The story of Maa & Rayaan

The story of Maa & Rayaan " ছোট্ট রায়ানের বড় হয়ে উঠার গল্প,মায়ের চোখে " 😇

27/07/2025

আজকাল কমপিটিশন এর যুগে মা বাবা রাও পিছিয়ে নেই৷

নিজের বাচ্চাকে আরেকজনের বাচ্চার সাথে কম্পেয়ার করতেই হবে৷ অমুকের বাচ্চা ৬ মাসে কথা বলতে পারে নিজের বাচ্চা না পারলেও বলবে আমার বাচ্চাও পারে৷ অথচ তার বাচ্চা ব ও উচ্চারণ করতে পারেনা৷ কিন্তু মানুষের কাছে বলতে ত হবে কারন তার বাচ্চার ও একই বয়সী !
তমুকের বাচ্চা বসতে পারে,দাড়াতে পারে। সে বলবে আমার বাচ্চাও পারে।
ভাই এইসবে কি লাভ?
আপনার বাচ্চা আর অমুকের বাচ্চা একরকম হবে এটা কোনো খাতায় লিখিত নেই।
উনার বাচ্চা পারে বলে আপনার বাচ্চার ও পারতে হবে বা মিথ্যা বলে আপনার উপরে থাকতে হবে এইসব ছাগলামি ছাড়া কিছুই না।
বাচ্চাকে নিজের মতো বড় হতে দেন সাথে আপনার বিবেককে !

শুধু মাত্র মায়েরাই বুঝবে,বাকি দের চোখে লাগবে মেয়ে টার চুল নেই,চুল কম,ঘর ময়লা সহ নানা রকম জিনিস !!!    #নতুনমা    #মায়েরজ...
22/06/2025

শুধু মাত্র মায়েরাই বুঝবে,বাকি দের চোখে লাগবে মেয়ে টার চুল নেই,চুল কম,ঘর ময়লা সহ নানা রকম জিনিস !!!

#নতুনমা #মায়েরজার্নি #মা_ও_সন্তান #মা_হওয়া

"এই ছবিতেই লুকানো রয়েছে পৃথিবীর সব সুখ!"20/01/2025 🫶
19/06/2025

"এই ছবিতেই লুকানো রয়েছে পৃথিবীর সব সুখ!"

20/01/2025 🫶

আমার বেস্টফ্রেন্ড 🫶সেই যেদিন জানতে পারলাম আমার ভিতরে কেউ বড় হচ্ছে সেইদিন থেকেই আমি একজন মা ! তার সমস্ত দায়িত্ব আমার !  ন...
18/06/2025

আমার বেস্টফ্রেন্ড 🫶

সেই যেদিন জানতে পারলাম আমার ভিতরে কেউ বড় হচ্ছে সেইদিন থেকেই আমি একজন মা ! তার সমস্ত দায়িত্ব আমার ! নিজে যেই জিনিস টা খেতে অপছন্দ করতাম তার জন্য সেটাও খাওয়া হয় ! সে যেনো এক অদ্ভুত অনুভূতি !
তার জন্য কত রাত ঘুমাতে না পারা,পেট ব্যাথা,মাথা ব্যাথা,শরীর ব্যাথা,মানসিক ডিপ্রেশন। কত রাত একা একা কান্না করা ! একটা মানুষ ও তখন মানসিক অবস্থার কথা বুঝতো না ! আসলে বুইঝাতে ইচ্ছাই করতো না ! সবার কাছে সব সহজ মনে হতো ! যার যায় সেই বুঝে ব্যাপার টা এমন ! এই অসহায়ত্ব দুর্দিনেও কত মানুষের কত রকম রুপ দেখতে হয়েছে ! বিচার শুধু আল্লাহর কাছে জমা। মানুষের কাছে বিচার চেয়ে লাভ আছে? কার কাছে চাইবেন? বিচারক একমাত্র আল্লাহ ! এইসময়ে কষ্ট পেলে সারাজীবন নাকি মনে থাকে ! আসলেই তাই 😅 আজ ও তাদের চেহারা দেখলেই মন পরে সেই সময়ে তাদের ব্যবহার !!
যাক, বিচারের সময় এক চুল ও ছাড় পাবে না তারা 😊

যেদিন আমার ছোট্ট জান টা দুনিয়ায় এলো 😇 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ! আল্লাহ ছোট্ট একটা লাঠি পাঠিয়েছেন মায়ের ! মা যখন কষ্টে কাউকে পাবে না তখন এই লাঠি টা উঠে দাঁড়াবে মায়ের হাত ধরে ! সারাজীবন মায়ের সাথে থাকবে ! এই ছোট্ট মানুষ টাকে ঘিরে সারাদিন রাত পার হয়ে যায়৷ ৭ স্তরের কাটা পেট নিয়ে ১ম দিন থেকে নিজে তাকে খাওয়ানো,পরানো ! দিন যায় ব্যাথা বাড়ে,বাচ্চাটার দায়িত্ব ও বাড়ে৷ রাতের পর রাত এই সেলাই এর ব্যাথা,পিঠ ব্যাথা,শরীর ব্যাথা নিয়ে কোলে নিয়ে বসে থাকা,ফিডিং করানো কে জানে এই কথা? সকাল হলেই সবার আদর,খেলা এইসবে দিন গেলোও রাতের স্ট্রাগল টা একাই করতে হয় কারণ মা ত আমিই ! বাকিরা মেহমান !

এইভাবেই সময় যাচ্ছে ! ১ মাস,২ মাস,৩ মাস......

একা হাতেই রাতের পর রাত পার হচ্ছে ঘুম হীন,ব্যাথায় জর্জরিত শরীর,মানসিক অশান্তি,পোস্টপার্টম ডিপ্রেশন নিয়ে !

যেহেতু সব কিছু মায়েরই ফেইস করতে হয় অধিকার খাটানোর সময় কেনো বাকি রা আগে আসে? আপনার কাছে এই জবাব না থাকলেও আমার কাছে এই অধিকারের কোনো ভিক্তি নেই !! কষ্ট আমি করবো সারা টা দিন রাত আপনি আসবে বাচ্চা কে ১০ মিনিট আদর দেখিয়ে অধিকার খাটাতে? সেটা অন্য কোথাও পারলেও আমার কাছে না !
পেটে আসা থেকে বুকে আনা পর্যন্ত আমি যে কষ্ট সহ্য করেছি আর করছি সেটার জন্য এই বাচ্চার প্রত্যেক টা গুরুত্বপূর্ণ ডিসিশন থেকে শুরু করে, কার কাছে যাবে,যাবে না এইসব কিছুও আমিই ডিসাইড করবো !!
বাচ্চা আমার,পুতুল খেলা আপনার জন্য,আমার জন্য না !!

এই ছোট্ট জান টা কে আমি এমন ভাবে বড় করবো যেনো ভবিষ্যতে কোনোদিন তার জন্য তার মা,ওয়াইফ বা কোনো মেয়ে মানুষ কষ্ট না পায়। তাই তাকে আমি এমন কোনো সিচুয়েশনে রাখবো না যেখানে সে নেগেটিভ কিছু শিখবে 😇

এটা আমার ছোট্ট বেস্ট ফ্রেন্ড ! যে ঘুম থেকে উঠা শুরু করে, ঘুমানো পর্যন্ত আমার সাথে মিশে থাকতে পছন্দ করে !! 😇

17/05/2024

কলমি শাকের সহজ বাগাড় | ৫ মিনিটের রান্না |

কলমি শাক খাওয়ার উপকারিতা
লিভার ভালো রাখে লিভার ভালো রাখতে কলমি শাক বেশ কার্যকরী। ...
হার্ট ভালো রাখে কলমি শাকে প্রচুর বিটা ক্যারোটিন। ...
ক্যান্সার থেকে দূরে রাখে ক্যান্সারের মতো মরণঘাতি রোগকে দূরে রাখতেও কাজ করে কলমি শাক। ...
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ...
দৃষ্টিশক্তি বাড়াতে কাজ করে.

একনজরে পুরান_ঢাকার বিখ্যাত খাবার এর নাম ও দোকানের তালিকা।"পুরান ঢাকার" বিখ্যাত খাবার এর  নাম শুনলে জিভে জল আসবেই। কত পদে...
31/01/2024

একনজরে পুরান_ঢাকার বিখ্যাত খাবার এর নাম ও দোকানের তালিকা।

"পুরান ঢাকার" বিখ্যাত খাবার এর নাম শুনলে জিভে জল আসবেই। কত পদের যে সুস্বাদু খাবার, কত যে বাহারি নাম! সেই স্বাদ নিতে নানা জায়গা থেকে ভোজনপ্রেমীরা ভিড় জমান পুরান ঢাকার খাবারের হোটেলগুলোতে। এই সুনাম অবশ্য অল্পদিনের নয়। দীর্ঘ ৪০০ বছরের অধিক সময় ধরে ঐতিহ্যবাহী পুরান ঢাকা মানেই সেরা আর বিখ্যাত খাবারের সমারোহ। ছোট -বড় সবার কাছে অত্যন্ত মুখরোচক এসব খবার। সকালের নাস্তা হোক বা দুপুরের লাঞ্চ , বিকালের নাস্তা অথবা রাতের ডিনার সবকিছুতেই এসব খাবারের জুড়ি মেলা ভাড়। সেইসব বিখ্যাত আর মুখরোচক খাবারের হোটেলগুলোর ঠিকানাগুলো একসাথে আপনাদের জন্য তুলে ধরা হলো।

১. হোটেল আল-রাজ্জাক এর কাচ্চি, গ্লাসি, মোরগ পোলাও।
২. লালবাগ রয়্যাল এর কাচ্চি, জাফরান-বাদামের শরবত, চিকেন টিক্কা আর সেরা লাবান, কাশ্মীরী নান।
৩. নবাবপুর রোডে হোটেল স্টার এর খাসির লেগ রোস্ট , চিংড়ি ,ফালুদা।
৪. নবাবপুর আরজু হোটেল এর মোরগ পোলাও, নাশতা আর কাচ্চি।
৫. নারিন্দার ঝুনু বিরিয়ানি পুরান ঢাকার বিখ্যাত খাবার
৬. পুরান ঢাকার নাজিরা বাজারের হাজীর বিরিয়ানি।
৭. নাজিমুদ্দিন রোডের হোটেল নিরবের অনেক ধরনের ভর্তা।
৮. নাজিরা বাজারের হাজি বিরিয়ানি এর উল্টা দিকের হানিফের বিরিয়ানি।
৯. বংশালের শমসের আলীর ভূনা খিচুড়ি, কাটারী পোলাও।
১০. নাজিরা বাজার মোড়ে বিসমিল্লার বটি কাবাব আর গুরদার।
১১. বেচারাম দেউরীতে অবস্থিত নান্না বিরিয়ানি এর মোরগ-পোলাও।
১২. ঠাঁটারীবাজার স্টার এর কাচ্চি বিরিয়ানি, লেগ রোস্ট আর ফালুদা।
১৩. ঠাঁটারী বাজারের গ্রিন সুইটস এর আমিত্তি, জিলাপি।
১৪.পুরান ঢাকার রায় সাহেব বাজারের গলিতে মাখন মিয়ার পোলাও।
১৫. সুত্রাপুর বাজারের রহিম মিয়ার খাসির বিরিয়ানি।
১৬.পুরান ঢাকার গেন্ডারিয়ার রহমানিয়া এর কাবাব।
১৭. কলতাবাজারের নাসির হোটেলের বিখ্যাত গরুর মাংস আর পরাটা ।
১৮. ভিক্টোরিয়া পার্কের সুলতান ভাইয়ের চা ।
১৯. দয়াগঞ্জের সিটি বিরিয়ানি ও কাচ্চি ।
২০.পুরান ঢাকার নারিন্দার সফর বিরিয়ানি ।
২১. আরমানিটোলা তারা মসজিদের পাশে জুম্মন মামার চটপটি ।
২২. সিদ্দিক বাজারের মাজাহার সুইটস ।
২৩. সূত্রাপুর ডালপট্টির বুদ্ধুর পুরি পুরান ঢাকার বিখ্যাত খাবার।
২৪. আবুল হাসনাত রোড এর কলকাতা কাচ্চি ঘর ।
২৫. রায় সাহেব বাজারের বিউটি লাচ্ছি আর চকবাজারের নুরানী শরবত।
২৬.পুরান ঢাকার গেন্ডারিয়ার সোনা মিয়ার দই।
২৭. লালবাগ মোড় এর মীরা মিয়ার চিকেন ফ্রাই আর গরুর শিক।
২৮. লালবাগ চৌরাস্তার খেতাপুরি।
২৯. গেন্ডারিয়ার আল্লার দান বিরিয়ানি আর রহমান এর কাবাব
৩০. নাজিরা বাজারের ডালরুটি ।
৩১. গেন্ডারিয়া ভাটিখানার হাসেম বাঙ্গালির ডালপুরি ।
৩২. রায়সাহেব বাজারের আল ইসলামের মোরগ পোলাও, চিকেন টিক্কা।
৩৩. বাংলাবাজারের বিখ্যাত কাফে কর্নার এর কাকলেট ও চপ।
৩৪. বাংলাবাজারের বিখ্যাত চৌরঙ্গী হোটেলের পরাটা, ডাল ।
৩৫. রায়সাহেব বাজারে কাফে ইউসুফের নান ও চিকেন টিক্কা ।
৩৬. নবাব পুরের মরণ চাঁদ মিষ্টির দোকানের ভাজি-পরোটা, মিষ্টি ও টক দই ।
৩৭. লক্ষীবাজার এর মাসহুর সুইটমিট এর লুচি, ভাজি আর ডাল।
৩৮. লালবাগের পাক-পাঞ্জাতন এর মজার তেহারি ।
৩৯. দয়াগঞ্জ এর ঢাকা কাবাব ।
৪০.পুরান ঢাকার ওয়াইজ ঘাটের নানা রেঁস্তোরা ।
৪১. শাখারী বাজারের অমূল্য সুইটস এর পরোটা-ভাজি ।
৪২. তাতিবাজারের কাশ্মীর এর কাচ্চি।
৪৩. নারিন্দায় সৌরভ এর মাঠা আর ছানা ।
৪৪. আবুল হাসনাত রোডের কলকাতা কাচ্চি ঘর।
৪৫. আবুল হাসনাত রোডের দয়াল সুইটস এর মিষ্টি।
৪৬. নারিন্দায় অবস্থিত রাসেল হোটেলের নাশতা ।
৪৭. ঠাটারী বাজারের বটতলার কাবাব ।
৪৮. টিপু সুলতান রোডে অবস্থিত হোটেল খান এর টাকি মাছের পুরি।
৪৯. লক্ষীবাজার পাতলাখান লেনের লুচি-ভাজি ।
৫০. বেচারাম দেউড়িতে হাজী ইমাম এর বিরিয়ানি ।
৫১. লালবাগের ভাটের মসজিদের কাবাব বন
৫২. হোসনী দালান রোডে রাতের বেলার পরটা আর কলিজা ভাজি
৫৩. চানখারপুলের মামুন হোটেলে’র স্পেশাল কাচ্চি
৫৪. রায় সাহেব বাজারের গলিতে মাখন মিয়ার বিরিয়ানি।
৫৫. মারুফ বিরিয়ানি হাজারিবাগ বাজার।
৫৬. গেন্ডারির কিছুক্ষণ রেস্তোরাঁ মোগলাই পরোটা, কাটলেট, কর্ন স্যুপ।
৫৭. গেন্ডারিয়ার বুদ্ধর বিরিয়ানি।
৫৮. ঐতিহ্যবাহী মানিক চানের পোলাও দিগু বাবু লেন মিটফোর্ড রোড।
৫৯. সোনামিয়া মিষ্টান্ন ভান্ডারের দই গেন্ডারিয়া।
৬০. দিল্লির সুইটমিট এর সন্দেশ, পরোটা ও টকভাজি টিপু সুলতান রোড।
৬১. নারিন্দা মহান চাঁদের লুচি,হালুয়া, সবজির লাবরা, কাঁচা ছানা।
৬২. ঠাটারী বাজার এর গ্রীন সুইটের পরোটা আলুর ঘাটি।
৬৩. টিকাটুলীর ইত্তেফাকের মোড় দেশবন্ধুর পরোটা ভাজি সুজি আর চমচম

কোনো কিছু বাদ পড়ে গেলে আপনি সেটা কমেন্ট করে জানাতে পারেন।

ধন্যবাদ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The story of Maa & Rayaan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share