17/03/2024
ভদ্রলোকের নাম মোরশেদ আলম (৪৫)। তার বাসায় চাল, তেল শেষ। একটা মুরগিও নিতে হবে। তাই ঢাকার নাজিরাবাজারে গেলেন সদাই করতে। দোকানদার পোলট্রি মুরগির কেজি চাইলো ২৩০ টাকা। তিনি বললেন, গত সপ্তাহেও তো ২০০ টাকা ছিল। দাম কমিয়ে রাখুন। দোকানদার বললো, ‘দাম প্রতিদিনই বাড়ে। কমাতে পারবো না। আরও দু-এক দোকান দেখেন একই দাম।’ তখন মোরশেদ বললাম, ‘আচ্ছা ঠিক আছে এক কেজির একটা মুরগি দাও’। তখন দোকানদার বললো, ‘এক কেজির কোনো মুরগি নেই। সব দেড় কেজির ওপরে।’ মোরশেদ বললেন, ‘ভাই, একটু দেখেন এক কেজি পাওয়া যায় কি না।’ দোকানদার দুই-তিনটা মেপে তাকে বললো, ‘এক কেজি ৪০০ গ্রাম আছে।’ মোরশেদ তখন বলেন, তাহলে থাক। দোকানদার তখন বলে উঠলো, ‘একটা মুরগি কেনার মুরদ নাই, শার্ট-প্যান্ট পরে ভাব দেখাইতে আইছে।’
-----------
(ঘটনাটি আজ প্রকাশিত একটি নিউজ থেকে উদ্ধৃত, ছবিটি পুরোনো)
-----------
বাজারে নিত্যপণ্যের দামে নাভিশ্বাসের সঙ্গে মধ্যবিত্তের কপালে জুটছে এমনই অপমান-কটূকথা। এই অপমান-অপদস্থ হওয়ার পরম্পরা চলতে থাকবে, এটা সবকিছুতে আমাদের চুপ থাকার জরিমানাই হয়তো।
লেখা: সংগ্রহ