Muslim Journal Dhaka

Muslim Journal Dhaka لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّه

সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে

Islami Shariah | Anti Islamphobia | Real News

হাসনাত আব্দুল্লাহ 🔥🔥
11/07/2025

হাসনাত আব্দুল্লাহ 🔥🔥

11/07/2025
ইচ্রাক
11/07/2025

ইচ্রাক

একসময় বাংলায় এই স্লোগান হবে ইন শা আল্লাহইসলামী শাসনব্যবস্থা  ছাড়া কোন সমাধান নেই।
11/07/2025

একসময় বাংলায় এই স্লোগান হবে ইন শা আল্লাহ
ইসলামী শাসনব্যবস্থা ছাড়া কোন সমাধান নেই।

😭
11/07/2025

😭

🖤🤲
10/07/2025

🖤🤲

জরুরী ভিত্তিতে একজন মুমূর্ষু রোগীর অপারেশনের প্রয়োজন। এমতাবস্থায় আপনাদের সবার কাছে  আর্থিক সহযোগিতা চাচ্ছি আমি জিয়াউর র...
10/07/2025

জরুরী ভিত্তিতে একজন মুমূর্ষু রোগীর অপারেশনের প্রয়োজন। এমতাবস্থায় আপনাদের সবার কাছে আর্থিক সহযোগিতা চাচ্ছি আমি জিয়াউর রহমান। কারণ রোগী আমার আপন মামা। উনাদের আর্থিক করুণ অবস্থার কারণে আপনাদের নিকট সাহায্য প্রার্থী।

রোগীর সমস্যা : বাল্ব ২ টা নষ্ট, ফুসফুস আক্রান্ত

রুগীর নাম : মো:- শাহাবুদ্দিন
পিতা:-মৃত রমজান আলী
ঠিকানা:-পশ্চিম হাদারপার। ১নং রুস্তমপুর ইউনিয়ন গোয়াইনঘাট সিলেট।
মোবাইল:- 01736-607421 (রুগীর নাম্বার বিকাশ)

পারিবারিক অবস্থা: পাঁচজন সন্তানাদি। তন্মধ্যে চার মেয়ে এক ছেলে। বড় মেয়ের বয়স ১২ বছর ; ছোট ছেলের বয়স ২ বছর। উনি একজন দিনমজুর মানুষ। দীর্ঘ কয়েক বছর ধরে উনি অসুস্থ অবস্থায় দিনকাল অতিবাহিত করছেন। শেষমেশ অসুস্থতা যখন খুব বেগতিক হারে বৃদ্ধি পাচ্ছিল তখন ডাক্তারের শরণাপন্ন হোন। তারপর রোগীর অবস্থা বিবেচনা করে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানান দিয়েছেন যে উনার বাল্ব দুটি নষ্ট হয়ে গেছে। যা অপারেশনের জন্য ৮-৯ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু আর্থিক অবস্থা আর পারিবারিক অভাব-অনটনে থাকা মানুষটির পক্ষে এতো মোটা অংকের টাকা যোগাড় করে অপারেশন করানো কোনোক্রমে সম্ভব না। যার ফলে বর্তমানে উনার অবস্থার করুন পরিস্থিতির কারণে স্হানীয় চেয়ারম্যান ও এলাকার সুশীল ব্যক্তিগন মিলে তাকে আবারো ডাক্তার দেখাতে নিয়ে যান। সকল পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার এই পরামর্শ দেন এই মুহূর্তে উনাকে অপারেশন না করালে উনার বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে।

যে মানুষ ঠিকমতো দুইবেলা খাবার খেতে হিমশিম খান,উনি কীভাবে এতো টাকা যোগাড় করবে? এজন্য শেষমেশ কোনো উপায়ান্তর না পেয়ে দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে সহযোগিতা চেয়েছেন। আপনারা আপনাদের সাধ্যমতো যে যা পারেন তা দিয়ে সহযোগীতা করলে একটি পরিবারের হয়তো নতুন করে আলো জ্বলে উঠবে। তাই আপনাদের সবার কাছে করজোড়ে অনুরোধ! আপনারা সবাই একটু মানবিক দৃষ্টিতে থাকান। কত টাকা-পয়সা তো অকারণে খরচ করেন। একজন মানুষকে বাঁচাতে যদি আপনি নূন্যতম সহযোগিতা করেন ; তবে নিশ্চই এর প্রতিদান আল্লাহ দিবেন।

আমাদের পরিচিত একজন ভাইয়ের পোস্ট থেকে।
- জিয়াউর রহমান (ভেরিফাইড তথ্য) অরিজিনাল পোস্ট লিংক কমেন্ট বক্সে।

The beauty of Shariah ❤️
09/07/2025

The beauty of Shariah ❤️

04/07/2025

Your choice - Halal or Haram

কেউ কিডনি পেয়ে প্রতারণা করে আবার কেউ স্ত্রীর নিথর দেহের পাশে সারারাত বসে থাকে! পুরুষ মানুষের ভালোবাসা বোঝা মুশকিল। তার স...
04/07/2025

কেউ কিডনি পেয়ে প্রতারণা করে আবার কেউ স্ত্রীর নিথর দেহের পাশে সারারাত বসে থাকে! পুরুষ মানুষের ভালোবাসা বোঝা মুশকিল।

তার স্ত্রী ইন্তেকাল করেছিলেন। স্ত্রীর নিথর দেহ গাড়িতে ছিল, জানাজার জন্য প্রস্তুত। জানাজার সময় ঠিক হয়েছিল রাত ৯টা। কিন্তু তিনি চাচ্ছিলেন না এত দেরিতে হোক। তবুও তিনি মুখ ফুটে বলতে পারলেন না, “আরও একটু সময় থাকুক সামনে...”

তার ছেলে বুঝে নিল বাবার অনুভূতি। জানাজা হলো পরের দিন সকালে।

সবাই চলে গেল, কিন্তু তিনি রয়ে গেলেন, চুপচাপ বসে, যেন শেষবারের মতো সঙ্গ দিচ্ছেন তাকে।

এটাই শুধু ভালোবাসা নয়, মৃত্যুর পরেও না ছাড়ার প্রতিশ্রুতি। তিনি সৌভাগ্যবান, এমন ভালোবাসা পেয়েছেন। আমরা সবাই এমন ভালোবাসার জন্যই তো প্রার্থনা করি। ভালোবাসার জন্য আমাদের যে ক্রেভিং তাতো এই ভালোবাসাই!

Address

Dhaka

Telephone

+8801728287164

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Journal Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Journal Dhaka:

Share