Law Aid Institution

Law Aid Institution Unlike my brother Judge,Who is concerned in Law,rather I'm concerned withJustice.⚖️
-Lord Denning

25/04/2025

এক নজরে
তামাদি আইন -১৯০৮

১) সর্বপ্রথম তামাদি আইনের কার্যক্রম শুরু হয় কত সালে?
-১৭৯৩ সালে।
২) সর্বপ্রথম আইনে পরিণত হয় কত সালে?
- ১৮৫৯ সালে।
৩) পরবর্তীতে তামাদি আইন সংশোধন হয় কত সালে?
- ১৮৭১ ও ১৮৭৭ সালে।
৪)বর্তমান তামাদি আইন প্রকাশিত হয় কখন?
- ১৯০৮ সালের ৭-ই আগস্ট।
৫) তামাদি আইন বলবৎ বা কার্যকর হয় কখন?
- ১৯০৯ সালের পহেলা জানুয়ারি।
৬) তামাদি আইন ১৯০৮ সালের কত নাম্বার আইন?
- ৯ নাম্বার আইন।
৭) তামাদি আইন সর্বশেষ সংশোধন হয় কত সালে?
- ২০০৪ সালে।
৮) এই আইনে মোট ধারা আছে কয়টি?
- ৩২টি । বলবৎ ২৯টি
৯) তামাদি আইনের তফসিল কয়টি?
৩টি।
১০) এই আইনের অনুচ্ছেদ আছে কতটি?
-১৮৩টি।
১১) তামাদি আইন কী ধরণের আইন?
- এটা একটা পদ্ধতিগত আইন।

সংজ্ঞার ব্যাখাসমূহ।

১২) তামাদি আইনে মামলা বলতে কী বুঝায় না?
- আপিল বা দরখাস্ত।
১৩) তামাদি আইনের উদ্দেশ্য কী?
- নির্ধারিত মেয়াদের মধ্যে মামলা বা দরখাস্ত দায়ের করা।
১৪) তামাদি আইন প্রযোজ্য নয় কোন ক্ষেত্রে?
- ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে
- ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারার ক্ষেত্রে এবং
- ১৮৬৯ সালের বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে।
১৫) তামাদি আইন প্রযোজ্য হয় কোন ক্ষেত্রে?
- দেওয়ানি মূল মামলায়
- দেওয়ানি আপিল, রিভিউ এবং রিভিশনের ক্ষেত্রে এবং
- ফৌজদারি আপিল ও রিভিশনের ক্ষেত্রে।
১৬) তামাদি মেয়াদ গণনা শুরু হয় কখন থেকে?
-নালিশের কারণ উদ্ভবের দিন হতে এবং গণনা হয় ইংরেজি সাল অনুযায়ী।

🕛 তামাদি মেয়াদ শেষ হওয়ার পরে মামলা দায়েরের ফলাফল🕕

১৭) "তামাদির নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো মামলা বা দরখাস্ত দায়ের করা হলে বিবাদী পক্ষ আপত্তি না করলেও তা খারিজ হবে"- কত ধারার সঙ্গে সংশ্লিষ্ট?
- তামাদি আইনের ৩ ধারার সঙ্গে।
১৮) কোনো মামলা তামাদিতে বারিত নয় তা প্রমাণের দায়িত্ব কার উপর?
- বাদীর উপর।
১৯) তামাদিতে বারিত মামলা সরকার করলে তার ফলাফল কী হবে?
- খারিজ হবে।

🕕তামাদি মেয়াদ শেষ হওয়ার দিন আদালত বন্ধ থাকা🕡
২০) "তামাদি মেয়াদ শেষ হওয়ার দিন আদালত বন্ধ থাকলে মামলা, আপিল বা দরখাস্ত আদালত খোলার প্রথম দিন দায়ের করতে হবে" কত ধারায় বলা হয়েছে?
- ৪ ধারায়।

🕛বিলম্ব মওকুফের জন্য আবেদন 🕧
Condonation Of Delay
২১) বিলম্ব মওকুফের জন্য আবেদন বিষয় কত ধারায় বলা হয়েছে?
- ৫ ধারায়।
২২) কোন কোন ক্ষেত্রে বিলম্ব মওকুফের জন্য আবেদন করা যায়?
- অসুস্থতা
- কারাবাস
- সরল বিশ্বাস
- দারিদ্রতা
- কৌঁসুলির ভুল এবং ভুল পরামর্শ
- আদালতের সিদ্ধান্ত।
২৩) ৫ ধারার বিলম্ব মওকুফ কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়?
- দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে।
২৪) ৫ ধারার আবেদন মঞ্জুর করা আদালতের কী ধরণের ক্ষমতা?
- Discretionary Power অর্থাৎ স্বেচ্ছাধীন ক্ষমতা।
২৫) সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা না থাকলে বিশেষ আইনের ক্ষেত্রে সময় বৃদ্ধির জন্য তামাদি আইন ৫ ধারা প্রযোজ্য হবে কী?
- হবে না।

বৈধ অপারগতা
Legal Disability

২৬) কোন ক্ষেত্রে তামাদি মেয়াদ বন্ধ থাকে?
- Legal Disability অর্থাৎ বৈধ অপারগতার ক্ষেত্রে।
২৭) Legal Disability অর্থাৎ বৈধ অপারগতার আওতাভুক্ত কারা?
- নাবালক
- উম্মাদ এবং
- জড়বুদ্ধিসম্পন্ন ব্যক্তি।
২৮) তামাদি আইনের ৬ ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়?
- মামলা ও ডিক্রির কার্যকর করার ক্ষেত্রে।
২৯) তামাদি আইনের ৬ ধারা প্রযোজ্য হয় না কোন ক্ষেত্রে?
- আপিল, রিভিউ, রিভিশন ও দরখাস্ত আবেদনের ক্ষেত্রে
-অগ্রক্রয়ের ক্ষেত্রে (৮ ধারা)
৩০) কতিপয় ব্যক্তির মধ্যে একজনের অপারগতা থাকলে ফলাফল কী হবে?
- ঐ একজন ছাড়া সবাই সামর্থ্যবান হলে সকলের বিরুদ্ধে তামাদির মেয়াদ চলবে। এমনকি একজন সামর্থ্যবান হলেও তামাদির মেয়াদ চলবে।(৭ ধারা)
৩১) মামলা দায়েরের নির্ধারিত মেয়াদ যাহাই থাকুক না কেন বৈধ অপারগতা শেষ হওয়ার সর্বোচ্চ কতটুকু সময় পর্যন্ত বর্ধিত করা যেতে পারে?
- ৩ বছর।
৩২) "তামাদি মেয়াদ একবার আরম্ভ হলে অবিরাম চলতে থাকবে" কত ধারায় বলা হয়েছে?
- ৯ ধারায়।
৩৩) তামাদি আইনের ৬-৮ ধারা কার ক্ষেত্রে প্রযোজ্য?
- শুধুমাত্র বাদীর ক্ষেত্রে, বিবাদীর ক্ষেত্রে নয়।

🕛 মেয়াদ গণনা হতে যে সময় বাদ যাবে🕛

৩৪) তামাদি মেয়াদ গণনা হতে বাদ যাবে কোন কোন দিনগুলো?
- মামলা, আপিল বা দরখাস্ত কারণ উদ্ভবের দিন
- আদেশ বা রায় ঘোষণার দিন
- আদেশের নকল সংগ্রহের আবশ্যকীয় দিন
- রায়ের নকল সংগ্রহের আবশ্যকীয় দিন এবং
- রোয়েদাদ সংগ্রহের আবশ্যকীয় দিন। (১২ ধারা)
৩৫) ভুল আদালতে মামলা ব আপিল দায়েরের ফলাফল কী?
- এর ফলে বাদীর যে সময় নষ্ট হয়েছে তা তামাদি মেয়াদ হতে বাদ যাবে।
৩৬) বিদেশে সম্পাদিত চুক্তির উপর বাংলাদেশে মামলা হলে কোন আইন অনুযায়ী এই মামলা হবে?
- তামাদি আইন অনুযায়ী। বিদেশি তামাদি আইনের বিধান প্রযোজ্য হবে না।

প্রতারণার ফলাফল
Effect Of Fraud
৩৭) তামাদি আইনের ১৮ ধারা কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট?
- তামাদি মেয়াদের ক্ষেত্রে প্রতারণার ফলাফল।
৩৮) প্রতারণার ক্ষেত্রে তামাদি মেয়াদ কখন শুরু হবে?
যেদিন উক্ত ব্যক্তি প্রতারণা সম্পর্কে জানতে পারবে।

✍লিখিত দায় স্বীকারের ফলাফল
Effect Of Acknowledgement in Writing
৩৯) লিখিতভাবে দায় স্বীকার প্রযোজ্য হয় কোন ক্ষেত্রে?
- সম্পত্তি ও অধিকারের ক্ষেত্রে।
৪০) তামাদি আইনের ১৯ ধারায় বর্ণিত বিষয় কী?
- লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল।
৪১) লিখিত দায় স্বীকারের ফলাফল কী?
- নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে।

✍দেনা পরিশোধের ফলাফল
Effect Of Payment
৪২) কোনো দেনা বা দেনার সুদ আংশিক পরিশোধ হলে কখন থেকে তামাদি মেয়াদ শুরু হবে?
- পরিশোধের তারিখ হতে।
৪৩) এই ধারার অধীনে দেনা বলতে কী বুঝাবে?
- আদালতের ডিক্রি বা আদেশের অধীনে প্রদেয় অর্থ।
৪৪) মামলায় নতুন বাদী বা বিবাদী পক্ষভুক্ত হলে তার ক্ষেত্রে তামাদির মেয়াদ কিভাবে গণনা করা হবে?
- পক্ষভুক্তির দিন হতে।(২২ ধারা)

অবিরাম বা একাধারে চুক্তিভঙ্গ বা অন্যায়
Continuing Breach and Wrongs
৪৫) অবিরামভাবে চুক্তিভঙ্গের ফলাফল কী?
- প্রতি মুহুর্তে নতুন করে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে।
৪৬) "ক্ষতিপূরণের মামলার জন্য যখন প্রকৃত ক্ষতি হয়, তখন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে"- কত ধারায় বলা হয়েছে?
- ২৪ ধারায়।

সুখাধিকার অর্জন
Acquisition Of Easements Rights

৪৭) সুখাধিকার কিভাবে অর্জিত হয়?
কোনোকিছু-
-বিনা বাঁধায়
- শান্তিপূর্ণভাবে
-অব্যাহতভাবে
-২০ বছর যাবৎ ভোগদখল করার মাধ্যমে। (সরকারি সম্পত্তির ক্ষেত্রে ৬০ বছর)
৪৭) সুখাধিকারের অর্জনের কথা বলা হয়েছে তামাদি আইনের কত ধারায়?
- ২৬ ধারায়।

😡বিরুদ্ধ দখল বা সম্পত্তির অধিকার বিলুপ্তি
Adverse Possession

৪৮) Adverse Possession বা বিরুদ্ধ দখলের কথা বলা হয়েছে কত ধারায়?
- ২৮ ধারায়।
৪৯) অবৈধ দখলকারী স্থাবর সম্পত্তির মালিক বলে পরিগণিত হবে কিভাবে?
- প্রকৃত মালিকের জ্ঞাতসারে
- প্রকাশ্যভাবে
- নিরবচ্ছিন্নভাবে
-১২ বছর যাবৎ উক্ত জমির বাস্তব
ভোগদখল করে।
৫০) বিক্রয় চুক্তির কত বছরের মধ্যে যদি নিলাম ক্রেতা তার ক্রয়কৃত সম্পত্তি দখলে নেবার জন্য মামলা না করেন আদালত তাকে ঐ সম্পত্তি দখল প্রদানে অস্বীকৃতি জানাতে পারেন?
- ৩ বছরের মধ্যে মামলা না করলে।

✍তফসিল
Schedule
৫১) দেওয়ানি আদালতে ডিক্রি বা আদেশ প্রদানের কত সময়ের মধ্যে ডিক্রি জারির মামলা দায়ের করতে হয়?
- তিন বছরের মধ্যে।
৫২) ডিক্রির বিরুদ্ধে কত সময়ের মধ্যে জেলা জজের নিকট আপিল করতে হয়?
- ৩০ দিনের মধ্যে।
৫৩) বেদখল হওয়ার ক্ষেত্রে কত দিনের মধ্যে স্বত্ব দখল পুনরুদ্ধারের মামলা করতে হয়?
-১২ বছরের মধ্যে।
৫৪) বিবাহ বিচ্ছেদের পর বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম স্ত্রী কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত?
- ৩ বছর।
৫৫)SRA এর অধীনে ৯ ধারা অনুযায়ী তামাদির মেয়াদ হবে বেদখলের তারিখ হত কত সময়ের মধ্যে?
- ৬ মাসের মধ্যে।
৫৬)জমির স্বত্ব ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলা তামাদি মেয়াদ কত?
- ৬ মাস।
৫৭) অগ্রক্রয়ের তামাদির মেয়াদ কত?
- ১ বছর।
৫৮) তামাদি আইনের কোন অনুচ্ছেদে স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের নালিশ দায়েরের মেয়াদ উল্লিখিত আছে?
-১৪২ অনুচ্ছেদে।
৫৯)চুক্তিভঙ্গের কারণে ক্ষতিপূরণের মামলায় তামাদি মেয়াদ কত?
- ১ বছর।
৬০)কোনো মামলা দায়েরের সময় সীমার বিষয়ে তামাদি আইনে সুনির্দিষ্ট বিধান না থাকলে তামাদির মেয়াদ কত বছর ধরা হবে?
-৬ বছর।
৬১) মৃতের ওয়ারিশ কায়েম সংক্রান্ত তামাদির বিধান তামাদি আইনের কত অনুচ্ছেদে বলা হয়েছে?
- ১৭৭ অনুচ্ছেদে।
৬২) দায়রা জজ কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত তামাদির বিধান "তামাদি আইনের" কত অনুচ্ছেদে বলা হয়েছে?
- ১৫০ অনুচ্ছেদে।
৬৩) বন্ধকী স্থাবর সম্পত্তির খালাস করার বা দখল পুনরুদ্ধারের জন্য বন্ধকগ্রহীতার বিরুদ্ধে মামলার নির্ধারিত মেয়াদ কত?
- ৬০ বছর।
৬৪) এক তরফা শুনানিকৃত আপিল পুনঃশুনানির তামাদি সম্পর্কিত বিধান "তামাদি আইনের" কত অনুচ্ছেদে বলা হয়েছে?
-১৬৯ অনুচ্ছেদে। ( তামাদি মেয়াদ ৩০ দিন)
৬৫) চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কোন মামলায় যেক্ষেত্রে কোন সময়কাল নির্ধারিত নেই সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা শুরু হবে কিভাবে?
- অস্বীকৃতির বিষয় জানার তারিখ থেকে।
৬৬)নিষেধাজ্ঞার ডিক্রি জারির দরখাস্ত দাখিলের মেয়াদকাল গণনা করা হবে কখন থেকে?
- ডিক্রির সই মহুরি নকল প্রাপ্তির তারিখ হতে।
৬৭) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বিরুদ্ধে আপিল করতে হয় কত সময়ের মধ্যে?
- ৬০ দিনের মধ্যে। (তামাদি আইনের ১৫৫ অনুচ্ছেদ।)
৬৮) মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করতে হয় কত সময়ের মধ্যে?
-৭ দিনের মধ্যে। (তামাদি আইনের ১৫০ অনুচ্ছেদে বলা আছে।)

৬৯) বিক্রয় রদের মামলা দায়ের তামাদি মেয়াদ কত?
- ১ বছর।
৭০) সুনির্দিষ্ট প্রতিকার আইন-১৮৭৭ এর ৪২ ধারা অনুযায়ী ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ কত?
- ৬ বছর।

(তামাদি আইন ১৯০৮)

ধারা সংক্ষেপঃ-

ধারা-১ শিরোনাম,
ধারা-২ সংজ্ঞা,
ধারা-৩ খারিজ,
ধারা-৪ বন্ধ,
ধারা-৫ বিলম্ব মউকুফ,
ধারা-৬ অপারগতা,
ধারা-৭ কতিপয় বাদী,
ধারা-৮ ব্যতিক্রম,
ধারা-৯ সময়ের অবিরাম চলন,ধারা-১০ অছি,
ধারা-১১ বৈদেশিক চুক্তি,
ধারা-১২ বাদ যাবে,
ধারা-১৩ বিবাদি বিদেশে,
ধারা-১৪ ভুল আদালত,
ধারা-১৫ নোটিস,
ধারা-১৬ নিলাম রদ,
ধারা-১৭ মৃত্যুর ফলাফল,
ধারা-১৮ প্রতারণার ফলাফল,ধারা-১৯ স্বীকৃতির ফলাফল,
ধারা-২০ ঋণ বা সুদ প্রদান ফলাফল
ধারা-২১ অক্ষম ব্যক্তির প্রতিনিধি
ধারা-২২ পক্ষভুিক্তর ফলাফল,ধারা-২৩ অবিরাম চুক্তিভঙ্গ,
ধারা-২৪ ক্ষতিপূরণের মামলা,ধারা-২৫ গেগরিয়ান বর্ষ পুঞ্জি,
ধারা-২৬ সুখাধিকার,
ধারা-২৭ ভাবি উত্তরাধিকারী,
ধারা-২৮ বিলুপ্তি,
ধারা-২৯ সংরক্ষন।
টিপসঃ- ১
➤ ৩ টি করে ক্ষেত্র আছে তিনটি ধারাতে ৩, ৬, ২১ (৬ ধারা উপধারা ৪টি)।
➤ ৪ টি করে ক্ষেত্র আছে ৪ টি ধারাতে ১২, ২৬, ২৯
➤ ৫ ধারায় ৫টি ক্ষেত্র আছে।
➤ ৫ টি ধারায় তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে ১২, ১৩, ১৪, ১৫, ১৬
➤ ৫ টি ধারায় ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে ১৭, ১৮, ১৯, ২০, ২২
টিপসঃ- ২
➤ তামাদি সময় --- ৭ দিনঃ-
অনুচ্ছেদ --- ১৫০
➤ তামাদি সময় --- ১০ দিনঃ-অনুচ্ছেদ --- ১৫৯
➤ তামাদি সময় --- ১৫ দিনঃ-অনুচ্ছেদ --- ১৬০, ১৬১
➤ তামাদি সময় --- ২০ দিনঃ-অনুচ্ছেদ --- ১৫১, ১৬২
➤ তামাদি সময় --- ৩০ দিনঃ- অনুচ্ছেদ --- ১৫২, ১৫৩, ১৫৪, ১৫৮, ১৬৩ থেকে ১৭০
➤ তামাদি সময় --- ৬০ দিনঃ- অনুচ্ছেদ --- ১৫৫, ১৭১, ১৭২
➤ তামাদি সময় --- ৯০ দিনঃ- অনুচ্ছেদ ---- ২, ১৫৬, ১৭৩, ১৭৪, ১৭৬ থেকে ১৭৯
➤ তামাদি সময় --- ১৮০ দিনঃ- অনুচ্ছেদ --- ৩, ১৫৭, ১৭৫
➤ তামাদি সময় --- ১ বছরঃ-অনুচ্ছেদ --- ৪ থেকে ৩১, ১১৩, ১১৪
নোটঃ চুক্তির তামাদি মেয়াদ ১ বছর।
➤ তামাদি সময় --- ২ বছরঃ-অনুচ্ছেদ --- ৩২ থেকে ৩৬
➤ তামাদি সময় --- ৩ বছরঃ-
অনুচ্ছেদ --- ৩৭ থেকে ১১২, ১১৫, ১৮০, ১৮১, ১৮২
নোটঃ দেনমহর, ঋণ, দলিল, বন্ধক, টাকা লেনদেন থাকলে তামাদি মেয়াদ ৩ বছর হবে।
➤ তামাদি সময় --- ৬ বছরঃ-অনুচ্ছেদ --- ১১৬ থেকে ১২০
➤ তামাদি সময় --- ১২ বছরঃ-অনুচ্ছেদ --- ১২১ থেকে ১৪৪
নোটঃ হিন্দু শব্দ থাকলেই ১২ বছর তামাদি মেয়াদ হবে।
➤ তামাদি সময় --- ৩০ বছরঃ- অনুচ্ছেদ --- ১৪৫, ১৪৬
➤ তামাদি সময় -- ৬০ বছরঃ- অনুচ্ছেদ --- ১৪৭, ১৪৮, ১৪৯

16/12/2024
11/10/2024

👨‍⚖️টুকটাক আইন-০১

আচ্ছা আইন না জানা কি কোন অজুহাত হতে পারে? চলো জেনে নেই!

゚viral

14/03/2024

মামলায় সাক্ষীর নির্দিষ্ট কোন সংখ্যা নাই !! একটি মামলায় কতজন সাক্ষী হতে হবে এ বিষয়ে আইন নির্দিষ্ট করে দেয়নি !! একজন-ও হতে পারে আবার একের অধিক-ও হতে পারে !!
সাক্ষ্য আইনের ১৩৪ ধারা

মামলায় সাক্ষীর সংখ্যার উপর ভিত্তি করে সত্য- মিথ্যা প্রতিষ্ঠিত হয় না !! সত্য-মিথ্যা প্রতিষ্ঠিত হয় সাক্ষীর সাক্ষ্য সম্পর্কিত গুণের উপর ভিত্তি করে !! একজন সঠিক সাক্ষীর সাক্ষ্য ১০ জন সাক্ষীর থেকেও বেশি কার্যকর হয় !! ©BDLaw

09/02/2024

আইনের ছাত্র ছাত্রীদের নিম্নলিখিত শব্দার্থ গুলো জানা খুবই জরুরি।
1) Abatement of suit (মোকদ্দমা বাতিল)
2) Abetment (অপসহায়তা)
3) Abduction (জোরপূর্বক অপহরণ)
4) Accomplice (দুষ্কর্মের সহচর)
5) Acquittal (খালাশ)
6) Actionable claim (নালিশযোগ্য দাবী)
7) Actus reus (দোষাবহ কার্য)
8 Ad-Interim Injunction (অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা)
9) Admission (স্বীকৃতি)
10) Ad-Valorem (মুল্যানুপাতিক)
11) Adverse Possession ( বিরুদ্ধ দখল)
12) Anticipatory bail (আগাম জামিন)
13) Arbitration ( সালিস)
14) Assault (আক্রমণ)
15) Audi alterem partem (অপরপক্ষকে শোনা)
16) Bail (জামিন)
17) Burden of proof ( প্রমানের ভার)
18) CR Case/Complaint registered case (সি আর মামলা)
19) Cancellation of instrument( দলিল বাতিল)
20) Cheating (প্রতারণা)
21) Cognizable offense (আমলযোগ্য অপরাধ)
22) Cognizance (অপরাধ আমলে নেওয়া)
23) Common intention (সাধারণ অভিপ্রায়)
24) Complaint (নালিশ)
25) Conclusive proof (চূড়ান্ত প্রমাণ)
26) Confession (দোষস্বীকারোক্তি বা স্বীকারোক্তি)
27) Criminal breach of trust (অপরাধমুলক বিশ্বাসভঙ্গ)
28) Criminal conspiracy (অপরাধমুলক ষড়যন্ত্র)
29) Criminal force (অপরাধমূলক বলপ্রয়োগ
30) Criminal trespass (অপরাধমূলক অনধিকার প্রবেশ)
31) Cross claim (পাল্টা দাবী)
32) Cross examination (জেরা)
33) Declaratory decree (ঘোষণামূলক ডিক্রি)
34) Dacoity (ডাকাতি)
35) Decree holder (ডিক্রিদার)
36) Defamation (মানহানি)
37) Defense witness (সাফাই সাক্ষ্য)
38) Discharge (অব্যহতি)
39) Discretionary power (বিবেচনামুলক ক্ষমতা)
40) Dismissal of suit (মোকদ্দমা খারিজ)
41) Documentary evidence ( দালিলিক সাক্ষ্য)
42) Double jeopardy (দোবারা সাজা)
43) Dumb witness (বোবা সাক্ষ্য)
44) Dying declaration ( মৃত্যুকালীন ঘোষণা)
45) Easement (ব্যবহার স্বত্ব)
46) Estoppel (প্রতিবন্ধক বা স্ব-কার্যজনিত বাধা)
47) Exparte decree ( একতরফা ডিক্রি)
48) Expert opinion (বিশেষজ্ঞ মতামত)
49) Extortion (বলপুর্বক আদায়)
50) Extra judicial confession (বিচার বহির্ভূত দোষ স্বীকার)
51) Fabricating false evidence ( মিথ্যা সাক্ষ্য সৃষ্টি)
52) Final decree (চূড়ান্ত ডিক্রী)
53) FIR/First Information Report
লাইক কমেন্ট করে আমাদের সাথ

05/02/2024

Functus Officio বলতে কি বোঝায়?

Functus Officio একটি ল্যাটিন ম্যাকজিম। ইংরেজিতে যার স্বভাবিক অর্থ দারায় “that the jurisdiction of the designated authority comes to an end once he has performed his functions for which he was appointed.”

সোজা কথায়, Functus Officio এর বাংলা হল “কোন বিচারককে যে কাজের জন্য আইনী ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই ক্ষমতা রধ করা”।

Amal-dastak বলতে কি বোঝায়?

দলিলের মাধ্যমে শর্ত সাপেক্ষে কোন জমি অন্যকে দখল দেওয়াকে বোঝান হয়। তবে এটা দ্বারা ভুমি ইজারা বা মালিকানা হস্তান্তর বোঝায় না। এটা হল সাময়িক সময়ের জন্য মালিক কতৃক চাষীকে জমি প্রদান।

Amicus Curiae বলতে কি বোঝায়?

Amicus Curiae হল আদালতের বন্ধু। অনেক সময় দেখা যায় বিজ্ঞ আদালত কোন জটিল মামলার রায়ের ব্যাপারে আইন বিষয়ে সদ্ধিান্ত নিতে সমস্যায় পড়েন। সে ক্ষেত্রে উক্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বিজ্ঞ আদালত এক বা একাধীক অভিজ্ঞ এ্যাডভোকেট মহোদয়কে নিয়োগ প্রদান করতে পারেন। উক্ত ব্যক্তিগণ ঐ সমস্যার সমাধান তাদের নিজের অভিজ্ঞতা ও আইনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেন অতঃপর তাদের সুচিন্তিত সিদ্ধান্ত বিজ্ঞ আদালতের নিকট অবহিত করেন।

Aymah কি?

মুসলিম আমলে কোন ব্যক্তির নিকট হইতে পবিত্র ‘কোরআন’ শিক্ষা করলে অনেক সময় উক্ত শিক্ষকের জমির খাজনা আংশিক বা পূর্ণ মওকুফ করা হোত। উক্ত মওকুফকৃত খাজনাকে Aymah বলা হত।

Babti Revenue বলতে কি বোঝায়?

জমিদারগণ সব সময় চিন্তা করতেন কিভাবে প্রজাদের নিকট থেকে বেশী পরিমানে কর আদাই করবেন। এই অতিরিক্ত কর আদায়ের জন্য প্রজাদের অনেক নির্জাতন করা হোত। আবার অনেক জমিদার চালাকী করে অতিরিক্ত খাজনা আদায়ের চেষ্টা করতেন।

সে রকমই একটা চালাকীর অংশ হল Babti Revenue বা বাবতি রাজস্ব। চালাক জমিদারগণ অতিরিক্ত খাজনা বা ট্যাক্স আদায়ের জন্য বিভিন্ন উৎসবের উপর খাজনা ও সেচ কর বসানো আরম্ভ করেন। এটাই হল Babti Revenue বা বাবতি রাজস্ব।

Babuana Property বলতে কি বোঝায়?

একান্নবর্তী পরিবারের ছোট বা অপ্রাপ্ত বয়স্ক পুরুষ যে সব সদস্য রয়েছে তারা যে সব অনুদান পায় সে সব সম্পত্তিই ’বাবুয়ানা সম্পত্তি। বাবুয়ানা সম্পত্তি সাধারণত, পরিবারের অল্প বয়স্ক সদস্যদের যাবতীয় খরচ চালানোর জন্র রেখে দেওয়া হত।
Badar Ameen কে?

Badar Ameen বা প্রধান সার্ভেয়ার। বদর আমিন হল সমস্ত র্সাভে ও সেটেলমেন্ট জরিপের মাপ এবং শুদ্ধতা যাচাই করে দেখেন।

Bakasht বলতে কি বোঝায়?

Bakasht বা বকশত বলতে বোঝায় কোন রায়ত যদি তাহার নিজের সম্পত্তি নিজে চাষাবাদ করেন । এই মর্মে উচ্চ আদালতের একটি সিদ্ধান্ত উল্লেখ করা যায় “এ শব্দটি ভূমি জরিপের সাথে সম্পর্কিত এবং এই শব্দ দ্বারা মালিক অথবা অধিকারকের মধ্যে প্রকৃত চাষাবাদের অধিকার নির্দেশ করতে ব্যবহার হয়।” AIR 1928 Pat 209

বালুমহল বলতে কি বোঝায়?

বালুমহল বলতে এমন স্থানকে বোঝান হয় যেখান থেকে বালু উত্তোলন করা হয়। বাংলাদেশে সাধারণত নদী থেকেই বালু উত্তোলন করা হয়। মাননীয় জেলা প্রশাষক বালু উত্তোলনের জন্য বিভিন্ন ব্যক্তিকে নিলামের মাধ্যমে বালুমহল লিজ দিয়ে থাকেন।

দিয়ারা জরীপ কি?

নদী বিধৌত কোন মৌজার জমির পাশে যদি নতুন চর জেগে উঠে তাহলে ঐ নতুন জমির জন্য যে জরীপ করা হয় তাকে দিয়ারা জরিপ বলা হয়ে থাকে। উক্ত নতুন চরের জমির মালিক হয় বাংলাদেশ সরকার।

04/02/2024

প্রশ্ন: “আইন না জানা কোন অজুহাত নয়” বিষয়টি বুঝিয়ে বলুন।
উত্তর: ল্যাটিন ভাষায় একটি ম্যাক্সিম আছে, Ignorantia juris non excusat অর্থাৎ “আইন না জানা কোন অজুহাত নয়”। কেউ একটি ভুল করে এসে অজুহাত দিতে পারবে না যে “আমি তো জানতাম না যে আমি যা করেছি তা আইনে নিষিদ্ধ।” আইন জানুক আর না জানুক, অপরাধ করলে শাস্তি পেতেই হবে।
ⓒ The Supreme Viva Savior (বিজেএস ও বার ভাইভা প্রস্তুতি)-মুহাম্মদ আয়াজ আজাদ

03/02/2024

#রীট(Writ) সমাচার

আমাদের কেউকে যদি জিজ্ঞাসা করা হয় যে আদালত রীট ইস্যু করে কোন আইনের অধীনে? আমরা সকলে ই চোখে বুজে উত্তর করবো ১০২ অনুচ্ছেদের অধীন HCD রীট ইস্যু করেন।যদিও ১০২ অনুচ্ছেদে রীট শব্দটি ব্যবহৃত হয়নি।

আইনের শিক্ষার্থী হিসেবে এ রীট বিষয়ে আপনারা অবগত আছেন তাই আজ আমার আলোচনার বিষয় এ রীট নয়।আপনাদের যদি বলা হয় সংবিধানের ১০২ অনুচ্ছেদ ছাড়াও আর কোথাও রীট ইস্যুর বিষয় আছে কিনা? সিংহভাগের উত্তর না বোধক হবে।তাই আমি আজ অন্য রীট নিয়ে একটু আলোচনা করি-

ইংরেজি Writ শব্দের ব্যবহারিক বাংলা অর্থ পরোয়ানা। আমাদের সংবিধানের ১০২ অনুচ্ছেদে Writ শব্দটি ব্যবহৃত না হলেও অনুচ্ছেদ ১০৪ এ Issue of Writ শব্দটি ব্যবহৃত হয়েছে।সংবিধানের ১০২ অনুচ্ছেদের আলোকে হাইকোর্ট ডিভিশনের বাইরে অধ:স্তন দেওয়ানী আদালত ও রীট ইস্যু করেন এবং সেটি দেওয়ানী কার্যবিধি প্রয়োগ করতে গিয়ে।

দেওয়ানী কার্যবিধি আদেশ ২৬ এর অধীনে কোন পক্ষ কমিশনের আবেদন করতে পারেন।ঐ পক্ষের আবেদন আদালত মঞ্জুর করলে কমিশনের জন্য ফি দাখিল করতে বলেন।নির্ধারিত তারিখে আবেদনকারী পক্ষ কমিশনের জন্য খরচ দাখিল করলে আদালত কোন অ্যাডভোকেটকে অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করেন।যদিও আইনে অ্যাডভোকেট ছাড়াও আদালতের কোন কর্মচারী বরাবর ও কমিশন ইস্যু করার বিধান রয়েছে।কিন্ত সাধারন প্রাক্টিস হিসাবে অ্যাডভোকেটদেরই কমিশনার নিয়োগ করা হয়।

আদালতসমূহের কাছে অ্যাডভোকেটদের একটি তালিকা থাকে যাদের ওপর কমিশন ইস্যু করা হয়।আদালত তাদের মধ্যে হতে যাকে কমিশনার নিয়োগ করেন তার ওপর আদালতের প্রতিনিধি হিসাবে সাক্ষ্যগ্রহন বা স্থানীয় তদন্ত,হিসাব পরিক্ষা এরুপ করার যে কতৃত্ব আরোপ করেন সেটাকেই আইনের ভাষায় Issue of Writ বলা হয়। বিচারক যে অর্ডারশীটে তার আদেশ লিখে থাকেন সেখানে লিখে থাকেন.... ... কে কমিশনার নিয়োগ করে রীট ইস্যু করা হোক।

[লেখক:অভিজিৎ বিশ্বাস(অঁজিষ্ণু অভি)
অ্যাডভোকেট, ঢাকা জেলা ও দায়রা আদালত]

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law Aid Institution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Law Aid Institution:

Share