07/03/2025
কোন এক #রমজান-এ, সেই যে কলার দাম বৃদ্ধি শুরু হলো, সেটা আর থামছেনা ! #রমজান এলে প্রথমে #কলাওয়াল ‘র হায়নার মত একটা #রুপ শুরু হয় ! কত সুন্দর ফুটফুটে মুরুব্বী, টুপি দাড়িসহ রোজা রেখে একটা বিকল্প হায়নার মত চেহারা প্রকাশ করে। ধীরে ধীরে শুরু হলো তেল ! তেলওয়ালারতো হায়নার চেয়েও হিংস্র হয়ে গেছে। রমজান এলে এখন পুরো ফল #ব্যবসায়ী’রা #হিংস্র চেহারা নিয়ে ঝাপিয়ে পড়ে। #আওয়ামীলীগ শাসনামলে #তরমুজওয়ালার কয়েকধাপ কারাসাজীতে যে এগিয়ে গেলো সেটা আর কোনভাবেই স্বস্তিতে ফিরলো না। #তরমুজ #পিস দরে কিনে #কেজি দরে বিক্রি ! সেই কেজী’র দরটা যদি সহনিয় হতো, তাহলে হয়তো মানুষ কিছুটা শান্তি পেতো কিন্তু সেটা নয়, এটা যেন একটা #অত্যাচার । এখন রমজান এলে সবাই ক্রেতাদের এক হাত দেখে নেয়ার মহড়ায় নেমে পড়ে। এই হলো #বাঙালীমুসলমান । #নামাজ পড়ে, #রোজা রাখে, #কোরআন পড়ে আবার #চুরি , #ডাকাতি, #খুন, #মদ, #মাগীবাজী সবকিছুই করে !
#বাসওয়ালারা সারা বছর #ব্যবসা করে তারপরও #ঈদে সাধারন যাত্রীদের উপর #খুনী #সন্ত্রাসীদের মত #পকেট #ছিনতাই করবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কেউ নাই। পঞ্চাশ একশো বেশী নিলেও সহ্য হতো কিন্তু না এটা একটা সন্ত্রাসী তান্ডব। সরকার চাইলে আগে থেকেই ব্যবস্থা নিতে পারে কিন্তু হবেনা কারন #আমলারাতো আছে, #অবৈধ #ইনকাম করার আশায় ! ! #সরকার সংশ্লিষ্টরা আছে নিজের #পকেট ভর্তী করার জন্য ! তাদের এদেশের #ভবিষ্যত ! তাদের ভালোভাবে বেঁচে থাকাই এদেশের ভবিষ্যত ! আর এসব কারনেই এদেশের সাধারন জনগনকে বার বার #প্রতিবাদ করতে হয়, রক্ত দিতে হয়। এ প্রতিবাদে যে শুধু সাধারন মানুষ জ্বলে পুড়ে ছাই হয় তা কিন্তু নয় বরং যারা এই অত্যাচারের সামিল তারও #জ্বলে পুড়ে ছাই হয় কিন্তু তারপরও আমরা শিক্ষা নেইনা। আমরা শুধু ভুলে যাই এবং অন্যেকে #ঠকিয়ে নিজের ভালো চাই। নিজের সন্তানের জন্য ভাবি অন্যের #সন্তানকে কোনভাবে ভাবতে চাই না। #সমাজটা ঠিক হলে যে, কেউ কারো ভালো থাকার জন্য যে #চিন্তা করতে হবে না। সেই সুখের ভাবনাটুকু আমরা কেউ ভাবিনা । সমাজটা ভালো হলে আমি #বেঁচে থাকি বা না থাকি আমার সন্তানের ভালো থাকার জন্য বা কোন রকম #শঙ্কা ছাড়া পৃথিবীতে বেঁচে থাকবে আমরা সেই সমাজ #প্রত্যাশা করিনা। কেন করিনা ? আমাদের #শিক্ষিত সমাজ সেই ভাবনা বা প্রত্যাশা কেন করেনা?