Bangla Facts

Bangla Facts "Bangla Facts" ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম।

যদি আদম সন্তানকে দুই ময়দান ভর্তি সম্পদ দেওয়া হয়, তাহলেও সে তৃতীয় আরেকটি নয়দান চাইবে। কবরে যাওয়া পর্যন্ত তার পেট ভর...
24/04/2023

যদি আদম সন্তানকে
দুই ময়দান ভর্তি সম্পদ দেওয়া হয়,
তাহলেও সে তৃতীয় আরেকটি নয়দান চাইবে।
কবরে যাওয়া পর্যন্ত তার পেট ভরবে না৷
তবে যে ব্যক্তি তওবা করে,
আল্লাহ তাকে ক্ষমা করেন৷

(মিশকাত, মুত্তাফাক্ব আলাইহ)

রাসূলুল্লাহ সা: বলেন,“দুইটি বাক্য জিহবায় উচ্চারণে হালকা, মিযানের পাল্লায় ওজনে ভারী এবং দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়...
24/04/2023

রাসূলুল্লাহ সা: বলেন,
“দুইটি বাক্য জিহবায় উচ্চারণে হালকা,
মিযানের পাল্লায় ওজনে ভারী এবং
দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়:

'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহিল আ'যীম ”
[বুখারি ৭:১৬৮; মুসলিম ৪:২০৭২]

ম্যাজিস্ট্রেট: ২০ টাকা পকেট মারার জন্য কোমাকে১০০ টাকা জরিমানা দেওয়া হল ।পকেটমার: আমার কাছে মাত্র ২০ টাকা আছে, স্যার । ব...
23/04/2023

ম্যাজিস্ট্রেট: ২০ টাকা পকেট মারার জন্য কোমাকে
১০০ টাকা জরিমানা দেওয়া হল ।

পকেটমার: আমার কাছে মাত্র ২০ টাকা আছে, স্যার ।
বাকি টাকা এক্ষুনি এনে দিতে পারি, কিন্তু কিছুহ্মনের জন্য ছাড়তে হবে ।

Today's the best Photo 🌿🥰💚💚💚💚💚💚💚💚💚💚beautiful  
23/04/2023

Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚
beautiful
 

পাশের বাড়ির আন্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে ২ ঘন্টা গল্প করে গেলো...!শুধু বসলো না, সময় নেই বলে..!
23/04/2023

পাশের বাড়ির আন্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে
২ ঘন্টা গল্প করে গেলো...!

শুধু বসলো না, সময় নেই বলে..!

Today's the best Photo 🌿🥰💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful   
23/04/2023

Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful
 

“গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নেসরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে”মাননীয়  #প্রধানমন্ত্রী শেখ হাসিনা
23/04/2023

“গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে
সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে”

মাননীয় #প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিত্তশালী ও সামর্থ্যবানদের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন-রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
23/04/2023

বিত্তশালী ও সামর্থ্যবানদের
দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর
আহ্বান জানিয়েছেন

-রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

Today's the best Photo 🌿🥰💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful   
23/04/2023

Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful
 

“কিয়ামতের দিনে সমস্ত লোকের চাইতে মুআয্যিনদের গর্দান লম্বা হবে।”(মুসলিম ৮৭৮নং)
23/04/2023

“কিয়ামতের দিনে সমস্ত লোকের চাইতে
মুআয্যিনদের গর্দান লম্বা হবে।”

(মুসলিম ৮৭৮নং)

“কোন ব্যক্তি সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যাতায়ত করে, আল্লাহ্ তার জন্য জান্নাতে ততবার মেহমানদারীর সামগ্রীতৈরী করে রাখেন ...
23/04/2023

“কোন ব্যক্তি সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যাতায়ত করে,
আল্লাহ্ তার জন্য জান্নাতে ততবার মেহমানদারীর সামগ্রী
তৈরী করে রাখেন ।

বুখারী ৬৬২

দোস্ত সকাল বেলা তোর বাসার সামনেএত মানুষ দাড়িয়ে ছিলো কেন??বলিস নাহ !| বউয়ের ছবি ফেসবুকে পোস্ট করতে গিয়ে bikroy.com এ ...
22/04/2023

দোস্ত সকাল বেলা তোর বাসার সামনে
এত মানুষ দাড়িয়ে ছিলো কেন??

বলিস নাহ !
| বউয়ের ছবি ফেসবুকে পোস্ট করতে গিয়ে
bikroy.com এ পোস্ট করে ফেলসিলাম ! !

Address

Dhaka
Dhaka
1201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Facts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share