Rong-Tamasa

Rong-Tamasa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rong-Tamasa, Video Creator, Dhaka.

❤️
09/05/2025

❤️

09/01/2025

❤️

"মিছিলেও প্রেম হোক ভেঙে যাক মোহতুমি সাজো ব্যারিকেডআমি বিদ্রোহ"।©️ Imtiaz Ifty
16/07/2024

"মিছিলেও প্রেম হোক
ভেঙে যাক মোহ
তুমি সাজো ব্যারিকেড
আমি বিদ্রোহ"।

©️ Imtiaz Ifty

বেশ কয়েক বছর আগেও ভারতের মিডিয়ায় কান পাতলে শোনা যেতো রোহিত কোহলির সম্পর্কে ফাটল ধরেছে। ড্রেসিং রুমে তাদের দুইজনের কারণে ...
29/06/2024

বেশ কয়েক বছর আগেও ভারতের মিডিয়ায় কান পাতলে শোনা যেতো রোহিত কোহলির সম্পর্কে ফাটল ধরেছে। ড্রেসিং রুমে তাদের দুইজনের কারণে প্লেয়াররা গ্রুপিংয়ে জড়িয়ে পড়েছে।

কিন্ত দিনশেষে তারা দুইজন দেশকে ভালোবেসেছেন, ক্রিকেটটাকে ভালোবেসেছেন।

খুব বেশিদিন আগের কথা না, ২০২২ টি২০ বিশ্বকাপেও রোহিত ফ্লপ ছিলো। ১৯ এভারেজ এবং ১০৬ স্ট্রাইক রেটে মাত্র ১১৬ রান করেছিলো। অন্যদিকে কোহলি ২২ বিশ্বকাপের হাইয়েস্ট রান স্কোরার ছিলো।
তখন কোহলিকে দেখতাম প্রেস কনফারেন্সে এসে রোহিতকে ডিফেন্ড করতো।

দুই বছর পর যখন কোহলি অফ ফর্মে তখন রোহিত প্রেস কনফারেন্সে এসে বিরাটকে ডিফেন্ড করে। গতকাল ও কোহলিকে ডিফেন্ড করে বলেছে সে ফাইনালের জন্য সবকিছু জমিয়ে রেখেছে।

রোহিত আর কোহলির এই সম্পর্কে দেখে আমি অবাক হই। যতটা অবাক হই তার থেকেও বেশি তাদের এই সম্পর্ক আমাকে মুগ্ধ করে। দেশপ্রেম মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে আনে, নিজেদের এক হতে সাহায্য করে।

অন্যদিকে আমাদের দেশ সেরা ওপেনার আর বিশ্বসেরা অল রাউন্ডার বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ড্রামা করে। একজন বিশ্বকাপের জন্য দল দেশ ছাড়ার পর ফেসবুকে এসে বলে আমাকে ভুলে যাইয়েন না আরেকজন দেশ ছাড়ার আগে গণমাধ্যমে এসে সতীর্থকে অপমান করে ইন্টারভিউ দেয়।

রোহিত কোহলির মতো সত্যিকারের দেশপ্রেম কিংবা দলের প্রতি দায়িত্ববোধ থাকলে আজকে আমরাও দেখতাম তারা দেশের জন্য এক হয়ে লড়াই করছেন।

দিনশেষে রোহিত কোহলিরা দেশের জন্য খেলে, দেশের ভক্ত সমর্থকদের জন্য খেলে। আর আমাদের প্লেয়াররা পারসোনাল গ্লোরির জন্য খেলে।

যেই দেশ কিংবা দেশের জনগণ তাদেরকে উপরে উঠিয়েছে তাদের ইমোশনকে দুই পয়সার দাম ও দেয় না এরা। এদের কাছে দেশের হয়ে এক সাথে যুদ্ধ করার থেকে নিজেদের ইগোর লড়াইয়ে জয়ী হওয়া বেশি সম্মানের।

নলন্দা বিশ্ববিদ্যালয়ের নবযাত্রা!!আজ পুনরায় চালু হলো সহস্রাধিক বছরের প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়। পৃথিবীর সবচেয়ে প্রাচী...
19/06/2024

নলন্দা বিশ্ববিদ্যালয়ের নবযাত্রা!!

আজ পুনরায় চালু হলো সহস্রাধিক বছরের প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়। পৃথিবীর সবচেয়ে প্রাচীন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ছিলো এই নালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে একটা পূর্ণাঙ্গ লাইব্রেরি ও ছাত্রাবাসসহ ২০,০০০ শিক্ষার্থীর পাঠদানের ব্যবস্থা ছিলো। চতুর্থ শতকে (৪৩০ খ্রিস্টাব্দ) প্রতিষ্ঠিত হওয়া এই বিশ্ববিদ্যালয়টি ১১৯২ সালে তুর্কী লুটেরাদের আক্রমণে সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং পাঠাগারে সংরক্ষিত প্রায় ৯০,০০০ পুথি পুড়ে যায়।

ধ্বংস হয়ে যাওয়ার প্রায় ৮৩২ বছর পর বিশ্ববিদ্যালয়টি আবার পুনরায় চালু করা হলো। আশাকরি পুনস্থাপিত এই বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই ভারতীয়রা জ্ঞানবিজ্ঞানে আবারও বিশ্বগুরু হবে।

প্রচলিত আছে একাদশ শতকে (১০৮৮ খ্রিস্টাব্দ) প্রতিষ্ঠিত হওয়া ইটালির "University of Bologna" পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়, কিন্তু তারও প্রায় ৭০০ বছর তথা ৪৩০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম ইতিহাস থেকে মুছে গিয়েছিল।

ফটোতেই কেপশন🙂
27/05/2024

ফটোতেই কেপশন🙂

কিছুক্ষণ আগে খুব দামাদামি করলাম এই বাড়িটি নাকি বিক্রি হবে ৩৬ কোটি তে। আমি দামাদামি করতে করতে ৩৪ কোটি পর্যন্ত গেলাম।  মাল...
27/05/2024

কিছুক্ষণ আগে খুব দামাদামি করলাম

এই বাড়িটি নাকি বিক্রি হবে ৩৬ কোটি তে। আমি দামাদামি করতে করতে ৩৪ কোটি পর্যন্ত গেলাম। মালিক দিল না বলল ভাই পরে আফসোস করবেন এমন একটা বাড়ি মাত্র ২ কোটির জন্য নিলেন না। আমি মালিককে বললাম ভাই আপনিও আফসোস করবেন এমন লক্ষি কাষ্টমার হারাইছেন ৩৪ কোটি পাইতেন তাও ক্যাশ। বলে কল কেটে দিলাম।

এদিকে ক্রেডিট কার্ডের ২ হাজার টাকা দিতে পারছি না বলে অফিস থেকে বারবার ফোন করছে আমি ভয়ে ফোন ধরি না কই থেকে দিব ২ হাজার টাকা। কিছুক্ষণ পর ওই বাসার মালিক টানা ফোন দিয়েই যাচ্ছে মনে হয় ৩৪ কোটিতেই উনি রাজি। কিন্তু এইবার আমি আর ফোন ধরলাম না। এদিকে ওনি ফোন করেই যাচ্ছে করুক গে আমার কি😒 আমি আছি আমার ২ হাজার টাকা দেওয়ার চিন্তায় বেডা আছে ৩৪ কোটি টাকার চিন্তায়। যাক ভালোই হলো টেনশন আমি একা করব কেন ওনার সাথেও শেয়ার করলাম এইবার ফোন বন্ধ করে দিয়ে দুজনেই আরামে চিন্তা করি😴

©️

ভাই জীবনের প্রথম এমন নোটিশ দেখলাম 🥴
26/05/2024

ভাই জীবনের প্রথম এমন নোটিশ দেখলাম 🥴

23/05/2024

লর্ড শান্ত 🐸

খাবেন আপনি বিল দিবো আমি👀🐸
23/05/2024

খাবেন আপনি বিল দিবো আমি👀🐸

21/05/2024

মেনসন করো

ভারতীয় ক্রিকেটের সব থেকে বড় লজ্জাজনক এবং ধিক্কারজনক ঘটনা। BCCI এর আগে কখনো এতটা কলঙ্কিত হয়নি যতটা এখন হয়েছে। ক্যাপ্ট...
20/05/2024

ভারতীয় ক্রিকেটের সব থেকে বড় লজ্জাজনক এবং ধিক্কারজনক ঘটনা। BCCI এর আগে কখনো এতটা কলঙ্কিত হয়নি যতটা এখন হয়েছে। ক্যাপ্টেন রোহিত শর্মার হাত-পা বেঁধে তাকে অসহায় করে দেওয়া হয়েছে।
তার প্রধান কারণ হলো হার্দিক পান্ডিয়া, বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে এই বিষয়টা জলের মতো পরিষ্কার যে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এবং অজিত আগারকার কোনোভাবেই হার্দিককে ভারতের বিশ্বকাপ দলে নিতে চান নি। উপরমহলের চাপে তারা হার্দিককে নিতে বাধ্য হতে হয়েছে।
হার্দিক ভারতীয় দলে কতটা জরুরী বা জরুরি নয়, সেটা বড় কথা নয়, এই মুহূর্তে সব থেকে বড় যেটা ব্যাপার ক্যাপ্টেন রোহিত শর্মা মনে করেছেন হার্দিকের বর্তমান ফর্ম অনুযায়ী ভারতীয় দলে তাকে তিনি নিতে চান না, এবং শুধু ভারতীয় ক্রিকেট নয় বিশ্বের সমস্ত দলে সেই দলের ক্যাপ্টেন শেষ সিদ্ধান্ত নেন কোন একটা ক্রিকেটারকে দলে নেওয়া বা বাদ দেওয়ার ক্ষেত্রে।
কিন্তু হার্দিককে ভারতীয় দলে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে উপর মহলের দ্বারা। অসহায়ের মত রোহিত শর্মাকে সেটা মেনে নিতে বাধ্য হতে হয়েছে। হার্দিক এমন একজন প্লেয়ার যাকে এই মুহূর্তে ভারতীয় দলের কেও পছন্দ করে না, তার মুম্বাই ইন্ডিয়ান্স এর কোন প্লেয়ার থাকে পছন্দ করে না, সে প্র্যাকটিসে নামলে বাকি প্লেয়াররা উঠে চলে আসে।
যার সাথে বাকি ক্রিকেটারদের এরকম সম্পর্ক সেই ক্রিকেটার ভারতীয় দলের মধ্যেও যে একটা খারাপ পরিবেশ তৈরি করবে সেই নিয়ে কোন সন্দেহ নেই। তার সত্ত্বেও উপরমহল তাকে চাপিয়ে দিল ভারতীয় দলের উপরে। শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য এই উপরমহল ভারতীয় দলের একটা বিশাল বড় ক্ষতি করে গেলেন।
অসহায়ের মতো উপরমহলের এই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হলেন ভারত ক্যাপ্টেন রোহিত শর্মা এবং সিলেক্টর অজিত আগারকার।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rong-Tamasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category