Bestob Monir

Bestob Monir Bestob Monir – সেরার খোঁজে, আপনাদের ভালোবাসায়।এই যাত্রায় পাশে থাকুন, চলি একসাথে!
(1)

25/07/2025

সময়

25/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

16/07/2025

পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি সেদিন থেকে ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি।

কোন ছবিটি আপনার কাছে সেরা।
09/07/2025

কোন ছবিটি আপনার কাছে সেরা।

06/07/2025

Facebook & YouTube কপিরা'ইট গাইডলাইন ২০২৫, পেজ ও চ্যানেল ব'ন্ধ হওয়া থেকে বাঁচ'তে এই ভিডিওটি দেখুন!

আকাশে ঘন মেঘ, চারপাশে ছায়া নেমে এসেছে। হঠাৎ হাওয়া বদলালো, মনে হলো বৃষ্টি নামবেই এবার। আমি তখন ধান ক্ষেতে কোমর পানিতে নেম...
23/06/2025

আকাশে ঘন মেঘ, চারপাশে ছায়া নেমে এসেছে। হঠাৎ হাওয়া বদলালো, মনে হলো বৃষ্টি নামবেই এবার। আমি তখন ধান ক্ষেতে কোমর পানিতে নেমে কাজ করছি। চারদিকে সবুজের সমারোহ, কিন্তু মাটির গন্ধে একটা আলাদা টান। দূরে দাদির ডাক, “বাড়ি আয়, বৃষ্টি নামবে!” আমি বলি, “আর একটু কাজ থাক, মা!” কিন্তু আচমকা মেঘ গর্জে উঠল, আর শুরু হলো টিপটিপ বৃষ্টি। মাথার ওপর গামছা চাপিয়ে আমি হাসি মুখে কাজ চালিয়ে যাই। এইতো কৃষকের জীবন—আকাশের সাথে লড়াই আর ভালোবাসা।

#কৃষকেরজীবন #ধানক্ষেত #বৃষ্টিদিন #বাংলারপ্রকৃতি #গ্রামবাংলা #আকাশেমেঘ #মাটিরগন্ধ #বাংলাগল্প #চাষাবাদ #গ্রামেরজীবন

রাস্তায় বাইক চালানোর সময় এদিক-সেদিক তাকানো বিপজ্জনক। আপনার দৃষ্টি সবসময় সামনে এবং আশেপাশের পরিস্থিতির ওপর রাখতে হবে।⚠️. ...
22/06/2025

রাস্তায় বাইক চালানোর সময় এদিক-সেদিক তাকানো বিপজ্জনক। আপনার দৃষ্টি সবসময় সামনে এবং আশেপাশের পরিস্থিতির ওপর রাখতে হবে।
⚠️. মোবাইল ফোন বা কানে হেডফোন ব্যবহার করবেন না:
এগুলো মনোযোগ নষ্ট করে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে।
🛑 . ট্রাফিক সাইন ও রুলস অনুসরণ করুন:
ট্রাফিক সিগন্যাল, রোড মার্কিং, ও অন্যান্য নির্দেশনা মানা বাধ্যতামূলক।
👀 . সবসময় সতর্ক থাকুন:
রাস্তার পাশে হঠাৎ মানুষ, শিশু, গাড়ি বা পশু চলে আসতে পারে। তাই চারপাশের প্রতি সজাগ থাকুন।
🪖 . হেলমেট ব্যবহার করুন এবং গতি নিয়ন্ত্রণে রাখুন:
আপনার জীবন আপনার হাতে। তাই নিজের সুরক্ষায় হেলমেট পরুন এবং গতি এমন রাখুন যেন জরুরি প্রয়োজনে সহজে থামাতে পারেন।
🔁 শেষ কথা:
আপনার একটি মুহূর্তের অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। বাইক চালানোর সময় মনোযোগই আপনার সবচেয়ে বড় সুরক্ষা।

#বাইক_চালান_সচেতনভাবে #নিরাপদ_সড়ক #হেলমেট_পরুন #সতর্কতা_জীবন_বাঁচায়

22/06/2025

শুভ সকাল

বাস্তবতা কখনো গল্পের মতো সহজ হয় না...এই বয়সেও চাচাকে দেখুন, নিজের কাঁধে তুলে নিয়েছেন পুরো সংসারের দায়িত্ব।নিজের স্বপ্নগু...
21/06/2025

বাস্তবতা কখনো গল্পের মতো সহজ হয় না...
এই বয়সেও চাচাকে দেখুন, নিজের কাঁধে তুলে নিয়েছেন পুরো সংসারের দায়িত্ব।
নিজের স্বপ্নগুলো অনেক আগেই চাপা পড়ে গেছে সময়ের ভারে,তবু একটুখানি হাসির জন্য–
সন্তানদের মুখে একটু শান্তির জন্য,
প্রতিদিন ভোর থেকে রাত অবধি নিঃশব্দে লড়ছেন।
তিনি ক্লান্ত, কিন্তু থেমে যান না।
তিনি কষ্টে আছেন, কিন্তু কাউকে বুঝতে দেন না।
এই মানুষগুলোই সমাজের অদৃশ্য নায়কদের একজন–
যাদের ত্যাগের কথা কেউ বলে না, কিন্তু তারাই পরিবারের আলো জ্বালিয়ে রাখেন।

ভালোবাসা আর দায়িত্ব মিশে গেলে, মানুষ এমন অসাধারণ হয়ে ওঠে।
আসুন, তাদের প্রতি সম্মান জানাই। ❤️
#সংসারেরনায়ক #পরিবার #ত্যাগ #ভালোবাসা #জীবনেরসংগ্রাম

শুভ রাত্রী প্রিয় বন্ধুরা, এখনো জেগে আছেন কেন?
19/06/2025

শুভ রাত্রী প্রিয় বন্ধুরা, এখনো জেগে আছেন কেন?

সময়ের সেরা হাসি, সেরা ছবি। গরুর গাড়ি।
31/05/2025

সময়ের সেরা হাসি, সেরা ছবি। গরুর গাড়ি।

এখনো সূর্যমুখীর বাগানের ছবি দিচ্ছেন না কেন?🌻🌻
06/02/2025

এখনো সূর্যমুখীর বাগানের ছবি দিচ্ছেন না কেন?🌻🌻

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bestob Monir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category