ABU HANIF's Timeline

ABU HANIF's Timeline মানবতার কল্যানে কিছু অবদান রেখে যেতে চাই....!
(1)

অপহরন কারীরা মুনতাহাকে নিয়ে সিলেটের ভিতরেই আছে। আমরা যতটুকু জানতে পেরেছি..  সিলেটের দক্ষিন সুরমা, ওসমানী নগর, মগলা বাজার...
07/11/2024

অপহরন কারীরা মুনতাহাকে নিয়ে সিলেটের ভিতরেই আছে। আমরা যতটুকু জানতে পেরেছি.. সিলেটের দক্ষিন সুরমা, ওসমানী নগর, মগলা বাজার,গোলাপগন্জ, এই এরিয়াতে ওরা আত্বগোপনে আছে ।আপনারা স্ব স্ব অবস্থান থেকে জাগ্রত হোন, দৃষ্টি রাখুন, প্রতিটি চেক পোষ্টে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আপনারা ও সাথে থাকুন। পাড়া মহল্লায় নজর রাখুন, ওরা এখন নির্জনে নিরাপদ স্থানে থাকতে পারে।
মুনতাহাকে খুজে দিতে পারলে ১ লক্ষ টাকা আপনাকে সম্মানি হিসাবে দেওয়া হবে।

যোগাযোগঃ মাহবুব মোরশেদ ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদঃ ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদ ঃ ০১৭৫৩১১২৪৪৮




শেয়ার অথবা কপি করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল

27/10/2024

জামায়াতে ইসলামীর হিন্দু শাখা বলতে কোন সাংগঠনিক শাখা নেই । এগুলো হলো মিডিয়ার উস্কানীমূলক প্রচারণা । কিছু হুজুর এসব প্রচার বিশ্বাস করে লিখতে থাকে।
মদিনায় রাসুল সা.যে সনদ বানিয়েছিলেন , সেটি থেকে ও এসব সমালোচকরা শিক্ষা নেয়নি ।

Fakhruddin Ahmed

24/10/2024

ছাত্রলীগের পর এবার নিষিদ্ধ হোক প্রথম আলো ও ডেইলি স্টার।
আপনিও কি একমত..? সর্বোচ্চ কমেন্ট,শেয়ার বা প্রচার করুন।

23/10/2024

১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় প্রথম আমি রংপুরে গ্রেফতার হই। ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ততার জন্যই আবারো ১৯৫৫ সালে আমি গ্রেফতার হই।

১৯৬৪ সালে পাকিস্তান সরকার যখন জামায়াতে ইসলামীকে বেআইনী ঘোষণা করে। তখন আমি লাহোরে ছিলাম কেন্দ্রীয় শূরার সভার জন্য। সেখানে আমি আবারো গ্রেফতার হই। এর ২ মাস পর আমাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। এ সময় ৫ মাস আমি জেলে ছিলাম। একটা কথা আমি এখানে উল্লেখ করতে চাই, তা হলো জেলে যাওয়ার পর প্রত্যেক বারই আমি উচ্চ আদালতে রিট করে মুক্ত হই।

সর্বশেষ ১৯৯২ সালে আমাকে গ্রেফতার করা হয়। শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে আমার নাগরিকত্ব বাতিল করে। ১৯৯২ সালে বিএনপি আমাকে বিদেশী নাগরিক হিসেবে গ্রেফতার করে। এ সময় আমি ১৬ মাস জেলে ছিলাম।

১৯৯৩ সালের জুন মাসে বিদেশী নাগরিক হিসেবে যে মামলা করে সরকার, এতে তারা হেরে যায়। উচ্চ আদালতের নির্দেশে আমি মুক্ত হই। কিন্তু তখনও নাগরিকত্ব পুনর্বহালের মামলা বাকী ছিল। এ ব্যাপারে দুই বিচারক দুই রকম রায় দেন। এরপর তা তৃতীয় বিচারপতির কাছে গেলে তিনি আমার পক্ষে রায় দেন।

খালেদা সরকার এর বিরুদ্ধে আপিল করে। এক বছর পর ১৯৯৪ সালের ২২ জুন প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ জন বিচারপতির সমন্বয়ে পুর্ণাঙ্গ বেঞ্চে সর্বসম্মতিক্রমে আমার নাগরিকত্ব বহালের আদেশ দেন এবং শেখ মুজিবুর রহমানের অর্ডারকে বেআইনী ঘোষণা করেন। দীর্ঘ ২১ বছর পর আমি নাগরিকত্ব ফিরে পেলাম।

মু'মিনের জন্য নিয়ম হচ্ছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে, কিন্তু তার চেয়ে বেশি কাউকে ভালোবাসতে পারবে না। এটাই আল্লাহর নির্দেশ। আর ভয়, আল্লাহ ছাড়াতো কাউকে ভয় পাওয়া জায়েজই নেই। মু'মিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে পারে না।

আমি উদ্বিগ্ন নই। আমি মৃত্যুকে ভয় করি না। মৃত্যুকে ভয় পাবো কেন? মু'মিনতো মৃত্যু কামনা করে। কেননা মৃত্যুর পর আল্লাহর কাছে যাওয়ার সুযোগ পাওয়া যাবে। তাই মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই।

- ৫ম বার গ্রেপ্তারের প্রাক্কালে আমার ইমাম অধ্যাপক গোলাম আযম।
আজ তাঁর ১০ম শাহদাত বার্ষিকী

Ahmed Afgani

22/10/2024

ছাত্ররা হেরে গেলে পুরো দেশ এবং জাতী ধ্বংস হবে।
সবাইকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকা উচিত।

21/10/2024

এক দফা এক দাবি
চুম্পু তুই কবে যাবি?

15/10/2024

যে/যারা যতবেশি ক্ষমতার কাছাকাছি আছেন, সে/তারা ততবেশি সাবধান হউন। বেপরোয়া মনোভাব পরিত্যাগ করুন। কল্যাণধর্মী মনোভাব গড়ে তুলুন। নতুন প্রজন্ম রাজা-বাদশাহ-শাসক চায় না। তারা সেবক চায়।অন্যথায় আরও ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করুন।

Shishir Manir ❤️❤️
Shishir Manir ❤️❤️

15/10/2024

বলেছিলেন, সময় লাগবে ১ বছর! টাকা লাগবে ৩৫০ কোটি! অথচ সময় লাগলো মাত্র ২ মাস! টাকা লাগলো ১ কোটি ২৫ লাখ! কত বড় লুটপাটের প্ল্যান! এভাবেই চলছিলো ১৬ বছর! হ্যাঁ, এজন্যই আগে ভালো ছিলেন!

08/10/2024

শুধুমাত্র মেধাবীরাই ইসলামী ছাত্রশিবিরে যুক্ত হয়- বিষয়টি এমন নয়। জিপিএ-৫ প্রাপ্ত একজন ছাত্র যেমন এই সংগঠনের আদর্শ মেনে নিলে এতে যুক্ত হতে পারে, একজন ফেল করা ছাত্রও এই সংগঠনে যুক্ত হতে পারে।

এই সংগঠনের নেতৃত্বের মূলভিত্তি মেধা নয়, তাকওয়া।

আব্দুল্লাহ আবিদ

03/09/2024

এস আলম এর হিসাব তো করলেন,
সামিট গ্রুপ, বসুন্ধরা গ্রুপ আর বেক্সিমকো'র কথা কি ভুলে গেলেন...⁉️

দীর্ঘ ৮ বছর পর ব্যারিস্টার আরমান ভাই ও উনার সহধর্মিণী তাহমিনা আপু। স্বামী মারা গিয়েছে নাকি জীবিত আছে এটা না জানা সত্বেও ...
15/08/2024

দীর্ঘ ৮ বছর পর ব্যারিস্টার আরমান ভাই ও উনার সহধর্মিণী তাহমিনা আপু।
স্বামী মারা গিয়েছে নাকি জীবিত আছে এটা না জানা সত্বেও বছরের পর বছর স্বামীর আগমনের অপেক্ষায় ছিলেন।
সাহিত্যে জগতের রুপারা অপেক্ষা করে হিমু কবে আসবে
তাহমিনা আপুরা হলো বাস্তব জগতের সেই রুপা।

12/07/2024

যেসব তথাকথিত সেলিব্রিটি, ইনফ্লুয়েঞ্জার অথবা মানবতার ফেরিওয়ালা জাতির ক্রান্তিলগ্নে চোখ বন্ধ করে থাকে তাদের আনফলো করে দিন, ব্লক করে রাখুন, যেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বার্থপর ব্যবহার আপনার অথবা আপনার ফ্রেন্ড-ফ্যানদের টাইমলাইনে শো না করে।

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABU HANIF's Timeline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABU HANIF's Timeline:

Share