল্লার মুরাদনগরের রুমা আক্তার। সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এদাবি জানান।
তিনি জানান, গত ৩ জুলাই উপদেষ্টার বাবার মদদে তার মা ভাই ও বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন তাকেও কুপিয়ে যখম করে। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। মামলা করলেও প্রধান আসামি উপদেষ্টার বাবার নাম বাদ দিয়ে পুলিশ ইচ্ছে মত অধিকাংশ আসামিদের নাম দেয়।

ঘটনার দিন ট্রিপল নাইনে ফোন দিয়েও প্রতিকার পাননি বলেও অভিযোগ করেন রুমা আক্তার। উল্টো পুলিশের উপস্তিতিতে হত্যা নিশ্চিত করা হয়। ঘটনার পর মামলা করা হলেও আসামিদের ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা।

রুমা বলেন, স্থানীয়ভাবেই আমাদের পরিবারের মানুষ বিশেষ করে আমার মা ছিলেন জনপ্রিয়। স্থানীয় ইউপি নির্বাচনে দুই বার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনও করেছিলেন। বিএনপি সমর্থিত হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই সন্ত্রাসীরা আমার মা’কে বিজয়ী হতে দেয়নি। উল্টো জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তখন থেকেই হয়রানি করার জন্য বিভিন্ন মামলাও দিয়ে আসতেছিল। এমনকী মানহানি করার জন্য মাদক এবং চাঁদাবাজির মতো মামলাতেও আমার মায়ের নাম দিয়ে বদনাম করার অপচেষ্টা করে আসছিল। কারণ, নির্বাচিত না হলেও এলাকার মানুষ তাদের যেকোন বিপদ-আপদ এবং বিচার শালিশের জন্য আমার মায়ের কাছেই আসতো, যা তাদের জন্য ছিল বড় ঈর্ষার কারণ।

যেভাবে মব তৈরি করে হত্যা করা হল সেই বর্ননা দিতে গিয়ে রুমা বলেন, হত্যারকান্ডের ঘটনার একদিন আগে মোবাইল চুরির ঘটনা নিয়ে শুরু হট্টগোল। মোবাইল চুরির কারণে একটা ছেলেকে আমাদের গ্রামের রবিউলের বাড়িতে মারধর করা হলে, তার বাবা এসে তাদের কোনভাবেই তার ছেলেকে বাঁচাতে না পেরে আমার মায়ের কাছে এসে সাহায্য চায়। তখন আমার মা সেখানে গিয়ে তাদের বলে, চোরটা যদি মরে যায় তাহলে তো আমরা আসে পাশের সবাই ফেঁসে যাবো। হয় তাকে ছেড়ে দাও, না হয় পুলিশে দাও। এই কথা বলার সাথে সাথেই সেখানে থাকা বাচ্চু মেম্বার, রবি, শরিফ, বাছিদ, রফিক, আবু বক্কর, হারুনরা একযোগে বলে উঠে এই তুই চোরের পক্ষ ধরে আসছিস কেন? তুই নিজেও চোর এই বলে মায়ের উপরও চড়াও হয়। আমার ভাই তা শুনে দৌড়ে যেয়ে আমার মাকে উদ্ধার করে নিয়ে আসে।

এদিকে, সেই চোরকে সেখান থেকে নিয়ে অন্যত্র চলে যায় শরীফের লোকজন। ছেলের খোজ না পেয়ে চোরের বাবা বাঙ্গরা বাজার থানায় অভিযোগ করলে,বাচ্চু মেম্বার, রবিউল এবং শরীফের লোকজন আমার মা’কে সন্দেহ করে যে আমার মা তাকে সহায়তা করেছে। এই অভিযোগে দুই জুলাই রাতে কড়ইবাড়ি গ্রামের তারু মিয়ার বাড়িতে শিমুল বিল্লাহ চেয়ারম্যান, আনু মেম্বার এর উপস্থিতিতে বাচ্চু মেম্বার, রবিউল ও শরিফের আহ্বানে এক গোগন বৈঠক হয়। সেখানে প্রথমে আমার মা’কে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, পরবর্তীতে আমরা বিচারপ্রার্থী হবো এই ভয়ে আমাদেরও শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।

তিনি বলেন, হত্যা ঘটাতে বেশ কিছু টাকা লেনদেন হয় এবং কিছু খুনি ভাড়া করা হয়। হত্যাকান্ড ঘটানোর দ্বায়িত্ব নেয় শরিফ, আনু মেম্বার বাছির, রকি, বাচ্চু মেম্বার, বাবুল, রবিউল, রবিউলের ছেলেরা। মামলার দায়িত্ব উপদেষ্টার বাবার কথা উল্লেখ করে তার পারমিশন আছে জানিয়ে শিমুল চেয়রাম্যান সব দেখার কথা বলেন। আর মিডিয়ার দ্বায়িত্ব নেয় মুক্তিযোদ্ধা জহিরুল, আবু বক্কর, মোস্তফা, বিল্লাল। সারারাত তারা প্রস্তুতি নেয় এবং পরের দিন ৩ জুলাই সকাল ৬ টায় সন্ত্রাসী কায়াদায় ভাড়াটিয়া সন্ত্রাসী ও এলাকার চিহ্নিত এই সন্ত্রাসীদের অংশ গ্রহণের মাধ্যমে এই নিমর্ম হত্যাকান্ড ঘটানো হয়। কি নির্মমভাবে ওরা আমার চোখের সামনেই প্রথমে আমার মা,এরপর আমার ভাই ও বোনকে মেরে ফেলে যা ভাষায় প্রকাশ করতে পারছি না।

রুমাকে ব্যাপকভাবে কোপানো হয় জানিয়ে তিনি বলেন, আমার মাথায় ৭২ টি শেলাই আছে। শরীরের এমন কোন স্থান নেই যেখানে আঘাত করেনি তারা। তারা ভেবেছিল আমি মারা গেছি। আল্লাহ তার অলৌকিক শক্তি দিয়ে হয়তোবা আমাকে বাঁচিয়ে রেখেছেন।
রুমা বলেন, র্যাব কয়েকজন আসামী ধরলেও থেকে পরে আর কোন আসামি ধরা হয়নি। তবে, এই মামলা নিয়ে আমাদের আপত্তি থাকলেও থানা-পুলিশ তাতে কর্ণপাত করছে না। কারণ এই ঘটনায় আমার বোন রিক্তা আক্তারকে বাদী করলেও আসামি সাজিয়েছে পুলিশ নিজেই। তাই প্রধান আসামী হিসেবে বিল্লাল মাস্টারের নাম বাদ দেওয়া হয়েছে।

উপদেষ্টা আসিফের বাবার মদদে এই হত্যাকান্ডে নেতৃত্ব দেওয়া শিমুল চেয়ারম্যানরা এখনো ধোরাছোঁয়ার বাইরে। কিছু আসামির জামিনও হয়েছে। অন্য আসামীরা প্রকাশ্যেই ঘুরছেন এলাকায়। আসিফের বাবার প্রত্যক্ষ মদদে শিমুল চেয়ারম্যান এখনো ধরাছোয়ার বাইরে। আমরা শুনেছি এবং আমাদের বিশ্বাস শিমুল চেয়ারম্যানকে উপদেষ্টা ছেলে আসিফের বাসাতেই লুকিয়ে রেখেছে তার বাবা।

কয়েকটি দাবি নিয়ে সংবাদ সম্মেলন করছেন জানিয়ে তিনি বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। শিমুল চেয়ারম্যান এবং এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ানো আসামীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

তিনি বলেন, মামলার পুনঃবিন্যাস করতে হবে। সেই সময় পরিবারের তিনজনের হত্যাকান্ড এবং বাকীরাও আহত থাকায় আমার বোন রিক্তা আক্তার মামলায় আসামিদের নাম সঠিকভাবে তুলে ধরতে পারেনি এবং মামলার আসামি নির্ধারণ পুলিশ কতৃক হওয়ায় অপরাধীদের অনেকের নামই বাদ পড়েছে, যেগুলো নতুন করে লিপিবদ্ধ করতে হবে। সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অপরাধীদের দ্রুত শাস্তির মুখোমুখি করতে হবে। রুমা বলেন, আজকের পর থেকে আমাদের ওপর আর কোন আঘাত আসলে এর জন্য সব দায় থাকবে উপদেষ্টা আসিফ ও তার বাবা বিল্লাল হোসেনের।

তিনি বলেন, আজকের পরে আমাদের কারো কোন ভিন্ন বক্তব্য সামাজিক মাধ্যম বা কোথাও দেখলে আপনারা ধরে নিবেন, আসিফ মাহমুদের লোকজন জোরপূর্বক আমাদের দিয়ে সেগুলো বলিয়ে মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। যেমন আমাদের সৎ বাবা জুয়েল হাসানকে কয়েকদিন আগে আসিফ মাহমুদের লোকজন তুলে নিয়ে জোরপূর্বক ভিন্ন বক্তব্য দিতে বাধ্য করিয়েছেন।
বাংলাভিশনের সৌজন্যে****

 # # #বাংলাদেশমুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’ এর আত্মপ্রকাশ, ৫ দাবিসমকাল প্রতিবেদক প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫ | ০১:২...
04/08/2025

# # #

বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’ এর আত্মপ্রকাশ, ৫ দাবি



সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫ | ০১:২৩

FacebookXWhatsAppLinkedInTelegramMessengerEmailShare

-অ+

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামের একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। সোমবার সন্ধ্যায় মঞ্চ ৭১-এর সমন্বয়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মুক্তিযোদ্ধাদের পক্ষে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌“মহান মুক্তিযুদ্ধ শুধু ভূখণ্ড, পতাকা বা জাতীয় সংগীতের নাম নয়- এটি বাঙালি জাতির আত্মমর্যাদার প্রতীক। হাজার বছরের স্বপ্ন ও আত্মত্যাগের ফসল। অথচ আজ আমরা গভীর বেদনা ও ক্ষোভ নিয়ে দেখছি, এ ইতিহাস মুছে ফেলার একটি গভীর ষড়যন্ত্র চলছে। আগস্ট অভ্যুত্থানের পর ঘোষিত কথিত ‘জুলাই ঘোষণাপত্র’ এবং বিভিন্ন বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবমাননা ও বিকৃত করার চেষ্টা করা হয়েছে।’’

‘মঞ্চ ৭১’ যে পাঁচ দফা দাবি জানিয়েছে সেগুলো হলো-
১. জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধবিরোধী কোনো বক্তব্য বা ব্যাখ্যা রাখা যাবে না; থাকলে তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হবে।

২. মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা বাদ দিয়ে তথাকথিত নতুন সংবিধান প্রণয়নের যে চেষ্টা চলছে, তা বাঙালি জাতি কখনও মেনে নেবে না।

৩. কোনো রাজনৈতিক দলের ব্যর্থতার দায়ে সকল মুক্তিযোদ্ধাকে দায়ী করা যাবে না।

৪. যারা মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য দিচ্ছে, ইতিহাস বিকৃত করছে, মুক্তিযোদ্ধাদের হেয় করছে- তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা ও বিচার করতে হবে।

৫. ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের অবস্থান স্পষ্টভাবে জানাতে হবে- তারা কী মনে করেন, কী করবেন এবং কী করবেন না।

‘মঞ্চ ৭১’ ঘোষণা দিয়েছে- এই দাবি উপেক্ষা করে যদি কেউ মুক্তিযুদ্ধকে অসম্মান করে, তাহলে তারা দেশবাসীকে সঙ্গে নিয়ে রাজধানী ঢাকায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। প্রয়োজনে ইতিহাস রক্ষার জন্য জীবনবাজি রাখতেও তারা প্রস্তুত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নতুন এই প্ল্যাটফর্মের সমন্বয়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এটি ইতিহাস, স্বাধীনতা এবং শহীদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা।’****

 # # #গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমসহ দু'জনের বিরুদ্ধে সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাৎ...
03/08/2025

# # #গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমসহ দু'জনের বিরুদ্ধে সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া পরস্পর যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিলের মাধ্যমে সরকারি উন্নয়ন তহবিল এবং সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।******

 # #কম খরচে নতুন স্টাইলে তৈরি করুন আপনার স্বপ্নের বাড়ি – সম্পূর্ণ গাইডবর্তমান সময়ে মানুষের স্বপ্নের বাড়ির সংজ্ঞা বদলে...
03/08/2025

# #কম খরচে নতুন স্টাইলে তৈরি করুন আপনার স্বপ্নের বাড়ি – সম্পূর্ণ গাইড

বর্তমান সময়ে মানুষের স্বপ্নের বাড়ির সংজ্ঞা বদলেছে। এখন মানুষ চায় অল্প খরচে আধুনিক সুবিধা ও নান্দনিক ডিজাইনের একটি বাড়ি। তবে বাজেট সীমিত হলেও সঠিক পরিকল্পনা ও নতুন স্টাইলের ডিজাইন বেছে নিলে কম খরচেই দৃষ্টিনন্দন একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করা সম্ভব।

চলুন জেনে নিই কীভাবে আপনি কম খরচে নতুন স্টাইলে নিজের স্বপ্নের বাড়ি নির্মাণ করতে পারবেন।

---

১. নতুন স্টাইল মানে কী?

নতুন স্টাইলে বাড়ি মানে শুধুমাত্র বাহারি ডিজাইন নয়, বরং—

স্মার্ট স্পেস ম্যানেজমেন্ট (অল্প জায়গায় কার্যকরী ঘরবিন্যাস)

সিম্পল অথচ আধুনিক ফ্যাসাড ডিজাইন

লো-কস্ট বিল্ডিং ম্যাটেরিয়াল ব্যবহার

ওপেন কনসেপ্ট লিভিং ও মাল্টি-ফাংশনাল রুম

ছাদ ও ব্যালকনি ইউটিলাইজেশন

---

২. কম খরচে স্বপ্নের বাড়ির প্ল্যান (উদাহরণ)

জমির আকার:

২-৩ কাঠা (৭২০-১২০০ স্কয়ার ফিট)

ঘর-বিভাগ (একতলা বা ডুপ্লেক্স):

২-৩টি বেডরুম

১টি ড্রইংরুম

১টি ডাইনিং-কাম-কিচেন (ওপেন প্ল্যান)

১টি কমন বাথরুম

১টি বারান্দা বা ছোট ব্যালকনি

ছাদে গার্ডেন বা সিটিং এরিয়া (ভবিষ্যতের জন্য)

বৈশিষ্ট্য:

ফ্রন্ট Elevation এ Simple Modern Look (Glass Panel, Wooden Texture Tiles)

Inside False Ceiling বাদ দিয়ে Simple POP বা Whitewash ফিনিশ

বড় বড় জানালা ও কাচের দরজা-জানালায় প্রাকৃতিক আলো-বাতাসের ব্যবস্থা

---

৩. খরচ কমানোর উপায়

Hollow Block বা Concrete Block ব্যবহার করুন: Brickwork-এর তুলনায় ২০-২৫% খরচ কমে।

Prefab Door-Window ব্যবহার করুন: বাজারে প্রস্তুত দরজা-জানালা ব্যবহার করলে কাঠের খরচ কমবে।

লোকালি সোর্সড উপকরণ বেছে নিন: স্থানীয় ইট, বালি, সিমেন্ট ইত্যাদি।

সিম্পল ফিনিশিং & ফ্লোরিং: Luxurious Marble বাদ দিয়ে Budget Tiles বা Concrete Finish রাখুন।

Interior Decoration পরে করুন: প্রথমে কেবল বেসিক ফিনিশিং দিয়ে সম্পূর্ণ করুন, ভবিষ্যতে Interior সাজাতে পারবেন।

---

৪. আনুমানিক নির্মাণ খরচ (বাংলাদেশের প্রেক্ষাপটে)

নির্মাণ খাত আনুমানিক খরচ

ডিজাইন ও প্ল্যানিং ৫০,০০০ - ৭০,০০০ টাকা

কাঠামো নির্মাণ (১০০০-১২০০ স্কয়ার ফিট) ৮-১০ লাখ টাকা

ফিনিশিং (টাইলস, পেইন্ট, দরজা-জানালা) ২-৩ লাখ টাকা

ইলেকট্রিক ও প্লাম্বিং ৫০,০০০ - ৭০,০০০ টাকা

মোট খরচ ১১-১৩ লাখ টাকা

(খরচ এলাকার ও উপকরণের গুণগত মান অনুযায়ী কমবেশি হতে পারে)

---

৫. আধুনিক স্টাইলের কিছু নতুন আইডিয়া (Low-Cost)

ওপেন ফ্লোর প্ল্যান (Living-Dining-Kitchen)

Glass Sliding Door & Large Windows

Roof Garden বা Sitting Space

Minimalist Front Elevation (Grey-White-Texture Tone)

মডার্ন ডিজাইনের লাইট ফিক্সচার ও Simple False Ceiling

---

৬. কম খরচে আধুনিক বাড়ির সুবিধা

বাজেটের মধ্যে স্টাইলিশ ডিজাইন।

সহজে রক্ষণাবেক্ষণযোগ্য (Maintenance কম)।

ভবিষ্যতে সম্প্রসারণ বা পরিবর্তনের সুযোগ।

পরিবারের জন্য সুন্দর ও সাশ্রয়ী আবাসন সমাধান।

---

৭. গুরুত্বপূর্ণ পরামর্শ

1. নিজে সুপারভাইজ করুন বা বিশ্বস্ত কন্ট্রাক্টর নির্বাচন করুন।

2. নকশায় Functionality ও Space Optimization-এ গুরুত্ব দিন।

3. অপ্রয়োজনীয় ফিচার বাদ দিয়ে কার্যকর ডিজাইন বেছে নিন।

4. সঠিক বাজেটিং করে প্রতিটি ধাপে খরচ কন্ট্রোল করুন।

5. স্থানীয় স্থপতি বা ডিজাইনারের পরামর্শ নিয়ে কাজ শুরু করুন।

---

উপসংহার:

কম খরচে নতুন স্টাইলে স্বপ্নের বাড়ি নির্মাণ করা এখন একেবারেই বাস্তব। আপনার বাজেট যদি সীমিতও হয়, তবুও সঠিক পরিকল্পনা ও কৌশলের মাধ্যমে ১১-১৩ লাখ টাকায় আধুনিক ও দৃষ্টিনন্দন একটি বাড়ি নির্মাণ করা সম্ভব। বড় খরচ নয়, স্মার্ট আইডিয়াই আপনার স্বপ্নের বাড়িকে বাস্তবে পরিণত করবে।******

Address

House 13
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when BORO BHAI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share