Defence info Bangladesh

Defence info Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Defence info Bangladesh, Media/News Company, Dhaka.

শুধুমাত্র ভালো ফাইটার জেট থাকলেই হয় না,সেটা ভালো ভাবে অপারেট করাও লাগে, সে সাথে অভিজ্ঞ,দক্ষ পাইলটের প্রয়োজন হয়। গতকাল ভা...
08/05/2025

শুধুমাত্র ভালো ফাইটার জেট থাকলেই হয় না,সেটা ভালো ভাবে অপারেট করাও লাগে, সে সাথে অভিজ্ঞ,দক্ষ পাইলটের প্রয়োজন হয়। গতকাল ভারতের মোট পাঁচ'টি ফাইটার জেট ক্রাস তারই প্রমাণ।

💚 হার না মানা এক মায়ের গল্প🫡মরহুম মেজর মুস্তাফিজ আজ থেকে ঠিক ২১ বছর আগে ২৪ ডিসেম্বর, ২০০৩ তারিখে জাতিসংঘ শান্তিরক্ষা মিশ...
04/12/2024

💚 হার না মানা এক মায়ের গল্প🫡

মরহুম মেজর মুস্তাফিজ আজ থেকে ঠিক ২১ বছর আগে ২৪ ডিসেম্বর, ২০০৩ তারিখে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বেনিনে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় শহীদ হন। তখন তিনি রেখে যান দুই অবুঝ ছেলে সন্তান ৩ বছর বয়সী ফাহমিদ মাহিম এবং ২ বছরের ফারদিন নাভিদ কে। শুরু হয় সিংগেল মাদার এর হার না মানা যুদ্ধ। একাই বাচ্চা দুটোকে বড় করে, লেখাপড়া করিয়ে ২০১৪ সালে ফাহমিদ এবং ২০১৫ সালে নাভিদকে রংপুর ক্যাডেট কলেজে ভর্তি করতে সমর্থ হন। এইচএসসি পাশ করে দুই ভাই একের পর এক আইএসএসবি কোয়ালিফাই করে সেনাবাহিনীতে যোগদান করেন। মিলিটারি একাডেমির শত বাধা বিপত্তি অতিক্রম করে ফাহমিদ ৬ জুন, ২০২৪ তারিখে ৮৬ তম বিএমএ লং কোর্সে এবং আজ ৩ ডিসেম্বর, ২০২৪ তারিখে নাভিদ ৮৭ তম বিএমএ লং কোর্সে কমিশনপ্রাপ্ত হয়ে তাদের মা ও সামরিক অফিসার মরহুম বাবার স্বপ্নপূরণ করেছে।
মা এবং সন্তানদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা।

©DaureDaure

বান্দরবানের রুমা উপজেলায় কেএনএ'র গোপন আস্তানায় সেনাবাহিনীর বিশেষ অভিযানঢাকা, ২৪ নভেম্বর ২০২৪ (রবিবার): আজ (২৪ নভেম্বর ২০...
25/11/2024

বান্দরবানের রুমা উপজেলায় কেএনএ'র গোপন আস্তানায় সেনাবাহিনীর বিশেষ অভিযান

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৪ (রবিবার): আজ (২৪ নভেম্বর ২০২৪) বান্দরবানের রুমা উপজেলার দুর্গম কুত্তাঝিরি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ অভিযান পরিচালনার সময় কেএনএ'র একটি গোপন আস্তানার সন্ধান পেয়ে তল্লাশি অভিযান শুরু করলে সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণ করে। এতে করে কেএনএ'র সশস্ত্র সন্ত্রাসী ও সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় ০৩ জন কেএনএ সন্ত্রাসী ঘটনাস্থলে নিহত হয় এবং কয়েক জন সন্ত্রাসী গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত স্থানে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী কেএনএ সন্ত্রাসীদের ব্যবহৃত ০১ টি চাইনিজ রাইফেল, ২টি একনলা বন্দুক, বিপুল পরিমাণ গোলাবারুদ, ইউনিফর্ম, বেতারযন্ত্র, ল্যাপটপ, মোবাইল ফোন ও ঔষধসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করে। পালিয়ে যাওয়া কেএনএ সন্ত্রাসীদের সন্ধানে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে।

🇧🇩⚔️বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫⚔️🇧🇩⚔️এমওডিসি সৈনিক পদে যোগ দিন⚔️♻️ভর্তির যোগ্যতা♻️📛 বয়স: ১৬ই মার্চ ২০২৫ এর ...
09/11/2024

🇧🇩⚔️বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫⚔️🇧🇩
⚔️এমওডিসি সৈনিক পদে যোগ দিন⚔️
♻️ভর্তির যোগ্যতা♻️
📛 বয়স: ১৬ই মার্চ ২০২৫ এর মধ্যে ১৭ বছর থেকে ২৫ বছর হতে হবে।
♻️আবেদন শুরু: ২৫ নভেম্বর ২০২৪
♻️আবেদনের শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০২৪
📛প্রার্থীঃশুধু পুরুষ
📛শিক্ষাগত যোগ্যতা -এসএসসি/সমমান পরিক্ষায় জিপিএ ২.০০ পেয়ে উওীর্ণ
📛জাতীয়তাঃবাংলাদেশি(পুরুষ নাগরিক)
♻️শারীরিক যোগ্যতা (নূন্যতম)♻️
📛উচ্চতা-১.৬৮ মিটার(৫ ফুট ৬ ইঞ্চি)
📛ওজন-৪৯.৯০ কেজি(১১০ পাউন্ড)
📛বুক-৩০"-৩২"
📛দৃষ্টিশক্তি- ৬/৬
বিদ্রঃ এ সারকুলারে তিনটি ট্রেডে আবেদনের সুযোগ রয়েছে।

"বল বীর বল উন্নত ম-ম শীর" 🤍
24/09/2024

"বল বীর বল উন্নত ম-ম শীর" 🤍

"দেশের জন্য সর্বদা নিবেদিত""বাংলাদেশ সেনাবাহিনী ⚔️💚
30/08/2024

"দেশের জন্য সর্বদা নিবেদিত"
"বাংলাদেশ সেনাবাহিনী ⚔️💚

তুমুল সংঘর্ষে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৪ জন সদস্য বাংলাদেশের ভূখণ্ডে এসে বিজিবির ক্যাম্পে আশ্রয় নিয়েছে। হামলার...
04/02/2024

তুমুল সংঘর্ষে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৪ জন সদস্য বাংলাদেশের ভূখণ্ডে এসে বিজিবির ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

হামলার মুখে টিকতে না পেরে সেখান থেকে মিয়ানমারেbর সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ১৪ জন সদস্য বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বর্ডার অবজারভেশন পোস্টে আশ্রয় নেন।

এছাড়া বান্দরবানের তমরু সীমান্ত সংঘর্ষে মায়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত। উপজেলা প্রশাসন ও বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের অনুপ্রবেশ যাতে না ঘটতে পারে, সে বিষয়ে তারা সতর্ক অবস্থায় রয়েছে।

©️Defers

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর কাছে ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যের আত্মসমর্পণ....পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী সংগঠন UPDF ...
28/01/2024

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর কাছে ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যের আত্মসমর্পণ....

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী সংগঠন UPDF এর একজন সশস্ত্র সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এসময়ে তার কাছে একটি চায়নিজ Type-56 এসল্ট রাইফেল ও ২০০ রাউন্ড গুলি ছিলো।

সেনাবাহিনীর ১০ বীর এর কাছে জ্যোতি চাকমা নামক উক্ত সদস্য আত্মসমর্পণ করে এবং অস্ত্র জমা দেয়।

ক্রেডিট: DTB

দুইটা টা কথা মনে রাখবেন"এক- ভারত কখনো বাংলাদেশের বন্ধু না" দুই- প্রথম কথা'টা কখনো ভূলবেন না।
26/01/2024

দুইটা টা কথা মনে রাখবেন"
এক- ভারত কখনো বাংলাদেশের বন্ধু না"
দুই- প্রথম কথা'টা কখনো ভূলবেন না।

কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে একটি সশস্ত্র মিলিশিয়া বাহিনীর আক্রমণ প্রতিহত করে। সেখানকার হাসপাতাল এবং সে...
11/08/2023

কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে একটি সশস্ত্র মিলিশিয়া বাহিনীর আক্রমণ প্রতিহত করে।

সেখানকার হাসপাতাল এবং সেখানে থাকা রোগীদের সুরক্ষা প্রধান করে ও চিকিৎসা প্রধান করে। সেই সাথে সেখানকার বেসামরিক লোকজনকে নিরাপত্তা প্রদান করে। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের যে কোন কার্যক্রম আজ অবধি সফলতার সাথে এবং মানবিকতার সাথে পালন করে আসছে।

বান্দরবানের দুর্গম বিক্কিছড়া এলাকায় ৫ দিন ধরে পানিবন্দি এক ছাত্রাবাসের ৬০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। মোবাইল ন...
10/08/2023

বান্দরবানের দুর্গম বিক্কিছড়া এলাকায় ৫ দিন ধরে পানিবন্দি এক ছাত্রাবাসের ৬০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। মোবাইল নেটওয়ার্ক না থাকায় ওই ছাত্রাবাস থেকে বাইরে যোগাযোগ করে তাদের উদ্ধারের বার্তা প্রেরন করা এতদিন সম্ভব হয়নি। ফলে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছিল শিক্ষার্থীরা।

গতকাল সেনাবাহিনী এই তথ্য পাওয়ার পর একটি উদ্ধারকারী দল প্রেরণ করে। এ সময় সেনাসদস্যরা কখনো পায়ে হেঁটে বুক সমান পানি ডিঙ্গিয়ে কখনো নৌকায় চড়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছাত্রাবাসটিতে পৌঁছে।

"বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো এবং ইউএস স্পেশাল ফোর্সের গতবছরের যৌথ মহড়ার খন্ড চিত্র।
04/08/2023

"বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো এবং ইউএস স্পেশাল ফোর্সের গতবছরের যৌথ মহড়ার খন্ড চিত্র।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Defence info Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share