06/07/2025
চেয়ারম্যান বাজার টু রশিদ বেপারির বাজার সড়কের বেহালদশা: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের।
শরীয়তপুর প্রতিনিধি
দক্ষিণ তারাবুনিয়ার ৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজার থেকে রশিদ বেপারির বাজার পর্যন্ত সড়কটির বর্তমান অবস্থা চরম বেহালদশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গেছে পুরো রাস্তাটি। চলাচলে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
উল্লেখযোগ্য বিষয় হলো, রাস্তাটি তিনটি ইউনিয়নের সীমানা জুড়ে বিস্তৃত হওয়ায় এটি বহু মানুষের চলাচলের প্রধান মাধ্যম। বর্ষার সময় পানি জমে কাদা আর গর্তে পরিণত হয় পুরো পথটি, ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও হয়ে পড়ে কষ্টসাধ্য।
স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন সরকার জানান, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের প্রতিদিন এ রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। জরুরি রোগীবাহী গাড়ি কিংবা কৃষিপণ্য পরিবহনেও দেখা দেয় নানা বাধা। অথচ এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া হয়নি রাস্তাটি সংস্কারের জন্য।
এ অবস্থায় দক্ষিণ তারাবুনিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সমাজসেবামূলক কাজে নিয়োজিত সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তারা দ্রুত রাস্তাটি মেরামত করে চলাচলযোগ্য করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।