30/01/2025
অভিভাবকদের প্রতি গুরুত্বপূর্ণ মেসেজ: আপনার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করুন প্লিজ..
আজ সন্ধ্যার কিছুক্ষণ আগে গাজীপুর, কালিয়াকৈর হাই-টেক সিটি থেকে একজন ফোন করে জানান, সেখানে এক তৃতীয় শ্রেণির মেয়ে ও ১৬-১৭ বছর বয়সী তিনজন টোকাই (নেশাগ্রস্ত ও বখাটে প্রকৃতির) কিশোরকে দেখা যাচ্ছে। তাদের মতিগতি ভালো মনে হচ্ছে না।
আমরা সেখানে পৌঁছে যা শুনলাম, তা সত্যিই হৃদয়বিদারক এবং আমাদের সমাজের জন্য একটি ভ*য়াবহ সতর্কবার্তা।
আটক ছেলেগুলো কালিয়াকৈরে ভাড়া থাকে এবং বিভিন্ন ছোটখাটো কাজ করে। তাদের চেহারা ও আচরণেই বোঝা যাচ্ছিল তারা নেশাগ্রস্ত ও বখাটে। মেয়েটি মাত্র তৃতীয় শ্রেণির ছাত্রী, তবে কিছুটা শারীরিক বৃদ্ধি থাকায় বয়স একটু বেশি মনে হতে পারে। মেয়েটি প্রায় ১৫-১৬ দিন ধরে তাদের একজনের সঙ্গে সম্পর্কের মধ্যে ছিল, যা সে সরল বিশ্বাসে গ্রহণ করেছিল। আজ সে স্কুলে না গিয়ে দোকানে বই রেখে ওই ছেলেদের সঙ্গে রেললাইনের পাশে ঘুরতে যায়।
হাই-টেক সিটির আনসার সদস্যরা ও রেলওয়ের কর্মীরা সন্দেহজনকভাবে তাদের দেখে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তারা অস্বীকার করলেও পরে স্বীকার করে যে, তারা মেয়েটিকে গ্যাং*রে*পের পরিকল্পনা করেছিল!
ভাবতে পারেন? যদি তাদের সন্দেহ না হতো, তাহলে কী ঘটতে পারত? হয়তো মেয়েটি ভয়াবহ নি*র্যাতনের শিকার হতো, প্রাণ হারাতো, আর তার নিখোঁজ হওয়া নিয়ে পুরো পরিবার আতঙ্কে দিন কাটাতো।
মেয়েটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু এই ঘটনা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা যেন আমাদের সন্তানের ভবিষ্যৎ বিপদের দিকে ঠেলে না দিই। দয়া করে, সন্তানদের প্রতি আরও যত্নশীল হোন। তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে সবসময় খোঁজ রাখুন। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, যাতে তারা ভুল বন্ধুর পাল্লায় না পড়ে।
আপনার একটু সচেতনতা হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি নিষ্পাপ প্রাণ।
শেয়ার করে সচেতনতা বৃদ্ধি করুন।
#সন্তান_সুরক্ষা #সতর্কতা #অভিভাবকদের_জন্য