Masum talking

Masum talking MashAllah
ᵗʰᵃⁿᵏˢ ᶠᵒʳ ˢᵗᵃʸⁱⁿᵍ ᵗʳᵘᵉ
(1)

01/02/2025

দালালের খপ্পরে পড়ে রাশিয়ায় পাচার, যুদ্ধে বাংলাদেশি নি হ ত😂

01/12/2024

ভারতে হিন্দু জনসংখ্যার অর্ধেক বিজেপি হিন্দু আর বাকি অর্ধেক পিওর হিন্দু।

14/11/2024

নেকড়ে তার সন্তানকে নিয়ে বের হয়েছে খাবারের সন্ধানে। হাঁটতে হাঁটতে নেকড়ে তার শাবককে বলছে-ঘাস খেতে পারলে তোমার বেঁচে থাকা সহজ হতো বাবা। কিন্তু তোমাকে খেতে হয় মাংস। এটাই তোমার জন্য অভিশাপ। জঙ্গলতো সাফ হয়ে গেলো- এতো খাবার পাবো কোথায়? বাঁচবো কেমন করে?

মানুষ যত আমাদের মেরেছে । আমরা তত মানুষ মারিনি। দুয়েকটা দূর্ঘটনা ছাড়া। তারপরও মানুষ হলো সভ্য। আর আমরা হলাম হিংস্র।
হাঁটতে হাঁটতে মা আর ছেলে একটা মুক্ত খামারের পাশে আসে। ভেড়ার পাল চড়ে বেড়াচ্ছে।
ছেলে মাকে বলে - মা আমি যাই। তোমার জন্য খাবার নিয়ে আসি।
মা বলে- না বাবা। তুমি এখনো ভালো শিকারী হওনি। ধরা পড়লে নির্ঘাত মৃত্যু। আমি যাই। তুমি এখানে অপেক্ষা করো।

মা বলে- ঐ যে লোকটা দেখছো । ও হলো রাখাল। আর ওর হাত যে দণ্ডটা দেখছো- ওটা হলো লাঠি। এটাই হলো ওর অস্ত্র।
তোমার বাবাকে এমন পিটিয়েছে। লাঠি দিয়ে বেদম প্রহারের যন্ত্রণা বড়ই নির্মম। মাঝে মাঝে মানুষরা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। আর লাঠি দিয়ে যখন ওরা প্রহার শুরু করে। তখন ওদের শরীরে দানবীয় শক্তি এসে ভর করে।

নানা বিষয়ে ওদের মাঝে অনৈক্য থাকে। কিন্তু কাউকে লাঠি দিয়ে পিটিয়ে মারার ক্ষেত্রে ওরা সবাই এক হয়ে যায়। বৃষ্টির ফোটার মতো অগনিত লাঠির প্রহার গায়ে এসে পড়ে। কাউকে পিটিয়ে মারা তখন একটা উৎসবে পরিণত হয়। সে মানুষ হোক কিংবা আমাদের মতো কোনো হিংস্র পশু।

সুতরাং সবসময় সাবধানে থেকো। কোনো অবস্থাতেই কোনো মানুষের লাঠির আওতার ভিতরে গিয়ে পড়ো না।

নেকড়ে শাবক এবার ওর মাকে বলছে- কিন্তু মা । ঐ যে রাখালের পাশে আরেকটা প্রাণী দেখছি। ঐ প্রাণীটা কে ?

ওর নাম হলো কুকুর। আর এই কুকুরই হলো তোমার আসল শত্রু বাবা ।
কিন্তু মা । ও তো দেখতে অবিকল আমাদের মতো। সে কি আমাদের কেউ না।

না বাবা। এটাই হলো জীবনের চরম দূর্ভোগের কারণ ।

দেখতে "আমাদের মতো হওয়া ", আর "আমাদের হওয়া"- এই দুয়ের মাঝে যোজন যোজন পার্থক্য আছে বাবা :(

✍️ আরিফ মাহমুদ

13/11/2024

কলকাতার মিথ্যুকরা আর কত অপপ্রচার চালাবে

13/11/2024

দেশে রাজনৈতিক দলগুলোর সিস্টেমের কারণে নেতাকর্মীরা চাকর হয়েই রয়েছে।

12/11/2024

দেশে এত রাষ্ট্রবিজ্ঞানী থাকতে, শেষ পর্যন্ত নাট্যকার প্রয়োজন হলো।
তাহলে দেশ নিয়ে আমি কেনো গবেষণা করবো।
কাল থেকে নাট্যকার হওয়ার চেষ্টা করবো

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়েআমার গানের বুলবুলি।করুণ চোখে চেয়ে আছেসাঝের ঝরা ফুলগুলি।।
12/11/2024

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
আমার গানের বুলবুলি।
করুণ চোখে চেয়ে আছে
সাঝের ঝরা ফুলগুলি।।

12/11/2024

দেশের পর্যটন শিল্প বিকাশের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং সরকারকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশিত করতে হবে।
ভারত ভ্রমণে নিরুৎসাহিত হতে হবে

12/11/2024

নাট্যকারের কল্পনায় কত স্বপ্ন পূরণ করে দেখায় মঞ্চে।
অথচ বাস্তব, তারা কেউ নিজের বউকে ধরে রাখতে পারেনা।
কেনো.....?

12/11/2024

অভিনেতা জেলেনেস্কির
ইউক্রেন শেষ যুদ্ধে।
আওয়ামী লীগ শেষ মমতাজ ফেরদৌস রিয়াজে।
বর্তমানও যাচ্ছে ধেয়ে কোন এক নাটকের মঞ্চে।

11/11/2024

উপদেষ্টা
নতুন নতুন
ফারুকী

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum talking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share