
24/04/2023
যদি আদম সন্তানকে
দুই ময়দান ভর্তি সম্পদ দেওয়া হয়,
তাহলেও সে তৃতীয় আরেকটি নয়দান চাইবে।
কবরে যাওয়া পর্যন্ত তার পেট ভরবে না৷
তবে যে ব্যক্তি তওবা করে,
আল্লাহ তাকে ক্ষমা করেন৷
(মিশকাত, মুত্তাফাক্ব আলাইহ)