Azi Ro.

Azi Ro. "একটা ছেলে যদি তোমাকে"
পছন্দ করে তবে তার ফিলিংস নিয়ে ভাবো "
"নিজেকে নায়িকা ভেবো না 🥀

05/08/2025
আজ ৫'ই আগস্ট!! ফ্যাসিস্ট মুক্ত একবছর! 🇧🇩🇧🇩
05/08/2025

আজ ৫'ই আগস্ট!!
ফ্যাসিস্ট মুক্ত একবছর! 🇧🇩🇧🇩

সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা পালন করা হবে। তাই দিবসটিকে কেন্দ্র করে সেদিন সা...
03/08/2025

সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা পালন করা হবে। তাই দিবসটিকে কেন্দ্র করে সেদিন সাধারণ ছুটি থাকবে।
এ ছাড়া ৫ আগস্টের ছুটির দুদিন পর অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি তো থাকছেই। এরমধ্যে বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ আগামী ৬ ও ৭ আগস্ট যদি ছুটি ম্যানেজ করা যায় তাহলেই টানা পাঁচ দিনের ছুটি মিলতে পারে।

আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারী যিনি করেছেন ডা: জাহাঙ্গীর কবির স্যার এশিয়া না শুধু, পৃথিবীর ওয়ান অফ...
03/08/2025

আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারী যিনি করেছেন ডা: জাহাঙ্গীর কবির স্যার এশিয়া না শুধু, পৃথিবীর ওয়ান অফ দা বেস্ট কার্ডিয়াক সার্জন।

গতকাল ইউটিউবে ওনার একটা সাক্ষাৎকার দেখছিলাম ২০২৩ সালের। তখন পর্যন্ত প্রায় ২৮হাজার কার্ডিয়াক সার্জারী ওনি পারফর্ম করে ফেলেছিলেন। সংখ্যাটা একবার ইমাজিন করেন জাস্ট।

চ্যাটজিপিটিতে সার্চ করলাম। পাশ্ববর্তী দেশ ভারতের ডা. দেবি শেঠির সম্ভবত ১৫হাজার অপারেশন করার অভিজ্ঞতা আছে।

ডা. দেবি শেঠি পাশের দেশে হিরোদের মতো সম্মান পায়,কয়েকশো ডকুমেন্টারি তৈরী হয়েছে উনাকে নিয়ে।

আমাদের হিরোকে আমরা কয়জন চিনি? কতোটা গ্লোরিফাই করি তার এবং তার টিমের এই অর্জন??

অথচ প্রতিবছর ডা. দেবি শেঠির মূলা ঝুলিয়ে দেশ থেকে চলে যাচ্ছে হাজার হাজার ডলার। বাংলাদেশের রোগীদের কেন্দ্র করে ইন্ডিয়ায় গড়ে উঠেছে বিশাল বানিজ্য। এই বানিজ্য যাতে পূর্ন বহাল থাকে তার জন্য ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা,বাংলাদেশের ইন্ডিয়ার পা চাটা সরকার আর দেশের হলুদ সাংবাদিকরা আমাদের জাহাঙ্গীর স্যারের মতো হিরোকে গ্লোরিফাই করে না। করলেই তো ভারতের মার্কেট লস।

আমিরে জামায়াতকে ডাক্তার সমাজের পক্ষ থেকে ধন্যবাদ যে আমাদের দেশের চিকিৎসকদের উপর ভরসা রেখেছেন। পাশাপাশি অদূর ভবিষ্যতে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি,সচিবসহ সকলের জন্য চিকিৎসার নামে বিদেশের বিলাসিতার পথটা কঠিনই করে তুললেন। ওনার এই কাজকে আমার আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদের মতো লেগেছে। হার্ট অপারেশন করানোর জন্য মাহাথির বিদেশ যান নাই। নিজ দেশেই হার্ট সেন্টার প্রতিষ্ঠা করে সেখানে অপারেশন করেছেন।

মোঃ আব্দুল আহাদ ভাই আমাদের সাথে দীর্ঘদিন এক সঙ্গে ছিলেন। নারায়ণগঞ্জ থেকে  নিজ জেলা পাবনায়  আপনার নতুন কর্মস্থল জায়গায় গি...
02/08/2025

মোঃ আব্দুল আহাদ ভাই আমাদের সাথে দীর্ঘদিন এক সঙ্গে ছিলেন। নারায়ণগঞ্জ থেকে নিজ জেলা পাবনায় আপনার নতুন কর্মস্থল জায়গায় গিয়ে সুস্থ, সুন্দর ভাবে আগমীর দিনগুলো কাটুক। সুখ ও স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ হোক আপনার আগামীর প্রতিটি মুহূর্ত।

আন্তর্জাতিক চাপের পরিপ্রেক্ষিতে গা'জা'য় বিভিন্ন মানবাধিকার সংস্থার ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ই'স'রা'ই'ল।
27/07/2025

আন্তর্জাতিক চাপের পরিপ্রেক্ষিতে গা'জা'য় বিভিন্ন মানবাধিকার সংস্থার ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ই'স'রা'ই'ল।

27/07/2025

ভয়াবহ দুর্ভিক্ষ চলছে গাজায়,ইয়া আল্লাহ,ইয়া দুনিয়া মালিক!ইয়া কাবার মালিক তুমি তাদের উপর রহম করো!!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azi Ro. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azi Ro.:

Share