sapla

sapla movie, funny video, gaming video,

07/06/2024
অসুস্থ মনের নিকট বাক্য বলে আমি তা অপচয় করতে চাই না। যারা এক সাগর তৃষ্ণা নিয়ে অপেক্ষমান, শুধু তাদের জন্যই আমার কথামালা।-...
04/03/2024

অসুস্থ মনের নিকট বাক্য বলে আমি তা অপচয় করতে চাই না। যারা এক সাগর তৃষ্ণা নিয়ে অপেক্ষমান, শুধু তাদের জন্যই আমার কথামালা।

-মাওলানা জালালুদ্দিন রুমি (রহঃ)

আমরা মিলাদ উদযাপন ছেড়ে দিয়েছি। অতপর একে-একে ছাড়লাম শবে বরাত, শবে মেরাজ, আশুরা, ফাতেহা ই ইয়াজদাহুম। সব ছেড়ে আমরা যখন সহিহ...
26/02/2024

আমরা মিলাদ উদযাপন ছেড়ে দিয়েছি। অতপর একে-একে ছাড়লাম শবে বরাত, শবে মেরাজ, আশুরা, ফাতেহা ই ইয়াজদাহুম।
সব ছেড়ে আমরা যখন সহিহ সেজে বসলাম-

তখন চোখ ফিরিয়ে দেখি নিজ আঙ্গিনায় পালন হচ্ছে ভ্যালেন্টাইন্স , ইস্টার ফ্রাইডে, হ্যাপি নিউ ইয়ার।

আমরা আজ ঈদের দিন অলস হয়ে ঘুমাই আর পহেলা বৈশাখে সারা দুপুর রোদে পুড়ে বেহায়াপনা করি। আফসোস! আমাদের দৈন্যতার প্রতি,
আফসোস! আমাদের উদাসীনতার প্রতি।
আল্লাহ আমাদের মধ্যে আবার ইসলামের সোনালী অতীত আর নফল আমলের উৎসব ফিরিয়ে আনুন।

পরবর্তী প্রজন্ম যেনো উৎসব আর সংস্কৃতির দৈন্যতার ফলে ঈমানহারা না হয়ে যায়। দ্বীনের ইসলামের মধ্যে যেনো বেদ্বীনের সংস্কৃতি প্রবেশ না করে।

আশলেই কথা গুলো কলিজায় লাগে।

Paste

"আমি ঈশ্বরকে বললামঃ আমি তোমাকে জানার আগে মরবো না; ঈশ্বর উওর দিলেন! "যে আমাকে জানে সে কখনো মরে না।"—জালালুদ্দিন রুমি (রহ....
20/02/2024

"আমি ঈশ্বরকে বললামঃ আমি তোমাকে জানার আগে মরবো না; ঈশ্বর উওর দিলেন! "যে আমাকে জানে সে কখনো মরে না।"

—জালালুদ্দিন রুমি (রহ.)

"যা কিছু হারিয়েছো তার জন্য দুঃখ করো না। তুমি তা আবার ফিরে পাবে, আরেকভাবে, আরেক রূপে।" সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। 🌹🌹 প্রাণ...
19/02/2024

"যা কিছু হারিয়েছো তার জন্য দুঃখ করো না। তুমি তা আবার ফিরে পাবে, আরেকভাবে, আরেক রূপে।"
সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।

🌹🌹 প্রাণ প্রিয় অবিভাবক 🌹🌹

18/02/2024

অসুস্থ মনের নিকট বাক্য বলে আমি তা অপচয় করতে চাই না। যারা এক সাগর তৃষ্ণা নিয়ে অপেক্ষমান, শুধু তাদের জন্যই আমার কথামালা।

-মাওলানা জালালুদ্দিন রুমি (রহঃ)

আমরা যেন নিশ্চিত হয়েই আছি, আমি বুড়ো বয়সটা পাবোই পাবো।অথচ বাসার পাশে কবরস্থানে কত শত যুবক-যুবতীর লাশ দাফন করা আছে.!🫠🫠
17/02/2024

আমরা যেন নিশ্চিত হয়েই আছি, আমি বুড়ো বয়সটা পাবোই পাবো।

অথচ বাসার পাশে কবরস্থানে কত শত যুবক-যুবতীর লাশ দাফন করা আছে.!🫠🫠

16/02/2024

আবেগের বশে করা ভুলগুলো জীবনে বহুদিন পর্যন্ত ভোগায়..!

15/02/2024

সবসময় মনে রাখবেন,

আমাদের ইচ্ছের থেকে আল্লাহর সিদ্ধান্ত সর্বোত্তম।

14/02/2024

সত্যির মধ্যে শক্তি থাকলেও, সত্যি বলার শক্তি সবার থাকে না।🫠

“সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা কর...
29/01/2024

“সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে।"

"যা কখনো তোমার হবার নয়, এমন কিছু কামনা করাই তোমার সকল দুঃখ-কষ্টের কারণ। কামনা-বাসনা তাগ করো, তাহলে আর কষ্টও পাবে না।—জাল...
26/01/2024

"যা কখনো তোমার হবার নয়, এমন কিছু কামনা করাই তোমার সকল দুঃখ-কষ্টের কারণ। কামনা-বাসনা তাগ করো, তাহলে আর কষ্টও পাবে না।

—জালালুদ্দিন রুমি (রহ.)

Address

Dhaka
2001

Website

Alerts

Be the first to know and let us send you an email when sapla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to sapla:

Share