Cinemalogy : সিনেমালোজি

Cinemalogy : সিনেমালোজি Cinemalogy | Page 3 I
স্ক্যান্ডাল, স্টাইল, সিক্রেটস
আমাদের পেজের পোষ্টগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করা।
Direct inbox for courtesy.
(2)

Your Satire/parody Buddy 💗
DM for Collaboration

21/11/2025
সুন্দর রিভিউ আর সিনেমাপ্রেমীদের জন্য এই পেজ পারফেক্ট মেবি। খুব কাছের ছোট ভাই শুরু করছে এপ্রিষিয়েট করুন।
21/11/2025

সুন্দর রিভিউ আর সিনেমাপ্রেমীদের জন্য এই পেজ পারফেক্ট মেবি। খুব কাছের ছোট ভাই শুরু করছে এপ্রিষিয়েট করুন।

সিনেমার নাম : কন্ঠ
কাস্ট : শিবুপ্রসাদ মুখার্জি, জয়া আহসান, পাওলি দাম
পরিচালক : শিবুপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়
IMDb : ৭.৭/১০
পারসোনাল রেটিং : ৯/১০

(কখনো ভেবে দেখেছেন, আপনার পেশাগত জীবনে দেহের যে অঙ্গ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে অঙ্গ যদি বিকল হয়ে যায়,তাহলে কি হবে? এরকম একটি প্রতিপাদ্য নিয়ে নির্মিত সিনেমা 'কন্ঠ')
শিবু- নন্দিতার সিনেমা মানেই অসাধারণ স্ক্রিপ্ট আশা করা যায়। হামি, রসগোল্লা, প্রাক্তন, বেলাশেষে তাদের অনবদ্য সব সিনেমা।

বলা হয়ে থাকে Disability is not inability.তবে সুস্থ একজন ব্যাক্তির হঠাৎ করে disable হওয়াটা তার জন্য মেনে নেওয়া কতটা কঠিন আর তা ওভারকাম করার জন্য কতটা মেন্টাল সাপোর্ট দরকার সেটা বুঝতে হলে দেখতে পারেন মুভিটা।

মুভির প্রধান চরিত্র অর্জুন মল্লিক একজন বড় পর্যায়ের রেডিও জকি। হঠাৎ তার ল্যারিঞ্জিয়াল ক্যান্সার ধরা পরে। এখন তাকে হয় কন্ঠ না হয় তার জীবনকে বেঁচে নিতে হবে। সে তার পরিবারের কথা চিন্তা করে জীবনকেই বেছে নেয়। তার মূল সম্পদকেই সে ছেড়ে দিয়েছে। তারপর শুরু হয় তার নতুন যাত্রা। এই অবস্থায় সে তার পরবর্তী জীবন কীভাবে এগিয়ে নিয়ে যায়? তাকে কতটা লড়াই করতে হয়েছে? এই দুঃসময়ে তার পাশে কি কেউ ছিলো? সে কী আবারো তার পূরনো জীবনে ফিরে যেতে পেরেছে? এইসব প্রশ্নের উত্তর জানতে এবং মুভিটি উপভোগ করতে অবশ্যই আপনাকে মুভিটি দেখতে হবে।

কাহিনীটা যেমন চমৎকার,তার থেকে অনেক ভালো হলো অভিনয় ও স্ক্রিনপ্লে। সবার অভিনয় খুবই ভালো। ক্যান্সার জয়ের পাশাপাশি আরো কিছু সম্পর্কের সুনির্দিষ্ট বর্ণনা দেওয়া হয়েছে এ সিনেমায়। জীবনে নানা প্রতিবন্ধকতা আসলেও তা কিভাবে প্রতিরোধ করতে হয় তার অন্যতম শিক্ষা "কন্ঠ" সিনেমাটি। আমার মতে গত দশকের অন্যতম সেরা বাংলা সিনেমা এটি। গানগুলোও অসম্ভব সুন্দর।

হ্যাপি ওয়াচিং❤

Shiboprosad Mukherjee I Paoli Dam

আসলেই সুন্দর মুভি।
21/11/2025

আসলেই সুন্দর মুভি।

‘১২০ বাহাদুর’ এমন একটি সিনেমা যা দেখলে মনে হবে সত্যিকারের যুদ্ধের গল্প চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। রেজাং লা–র ঘটনা নিয়ে বানানো এই ছবিতে ফারহান আখতার মেজর শৈতান সিংহের চরিত্রে দারুণ অভিনয় করেছেন। তাঁর শান্ত, দৃঢ় আর সাহসী লুক চরিত্রটাকে খুব শক্ত করে তুলে ধরে।

পরিচালক রজনীশ গাই চেষ্টা করেছেন বাস্তব যুদ্ধের পরিবেশ যতটা সম্ভব ঠিকভাবে দেখাতে—এটাই ছবির বড় শক্তি। লেখক রাজিভ জি. মেনন গল্পটা বাস্তব ঘটনার কাছাকাছি রাখতে চেয়েছেন। যদিও শুরুটা একটু ধীর মনে হয়, কিন্তু পরে গল্প আরও ভালো হয়ে ওঠে।

সহ-অভিনেতাদের মধ্যে বিভান ভাটেনা, অজিনক্য দিও, ধনভীর সিং, এজাজ খান সবাই ভালো অভিনয় করেছেন। স্পর্শ ওয়ালিয়া বেশ চমকে দেয়। রাশি খান্না–ও অল্প সময়ের মধ্যেই নজর কাড়েন।

ছবির ক্যামেরার কাজ অসাধারণ—পাহাড়ের দৃশ্যগুলো দারুণ সুন্দর লাগে। তবে প্রথম অংশটা ধীর, গানগুলো খুব ভালো না, আর ফ্ল্যাশব্যাকগুলো সহজেই আন্দাজ করা যায়।

কিন্তু সব মিলিয়ে, ‘১২০ বাহাদুর’ আমাদের সেই সব সৈনিকদের প্রতি সম্মান জানায় যাদের সাহসের গল্প সবাই জানে না।
এটা মন থেকে ছুঁয়ে যায়—সহজ, সরল, কিন্তু খুবই শক্তিশালী। 💫

শেষ পর্যন্ত হেরে গেলো মেয়েটা :(
21/11/2025

শেষ পর্যন্ত হেরে গেলো মেয়েটা :(

সাকিব আল হাসানের সাথে সেও যোগ দিলো।  এবার জুয়া হবে জম্পেস।
21/11/2025

সাকিব আল হাসানের সাথে সেও যোগ দিলো।
এবার জুয়া হবে জম্পেস।

সুখে থাকলে ভূতে কিলায়।
20/11/2025

সুখে থাকলে ভূতে কিলায়।

এত জঘন্য ও মানুষ হয়? নিজ মেয়েকে এমনভাবে কেউ ট্রিট করতে পারে? জানিনা সত্যি কি। তনি তার টাইমলাইনে আরেকজনকে জবাবদিহিতা স্বর...
20/11/2025

এত জঘন্য ও মানুষ হয়? নিজ মেয়েকে এমনভাবে কেউ ট্রিট করতে পারে? জানিনা সত্যি কি। তনি তার টাইমলাইনে আরেকজনকে জবাবদিহিতা স্বরুপ এটি লিখেছে।

পুরাই কনফিউজড হয়ে গেলাম।
20/11/2025

পুরাই কনফিউজড হয়ে গেলাম।

এত এত চাকচিক্যের মধ্যে থাকার পর ও মানুষ একা। অইযে কথায় আছেন না? "কুপীর নিচে অন্ধকার"।
20/11/2025

এত এত চাকচিক্যের মধ্যে থাকার পর ও মানুষ একা। অইযে কথায় আছেন না? "কুপীর নিচে অন্ধকার"।

©
20/11/2025

©

Cc: বক্স অফিস নেক্স নিউজ
20/11/2025

Cc: বক্স অফিস নেক্স নিউজ

পুরাই বক পাখি।
20/11/2025

পুরাই বক পাখি।

Address

Hasina Monjil (2nd Floor) Ta-119, Bir Uttam AK Khandaker Sarak (Gulshan-Badda Link Road), Gulshan/1
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Cinemalogy : সিনেমালোজি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share