Muslim Journal Dhaka

Muslim Journal Dhaka لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّه

সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে

Anti Islamphobia | Real News | Promoting Islamic Ideology 

ভদ্রলোক বিলে গিয়েছিলেন মাছ ধরতে। মাছ ধরা শেষে পানি থেকে উঠার সময় দেখলেন একটা জোঁক(Leech)তার যৌনাঙ্গে (P***s) আকড়ে ধরেছে।...
08/08/2025

ভদ্রলোক বিলে গিয়েছিলেন মাছ ধরতে। মাছ ধরা শেষে পানি থেকে উঠার সময় দেখলেন একটা জোঁক(Leech)তার যৌনাঙ্গে (P***s) আকড়ে ধরেছে। উনি সরানোর চেষ্টা করতে করতেই এই জোঁক তার প্রস্রাবের রাস্তা দিয়ে ঢুকে হারিয়ে যায়।

কিছুক্ষণের মধ্যেই তার প্রস্রাব বন্ধ হয়ে যায়। প্রস্রাব করার চেষ্টা করলে শুধু টাটকা রক্ত বের হয়। প্রস্রাব না হওয়ার কারণে তার মুত্তথলি ফুলতে থাকে আর ব্যথা বাড়তে থাকে।

ব্যথায় অস্থির ভদ্রলোক আমার চেম্বারে আসেন। আমি তার প্রস্রাবের রাস্তায় নল(Catheter) দেই এবং লবনাক্ত স্যালাইন (Normal saline) দিয়ে প্রায় দেড় ঘন্টা ধরে ওয়াস করি। শুধু তাজা আর জমাট রক্ত ছাড়া আর কিছু পাইনা। ভাবসিলাম এতো লবণ পানিতে জোঁকটা হয়তো মরে যাবে। নতুন করে আর মুত্রথলির ক্ষতি করবে না, জমাট রক্ত দিয়ে ক্যাথেটার ব্লক হবে না।

তারপর রুগী ওটিতে নিয়ে যাই প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যামেরা ঢুকিয়ে (Cystoscopy) জোঁক বের করার জন্যে। ক্যামেরা দিয়ে শুধু রক্ত ছাড়া আর কিছুই দেখা যায় না। অনেকক্ষণ ধরে ওয়াস করেও কোনকিছুই দেখা যাচ্ছে না।
হঠাৎ একটা কালো বস্তুর মতো দেখে সন্দেহের উপর তা ধরে টান দেই। দেখি সেই কাঙ্খিত জোঁক...অনেক লম্বা, মোটাতাজা। প্রায় ৮ ঘন্টা পরেও সে নড়ছে, পুরাই জীবিত।

এখন রুগী ভাল আছে। রক্ত যাওয়া কমেছে।
ফলো আপ এ আছে।

©
ডাঃ গিয়াস উদ্দিন আরিফ
কনসালটেন্ট (সার্জারী)
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিশোরগঞ্জ।

06/08/2025

আল্লাহ শাইখ কে নেক হায়াত দিক।
শাইখ! এ যেনো ঝিনুকের ভেতর আবৃত হওয়া মুক্তো।
চেহারা নয় যার বয়ান ও উম্মাহ দরদ দেখে ঈমানের নূর উজ্জ্বল হয়৷ শাইখ আমাদের কাছে এক উজ্জ্বল মুখলিস দাঈ।
যার ওজন সবার ধারণ করার অন্তর্দৃষ্টি নেই৷

06/08/2025

আজকে নোয়াখালীর ঘটনা আপনারা ইতিমধ্যে জেনেছেন,
এক হে*দু ভ| গও__য়|র ফাঁ__দে ফেলে,
নরসিংদীর এক ১৫ বছরের নাবালিকা মুসলিম মেয়েকে হি__ন্দু বানিয়ে ফেলেছে।
আল্লাহর কসম!
এরকম ডজন-ডজন ঘটনা প্রতিদিন ঘটে চলেছে,
কিন্তু সব তো আর মিডিয়াতে আসে না।
যেসব হে*দু ছেলেরা মুসলিম নারীদেরকে
ফাঁ**দে ফেলে,
'র' ওদেরকে টাকা দেয়,নিরাপত্তা দেয়,
আইনি সহায়তা দেয়।
আপনাদের হাতে-পায়ে ধরি,বিশেষকরে সম্মানিত আলেমগণ,
আপনারা সবাই ভ| গ**ওয়াদের বি*রু*দ্ধে সোচ্চার হোন,এসব নিয়ে কথা বলুন।
ভাইয়েরা,
নিজ মাহরাম নারীদের প্রতি সজাগ দৃষ্টি দিন।
ভ| ও__য়|দের বি*রু**দ্ধে আমাদেরকে সম্মিলিতভাবে লড়া**ইয়ে অবতীর্ণ হতে হবে।
নতুবা এরা আমাদের মা-বোনদের শেষ করে ফেলবে।
আমার রবের কসম!
একজন মুসলিম নারী যখন তার ইজ্জত হারায়,
তখন উম্মাহর আর কোনকিছু হারানোর বাকি থাকে না।

06/08/2025

আমরা এইদেশে থাকবোই

06/08/2025

bow na takar ki moja , khali ghum r ghum😃

25/07/2025

কেন আমরা জাতিসঙ হোমো-অধিকার অফিসের বিরোধিতা করছি।
লিংক কমেন্টে...

23/07/2025

কান্নার শব্দগুলোতে একদম হৃদয়ে র/*ক্তক্ষরণ হচ্ছে 🙂 (কেমনে তাদের সান্ত্বনা দিবো?)

হে উম্মাহ! এক মিনিট সময় হবে?(রাসুলুল্লাহ (সা) কে নিয়ে দেখা অন্তরকে প্রকম্পিতকারী এক স্বপ্ন। যা মিসরের বিশ্ববিখ্যাত শায...
22/07/2025

হে উম্মাহ! এক মিনিট সময় হবে?

(রাসুলুল্লাহ (সা) কে নিয়ে দেখা অন্তরকে প্রকম্পিতকারী এক স্বপ্ন। যা মিসরের বিশ্ববিখ্যাত শায়খ আহমাদ যায়দান হাফি. দেখেছেন ও স্বীয় ফেসবুক পেজে উল্লেখ করেছেন)

আমি রাসূলুল্লাহ ﷺ কে স্বপ্নে দেখেছি। কিন্তু সেটা তাঁর সদা হাস্যোজ্জল ও মুচকিহাসি বদনে নয়। তাঁর চেহারা মুবারক ছিল অত্যন্ত মলিন ও বিষন্ন। ক্ষোভে র-ক্তিমবর্ণ। চেহারায় রাগের ছাপ স্পষ্ট।

তিনি অশ্বারোহী ছিলেন। আর মুসলিম উম্মাহ তাঁর পেছনে পথ চলতেছিল। উম্মাত তাঁকে ডাকছিল কিন্তু তিনি কারো ডাকে সাড়া দিচ্ছেন না। কারো দিকে তাকাচ্ছেন না।

আমি তাঁর কাছে পৌঁছার চেষ্টা করলাম। ভয়ে আমার অন্তর কাঁপছিল আর প্রাণ বের হওয়ার উপক্রম ছিল। এক পর্যায়ে কাছে পৌঁছলাম। হঠাৎ ব্যথিত এক চিৎকার শুনতে পেলাম যা অন্তরকে বিদীর্ণ করে দেয়।

"দূর হও দূর হও, সরে যাও সরে যাও।
হে আমার রব! আমার উম্মত আমাকে কষ্ট দিয়েছে"।

সাথে থাকা উম্মাত জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। দৃশ্যটি বড় বেদনাদায়ক ছিল। মনে হচ্ছিল কিয়ামত শুরু হয়ে গেছে।

সবাই চিৎকার করে কেঁদে কেঁদে বলছিল; হে আল্লাহ! আমাদের উপর থেকে আপনার রাগ ও গজবকে উঠিয়ে নিন। আমাদের মধ্যকার কতিপয় নির্বোধদের কৃতকর্মের জন্য আপনি আমাদেরকে শাস্তি দিবেন না।

কিন্তু রাসূলুল্লাহ ﷺ এরপরও মুখ ফিরিয়ে ছিলেন। কারো সাথে কথা বলছেন না, কারো দিকে তাকাচ্ছেন না। এক পর্যায়ে তিনি স্বীয় ঘরে পৌঁছলেন এবং রাগান্বিত অবস্থায়ই ঘোড়া থেকে অবতরণ করলেন।

আমার অন্তর প্রকম্পিত হচ্ছিল, আমি মনে মনে বলছিলাম, রাসূলুল্লাহ ﷺ কি আমার উপরেও রাগান্বিত? আমি অনবরত কাঁদতে কাঁদতে তার কাছে পৌঁছলাম। আমার অবস্থা দেখে তাঁর অন্তর মুবারক কোমল হলো, তিনি আমাকে বললেন; "বৎস! তুমি প্রশংসিত জীবন যাপন করবে আর শহীদি মৃ-ত্যুবরণ করবে"।

অতঃপর তিনি ঘরে প্রবেশ করলেন আর আমি তাঁর ঘরের চৌখাটে বসে তাঁর পূণর্বার বের হওয়ার অপেক্ষা করছি। তিনি নামাযে দাঁড়ালেন। আমি কান লাগিয়ে শুনতে পেলাম, তিনি নামাযে ব্যথাভরা আওয়াজে তিলাওয়াত করছেন;
وَإِن تَتَوَلَّوۡا۟ یَسۡتَبۡدِلۡ قَوۡمًا غَیۡرَكُمۡ ثُمَّ لَا یَكُونُوۤا۟ أَمۡثَـٰلَكُم
"আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের পরিবর্তে এমন জাতি সৃষ্টি করবেন যারা তোমাদের মত হবে না"। [সূরা মুহাম্মাদ : ৩৮]

এরপর আমি ঘুম থেকে জাগ্রত হলাম। তখনও আমার চোখ বেয়ে পানি পড়ছিল।

— সংগৃহীত

বাংলাদেশে হাই রেঞ্জের প-তি-তা ভার্সিটির। অর্থাৎ বাংলাদেশের এলিট শ্রেণীতে সবচেয়ে চড়া মূল্যে বাসায় আনতে হয় ভার্সিটির সুন্দ...
19/07/2025

বাংলাদেশে হাই রেঞ্জের প-তি-তা ভার্সিটির।
অর্থাৎ বাংলাদেশের এলিট শ্রেণীতে সবচেয়ে চড়া মূল্যে বাসায় আনতে হয় ভার্সিটির সুন্দরী মেয়েদের।
বিশেষ করে ভার্সিটির শিক্ষক,ব্যাংকার,ব্যবসায়ী,নেতা ইত্যাদি ধরণের ক্যাটাগরির মানুষের প্রথম পছন্দ ভার্সিটির মেয়ে।
একেকজন এর রেট ১০ হাজার থেকে এক লক্ষ টাকা হতে পারে৷।
বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েদের চাহিদা বেশি।
আমি যখন ভার্সিটিতে পড়ি। তখন আমাদের ভার্সিটির একটা লোকেশনে এসব কার্যকলাপ ছিলো।
ভার্সিটির মেয়েরা এসব করে এগুলা অনেকে বিশ্বাস ই করবে না।
কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে অভিজাত শ্রেনীর মানুষরা এখন ভার্সিটির মেয়ে ছাড়া ভোগ করে না।
আর সাধারণ আবাসিক হোটেল ত লেবার,ড্রাইভার, দিনমজুরদের।
একটা ভার্সিটির মেয়ে যদি মাসে ৩/৪ লাখ টাকা আর্ন করে। সে কিভাবে টাকার লোভ সামলাবে।
চট্টগ্রামে হালিশহরে একটা পতি-তালয়ের সন্ধান পেয়েছি।
যা ভার্সিটির মেয়েদের দ্বারা পরিচালিত।
আর তাদের সেবা গুলো ভিন্ন ধরণের হয়ে থাকে।
যেমন নির্দিষ্ট পতি'তা কে ২/৪ দিনের জন্য কন্টাক্ট করে কক্সবাজার বা নিজেদের বাসায় নিয়ে যায়।
বেশিরভাগ কক্সবাজারে নিয়ে যায় সবাই।
কক্সবাজারে ট্রেন সেবা চালু হয়েছে।
এটার একটা হিডেন ম্যাসেজ আছে।
এই দেশটা কে সমূলে ধ্বংস করতে কক্সবাজারের বিকল্প নাই।
ট্যুরিস্ট স্পট গুলো সহজলভ্য করা মানে। আর্থিক ব্যানিফেশিয়াল এর পাশাপাশি অবাধ যৌনতা দিয়ে দেশ কে ডুবিয়ে দেওয়া।
কক্সবাজারে অধিকাংশ যায় এসব হোটেলে প্রাইভেট এনজয় করার জন্য৷
আর ঢাকার কথা কি বলব।
ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলো অবস্থা ভয়াবহ।
ঢাকা এখন স্মার্ট পতি-তা নগর৷
—সংগ্রহ পোস্ট

জয় বাংলা গোপালগঞ্জ
17/07/2025

জয় বাংলা গোপালগঞ্জ

16/07/2025

Address

Dhaka
Dhaka

Telephone

+8801728287164

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Journal Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Journal Dhaka:

Share