Police News

Police News News protal

23/03/2025

একদম টাচ করবি না, New Version 🤣

মনে করুন ভাগ্যক্রমে আপনার বউ হিসেবে এই মেয়েটা আসলো।

19/03/2025

এক রাতের সাইবার এটাকে ই*জ/ রা/য়/লে/র/ হাজার হাজার সাইট হ্যা/ক* এবং হাজার খানেক সাইট ডাউন। বাংলাদেশ সাইবার❤️

শাবিপ্রবি'র গেইটের সৌন্দর্য,পুলিশ-শিক্ষার্থী একসাথে ক্রিকেট খেলছে।
10/03/2025

শাবিপ্রবি'র গেইটের সৌন্দর্য,পুলিশ-শিক্ষার্থী একসাথে ক্রিকেট খেলছে।

10/03/2025

বগুড়া নারুলী পুলিশ ফাঁড়ি এলাকায় এস আই পরিচয়ে বিভিন্ন দোকান থেকে চাঁ'দা'বা'জি

সংগ্রহীত নিউজ

27/02/2025

সাব্বাস স্যার 🫡

#অভিভাবকদের_জন্য

24/02/2025

এই হচ্ছে আমাদের অবস্থা, নিজে নিজে ধাক্কা দিয়ে বলে টার্চ করবি না😃 একদম টার্চ করবি না🤔

অভিভাবকদের প্রতি গুরুত্বপূর্ণ মেসেজ: আপনার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করুন প্লিজ..আজ সন্ধ্যার কিছুক্ষণ আগে গাজীপুর, কালি...
30/01/2025

অভিভাবকদের প্রতি গুরুত্বপূর্ণ মেসেজ: আপনার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করুন প্লিজ..

আজ সন্ধ্যার কিছুক্ষণ আগে গাজীপুর, কালিয়াকৈর হাই-টেক সিটি থেকে একজন ফোন করে জানান, সেখানে এক তৃতীয় শ্রেণির মেয়ে ও ১৬-১৭ বছর বয়সী তিনজন টোকাই (নেশাগ্রস্ত ও বখাটে প্রকৃতির) কিশোরকে দেখা যাচ্ছে। তাদের মতিগতি ভালো মনে হচ্ছে না।

আমরা সেখানে পৌঁছে যা শুনলাম, তা সত্যিই হৃদয়বিদারক এবং আমাদের সমাজের জন্য একটি ভ*য়াবহ সতর্কবার্তা।

আটক ছেলেগুলো কালিয়াকৈরে ভাড়া থাকে এবং বিভিন্ন ছোটখাটো কাজ করে। তাদের চেহারা ও আচরণেই বোঝা যাচ্ছিল তারা নেশাগ্রস্ত ও বখাটে। মেয়েটি মাত্র তৃতীয় শ্রেণির ছাত্রী, তবে কিছুটা শারীরিক বৃদ্ধি থাকায় বয়স একটু বেশি মনে হতে পারে। মেয়েটি প্রায় ১৫-১৬ দিন ধরে তাদের একজনের সঙ্গে সম্পর্কের মধ্যে ছিল, যা সে সরল বিশ্বাসে গ্রহণ করেছিল। আজ সে স্কুলে না গিয়ে দোকানে বই রেখে ওই ছেলেদের সঙ্গে রেললাইনের পাশে ঘুরতে যায়।

হাই-টেক সিটির আনসার সদস্যরা ও রেলওয়ের কর্মীরা সন্দেহজনকভাবে তাদের দেখে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তারা অস্বীকার করলেও পরে স্বীকার করে যে, তারা মেয়েটিকে গ্যাং*রে*পের পরিকল্পনা করেছিল!

ভাবতে পারেন? যদি তাদের সন্দেহ না হতো, তাহলে কী ঘটতে পারত? হয়তো মেয়েটি ভয়াবহ নি*র্যাতনের শিকার হতো, প্রাণ হারাতো, আর তার নিখোঁজ হওয়া নিয়ে পুরো পরিবার আতঙ্কে দিন কাটাতো।

মেয়েটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু এই ঘটনা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা যেন আমাদের সন্তানের ভবিষ্যৎ বিপদের দিকে ঠেলে না দিই। দয়া করে, সন্তানদের প্রতি আরও যত্নশীল হোন। তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে সবসময় খোঁজ রাখুন। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, যাতে তারা ভুল বন্ধুর পাল্লায় না পড়ে।

আপনার একটু সচেতনতা হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি নিষ্পাপ প্রাণ।

শেয়ার করে সচেতনতা বৃদ্ধি করুন।

#সন্তান_সুরক্ষা #সতর্কতা #অভিভাবকদের_জন্য

মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ব্যাংকের কার্ডের পিন নাম্বার শেয়ার না করার অনুরোধসম্প্রতি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর ক্লো...
29/12/2024

মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ব্যাংকের কার্ডের পিন নাম্বার শেয়ার না করার অনুরোধ

সম্প্রতি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর ক্লোন করে বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নাম্বার জানতে চাওয়া হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নাম্বার থেকে কখনোই কোনো ব্যক্তির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) পিন নাম্বার অথবা ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নাম্বার জানতে চাওয়ার কোন সুযোগ নেই। ৯৯৯ নাগরিকগণের চাহিদা অনুযায়ী জরুরি মুহূর্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স সেবা প্রদান করে থাকে।

মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ব্যাংকের কার্ডের পিন নাম্বার কারো সাথে শেয়ার করবেন না। এ ধরণের প্রতারকচক্র থেকে সতর্ক থাকা ও তাদের সম্পর্কে সংশ্লিষ্ট থানা বা ৯৯৯ নাম্বারে জানাতে জনগণকে অনুরোধ জানানো হচ্ছে।

#999

18/12/2024

হাউজগার্ড সালামি
বাংলাদেশ পুলিশ❤️

রাজশাহী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সেপ্টেম্বর, ২০২৪ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করলেন পুলিশ সুপার[Rajshah...
09/12/2024

রাজশাহী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সেপ্টেম্বর, ২০২৪ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করলেন পুলিশ সুপার
[Rajshahi District Police Media]
[5 December 2024]
আজ ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ পুলিশ লাইন্সের ড্রিলশেডে রাত ২:০০ টায় রাজশাহী জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সেপ্টেম্বর, ২০২৪ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করলেন রাজশাহীর পুলিশ সুপার মো আনিসুজ্জামান।
রাজশাহী জেলার ৭৬টি শূন্যপদের বিপরীতে বিদ্যমান কনস্টেবল নিয়োগবিধি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
রাজশাহী জেলার নিয়োগ বোর্ডে সভাপতি রাজশাহীর পুলিশ সুপার মো: আনিসুজ্জামান এবং আরও দুই সদস্য যথাক্রমে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আব্দুর রশিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ও নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। এছাড়া তাঁরা জেলা পুলিশের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানান।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, আজকের যাঁরা কনস্টেবল হিসেবে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত হলেন তারা আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে দেশমাতৃকার সেবা করার ব্রতী হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করবেন। যারা নিয়োগ পেলেন তাদের অধিকাংশ হতদরিদ্র পরিবার থেকে এসে এই চাকরি পাবার গৌরব অর্জন করেছেন।
তিনি আরও বলেন, একটি কৃষক পরিবার থেকে যমজ দুই ভাই চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এই নিয়োগের সব পর্যায়ে আমরা সর্বোচ্চ সততা ও নিরপেক্ষতা বজায় রেখেছি।
উল্লেখ্য, রাজশাহী জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৭৬ টি শূন্যপদের বিপরীতে ৭৬২২ জন পরীক্ষার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৬২০১ জন প্রার্থী শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিকাল এনডিউরেন্স টেস্ট-এ অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক সক্ষমতা যাচাই শেষে ৭২২ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণের সুযোগ লাভ করেন। লিখিত পরীক্ষায় ২৪৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। রাজশাহী জেলার টিআরসি নিয়োগ বোর্ড কর্তৃক ৭৬ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়। এর মধ্যে নারী ১৬ জন এবং ৬০ পুরুষ।
ফলাফল প্রকাশের সময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

01/06/2024

রাজশাহী মহানগরীতে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রচন্ড গরম।হিট স্ট্রোকের সম্ভাবনা।🥺ডিহাইড্রেশন থেকে বাঁচতে প্রত্যেকে প্রচুর পানি পান করবেন এবং যেখানেই ডিউটি করবেন সাথ...
20/04/2024

প্রচন্ড গরম।
হিট স্ট্রোকের সম্ভাবনা।🥺
ডিহাইড্রেশন থেকে বাঁচতে প্রত্যেকে প্রচুর পানি পান করবেন এবং যেখানেই ডিউটি করবেন সাথে পানি রাখবেন!
প্রয়োজন ব্যতীত বাচ্চাদের ঘরের বাহির না করা।
এই গরমে যতটা সম্ভব নিজ,পরিবার, প্রিয়জনদের যত্ন নিবেন। ম্যাক্সিমাম আমাদের ইউনিফর্ম এবং বুট পরিহিত থাকতে হয় তাই অবশ্যই পানি, সরবত, পারলে কিছু লিকুইড খাবার গ্রহন করবেন! গরমে সবাই সাবধানে ডিউটি করবেন। নিজে সচেতন হম এবং অপরকে করেন! প্রত্যেকেই নিজ + পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করি।🌻
আমাদের সুস্থতা মানে পরিবার, প্রিয় মানুষ ভালো থাকবে।🥰
সকলের সুস্থতা কামনায়।🤲💙

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Police News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Police News:

Share