নীলাঞ্জনা

নীলাঞ্জনা - তুমি আমার আগলে রাখা ‘
বুকের ভিতর এক শুদ্ধতম মায়া!💙🦋 Deepツ゚ is a page dedicated to video sharing and content creation.

The page is managed by a team of skilled content creators who specialize in producing engaging and entertaining videos across various genres. From comedy sketches and parodies to music covers and dance performances, Deepツ゚ strives to offer a diverse range of content to its followers. One of the key focuses of the page is to create content that is relatable to its audience. By drawing from real-lif

e situations and experiences, the videos aim to strike a chord with viewers and leave a lasting impression. The page is committed to creating content that is not only entertaining but also thought-provoking and meaningful. In addition to creating original videos, Deepツ゚ also shares curated content from other creators that aligns with its values and vision. This helps to foster a sense of community among followers and promotes collaboration among content creators. The page also actively engages with its followers through comments, polls, and live streams. This allows for direct feedback from the audience and helps to shape the direction of future content. This page is dedicated to providing a positive and inclusive space for its followers and actively works to create content that reflects these values. Overall, Deepツ゚ is a vibrant and dynamic page that offers a wide range of engaging and entertaining content. With a commitment to inclusivity and community, it is a page that seeks to entertain, inspire, and connect with its followers.

04/08/2025

লাইফের যে পর্যায়ে গেলে প্রকৃতি দেখে মন ভালো হয়,মানুষের সঙ্গ ভালো লাগে না,সেই পর্যায়ে আছি!
🙂

01/08/2025

দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ এক ছিটে ফোটাও কারো জন্য করবেনা,আর যারা করে তাদের মানুষ স্বার্থ পর্যন্তই ব্যবহার করে,মন থেকে ভালো আর বাসে না,আমরা প্রতিনিয়ত এমন সম্পর্ক নিজের সংসারে, নিজের পরিবারে,মা-বাবা, ভাই-বোনের সাথে কিংবা বন্ধুদের সাথে অথবা সামাজিক বন্ধুদের সাথে চালিয়ে যাচ্ছি। যেখানে আমি জানি,আমি একটু তার সুবিধার বাইরে গেলেই তার বা তাদের আসল চেহারা বেরিয়ে আসবে। হয়তো সেই আসল চেহারা দেখবার মতো যথেষ্ট মনের শক্তি অনেকের নেই। তাই তারা "আমি ভালো তো জগৎ ভালো" বলে নিজেকে বুঝিয়ে একটা আস্ত জীবন কম্প্রোমাইজ এবং চাপা দীর্ঘশ্বাস নিয়ে কাটিয়ে দেয়।একটা পুরো জীবনে কিছু মানুষ কিছু মানুষ কে উপকারী প্রাণি হিসেবে ব্যবহার করে আর কিছু মানুষ নিজেকে এভাবেই নিংড়ে শেষ করে দিয়ে তবু শান্তি খোঁজে,শান্তি বজায় রাখার কি দারুণ একপাক্ষিক মর্মান্তিক এবং বাণিজ্যিক সমঝোতা।

01/08/2025

বন্ধুরা— সবাই মিলে একসাথে ঘুরতে যাবো, ভাবতে ভাবতে বন্ধুরাই হারিয়ে যায়। কখনো টাকা থাকে না, কখনো সময়
থাকে না,তারপর একসময় বন্ধুরাও আর থাকে না । যে যার মতো দূরে চলে যায়, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পরে, দেখা হয় না, কথা হয় না, যোগাযোগ আসে। জীবন তো এমনই, তাই না?

31/07/2025

কথা বলার ক্ষেত্রে আমি খুবই চুপচাপ একটা মানুষ।আমি প্রয়োজনের বেশি কথা বলিনা।এমন না যে আমার মধ্যে অহংকার আছে বা মিশতে না পারার অক্ষমতা।এমনিই কথা কম বলি।তবে; তবে আমি যেখানে কমফোর্টেবল অনুভব করি সেখানে অগণিত কথা বলি।যেকোনো বিষয়ে কথা বলি,ফ্লার্ট করি, রোস্ট করি,আবার মাঝেমাঝে মন খারাপ নিয়েও হয়ে যায় অনেক কথা।কিন্তু ওই কমফোর্টেবল জায়গায় ও যদি একবার নিজেকে গুরুত্বহীন হিসেবে দেখে ফেলি।যতদ্রুত সম্ভব আমি সেখান থেকে নিজেকে গুটিয়ে নেই।আমি এমনই, এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই।

31/07/2025

"ক্ষুদ্র জীবনটাতে সবচেয়ে বেশি দেখেছি, মানুষের সাথে মানুষের বিশুদ্ধ হিপোক্রিসি। মানুষ অন্যের সাথে যে আচরণ করাকে দিব্যি স্বাভাবিক মনে করে, ঐ একই আচরণ তার সাথে কেউ করে বসলে সে স্রষ্টার দুয়ারে কড়া নেড়ে বিচার চেয়ে বসে৷

দিনশেষে বিচার না পেয়ে মানুষ বলে বসে, পৃথিবীটা আনফেয়ার।

হ্যাঁ, পৃথিবীটা আনফেয়ারই। সৃষ্টির শুরু থেকেই পৃথিবীটা ভীষণ আনফেয়ারই ছিলো। কিন্তু আমরা দেখেও না দেখার ভান করে গেছি ঠিক ততক্ষণ, যতক্ষণ না পৃথিবী আমাদের বিরুদ্ধে যায়।

পৃথিবীটা আনফেয়ারই। স্বার্থপর মানুষদের পৃথিবী অমনই হয়।"

31/07/2025

জীবনে এমন কিছু মানুষ আসে, যারা দুই পাশে খেলতে ভালোবাসে একদিকে একরকম, আরেকদিকে আবার উল্টো আচরণ। আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, বুঝবেন এরা আসলে কোনো পক্ষের না, এরা শুধু সুবিধার পক্ষে। এরা চায় সবাই তাকে পছন্দ করুক, সবাই তাকে গ্রহণ করুক। কিন্তু এদের মধ্যে কোনো নীতি নেই, কোনো স্পষ্টতা নেই। এমন মানুষকে চিনতে সময় লাগে, কারণ এরা আসে বন্ধু রূপে, কলিগ রূপে, কাছের মানুষ রূপে।

এমন অনেক মানুষকে খুব কাছ থেকে দেখেছি, যারা একজন সম্পর্কে পেছনে ভয়ংকর সব কথা বলে, তাকে ছোট করে, অপমান করে অথচ, সেই একই মানুষকে সামনে দেখলে মনে হয় যেন তারা আত্মার আত্মীয় চোখে চোখ রেখে হাসছে, খোঁজ নিচ্ছে, যত্ন নিচ্ছে, একজন এজনের বাসায় যাচ্ছে, সে এক দেখার মত দৃষ‍্য! এটা নাকি সৌজন্যতা! Formalities!

আসলে এটা আসল ভদ্রতা নয়, এটা ভ%% ণ্ডামি। সবাই আপনাকে পছন্দ করবে না, আপনিও লবাইকে পছন্দ করবেন না, এটা স্বাভাবিক এবং গ্রহণযোগ্য। ভদ্রতা মানে হলো সম্মানজনক একটা সম্পর্ক বজায় রাখা। না খুব বেশি, না খুব কম। কিন্তু যখন কেউ আপনার সামনে মিষ্টি কথাবার্তা বলে, আর পেছনে তার উল্টো কিছু বলে, তখন সেটা খুব ভয়ংকর!

ভদ্রতা শেখা ভালো, কিন্তু তার আগে তো আমার মনে হয় দরকার সততা শেখা। ভদ্রতা তখনই অর্থবহ, যখন তা আসে অন্তর থেকে, আন্তরিকতা থেকে। আপনি কাউকে সামনে ভালোবাসা, শ্রদ্ধা বা কৃতজ্ঞতার অভিনয় দেখিয়ে পেছনে যদি তাকে ছোট করেন, অপমান করেন, তাহলে আপনি শুধু তাকে না, নিজেকেও ছোট করছেন।একটা ব‍্যক্তিত্ববান মানুষ কখনো এমন করতে পারে না।

Choose your circle wisely as true friends bring peace, not drama. Surround yourself with honesty and loyalty, and distance from those who play both sides. Your peace is your greatest treasure, save it.

31/07/2025

সব সময় মনে রাখবেন, সে বা তারা আপনার পিছনে কথা বলবে, গসিপ করবে, আপনার নামে দুটো মিথ‍্যা কথা বলবে আপনার থেকে যে নিচে, যে আপনাকে নিয়ে জেলাস বা আপনার মত হতে চায় পারে না। কারণ সে জানে, চাইলেও আপনার জায়গায় পৌঁছাতে পারবে না। তাই সে আপনার নামের পাশে নিজের নাম রাখার একমাত্র উপায় মনে করে, আপনাকে নিয়ে গসিপ করে।

যারা আপনার সমপর্যায়ে থাকে, তারা ব্যস্ত নিজেদের উন্নয়নে। আর যারা আপনার উপরে আছে, তাদের সময়ই নাই আপনাকে নিয়ে আলোচনা করার। কিন্তু নিচে যারা পড়ে থাকে, তারাই সময় পায় আপনার প্রতিটি কাজ, কথাবার্তা, পোশাক, লাইফস্টাইল নিয়ে বিশ্লেষণ করতে। কারণ তারা জানে, তাদের পরিচয় নেই, তাই আপনার নাম ধরে আলোচনাতেই তারা একটু attention পাবে।

 Let them bark, it’s what they do when they can’t bite. People beneath you will always make the most noise, not because they matter, but because your presence reminds them of everything they’re not. Keep walking with grace, your silence hurts louder than their screams.

31/07/2025

মৃত্যুই সুন্দর,মৃত্যুই মন কাড়ে'
মৃত্যুতেই মায়া বাড়ে.!❤️‍🩹

31/07/2025

দু:খ প্রকাশ করতেও একটা বিশ্বস্ত জায়গা লাগে,
সবাইকে তো আর বলা যায় না,যে আমি ভালো নেই!🌸

31/07/2025

একটা সময় ছিল, যখন কেউ কিছু বললেই সঙ্গে সঙ্গে উত্তর দিতে মন চাইত। তর্কে জিততে চাওয়া, নিজের পয়েন্টটা প্রমাণ করতে চাওয়ার একরকম জেদ ছিল।সবার কাছে ভালো হওয়া, নিজেকে প্রমান করার একটা তাগিদ ছিল।
অল্পতেই আবেগে ভেসে যেতাম…
কারো বিশ্বাসভঙ্গ? মানে চোখে পানি, রাতে ঘুম নেই, মনে অজস্র প্রশ্ন কেন? আমি তো খারাপ কিছু করিনি।

কি ছেলেমানুষি করে জীবনের মূল্যবান সময়গুলো অপচয় করেছি।

কিন্তু এখন?
কাউকে নিয়ে আর অবাক হই না।
মানুষ কেমন হতে পারে, সেটা এখন জানি। আমার এক্সপেক্টেশন এখন শূন্য।আমি বিন্দুমাত্র কোন expectation রাখি না কারো থেকে এখন।
যদি কেউ ভালো ব্যবহার করে ভালো।
না করলেও তাতে কিছু আসে যায় না।
তাই আমি যাই করি এখন, মন থেকে। লোক দেখানো ভালো হতে এখন কেন যেন আর ইচ্ছা করে না, এনার্জিটাই নাই।

আর তর্ক, যুক্তি, রাগ - এসব এখন শুধু সীমিত কিছু মানুষের সঙ্গে হয়, যাদের আমার জীবনে এতটুকু value আছে, যাদের সঙ্গে সম্পর্কটা ভাঙলে সত্যিই কিছু হারানোর মতো হয়।
যদিও সার্কেলটা সময়ের ব‍্যবধানে একেবারেই নগন‍্য এখন।

এক ধরনের নির্লিপ্ততাই হয়তো ম্যাচুরিটি।
এখানে expectations কম, reaction কম, কম Interaction. কে কী বলল, কে কী করল ,সেসব নিয়ে আর মন ভার হয় না।
এখন মনে হয়, সব সম্পর্ক ধরে রাখতে হয় না, সব কষ্ট মনে রেখে বাঁচা যায় না, আর সব প্রশ্নের উত্তর খোঁজারও দরকার নেই।

In the end, it’s not about proving a point anymore.
It’s about protecting my peace, choosing my battles wisely, and knowing that not everything deserves my energy.
Growth is quiet. Maturity is calm.
Where peace becomes more important than attention.

Sajia Tonny

31/07/2025

মেয়ে সন্তানকে কখনো কোনো কিছু চাইলে,‘না' শব্দ টা বলবেন না।হতে পারে বিয়ের পর তার সারাজীবন ‘না' শুনেই কাটাতে হবে।মেয়ে সন্তানকে কখনো খাবার যা চায়,তা খেতে নিষেধ করবেন না।হতে পারে বিয়ের পর তার স্বামী,তার পছন্দের খাবার সবসময় নয় খাওয়াতে পারে।মেয়ে সন্তানকে কখনো অবহেলা করবেন না।হতে পারে,বিয়ের পর সে অবহেলা ছাড়া কিছুই পাবে না।মেয়ে সন্তানকে কখনো অপেক্ষা করাবেন না।একটা সময় পর তার অপেক্ষা করতে হবে অনেক বেশি।মেয়ে সন্তানকে দুনিয়ার সব সুখ দেয়ার চেষ্টা করবেন।বিশ্বাস করুন,আপনার মত করে অন্য পুরুষ তাকে ততটা মাথায় তুলে না-ও রাখতে পারে,হয়তো সবকিছুর খেয়াল সবসময় রাখবে না।সব মেয়েদের কপালে সবসময় ভালো স্বামী জুটে না।তাই যতদিন আপনার কাছে থাকে, ততদিন আপনি তাকে সবকিছু দিয়ে পরিপূর্ণ করে রাখার চেষ্টা করবেন।🌸

31/07/2025

প্রকৃত ভালোবাসা গুলো এমনই হয়!💙

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when নীলাঞ্জনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নীলাঞ্জনা:

Share