Ibadat - ইবাদাত

Ibadat - ইবাদাত আসুন ইসলামের পথে চলি ইসলামের কথা বলি। ওমা তাওফিকি ইল্লাহ বিল্লাহ।
(2)

01/11/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Abdul Aziz Aziz, Aklima Akther

25/09/2025

হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য একটি পরীক্ষিত দোয়া হলো: 'আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউজুবিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।' এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা, দুর্বলতা ও অলসতা, কাপুরুষতা ও কৃপণতা এবং ঋণের বোঝা ও মানুষের দ্বারা প্রবল হওয়া থেকে আশ্রয় চাই।

★★আরও কিছু আমল:

★তাওয়াক্কুল: আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখা।

★কোরআন তেলাওয়াত: কোরআন তেলাওয়াত করা এবং এর অর্থ বুঝার চেষ্টা করা।

★নামাজ: নামাজে মনোযোগী হওয়া এবং এর মাধ্যমে সাহায্য প্রার্থনা করা।

★তওবা ও ইস্তিগফার: বেশি বেশি তওবা করা ও ইস্তিগফার পড়া।

★দরুদ ও দোয়ায়ে ইউনুস: দরুদ শরীফ পাঠ করা এবং দোয়ায়ে ইউনুস পড়া।

★সৎকর্ম ও ভালো কাজে লিপ্ত থাকা: নিজের পছন্দের কাজে ব্যস্ত থাকা ও ভালো আচরণ করা হতাশা কাটাতে সাহায্য করে।

এই দোয়া ও আমলগুলোর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হতাশা থেকে মুক্তি লাভের একটি পরীক্ষিত উপায়।

23/09/2025

اللَّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ [وَعَافِنِيْ] وَارْزُقْنِيْ

উচ্চারণ : ‘আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়াআফিনি, ওয়ারযুক্বনি।’

অর্থ : ‘হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমাকে সার্বিক নিরাপত্তা ও সুস্থতা দান করুন এবং আমাকে রিযিক দান করুন।’ (মুসলিম)

21/09/2025

ইসলাম ধর্মে, 'দোয়া' হলো আল্লাহ তায়ালার কাছে সরাসরি প্রার্থনা, মিনতি বা আবেদন জানানো, যা একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত হয়। এটি আরবি শব্দ 'দুয়া' থেকে এসেছে, যার অর্থ 'আহবান করা' বা 'ডাকা'। মুসলমানরা বিভিন্ন প্রয়োজন ও কৃতজ্ঞতা প্রকাশে এবং বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহকে ডেকে দোয়া করে থাকে।

★★দোয়ার গুরুত্ব:

ইবাদতের সারাংশ:
নবী মুহাম্মদ (সাঃ) বলেছেন, "দোয়া ইবাদতের সারাংশ," অর্থাৎ এটি একটি স্বতন্ত্র ইবাদত।

মনের প্রশান্তি:
দোয়া মুমিনের হৃদয়ের প্রশান্তি আনে এবং এটি জীবনের একটি শক্তিশালী অস্ত্র।

আল্লাহর নির্দেশ:
পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বান্দাকে দোয়া করার নির্দেশ দিয়েছেন।

★★দোয়ার কিছু সাধারণ উদাহরণ:

ঘুমানোর দোয়া:
'আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া' (হে আল্লাহ! আপনার নামে আমি শয়ন করছি এবং আপনারই অনুগ্রহে পুনরায় জাগ্রত হবো)।

সকালের দোয়া:
'আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম' (বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি)।

সর্বশ্রেষ্ঠ দোয়া:
পবিত্র কোরআনে বর্ণিত 'রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, ওয়াফিল আখিরাতি হাসানা, ওয়াকিনা আজাবান্নার' (হে আমার প্রভু! আমাকে দুনিয়াতে কল্যাণ দান কর, আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও) হলো সর্বশ্রেষ্ঠ দোয়া।

কীভাবে দোয়া করলে কবুল হয়:
একনিষ্ঠভাবে এবং পবিত্রতা অর্জন করে দোয়া করতে হবে।
দোয়ার শুরুতে ও শেষে আল্লাহর প্রশংসা করতে হবে এবং দরুদ পড়তে হবে।

দোয়া কবুলের জন্য নির্দিষ্ট সময় এবং কেবলামুখী হয়ে দোয়া করা উচিত।

তড়িঘড়ি না করে ধৈর্য ধরে দোয়া করতে হবে।

20/09/2025

সকালে যে আমল করলে সারাদিন ভালো কাটবে

শাদ্দাদ বিন আওস (রা.) নবী (সা.) থেকে বর্ণনা করেন যে, সাইয়্যেদুল ইস্তিগফার (শ্রেষ্ঠ ইস্তিগফার) হলো-

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلاَّ أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنوبَ إِلاَّ أَنْتَ

উচ্চারণ: আল্লা-হুম্মা আনতা রাব্বি লা ইলা-হা ইল্লা আনতা খলাক্বতানি ওয়া আনা ‘আব্দুকা, ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু। আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু, আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী। ফাগফির লি, ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা।

অর্থ: হে আল্লাহ! আপনি আমার রব্ব, আপনি ছাড়া সত্য কোন উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির ওপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমাকে যে নেয়ামত দিয়েছেন আমি তা স্বীকার করছি এবং আমার অপরাধও স্বীকার করছি। অতএব, আপনি আমাকে মাফ করে দিন। নিশ্চয় আপনি ছাড়া পাপরাশি ক্ষমা করার কেউ নেই।

18/09/2025

যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। -(বুখারি: ৬০১৮)

সুরা ইখলাস
14/09/2025

সুরা ইখলাস

14/09/2025

১০ টি গুরুত্বপূর্ণ হাদিস ⤵️
১) যার অন্তরে একটি বীজ পরিমাণও অহংকার আছে, সে বেহেশতে যাবে না। (মুসলিম)

২) যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে সে বেহেশতে যাবে না। (বুখারী, মুসলিম)

৩) আল্লাহর নামে, আল্লাহর সাহায্যে এবং আল্লাহ রাসূলের ধর্মের ওপর অগ্রসর হও। (আবু দাউদ)

৪) বিশ্বাস করে তোমার নিকট আমানত রাখে তাকে তা দিয়ে দাও এবং তোমার সঙ্গে যে বিশ্বাস ভঙ্গ করে তার সঙ্গেও বিশ্বাস ভঙ্গ করো না। ( তিরিমিজী)

৫) যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করে , মানুষ থেকে তাকে রক্ষা করার জন্য আল্লাহই যথেষ্ট। যে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি চায় আল্লাহ তাকে মানুষের নিকট অর্পন করেন। (তিরিমিজী)

৬) আল্লাহ যা প্রদান করেছেন তাতে সন্তুষ্ট থাকাই আদম সন্তানের সৌভাগ্য। আল্লাহর নিকট মঙ্গল প্রার্থনা না করাই আদম সন্তানের দুর্ভাগ্য । আল্লাহ যা দান করেছেন তাতে অসন্তুষ্ট হওয়াই তাদের দুর্ভাগ্য ।(তিরিমিজী)

৭) যে জাতিকে সে অনুসরণ করে, সে তাদেরই দলভুক্ত । (আহমাদ ও আবু দাউদ)

৮) নশ্বর জিনিস অর্জন করো না তাহলে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পরবে। যে ব্যক্তি আল্লাহকে প্রভু , ইসলাম কে ধর্ম ও মুহাম্মদ কে রাসূল হিসেবে সন্তুষ্টির সাথে গ্রহন করেছে সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। (মুসলিম)

৯) আমরা যাকে যে পদে নিযুক্ত করি তাকে সে জন্য ভেতন দেওয়া হবে, তাছাড়া সে যা গ্রহণ করবে তা বিশ্বাস ঘাতকতা। (আবু দাউদ, ইবনে মাজাহ)

১০) যে লোকের নিকট কৃতজ্ঞ নয় সে আল্লাহর নিকট কৃতজ্ঞ নয়। (বুখারী, আহমদ, তিরিমিজী)

ঢাকা নিউ মার্কেট মসজিদ ❤️❤️সুবহানাল্লাহ অনেক সুন্দর
13/09/2025

ঢাকা নিউ মার্কেট মসজিদ ❤️❤️
সুবহানাল্লাহ অনেক সুন্দর

12/09/2025

সূরা নাসের বাংলা উচ্চারণ ও অর্থ

সূরা নাস পবিত্র কোরআনের একটি ফজিলতপূর্ণ সূরা। সূরাটি কোরআনের ১১৪তম ও সর্বশেষ সূরা। এই সুরা মদিনায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা ৬, রুকু ১।

ফজিলত

হাদিস শরিফে প্রত্যেক ফরজ নামাজের পর তা পড়ার গুরুত্ব এসেছে। এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা সূরা ইখলাস ও এই দুই সূরা পড়বে সে সকল বিপদ-আপদ থেকে নিরাপদ থাকবে। (জামে তিরমিজি, হাদিস : ২৯০৩)

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন, তখন নিজের উভয় হাত এক সঙ্গে মিলাতেন। তারপর উভয় হাতে ফুঁক দিতেন এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ তিনবার করতেন। -(সহি বুখারি, হাদিস : ৫০১৭)

সূরা নাস :

قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِ ۙ﴿۱﴾ مَلِکِ النَّاسِ ۙ﴿۲﴾﴾اِلٰهِ النَّاسِ ۙ﴿۳﴾مِنۡ شَرِّ الۡوَسۡوَاسِ ۬ۙ الۡخَنَّاسِ ۪ۙ﴿۴﴾الَّذِیۡ یُوَسۡوِسُ فِیۡ صُدُوۡرِ النَّاسِ ۙ﴿۵﴾مِنَ الۡجِنَّۃِ وَ النَّاسِ ﴿۶

সূরা নাসের বাংলা উচ্চারণ :

১.কুল আউযু বিরাব্বিন নাস।
২. মালিকিন্ নাস।
৩. ইলাহিন্ নাস।
৪. মিন্ শররিল ওয়াস্ ওয়াসিল খান্নাস।
৫. আল্লাযী ইউওযাসবিসু ফী ছুদুরিন্নাস।
৬.মিনা জিন্নাতি ওয়ান্নাস। (মাখরাজসহ বিশুদ্ধ উচ্চারণ শিখে নেয়া জরুরি)

সূরা নাসের বাংলা অর্থ :

‘বলো, আমি শরণ নিচ্ছি মানুষের প্রতিপালকের, মানুষের অধীশ্বরের, মানুষের উপাস্যের, তার কুমন্ত্রণার অমঙ্গল হতে, যে সুযোগ মতো আসে ও সুযোগমতো সরে পড়ে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিন বা মানুষের মধ্য থেকে।’ (সূরা নাস, আয়াত : ১-৬)

12/09/2025

طَلَبُ الْحَلَالِ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ

হালাল রিজিক অন্বেষণ প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। -(আল-বায়হাকি: ১৬৩৩)

নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল ----- সহীহ বুখারী ও মুসলিম
08/09/2025

নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল

----- সহীহ বুখারী ও মুসলিম

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Ibadat - ইবাদাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ibadat - ইবাদাত:

Share

Category