09/08/2025
আওয়ামীলীগ শুধু মুক্তিযুদ্ধ, চেতনা, সাম্প্রদায়িকতা এই কয়েকটি শব্দের বকবক করতে পারে কিন্তু সেই দায়িত্ব তারা পালন করতে পারে না। এটার নাম ভাঙ্গিয়ে তারা চুরি, ডাকাতি, গুম -খুন, নির্যাতন, ব্যাংক লুট, ধর্ষন এমন কোন অপকর্ম নাই, যেটা করেনা। তাদের ভুল, অপরাধ সংক্রান্ত কোন আলোচনা বা কথাবার্তা বলেনা। যাই বলেন তারা উপরোক্ত কয়েকটি কথাই বলে তার মধ্যে অন্যতম একাত্তর এবং মুক্তিযুদ্ধ। একাত্তর বা মুক্তিযুদ্ধতো তাদের একার সম্পত্তি নয়, এটা প্রতিটি বাঙ্গালীর। কেউ লিডার থাকা মানে নয় যে, কোন দল বা দেশ তার সম্পত্তি ! দেশটা কারো বাপের না ! #বাংলাদেশআওয়ামীলীগ #আওয়ামীলীগ #শেখমুজিব #শেখহাসিনা #আওয়ামীনিউজ #বাংলাখবর #আওয়ামীখবর